Koha-Library-Management-System/C2/Add-Subscription-in-Serials/Bengali
00:01 | How to add Subscription in Serials এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এখানে আমরা শিখব: নতুন serial এর জন্য subscription যোগ করা। |
00:15 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:
Ubuntu Linux OS 16.04 এবং Koha version 16.05 |
00:29 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে, শিক্ষার্থীদের Library Science এর জ্ঞান থাকা উচিত। |
00:35 | আপনার সিস্টেমে Koha সংস্থাপিত থাকা উচিত। |
00:39 | আপনার Koha অ্যাডমিন অ্যাক্সেসও থাকা উচিত। না হলে দয়া করে এই ওয়েবসাইটে Koha Spoken Tutorial এর শৃঙ্খলা দেখুন। |
00:50 | পূর্ববর্তী টিউটোরিয়ালে, আমরা শিখেছিলাম যে Serial subscriptions কিভাবে তালিকাভুক্ত করা যায়। |
00:57 | এই টিউটোরিয়ালে, আমরা শিখব যে serials এর জন্য নতুন subscription কিভাবে যুক্ত করব। |
01:04 | Superlibrarian username Bella এবং তার পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। |
01:10 | যেমনকি এই শৃঙ্খলার আগের টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে, একটি নতুন Vendor for Serials subscription বানান। |
01:18 | আমি Mumbai Journal supplier নাম দেবো। তারপরে আমি একটি Mumbaijournals@gmail.com ইমেল আইডি যুক্ত করেছি। |
01:30 | নিম্নের জন্য চেক-বাক্স চেক করতে মনে রাখুন:
Primary acquisitions contact Primary serials contact Contact about late orders Contact about late issues |
01:46 | এই বর্ণনের ব্যবহার পরে এই টিউটোরিয়ালে করা হবে। |
01:51 | একইভাবে, আপনাকে আপনার বিক্রেতার বর্ণন পূরণ করতে হবে। |
01:56 | এখানে Journal এর স্ক্রিনশট রয়েছে যা আমাদের সাবস্ক্রাইব করতে হবে। |
02:01 | এখানে দেখানো সকল বিবরণ হল যা আমি আমার Koha ইন্টারফেসে লিখেছি। |
02:08 | Koha ইন্টারফেসে যান। |
02:12 | এখন Koha homepage এ Serials এ ক্লিক করুন। |
02:18 | খোলা পৃষ্ঠায়, New Subscription এ ক্লিক করুন। |
02:24 | এটি আরেকটি নতুন পৃষ্ঠা খুলবে যা বলছে Add a new subscription (1/2) |
02:30 | এখানে, আমাদের কিছু বিবরণ পূরণ করতে অনুরোধ জানানো হবে। |
02:35 | Vendor এর জন্য, দুটি খালি বাক্স সংলগ্ন Search for vendor ট্যাবে ক্লিক করুন। |
02:43 | নতুন উইন্ডোতে, একটি নতুন পৃষ্ঠা Serial subscription: search for vendor খোলে। |
02:50 | Vendor name ফীল্ডে, আমি Mumbai Journal Supplier লিখব। |
02:56 | আপনার এখানে আপনার বিক্রেতার নাম লেখা উচিত। এখন এই ফীল্ডের ডানদিকে OK বোতামে ক্লিক করুন। |
03:05 | Vendor search results নামে একটি নতুন পৃষ্ঠা খোলে। |
03:10 | নীচের টেবিলে, Select: এ, Vendor নামের সাথে Choose এ ক্লিক করুন। |
03:19 | Add a new subscription (1/2) পৃষ্ঠা পুনরায় খোলে। এই পৃষ্ঠাটি বন্ধ করবেন না কারণ এটি পরে টিউটোরিয়ালে ব্যবহৃত হবে। |
03:31 | এরপর হল Record. Record সংলগ্ন দুটি ফাঁকা বাক্স রয়েছে। |
03:37 | এই ফাঁকা বাক্সে দুটি ট্যাব রয়েছে:
Search for record, Create record |
03:46 | রেকর্ড ইতিমধ্যে উপস্থিত থাকলে Search for record এ ক্লিক করুন। |
03:53 | অন্যথায়, সম্পর্কিত serial এর জন্য একটি নতুন এন্ট্রি বানাতে Create record ট্যাবে ক্লিক করুন। |
04:01 | পূর্ববর্তী টিউটোরিয়ালে, আমরা শিরোনাম Indian Journal of Microbiology সহ একটি serial সূচীবদ্ধ করেছি। |
04:10 | সুতরাং, আমরা Search for record ট্যাবে ক্লিক করব। |
04:16 | Catalog search নামে একটি নতুন উইন্ডো খোলে। |
04:21 | Keyword ফীল্ডে, Indian লিখুন। |
04:27 | তারপর, পৃষ্ঠার নীচে Search এ ক্লিক করুন। |
04:32 | Search results from 1 to 1 of 1 নামে এটি নতুন পৃষ্ঠা খোলে। |
04:39 | এতে পূর্বে প্রবেশ করা বিবরণ রয়েছে:
Title- Indian Journal of Microbiology Publisher- Springer ISSN- 0046-8991 |
04:58 | আপনার দ্বারা প্রবেশ করা বর্ণন দেখবো। |
05:02 | এরপর, টেবিলের ডানদিকে Choose বোতামে ক্লিক করুন। |
05:07 | একই উইন্ডোটি বন্ধ হয়ে যায় এবং প্রবেশ করা বর্ণন পৃষ্ঠায় দেখাবে- |
05:13 | Add a new subscription (1/2),
Record ফীল্ডে আমার এখানে এটি 3 দেখাচ্ছে। |
05:22 | আপনার করা প্রবেশ করা সংখ্যার উপর নির্ভর করে আপনার ইন্টারফেসে এটি ভিন্ন হতে পারে। |
05:29 | এগিয়ে গিয়ে আমি নিম্নকে একই ছেড়ে দেবো। |
05:33 | Library এর জন্য, আমি ড্রপ-ডাউন থেকে Spoken Tutorial Library চয়ন করব। |
05:41 | প্রয়োজন হলে আপনি নিম্ন করতে পারেন-
Public note এবং Nonpublic note |
05:47 | আমি তাদের খালি রাখবো। |
05:50 | এরপর Patron notification রয়েছে। ড্রপ-ডাউন থেকে Routing List চয়ন করুন। |
05:59 | Grace period এর জন্য আমি 15 day(s) চয়ন করব। |
06:04 | Number of issues to display to staff এ 4 লিখুন। |
06:10 | Number of issues to display to the public এ 4 লিখুন। |
6:15 | সকল বিবরণ প্রবেশ করার পর, পৃষ্ঠার নীচের Next এ ক্লিক করুন। |
06:22 | Add a new subscription (2/2) নামে একটি নতুন পৃষ্ঠা খোলে। |
06:27 | Serials Planning বিভাগের জন্য নিম্ন লিখুন- |
06:32 | First issue publication date এ আমি 01/01/2017 লিখব। |
06:41 | Frequency তে আমি ড্রপ-ডাউন থেকে ⅓ months i.e. quarterly চয়ন করব। |
06:48 | Subscription length:-
ইতিমধ্যে ড্রপ-ডাউন থেকে চয়নিত না হলে issues চয়ন করুন। enter amount in numerals বাক্সে 4 লিখুন। |
07:01 | Subscription start date এ 01/01/2017 লিখুন।
Subscription end date এ 01/12/2017 লিখুন। |
07:20 | Numbering pattern, ড্রপ-ডাউন থেকে Volume, Number চয়ন করুন। |
07:26 | Locale, ড্রপ ডাউন থেকে English চয়ন করুন। English বাদে আপনার অন্য ভাষা হলে আপনি ড্রপ-ডাউন থেকে উপযুক্ত বিকল্প চয়ন করতে পারেন। |
07:38 | এরপর, Volume এবং Number এর জন্য নিম্ন লিখুন। |
07:43 | Begins with: Volume = 57
Begins with: Number =1 Inner counter: Number =4 |
07:55 | আপনি প্যাটার্নের ধরণ বদলাতে চাইলে Show/Hide advanced pattern এ ক্লিক করুন। |
08:04 | এন্ট্রিগুলি এডিট করতে, Advanced prediction pattern টেবিলের নীচে modify pattern এ ক্লিক করুন। |
08:12 | দ্রষ্টব্য যে Pattern name Volume, Number হওয়া উচিত। |
08:18 | Numbering formula Vol.{X}, No.{Y} হওয়া উচিত। |
08:24 | Advanced prediction pattern টেবিলে Koha ডিফল্টরূপে নিম্ন মান চয়ন করে -
Label: কলাম X Volume হিসাবে কলাম Y Number হিসাবে। |
08:39 | Begins with :
কলাম X এর 57, কলাম Y এর জন্য 1 এবং এইভাবে। |
08:48 | এখন, পৃষ্ঠার নীচে Test prediction pattern এ ক্লিক করুন। |
08:54 | Prediction pattern একই পৃষ্ঠায় ডান পাশে দেখাবে। |
09:00 | Prediction pattern নিম্ন বিবরণ দেখাবে-
Number, Publication date এবং Not published |
09:11 | শেষে, পৃষ্ঠার নীচে Save subscription এ ক্লিক করুন। |
09:18 | নিম্ন বিবরণ সহ Subscription for Indian Journal of Microbiology নাম একটি নতুন পৃষ্ঠা খোলে:
Information Planning Issues Summary |
09:34 | Planning ট্যাবে ক্লিক করুন। |
09:37 | নিম্ন যাচাই করুন -
Starting with Volume ট্যাবে: Volume এবং Number: 57 এবং 1 হওয়া উচিত। |
09:46 | Rollover ট্যাবের জন্য:, Volume এবং Number, 99999 এবং 12 হওয়া উচিত। |
09:56 | এরপর Issues ট্যাবে ক্লিক করুন।
এটি নিম্ন বিবরণ দেখাবে - Issue number: Vol. 57 এবং No. 1 Planned date: 01/01/2017 |
10:17 | Published date: 01/01/2017
Published date (text): খালি হবে. Status: Expected |
10:31 | এর সাথে Journal subscription সফলভাবে জুড়ে গেছে। |
10:36 | Subscription of Serials যুক্ত করার উদ্দেশ্য নিম্ন ট্রেক রাখার জন্য-
Journals Magazines |
10:43 | Serials
Newspapers এবং অন্যান্য জিনিস যা নিয়মিত সময়সূচীতে প্রকাশিত হয়। |
10:50 | আপনি এখন Koha থেকে লগ আউট করতে পারেন। |
10:53 | এটি করতে, Koha interface এর উপরে ডানদিকে যান। Spoken Tutorial Library লাইব্রেরিতে ক্লিক করুন এবং ড্রপ-ডাউন থেকে log out চয়ন করুন। |
11:05 | এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি। |
11:09 | সংক্ষিপ্তকরণ করি। এখানে আমরা শিখেছি নতুন serial এর জন্য Subscription যোগ করা। |
11:18 | অনুশীলনীর জন্য: Journal of Molecular Biology এর জন্য নতুন Subscription যুক্ত করুন। |
11:26 | নিম্ন লিঙ্কে ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন। |
11:33 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আরও তথ্যের জন্য, আমাদের লিখুন। |
11:42 | দয়া করে সময়ের সাথে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন। |
11:46 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাদ্ধ। |
11:58 | আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |