Drupal/C2/Configuration-Management-in-Admin-Interface/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 13:04, 7 October 2016 by Shruti arya (Talk | contribs)
Time | Narration |
00:01 | Configuration Management in Admin Interface এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:09 | এখানে আমরা কিছু মেনু আইটেম সম্পর্কেও শিখব যেমন |
00:13 | Extend |
00:15 | Configuration |
00:16 | People এবং |
00:18 | Report |
00:20 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি
উবুন্টু অপারেটিং সিস্টেম, Drupal 8 এবং, ফায়ারফক্স ওয়েব ব্রাউজার। |
00:29 | আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন। |
00:34 | পূর্বে নির্মিত আমাদের ওয়েবসাইট খুলি। |
00:38 | যেমনকি আগে উল্লেখ করেছি Drupal একটি ফ্রেমওয়ার্কের মত. তাই আসলে এটি বেশী কিছু করে না। |
00:45 | Administration টুলবারে এই Extend লিঙ্ক খুব গুরুত্বপূর্ণ যখন আমরা সাইটের নির্মাণ শুরু করি। |
00:53 | Extend এ টিপুন। এটি আমাদের সাইটে সকল মডিউললের ওভারভিউ দেয়। |
01:00 | Modules হল বৈশিষ্ট্য। |
01:02 | আমরা পরে এটি বিস্তারিতভাবে দেখবো। |
01:06 | এটি কয়েকটি মডিউলের তালিকা যা Drupal এর সাথে আসে। |
01:11 | আমরা শুধুমাত্র চেক মার্কে দেখে বলতে পারি যে কি সক্রিয় হয়েছে বা কি করা হয়নি। |
01:18 | Extend মেনু সকল মডিউল বা বৈশিষ্ট্য দেখার অনুমতি দেয় যা Drupal সাইটে সক্ষম করেছি। |
01:26 | আমরা সাইটে কয়েকটি মডিউল যোগ করব যেই আমরা এই শৃঙ্খলায় এগোবো। |
01:32 | এখন Configuration মেনু দেখি। শুধুমাত্র সাইট এডমিনিস্ট্রেটর এটি এক্সেস করতে পারে। |
01:41 | আমরা সুপারইউসার বা ইউসার 1 হওযায় আমাদের সব কিছুর এক্সেস থাকে। |
01:47 | পর্দায় লাল পপ-আপ লক্ষ্য করুন। |
01:51 | এটি আপনার পর্দায় হতে বা নাও থাকতে পারে। |
01:54 | এটি বলছে যে status report চলছে না এবং আমাকে যাচাই করতে হবে যদি আমার Drupal সাইট আপ টু ডেট থাকে। |
02:03 | এখন আমি এটি উপেক্ষা করছি এবং চিন্তা করি কখন আমরা Reports পর্দায় যাই। |
02:09 | এই বিশেষ মেনু আমাদের সাইটের সকল বিভিন্ন দিক কনফিগারের অ্যাক্সেস দেয়। |
02:16 | যেমন - Site information, Account settings, Text formats and editors, Performance issues, Maintenance mode, Image styles এবং অন্যান্য। |
02:30 | আমরা এই শৃঙ্খলার পর এগুলি বিস্তারিতভাবে দেখবো। |
02:35 | কিন্তু এখন আমাদের site information আপডেট করি। |
02:39 | Site information এ টিপুন এবং Site এর নাম Drupalville দিন এবং স্লোগানে লিখুন - A Great Place to Learn All About Drupal. |
02:53 | আমরা এইরকম পরিবর্তন করলে তারা সমগ্র সাইটটি বদলায়। |
02:58 | এটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কিত বিশিষ্ট জিনিসের একটি। |
03:04 | সুতরাং এখন সাইটে একটি পৃষ্ঠা বা হাজারটি পৃষ্ঠা থাকুক, প্রতিটি পৃষ্ঠার উপরের সাইটের নাম Drupalville হবে। |
03:16 | এটি static HTML এর উপর একটি সত্যিই বড় উন্নতি। |
03:21 | এছাড়াও এই পৃষ্ঠায়, আমরা ইমেল এড্রেস পাই, যা স্বয়ংক্রিয় ইমেলে From address. |
03:29 | আমরা একটি ভিন্ন ফ্রন্ট পেজ এবং একটি ডিফল্ট পৃষ্ঠা 403 এবং 404 চয়ন করতে পারি। |
03:37 | Drupal এ প্রতিটি পৃষ্ঠার একটি ওয়েবফর্ম। |
03:41 | তাই প্রতিবার আমরা Drupal পৃষ্ঠায় পরিবর্তন করলে Submit বা Save টিপতে হবে। |
03:49 | এখন নীচে Save configuration বোতামে টিপুন। |
03:54 | তারপর Back to site এ টিপুন। |
03:58 | এখন সাইটের নাম Drupalville এবং সাইটের প্রতিটি পৃষ্ঠায় একটি স্লোগান রয়েছে। |
04:06 | আমরা পরের টিউটোরিয়ালে বিস্তারিতভাবে Configuration মেনু অন্বেষণ করব। |
04:12 | Administration টুলবারের People এ টিপুন। |
04:16 | এটি Drupal সাইটে People এরিয়াতে নিয়ে যায়। |
04:20 | এখানে আপনি ট্যাব- List, Permissions এবং Roles দেখবেন। |
04:26 | এটি শুধুমাত্র একটি ভূমিকা, আমরা এই সম্পর্কে পরে বিস্তারিতভাবে দেখবো। |
04:32 | Roles বিভাগ ইউসার অ্যাকাউন্ট বানানোর অনুমতি দেয়, মানুষ কি দেখতে পারে তার পারমিশন ম্যানেজ করা এবং লোকেরা তাদের সাইটে কি করতে পারে। |
04:44 | এখানে ইউজারনেম হল admin. |
04:47 | আমরা Edit এ টিপলে আমাদের নিজস্ব ইউসার অ্যাকাউন্ট সম্পর্কে সবকিছু দেখতে পারি। |
04:54 | আমরা পাসওয়ার্ড বদলাতে পারি, যদি আমরা বর্তমান পাসওয়ার্ড জানি। |
04:59 | আমরা এটি না জানলে এটি পুনরায় সেট করার উপায় রয়েছে। এখানে এটি বলে যে আমাদের Role হল Administrator. |
05:09 | আমার status হল Active এবং আমাদের নিজের Personal contact form এবং LOCATION SETTINGS থাকে। |
05:21 | আমরা ছবি আপডেট এবং যোগ করতে Picture এর নীচে Browse বোতামে টিপতে পারি। |
05:29 | তাই মূলত, এটি যেখানে আমরা নিজের প্রোফাইল পরিচালন করতে পারি। এখন Save এ টিপুন। |
05:37 | সংক্ষিপ্তকরণ করতে - Roles ট্যাব বিভিন্ন রোল যোগ করতে দেয়। |
05:42 | Permissions ট্যাব সেই রোলের জন্য নির্দিষ্ট অনুমতি দেয়। |
05:48 | এবং List ট্যাব আমাদের ইউসারদের সেই রোল এসাইনের অনুমতি দেয়। |
05:54 | তারা নির্দিষ্ট Permissions পায় যা তাদের কিছু করতে দেবে এবং কিছু জিনিস Drupal সাইটে দেখতে দেবে। |
06:04 | People যেখানে আমরা Drupal ওয়েবসাইটে সকল ইউসার পরিচালন করি। |
06:10 | অন্তিম জিনিস যা আমরা Administration টুলবারে দেখব হল Reports. |
06:16 | Reports এ টিপুন। |
06:18 | এটি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের তালিকা দেয় যা Drupal সাইট সম্পর্কে জানা প্রয়োজন। |
06:25 | উদাহরণস্বরূপ - সেখানে কোন আপডেট উপলব্ধ কিনা? |
06:28 | Recent log messages |
06:31 | সকল এন্টিটি টাইপে সকল fields এর তালিকা। |
06:36 | Status reports, |
06:37 | Top access denied এবং Page not found errors, |
06:42 | Top search phrases এবং কিছু প্লাগ-ইন যা আমাদের Views ব্যবহার করতে পারে। |
06:49 | Available updates এ টিপুন। এটি সকল জিনিসের একটি তালিকা দেবে যা আপডেট করা প্রয়োজন। |
06:58 | আমরা দেখতে পারি যে, অন্তিম আপডেট 48 মিনিট আগে হয়েছিল। |
07:04 | এটি Cron দ্বারা পরিচালিত হয় এবং এটি আমাদের সার্ভারে সেট আপ করা প্রয়োজন। |
07:10 | এখন শুধু Check manually তে টিপুন। |
07:15 | Drupal এখন সব কিছু যাচাই করবে যা আমরা সংস্থাপিত করেছি এবং জানাবে যে আমরা আপ-টু-ডেট রয়েছি। |
07:24 | আমরা সাইটে আরো মডিউল বা বৈশিষ্ট্য যোগ করলে এখানে একটি বড় তালিকা হবে। |
07:32 | আমরা এই টিউটোরিয়ালে এগোনোর সাথে এটি পরে আবার যাচাই করব। |
07:37 | আমাদের সাইটে স্ট্যাটাস রিপোর্ট পেতে Reports এ টিপুন - |
07:42 | উদাহরণস্বরূপ Drupal এর কোন সংস্করণ রয়েছে এবং Cron অন্তিম কবে রান হয়েছিল। |
07:49 | এখানে আমরা একটি লিঙ্ক দেখতে পারি যেখানে আমরা Cron বাহ্যিকভাবে চালাতে পারি। |
07:55 | আমাদের Database system, Database version ইত্যাদি। |
08:00 | আপনার সাইটের Reports বিভাগে একটু ঘনিষ্ঠ ধ্যান রাখা উচিত। |
08:05 | বিশেষত যদি আপনি ডাউনলোড করা মডিউল এবং Drupal এর সকল আপডেট বজায় রাখার দায়িত্বপূর্ণ ব্যক্তি হন। |
08:14 | অবশেষে, Help রয়েছে, এবং Help আমাদের সাইটে help পৃষ্ঠার লিঙ্ক দেয়। |
08:22 | এটি Administration টুলবার সমাপ্ত করে। |
08:26 | এর সাথেই এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষিপ্তকরণ করি। |
08:32 | এখানে আমরা কিছু মেনু আইটেম সম্পর্কেও শিখেছি:
Extend, Configuration, People এবং, Report |
08:52 | এই ভিডিওটি Acquia এবং OSTraining থেকে অভিযোজিত এবং স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত। |
09:03 | এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
09:11 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেই। আমাদের সাথে যোগাযোগ করুন। |
09:19 | স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কলচারের NVLI দ্বারা সমর্থিত। |
09:32 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। |
Contributors and Content Editors
Kaushik Datta, PoojaMoolya, Pratik kamble, Satarupadutta, Shruti arya