LaTeX/C2/Report-Writing/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 19:23, 14 July 2017 by Antarade (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 LaTeX-এ Report রাইটিং বিষয়ক এই স্পোকেন টিউটোরিয়াল-এ স্বাগত । আমি এটিকে লেটেক বলছি, ল্যাটেক্স নয় ।
00:09 আমার নাম অন্তরা ।
00:13 এই টিউটোরিয়ালে, আমরা শিখব কিভাবে একটি ডকুমেন্ট লিখতে হয়।
00:19 বিশেষ করে, কীভাবে ‘report’ এবং ‘article’ ক্লাস ব্যবহার করবেন। কিভাবে section তৈরী করবেন । section-এর সংখ্যায়ন স্বয়ংক্রিয় করা । Table of contents তৈরী করা । কীভাবে শিরোনাম পৃষ্ঠা তৈরি করা যায়।
00:38 আমি এই টিউটোরিয়ালটি ১০ হাজার টাকারও কম দামের ল্যাপটপে তৈরি করছি।
00:44 আমি উবুন্টু লিনাক্স, টেকওয়ার্কস এবং LaTeX ব্যবহার করছি।
00:51 আপনি উইন্ডোজ বা ম্যাক-ও টেক্সওয়ার্কস ব্যবহার করতে পারেন - পদ্ধতিটি অভিন্ন।
00:57 আপনি TeXworks ছাড়াও আলাদাভাবে LaTeX ব্যবহার করতে পারেন।
01:02 আপনি আরও দামী লিনাক্স কম্পিউটার ব্যবহার করতে পারেন !
01:07 এটি টিউটোরিয়াল-টি অভ্যাস করার আগে নিম্নোক্ত বিষয়গুলি আপনার জানা দরকার : স্পোকেন টিউটোরিয়াল যা লেটেক এর সাথে পরিচিত করে, report dot tex ফাইল, side-by-side method ।
01:23 উপরোক্ত বিষয় গুলির ওপর সমস্ত তথ্য আমাদের ওয়েবসাইটে আছে : spoken tutorial dot org

01:32 আমি টেক্সওয়ার্কস উইন্ডোতে যাব ।
01:36 আমি ইতিমধ্যে report.tex ফাইলটি খুলে নিয়েছি । এই ফাইলটি ডাউনলোড করুন এবং আমার সাথে অনুশীলন করুন।
01:44 আমি 12 point ফন্ট সাইজ, 'a4 পেপার' এবং ‘article’ class ব্যবহার করছি।
01:55 আমি 'geometry package-এর ' usepackage 'কমান্ডের মাধ্যমে মার্জিন সেট করছি।
02:02 প্রতিটি কমান্ডের শুরুতে একটি reverse slash আসা উচিত।
02:07 আমি আলাদাভাবে প্রত্যেকবার না বললেও, আপনি reverse স্ল্যাশটি দিতে ভুলবেন না।
02:13 একইভাবে, আমি আলাদাভাবে বন্ধনী উল্লেখ করব না, তবে আপনাকে সেগুলি ব্যবহার করতে হবে।
02:20 অনুগ্রহপূর্বক ভিডিওটিতে যা করা হয়েছে তা সঠিকভাবে নিজে করুন ।
02:25 Usepackage কমান্ড-এর চৌকো বন্ধনীগুলির মধ্যে ঐচ্ছিক প্যারামিটার রয়েছে।
02:31 প্যাকেজের নামটি বন্ধনীর মধ্যে রয়েছে ।
02:35 আমি অনুভূমিক এবং উল্লম্ব মার্জিন প্রতিটি 4.5 সেমি সেট করেছি ।
02:41 টেক্সওয়ার্কস উইন্ডোটির শীর্ষ বাম দিকের কোণায় দেখুন।
02:47 pdfLaTeX ইতিমধ্যেই নির্বাচিত না থাকলে, এটি pull down মেনু থেকে নির্বাচন করুন।
02:55 বাঁদিকে, একটি তীরসমেত সবুজ বৃত্ত আছে
02:59 তীর ক্লিক করুন এবং এই ফাইলটি কম্পাইল করুন।
03:04 আমরা ডান দিকে প্রদর্শিত ফাইল 'report.pdf' পেয়েছি।
03:09 আউটপুট ফাইলে section, sub-sectionএবং sub-sub-section দেখুন।
03:18 এইগুলি সোর্স ফাইল-এ প্রদত্ত কমান্ড ব্যবহার করে তৈরি করা হয়েছে।
03:23 'পিডিএফ' ফাইল-এ section শিরোনামের বিশেষত্ব দেখুন।
03:30 এই শিরোনাম-গুলির মাপ সঠিক অনুপাতে এবং স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা হয়।
03:37 এছাড়াও, section শিরোনামটি বৃহত্তম এবং' sub-sub-section শিরোনামটি ক্ষুদ্রতম।
03:45 সোর্স ফাইলের ফাঁকা লাইনগুলি থাকলেও, আউটপুট-এ কোন পরিবর্তন হয়না ।
03:50 এখানে একটি লাইন মুছে ফেলা যাক । কম্পাইল ।
03:55 এখানে কোন পরিবর্তন নেই।
03:57 এখন paper size a5 হিসাবে পরিবর্তন করুন।
04:02 এটি আউটপুট-এর প্রতিটি লাইন-এর প্রস্থ কমিয়ে দেয় ।
04:06 আগের মতো টেক্সট কম্পাইল করা যাক।
04:10 control + টিপে লেখা বিবর্ধিত করা যাক যাতে আপনি আউটপুট পরিষ্কারভাবে দেখতে পারেন।
04:17 এটি কেন্দ্র এ আনা যাক ।
04:20 বাকি টিউটোরিয়ালের জন্য আমরা a5 কাগজ ব্যবহার করব। আপনি a4 -এও পরিবর্তন করতে পারেন ।
04:28 লক্ষ্য করুন আমি ফাইলটি save করিনি। এটি TexWorks কম্পাইলেশন-এর আগে স্বয়ংক্রিয়ভাবে ফাইলটি সংরক্ষণ করে ।
04:37 চলুন, ফন্টটি আরো ছোট 10 point-র করে কম্পাইল করা। যাক
04:44 হোক, ফন্টের আকার ছোট হয়ে গেছে - আমরা কি বিস্মিত হলাম ? কিন্তু, সমানুপাতিক আকার এবং ব্যবধান একই রয়েছে ।
04:54 ফন্টটি পুনরায় 12 point-এ পরিবর্তন করা যাক ।
04:59 এখন আমরা section titles -এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব।
05:04 এটি section সংখ্যার স্বয়ংক্রিয়ভাবে উৎপাদন ।
05:09 এটি আলোচনার জন্য, আমি ‘Inserted section’ নামের একটি নতুন section যোগ করব ।
05:18 কম্পাইলেশন এর পরে, এখানে এটি ক্রমানুসারে একটি সঠিক সংখ্যার সঙ্গে প্রদর্শিত হবে। এইভাবে, LaTeX দ্বারা স্বয়ংক্রিয়ভাবে নম্বর দেওয়া হয়।
05:29 LaTeX “toc এক্সটেনশন -এর একটি ফাইলের মাধ্যমে table of contents তৈরি করে ।
05:36 এখানে একটি শব্দ ‘table of contents’-যোগ করা যাক ।
05: 42 কম্পাইল।
05: 44 আউটপুট-এ ‘Contents’ শব্দটি ছাড়া অন্য কিছুই প্রদর্শিত হয় না ।
05: 50 আবার কম্পাইল করা যাক।
05: 53 সমস্ত শিরোনাম এখন পৃষ্ঠা নম্বর সহ table of contents এ উপস্থিত রয়েছে।
05: 59 সঠিক পৃষ্ঠা সংখ্যা পেতে তৃতীয় বার কম্পাইল করতে হবে।
06: 05 তিনবার কেন? দয়া করে অ্যাসাইনমেন্টটি দেখুন।
06: 09 শুধু একটি শব্দ, ‘table of contents দরকার।
06: 14 LaTeX-এর কি আশ্চর্যজনক ক্ষমতা!
06: 17 এটি LaTeX দ্বারা “toc” এক্সটেনশন-এর একটি ফাইলের মাধ্যমে করা হয় ।
06: 24 শিরোনাম পরিবর্তন-এর ক্ষেত্রেও এই মাল্টি পাস কম্পাইলেশন পদ্ধতি প্রযোজ্য ।
06: 30 বিভাগের শিরোনাম বদলে 'মডিফিকেশন সেকশন' করা যাক ।
06: 36 কম্পাইল করা যাক। Table of Contents পরিবর্তিত হয় না।
06: 42 আরো একবার কম্পাইল করে সমস্যাটি সমাধান করা যাক।
06: 46 এখন এখানে একটি সংশোধিত বিভাগ আছে।
06: 49 এই ডকুমেন্ট-এর একটি শিরোনাম করা যাক । ‘begin document’-এর ঠিক আগে এটি এখানে করা যাক ।
06: 57 আমি ‘title’, ‘Author’ এবং ‘date’ বিষয়ক তথ্য তৈরি করবো।
07: 13 আমাদের অবশ্যই তিনটি কমান্ড যোগ করতে হবে ।
07: 17 এই কমান্ড-গুলি যে কোনো ক্রমে বা যেকোনো জায়গায় লেখা যায়,
07: 22 শুধু এগুলি begin document কমান্ডের আগে আসতে হবে।
07: 26 সব কমান্ডে reverse slash দিতে ভুলে যাবেন না।
07: 31 এখানে ডাবল স্ল্যাশ মানে পরবর্তী লাইন। এটি কম্পাইল করা যাক ।
07: 38 'পিডিএফ' ফাইলের কোন পরিবর্তন নেই।
07: 42 এর কারণ হল আমি এই LaTeX কে বলিনি এই তথ্যটি নিয়ে কি করতে হবে ।
07: 47 তাই, আমাকে 'begin document'‘ এর ঠিক পরে 'make title’ কমান্ড, একশব্দ, যোগ করতে হবে ।
07: 55 এটি কম্পাইল করা যাক।
07: 58 যেখানে আমি এই কমান্ডটি লিখেছিলাম, আউটপুট-এ সেখানেই title দেখা যাচ্ছে ।
08: 03 যথা, ডকুমেন্টের শুরুতে।
08: 07 এখন আমরা ডকুমেন্ট-এ class, article থেকে report এই পরিবর্তন করব ।
08: 15 একইসাথে, আমরা 'Chapter First Chapter'.-এই কমান্ড দিয়ে chapter তৈরী করবো।
08: 24 Report style-এ অন্তত একটিchapter প্রয়োজন।
08: 27 এটি কম্পাইল করুন এবং আউটপুট দেখুন।
08: 31 আউটপুট এর পরিবর্তনগুলি লক্ষ্য করুন।
08: 35 শিরোনাম একটি সম্পূর্ণ আলাদা পৃষ্ঠায় প্রদর্শিত হচ্ছে যার কোন সংখ্যা নেই ।
08: 40 Contents'-ও সম্পূর্ণ পৃষ্ঠায় প্রদর্শিত হয়, যার পৃষ্ঠা নম্বর ১ ।
08: 47 এখানে দয়া করে বিরতি দিন এবং 'Contents'-এ কতগুলি ত্রুটি আছে গণনা করুন ।
08: 54 চলুন পরবর্তী পৃষ্ঠায় যাই। লক্ষ্য করুন chapter কিভাবে শুরু হয় ।
09: 00 আপনি কতগুলি বিশেষত্ব সনাক্ত করতে পারচ্ছেন ? আপনাকে অন্তত পাঁচ খুঁজে পেতে হবে ।
09: 08 এটি দ্বিতীয় বারের জন্য কম্পাইল করা যাক ।
09: 12 লক্ষ্য করুন Contents পৃষ্ঠাটিতে এখন সঠিক তথ্য রয়েছে। পৃষ্ঠা নম্বর এখন সঠিক ।
09: 21 আমাদের chapter' যোগ করুন, নাম ‘New Chapter’ ।
09: 32 কম্পাইল করুন
09: 34 আবার কম্পাইল করুন । এটি একটি নতুন পৃষ্ঠায় চলে এসেছে ।
09: 47 এই new chapter এর আগে কমান্ড appendix যোগ করুন ।
09: 53 কম্পাইলেশন এর পরে, আপনি “Appendix” শব্দটি দেখতে পাবেন।
09: 59 এখানে chapter নম্বরটি A'
10: 02 এখন আবার স্লাইড-এ যাওয়া যাক ।
10: 05 সংক্ষেপে দেখা যাক কি কি শিখেছি ।
10: 08 LaTeX -এ নথি লেখা, chapter এবং section এর শিরোনাম স্বয়ংক্রিয় ভাবে গঠন, স্বয়ংক্রিয় ভাবে Table of contents এর সংখ্যায়ন এবং শিরোনাম পৃষ্ঠা তৈরী করা, Appendix গঠন
10: 21 এখানে কিছু অনুশীলনী রয়েছে ।
10: 24 অনুশীলনী টি a4 paper এবং letter paper-এর ওপর ।
10: 29 ভিডিওটি সাময়িকভাবে বন্ধ করে, স্লাইডটি পড়ুন এবং অনুশীলনী-টি করুন।
10: 35 এই অনুশীলনী-টি ফন্ট সাইজ নিয়ে ।
10: 41 এটি report dot toc. নিয়ে ।
10: 47 এটি কম্পাইলেশন-এর সংখ্যার ওপর ।
10: 52 এটি 'Table of Contents অবস্থান বিষয়ক ।
10: 59 এই অনুশীলনী-টি 'report' এবং 'article' -এ 'chapter' command এর ব্যবহার নিয়ে ।
11: 07 এই অনুশীলনী-টি 'report' class -এ 'appendix' কমান্ড-এর প্রভাব নিয়ে ।
11: 15 এটি আগের অনুশীলনী-র মতই, কিন্তু শুধু 'article' class নিয়ে ।
11: 22 এটি 'geometry package নিয়ে ।
11: 27 এই অনুশীলনী-টি LaTeX classes এর ওপর ।
11: 34 এবার আমরা এই টিউটোরিয়াল-এর শেষে এসেছি।
11: 38 এই ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশ করে। যদি আপনার ব্যান্ডউইথ না থাকে তবে আপনি এটি ডাউনলোড করে দেখতে পারেন।
11: 46 'স্পোকেন টিউটোরিয়াল' ব্যবহার করে আমরা কর্মশালা পরিচালনা করি। সার্টিফিকেট দিয়ে থাকি । আমাদের সাথে যোগাযোগ করুন ।
11: 53 এই 'স্পোকেন টিউটোরিয়াল' এ আপনার কি কোন প্রশ্ন আছে?
11: 56 দয়া করে এই সাইটে যান । আপনার প্রশ্ন থাকলে মিনিট এবং সেকেন্ড নির্বাচন করুন।
12: 03 আপনার প্রশ্ন সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করুন। আমাদের দল থেকে কেউ তাদের উত্তর দেবে।
12: 09 স্পোকেন টিউটোরিয়াল ফোরাম এই টিউটোরিয়ালের নির্দিষ্ট প্রশ্নগুলির জন্য।
12: 13 দয়া করে তাদের সাথে সম্পর্কিত নয় এমন প্রশ্ন এবং সাধারণ প্রশ্ন পোস্ট করবেন না।
12: 19 এই আজেবাজে লেখা কমাতে সাহায্য করবে। কআজেবাজে লেখা কম থাকলে, আমরা নির্দেশমূলক উপাদান হিসাবে এই আলোচনাকে ব্যবহার করতে পারেন।
12: 28 যে বিষয়গুলি স্পোকেন টিউটোরিয়ালগুলিতে আলোচিত হয়নি, এমন বিষয়গুলির জন্য stack exchange এ যান।
12: 35 এই লেটেক এর উত্তর পেতে একটি দুর্দান্ত জায়গা। আপনার কর্মশালা, সাটিফিকেট ইত্যাদির বিষয়েও প্রশ্ন থাকতে পারে।
12: 45 এর জন্য, এই ইমেল ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করুন।
12: 50 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি ভারত সরকার-এর NMEICT, MHRD দ্বারা পরিচালিত হয়।
12: 56

Contributors and Content Editors

Antarade, Kaushik Datta