Moodle-Learning-Management-System/C2/Teachers-Dashboard-in-Moodle/Bengali
Time | Narration |
00:01 | Moodle এ Teacher’s dashboard এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এখানে আমরা একটি আদর্শ Moodle course overview সম্পর্কে শিখব। |
00:14 | তারপর আমরা শিখব:
teachers’ dashboard profile সম্পাদনা করা এবং preferences সম্পাদনা করা। |
00:25 | শেষে, Moodle এর কোর্সের সাথে সম্পর্কিত কিছু প্রাথমিক বিবরণ যুক্ত করা শিখব। |
00:33 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহৃত হয়েছে:
উবুন্টু লিনাক্স OS 16.04 XAMPP 5.6.30 এর মাধ্যমে Apache, MariaDB এবং PHP Moodle 3.3 এবং Firefox web browser আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন। |
00:59 | যদিও, ইন্টারনেট এক্সপ্লোরার এড়ানো উচিত, কারণ এটি কিছু ডিসপ্লে অসঙ্গতি ঘটায়। |
01:07 | এই টিউটোরিয়ালটি অনুমান করে যে আপনার সাইট প্রশাসক মুডল ওয়েবসাইট স্থাপন করে আপনাকে একটি নতুন, খালি কোর্সে নিয়োগ করেছে যেখানে আপনার শিক্ষকের বিশেষাধিকার রয়েছে।
আমার সিস্টেম প্রশাসক ইতিমধ্যে নিম্ন কাজ করেছে। |
01:26 | মনে রাখবেন:
Calculus কোর্সের জন্য Rebecca Raymond কে শিক্ষিকার রোল বরাদ্দ করা হয়েছে। |
01:34 | আপনার সাইট প্রশাসককে এই ওয়েবসাইটে Moodle টিউটোরিয়াল দেখতে বলুন। |
01:41 | এবং আপনার জন্য একজন ইউসার বানান, যাতে অন্তত একটি কোর্সের জন্য শিক্ষিকার বিশেষাধিকার রয়েছে। |
01:48 | Moodle সবচেয়ে নমনীয়, সৃজনশীল এবং সহজে ব্যবহারযোগ্য শিক্ষণ এবং শেখার ব্যবস্থা। |
01:56 | সাধারণত, Moodle নিম্ন করতে শিক্ষক দ্বারা ব্যবহার হতে পারে -
তাদের শিক্ষণ-শেখার রিসোর্স আপলোড করতে। মাল্টিমিডিয়া রিসোর্স যেমন ফাইল, ভিডিও ইত্যাদির সংগ্রহ পরিচালনা করা। |
02:12 | ওয়েব রিসোর্স এবং খোলা শিক্ষাগত রিসোর্স শেয়ার করা।
এম্বেড করা YouTube / Vimeo ভিডিও। |
02:22 | quizzes এবং অনুশীলনী পরিচালনা করা।
সহযোগী সামগ্রী যেমন Wiki, Glossary ইত্যাদি উত্সাহিত করা। |
02:34 | সমলয় এবং অবিচ্ছিন্নভাবে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করুন এবং শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতি সন্ধান করুন। |
02:44 | আমার কাছে Calculus course এর course overview রয়েছে। |
02:50 | আমার আছে
বিষয় রয়েছে যা এখানে দেখা হবে: প্রতি সপ্তাহে বক্তৃতার সংখ্যা। কোর্সের জন্য বরাদ্দ মোট অনুশীলনী সংখ্যা। |
03:01 | quizzes মোট সংখ্যা (সাপ্তাহিক বা পাক্ষিক)
end of course exams এর মোট সংখ্যা। মার্ক বিতরণ করা। কোর্সের উপকরণ। বই এর রেফারেন্স। |
03:18 | আমাকে আমার কোর্স গঠন করে সেইমত Moodle এ সকল ম্যাটেরিয়াল আপলোড করতে হবে। |
03:25 | ব্রাউজারে যান এবং Moodle সাইটটি খুলুন। |
03:30 | শিরোনাম এবং উপলব্ধ কোর্স সহ একটি পৃষ্ঠা দেখাবে। |
03:35 | উইন্ডোর উপরের ডানদিকে স্থিত Login লিঙ্কে ক্লিক করুন। |
03:40 | আমি শিক্ষকা Rebecca Raymond হিসাবে লগইন করব। |
03:44 | আমরা এমন পৃষ্ঠায় রয়েছি যা পাসওয়ার্ড বদলাতে বলে। কারণ Force password change বিকল্প admin দ্বারা সক্রিয় করা হয়েছে। |
03:57 | বর্তমান পাসওয়ার্ড লিখে নতুন পাসওয়ার্ড লিখুন। আমি লিখব Spokentutorial12 # |
04:07 | আবার নতুন পাসওয়ার্ড লিখুন। এবং তারপর নীচে Save changes বোতামে ক্লিক করুন। |
04:15 | একটি সফল ম্যাসেজ নিশ্চিত করে যে পাসওয়ার্ড বদলে গেছে। Continue বোতামে ক্লিক করুন। |
04:24 | আমরা এখন যে পৃষ্ঠায় রয়েছি তাকে dashboard বলে। |
04:29 | আমাদের ড্যাশবোর্ড 3 কলামে বিভক্ত। |
04:34 | বাম দিকে রয়েছে Navigation মেনু। মাঝখানে বিস্তৃত রয়েছে মেন Course overview এরিয়ার সাথে Timeline এবং Courses ট্যাব। |
04:47 | ডানদিকে একটি Blocks কলাম রয়েছে। |
04:51 | Courses ট্যাবে আপনার তালিকাভুক্ত কোর্স রয়েছে। Course overview এলাকায় Courses ট্যাবে ক্লিক করুন। |
05:02 | In Progress ট্যাবে, আমরা 2 টি কোর্স দেখি: Calculus এবং Linear Algebra. এটি সেই কোর্স যা admin দ্বারা শিক্ষকা Rebecca Raymond কে নির্ধারিত। |
05:17 | ভবিষ্যতে তাকে নির্ধারিত কোর্স Future ট্যাবে দেখাবে। একইভাবে, যে কোর্স সম্পন্ন হয়েছে Past ট্যাবে দেখাবে। |
05:30 | এখন পৃষ্ঠার হেডার দেখি। উপরের বাম কোণে, আমরা Navigation Drawer বা Navigation menu দেখি। |
05:41 | এটি Calendar, Private Files এবং My courses লিঙ্কের অ্যাক্সেস দেয়। |
05:48 | এটি একটি টগল মেনু। যার মানে এতে ক্লিক করলে এটি তার স্টেটাস open থেকে close এবং তার বিপরীতে বদলায়। |
05:58 | উপরের ডানদিকে, বিজ্ঞপ্তি এবং ম্যাসেজের জন্য কুইক অ্যাক্সেস আইকন রয়েছে। |
06:06 | উপরে ডানদিকের প্রোফাইল ছবিতে ক্লিক করলে আমরা ইউসার মেনু অ্যাক্সেস করতে সক্ষম হবে। এটিকে quick access user menu বলে। |
06:18 | এতে ক্লিক করুন। এই সকল মেনু আইটেম বামদিকে স্থিত toggle মেনুর অনুরূপ। |
06:28 | Profile বিকল্পে ক্লিক করুন। Moodle প্রতিটি ইউসারের একটি প্রোফাইল পৃষ্ঠা রয়েছে। |
06:36 | এতে ইউসারের তাদের প্রোফাইল তথ্য সম্পাদনা করার অনুমতি এবং তাদের নথিভুক্ত কোর্স দেখার লিঙ্ক রয়েছে। |
06:46 | তাদের ব্লগে বা ফোরাম পোস্ট দেখুন, তাদের অ্যাক্সেস করা যে কোনো রিপোর্ট দেখুন এবং তাদের অন্তিমবার লগইন করার সময় তাদের অ্যাক্সেস লগ দেখুন। |
07:01 | এখন Edit Profile লিঙ্কে ক্লিক করুন। |
07:06 | Edit Profile page খোলে।
এই পৃষ্ঠাটি 5 ভাগে বিভক্ত: General User Picture Additional Names Interests Optional |
07:24 | ডিফল্টরূপে General এবং User picture বিভাগ প্রসারিত। |
07:30 | ডানদিকে স্থিত Expand all লিঙ্ক সকল বিভাগকে প্রসারিত করে। |
07:36 | যে কোনো বিভাগের নামে ক্লিক করলে এটি প্রসারিত বা সরে যায়। |
07:42 | এখানে সকল ফীল্ড সম্পাদনাযোগ্য। |
07:45 | আমি যেমন করেছি আপনি General বিভাগে আপনার ব্যক্তিগত বিবরণ লিখতে পারেন। |
07:52 | শিক্ষক হিসাবে আমি চাই যে শিক্ষার্থীরা আমার সম্পর্কে আরেকটু জানুক। |
07:58 | তাই এখানে Description ফীল্ডে, আমি কিছু বর্ণন যুক্ত করব। |
08:04 | টিউটোরিয়ালটি থামান এবং আমার দেখানোর মত আপনার বর্ণন পূরণ করুন। |
08:10 | আপনি অন্যান্য ফীল্ড এবং বিভাগে কিছু তথ্য যোগ করতে পারেন। আপনি আপনার ছবিও আপলোড করতে পারেন। |
08:19 | আমি General এবং Optional বিভাগে আরো কিছু বর্ণন জুড়েছি। |
08:25 | তারপর Update Profile বোতামে ক্লিক করুন এবং পৃষ্ঠাটি সংরক্ষণ করুন। |
08:30 | এখন উপরের ডানদিকে স্থিত quick access user মেনুতে ক্লিক করুন। এবং Preferences লিঙ্কে ক্লিক করুন। |
08:40 | Preferences পৃষ্ঠাগুলি ইউসারকে বিভিন্ন সেটিংসে quick access দেয় যা তারা সম্পাদনা করতে চায়। |
08:48 | teacher’s অ্যাকাউন্টের জন্য Preferences পৃষ্ঠাটি বিভক্ত রয়েছে:
User account Blogs এবং Badges |
09:00 | আমরা ইতিমধ্যে Edit Profile এবং Change Password দেখেছি। |
09:06 | এখানে আরো কিছু প্রেফারেন্স রয়েছে:
Language, Forum, Editor, Course, Calendar, Message, Notification. |
09:19 | Calendar preferences এ ক্লিক করি। |
09:23 | আমরা ক্যালেন্ডারের ডিসপ্লে টাইম 24 ঘন্টার ফরম্যাটে সেট করব। |
09:29 | এছাড়াও, Upcoming events look-ahead কে 2 সপ্তাহে সেট করব। |
09:35 | এর মানে ক্যালেন্ডারে পরবর্তী 2 সপ্তাহে যা ঘটছে আমরা সেই সকল ইভেন্টের বিজ্ঞপ্তি দেখবো। |
09:43 | Save Changes বোতামে ক্লিক করুন। |
09:46 | আমরা এই শৃঙ্খলায় পরবর্তী বৈশিষ্ট্য আলোচনা করার সময় বাকি প্রেফারেন্স দেখবো। |
09:54 | এখানে তথ্য লক্ষ্য করুন। |
09:57 | এটি breadcrumb ন্যাভিগেশন। এটি একটি চাক্ষুষ সহায়তা যা Moodle site’s hierarchy তে কোন পৃষ্ঠায় রয়েছি তা নির্দেশ করে। |
10:09 | এটি একক ক্লিকের সাথে উচ্চ স্তরের পৃষ্ঠায় যেতে সহায়তা করে। |
10:15 | ড্যাশবোর্ডে যেতে breadcrumbs এ Dashboard লিঙ্কে ক্লিক করুন। |
10:21 | এখন Calculus কোর্সের জন্য একটি বিষয় এবং সংক্ষিপ্ত সারাংশ যোগ করা দেখি। |
10:28 | বাম দিকে Navigation মেনুতে Calculus course এ ক্লিক করুন। |
10:34 | নতুন পৃষ্ঠায় উপরের ডানদিকে গিয়ার আইকনে ক্লিক করুন। |
10:40 | তারপর Turn editing on বিকল্পে ক্লিক করুন। |
10:45 | পৃষ্ঠাটি এখন আরো সম্পাদনার বিকল্প দেখায়। |
10:50 | Topic 1 এর পাশে পেন্সিল আইকনে ক্লিক করুন। |
10:55 | এখন, উপস্থিত টেক্সট বাক্সে, Basic Calculus লিখুন। এন্টার টিপুন। |
11:03 | বিষয়ের নামে পরিবর্তন দেখুন। |
11:06 | এখন সেই বিষয়ের একেবারে ডানদিকে Edit লিঙ্কে ক্লিক করুন। |
11:11 | তারপর Edit topic বিকল্পে ক্লিক করুন। |
11:15 | এটি Summary পৃষ্ঠায় নিয়ে আসে। |
11:18 | এখানে, Summary ফীল্ডে, আমরা বিষয়টির সংক্ষিপ্ত সারসংক্ষেপ দিতে পারি। আমি এইরকম লিখব। |
11:27 | নীচে স্ক্রোল করুন এবং Save Changes বোতামে ক্লিক করুন। |
11:32 | পরিবর্তন দেখুন। |
11:34 | এইভাবে Moodle এ আমাদের কোর্সের বিস্তারিত বর্ণন জোড়া শুরু করি। |
11:40 | এখন Moodle লগ আউট করব। এটি করতে উপরের ডানদিকে ইউসার আইকনে ক্লিক করুন। এখন Log out বিকল্প চয়ন করুন। |
11:50 | এর সাথে আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি। সংক্ষিপ্তকরণ করি। |
11:56 | এখানে আমরা শিখেছি:
Moodle course overview teachers’ dashboard |
12:05 |
Edit profile সেটিং এবং preferences সেটিং এবং Moodle এর কোর্সে কিছু প্রাথমিক বিবরণ যুক্ত করা। |
12:16 | অনুশীলনী হিসাবে,
Calculus কোর্সে সকল বিষয়ের নাম বদলান। সকল বিষয়ের সংশ্লিষ্ট সারসংক্ষেপ জুড়ুন। বর্ণনের জন্য এই টিউটোরিয়ালের Assignment লিঙ্ক দেখুন। |
12:31 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন। |
12:39 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। আরো জানতে আমাদের লিখুন। |
12:49 | এই ফোরামে আপনার প্রশ্ন পোস্ট করুন। |
12:53 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
13:06 | এই স্ক্রিপ্টটি প্রিয়াঙ্কা দ্বারা নির্মিত। আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। |
13:17 | অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |