Moodle-Learning-Management-System/C2/Teachers-Dashboard-in-Moodle/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodle এ Teacher’s dashboard এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এখানে আমরা একটি আদর্শ Moodle course overview সম্পর্কে শিখব।
00:14 তারপর আমরা শিখব:

teachers’ dashboard

profile সম্পাদনা করা এবং

preferences সম্পাদনা করা।

00:25 শেষে, Moodle এর কোর্সের সাথে সম্পর্কিত কিছু প্রাথমিক বিবরণ যুক্ত করা শিখব।
00:33 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহৃত হয়েছে:

উবুন্টু লিনাক্স OS 16.04

XAMPP 5.6.30 এর মাধ্যমে Apache, MariaDB এবং PHP

Moodle 3.3 এবং

Firefox web browser

আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।

00:59 যদিও, ইন্টারনেট এক্সপ্লোরার এড়ানো উচিত, কারণ এটি কিছু ডিসপ্লে অসঙ্গতি ঘটায়।
01:07 এই টিউটোরিয়ালটি অনুমান করে যে আপনার সাইট প্রশাসক মুডল ওয়েবসাইট স্থাপন করে আপনাকে একটি নতুন, খালি কোর্সে নিয়োগ করেছে যেখানে আপনার শিক্ষকের বিশেষাধিকার রয়েছে।

আমার সিস্টেম প্রশাসক ইতিমধ্যে নিম্ন কাজ করেছে।

01:26 মনে রাখবেন:

Calculus কোর্সের জন্য Rebecca Raymond কে শিক্ষিকার রোল বরাদ্দ করা হয়েছে।

01:34 আপনার সাইট প্রশাসককে এই ওয়েবসাইটে Moodle টিউটোরিয়াল দেখতে বলুন।
01:41 এবং আপনার জন্য একজন ইউসার বানান, যাতে অন্তত একটি কোর্সের জন্য শিক্ষিকার বিশেষাধিকার রয়েছে।
01:48 Moodle সবচেয়ে নমনীয়, সৃজনশীল এবং সহজে ব্যবহারযোগ্য শিক্ষণ এবং শেখার ব্যবস্থা।
01:56 সাধারণত, Moodle নিম্ন করতে শিক্ষক দ্বারা ব্যবহার হতে পারে -

তাদের শিক্ষণ-শেখার রিসোর্স আপলোড করতে।

মাল্টিমিডিয়া রিসোর্স যেমন ফাইল, ভিডিও ইত্যাদির সংগ্রহ পরিচালনা করা।

02:12 ওয়েব রিসোর্স এবং খোলা শিক্ষাগত রিসোর্স শেয়ার করা।

এম্বেড করা YouTube / Vimeo ভিডিও।

02:22 quizzes এবং অনুশীলনী পরিচালনা করা।

সহযোগী সামগ্রী যেমন Wiki, Glossary ইত্যাদি উত্সাহিত করা।

02:34 সমলয় এবং অবিচ্ছিন্নভাবে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করুন এবং শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতি সন্ধান করুন।
02:44 আমার কাছে Calculus course এর course overview রয়েছে।
02:50 আমার আছে

বিষয় রয়েছে যা এখানে দেখা হবে:

প্রতি সপ্তাহে বক্তৃতার সংখ্যা।

কোর্সের জন্য বরাদ্দ মোট অনুশীলনী সংখ্যা।

03:01 quizzes মোট সংখ্যা (সাপ্তাহিক বা পাক্ষিক)

end of course exams এর মোট সংখ্যা।

মার্ক বিতরণ করা।

কোর্সের উপকরণ।

বই এর রেফারেন্স।

03:18 আমাকে আমার কোর্স গঠন করে সেইমত Moodle এ সকল ম্যাটেরিয়াল আপলোড করতে হবে।
03:25 ব্রাউজারে যান এবং Moodle সাইটটি খুলুন।
03:30 শিরোনাম এবং উপলব্ধ কোর্স সহ একটি পৃষ্ঠা দেখাবে।
03:35 উইন্ডোর উপরের ডানদিকে স্থিত Login লিঙ্কে ক্লিক করুন।
03:40 আমি শিক্ষকা Rebecca Raymond হিসাবে লগইন করব।
03:44 আমরা এমন পৃষ্ঠায় রয়েছি যা পাসওয়ার্ড বদলাতে বলে। কারণ Force password change বিকল্প admin দ্বারা সক্রিয় করা হয়েছে।
03:57 বর্তমান পাসওয়ার্ড লিখে নতুন পাসওয়ার্ড লিখুন। আমি লিখব Spokentutorial12 #
04:07 আবার নতুন পাসওয়ার্ড লিখুন। এবং তারপর নীচে Save changes বোতামে ক্লিক করুন।
04:15 একটি সফল ম্যাসেজ নিশ্চিত করে যে পাসওয়ার্ড বদলে গেছে। Continue বোতামে ক্লিক করুন।
04:24 আমরা এখন যে পৃষ্ঠায় রয়েছি তাকে dashboard বলে।
04:29 আমাদের ড্যাশবোর্ড 3 কলামে বিভক্ত।
04:34 বাম দিকে রয়েছে Navigation মেনু। মাঝখানে বিস্তৃত রয়েছে মেন Course overview এরিয়ার সাথে Timeline এবং Courses ট্যাব।
04:47 ডানদিকে একটি Blocks কলাম রয়েছে।
04:51 Courses ট্যাবে আপনার তালিকাভুক্ত কোর্স রয়েছে। Course overview এলাকায় Courses ট্যাবে ক্লিক করুন।
05:02 In Progress ট্যাবে, আমরা 2 টি কোর্স দেখি: Calculus এবং Linear Algebra. এটি সেই কোর্স যা admin দ্বারা শিক্ষকা Rebecca Raymond কে নির্ধারিত।
05:17 ভবিষ্যতে তাকে নির্ধারিত কোর্স Future ট্যাবে দেখাবে। একইভাবে, যে কোর্স সম্পন্ন হয়েছে Past ট্যাবে দেখাবে।
05:30 এখন পৃষ্ঠার হেডার দেখি। উপরের বাম কোণে, আমরা Navigation Drawer বা Navigation menu দেখি।
05:41 এটি Calendar, Private Files এবং My courses লিঙ্কের অ্যাক্সেস দেয়।
05:48 এটি একটি টগল মেনু। যার মানে এতে ক্লিক করলে এটি তার স্টেটাস open থেকে close এবং তার বিপরীতে বদলায়।
05:58 উপরের ডানদিকে, বিজ্ঞপ্তি এবং ম্যাসেজের জন্য কুইক অ্যাক্সেস আইকন রয়েছে।
06:06 উপরে ডানদিকের প্রোফাইল ছবিতে ক্লিক করলে আমরা ইউসার মেনু অ্যাক্সেস করতে সক্ষম হবে। এটিকে quick access user menu বলে।
06:18 এতে ক্লিক করুন। এই সকল মেনু আইটেম বামদিকে স্থিত toggle মেনুর অনুরূপ।
06:28 Profile বিকল্পে ক্লিক করুন। Moodle প্রতিটি ইউসারের একটি প্রোফাইল পৃষ্ঠা রয়েছে।
06:36 এতে ইউসারের তাদের প্রোফাইল তথ্য সম্পাদনা করার অনুমতি এবং তাদের নথিভুক্ত কোর্স দেখার লিঙ্ক রয়েছে।
06:46 তাদের ব্লগে বা ফোরাম পোস্ট দেখুন, তাদের অ্যাক্সেস করা যে কোনো রিপোর্ট দেখুন এবং তাদের অন্তিমবার লগইন করার সময় তাদের অ্যাক্সেস লগ দেখুন।
07:01 এখন Edit Profile লিঙ্কে ক্লিক করুন।
07:06 Edit Profile page খোলে।

এই পৃষ্ঠাটি 5 ভাগে বিভক্ত:

General

User Picture

Additional Names

Interests

Optional

07:24 ডিফল্টরূপে General এবং User picture বিভাগ প্রসারিত।
07:30 ডানদিকে স্থিত Expand all লিঙ্ক সকল বিভাগকে প্রসারিত করে।
07:36 যে কোনো বিভাগের নামে ক্লিক করলে এটি প্রসারিত বা সরে যায়।
07:42 এখানে সকল ফীল্ড সম্পাদনাযোগ্য।
07:45 আমি যেমন করেছি আপনি General বিভাগে আপনার ব্যক্তিগত বিবরণ লিখতে পারেন।
07:52 শিক্ষক হিসাবে আমি চাই যে শিক্ষার্থীরা আমার সম্পর্কে আরেকটু জানুক।
07:58 তাই এখানে Description ফীল্ডে, আমি কিছু বর্ণন যুক্ত করব।
08:04 টিউটোরিয়ালটি থামান এবং আমার দেখানোর মত আপনার বর্ণন পূরণ করুন।
08:10 আপনি অন্যান্য ফীল্ড এবং বিভাগে কিছু তথ্য যোগ করতে পারেন। আপনি আপনার ছবিও আপলোড করতে পারেন।
08:19 আমি General এবং Optional বিভাগে আরো কিছু বর্ণন জুড়েছি।
08:25 তারপর Update Profile বোতামে ক্লিক করুন এবং পৃষ্ঠাটি সংরক্ষণ করুন।
08:30 এখন উপরের ডানদিকে স্থিত quick access user মেনুতে ক্লিক করুন। এবং Preferences লিঙ্কে ক্লিক করুন।
08:40 Preferences পৃষ্ঠাগুলি ইউসারকে বিভিন্ন সেটিংসে quick access দেয় যা তারা সম্পাদনা করতে চায়।
08:48 teacher’s অ্যাকাউন্টের জন্য Preferences পৃষ্ঠাটি বিভক্ত রয়েছে:

User account

Blogs এবং Badges

09:00 আমরা ইতিমধ্যে Edit Profile এবং Change Password দেখেছি।
09:06 এখানে আরো কিছু প্রেফারেন্স রয়েছে:

Language,

Forum,

Editor,

Course,

Calendar,

Message,

Notification.

09:19 Calendar preferences এ ক্লিক করি।
09:23 আমরা ক্যালেন্ডারের ডিসপ্লে টাইম 24 ঘন্টার ফরম্যাটে সেট করব।
09:29 এছাড়াও, Upcoming events look-ahead কে 2 সপ্তাহে সেট করব।
09:35 এর মানে ক্যালেন্ডারে পরবর্তী 2 সপ্তাহে যা ঘটছে আমরা সেই সকল ইভেন্টের বিজ্ঞপ্তি দেখবো।
09:43 Save Changes বোতামে ক্লিক করুন।
09:46 আমরা এই শৃঙ্খলায় পরবর্তী বৈশিষ্ট্য আলোচনা করার সময় বাকি প্রেফারেন্স দেখবো।
09:54 এখানে তথ্য লক্ষ্য করুন।
09:57 এটি breadcrumb ন্যাভিগেশন। এটি একটি চাক্ষুষ সহায়তা যা Moodle site’s hierarchy তে কোন পৃষ্ঠায় রয়েছি তা নির্দেশ করে।
10:09 এটি একক ক্লিকের সাথে উচ্চ স্তরের পৃষ্ঠায় যেতে সহায়তা করে।
10:15 ড্যাশবোর্ডে যেতে breadcrumbs এ Dashboard লিঙ্কে ক্লিক করুন।
10:21 এখন Calculus কোর্সের জন্য একটি বিষয় এবং সংক্ষিপ্ত সারাংশ যোগ করা দেখি।
10:28 বাম দিকে Navigation মেনুতে Calculus course এ ক্লিক করুন।
10:34 নতুন পৃষ্ঠায় উপরের ডানদিকে গিয়ার আইকনে ক্লিক করুন।
10:40 তারপর Turn editing on বিকল্পে ক্লিক করুন।
10:45 পৃষ্ঠাটি এখন আরো সম্পাদনার বিকল্প দেখায়।
10:50 Topic 1 এর পাশে পেন্সিল আইকনে ক্লিক করুন।
10:55 এখন, উপস্থিত টেক্সট বাক্সে, Basic Calculus লিখুন। এন্টার টিপুন।
11:03 বিষয়ের নামে পরিবর্তন দেখুন।
11:06 এখন সেই বিষয়ের একেবারে ডানদিকে Edit লিঙ্কে ক্লিক করুন।
11:11 তারপর Edit topic বিকল্পে ক্লিক করুন।
11:15 এটি Summary পৃষ্ঠায় নিয়ে আসে।
11:18 এখানে, Summary ফীল্ডে, আমরা বিষয়টির সংক্ষিপ্ত সারসংক্ষেপ দিতে পারি। আমি এইরকম লিখব।
11:27 নীচে স্ক্রোল করুন এবং Save Changes বোতামে ক্লিক করুন।
11:32 পরিবর্তন দেখুন।
11:34 এইভাবে Moodle এ আমাদের কোর্সের বিস্তারিত বর্ণন জোড়া শুরু করি।
11:40 এখন Moodle লগ আউট করব। এটি করতে উপরের ডানদিকে ইউসার আইকনে ক্লিক করুন। এখন Log out বিকল্প চয়ন করুন।
11:50 এর সাথে আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি। সংক্ষিপ্তকরণ করি।
11:56 এখানে আমরা শিখেছি:

Moodle course overview

teachers’ dashboard

12:05

Edit profile সেটিং এবং

preferences সেটিং এবং

Moodle এর কোর্সে কিছু প্রাথমিক বিবরণ যুক্ত করা।

12:16 অনুশীলনী হিসাবে,

Calculus কোর্সে সকল বিষয়ের নাম বদলান।

সকল বিষয়ের সংশ্লিষ্ট সারসংক্ষেপ জুড়ুন।

বর্ণনের জন্য এই টিউটোরিয়ালের Assignment লিঙ্ক দেখুন।

12:31 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন।
12:39 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। আরো জানতে আমাদের লিখুন।
12:49 এই ফোরামে আপনার প্রশ্ন পোস্ট করুন।
12:53 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
13:06 এই স্ক্রিপ্টটি প্রিয়াঙ্কা দ্বারা নির্মিত। আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।
13:17 অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta