Firefox/C2/Introduction/Oriya

From Script | Spoken-Tutorial
Revision as of 18:15, 27 November 2012 by Sneha (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 মজিলা ফায়ারফ্ক্ষ -এর পরিচিতি সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত |
00:05 এই টিউটোরিয়াল-এ আমরা নিম্নলিখিত বিষয়-গুলি নিয়ে আলোচনা
00:10 মজিলা ফায়ারফ্ক্ষ বলতে কী বোঝায় |
00:12 কেন ফায়ারফ্ক্ষ |
00:14 সংস্করণ, সিস্টেমের আবশ্যকতা, ফায়ারফ্ক্ষ ডাউনলোড এবং ইনস্টল করা, একটি ওয়েবসাইট-এ যাওয়া |
00:21 Mozilla Firefox বা শুধু Firefox হল একটি বিনামূল্য, ওপেন সোর্স ওয়েব ব্রাউসার |
00:27 এটি উবুন্টু লিনাক্সের একটি ডিফল্ট ওয়েব ব্রাউসারযেটি ইন্টারনেট-এর উইনডো হিসাবে কাজ করে |
00:33 ইন্টারনেট ওয়েব পেজ দেখতে এবং ওয়েব পেজ-গুলির একটি থেকে অপরটি যেতে সাহায্য করে |
00:39 ওয়েব পেজ অনুসন্ধানের জন্য গুগুল, ইয়াহু সার্চ, কিম্বা বিং ইত্যাদির সার্চ ইঞ্জিন-ও এতে ব্যবহৃত হয় |
00:47 মজিলা ফাউনডেশন নামক একটি অবানিজ্যিক সংস্থায় একটি স্বেচ্ছাসেবক কর্মসূচির দ্বারা ফায়ারফক্স তৈরী হয়েছে | .
00:54 মজিলা সংক্রান্ত বিস্তারিত বিবরণের জন্য mozilla.org -ত়ে যান |
00:59 ফায়ারফক্স Windows, Mac OSX, এবং Linux অপারেটিং সিস্টেম-এ কাজ করে |
01:05 উবুন্তুর আরো কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউসার-এর উদাহরণ হল - Konqueror, Google Chrome এবং Opera |
01:12 এই টিউটোরিয়াল, আমরা উবুন্টু ১০.০৪-ত়ে ফায়ারফক্স সংস্করণ ৭.০ ব্যবহার করবো |
01:20 দ্রুতত, গোপনীয়তা এবং অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যার প্রয়োগে ফায়ারফক্স উত্তম মানের ব্রাউসিং সম্ভব করে |
01:27 এটিতে নানান রকম বৈশিষ্ট্য রয়েছে যেমন tabbed windows,built-in spell checking,pop-up blocker,integrated web search,Phishing protection ইত্যাদি |
01:39 গ্রাফিক্স-এর দ্রুত উপস্থাপনা এবং উন্নতভাবে পৃষ্ঠা খোলার মধ্যে ফায়ারফক্স দ্রুত ওয়েব ব্রাউসিং করাতে সক্ষম |
01:45 কোনো প্রতারক ওয়েবসাইট, spyware এবং viruse, trojans বা অন্যানো malware আটকাতে এতে নিরাপত্তা এবং গোপনীয়তা সংক্রান্ত বিভিন্ন বৈশিষ্ট্য আছে |
01:56 And it offers customization by ways of add-ons and thousands of easy-to-install themes created by users.
02:06 এগুলি হল -ফেডোরা, উবুন্টু, রেড হ্যাট, ডেবিয়ান এবং SUSE এর মত লিনাক্স OS-এ ফায়ারফক্ষ চালানোর জন্য সিস্টেমের আবশ্যকতা |
02:16 উবুন্টু ১০.০৪ এ ফায়ারফক্ষ ব্যবহারের জন্য নিম্নলিখিত library এবং প্যাকেজ-গুলি জরুরি |
02:24 GTK+ 2.10 বা উচ্চতর
02:29 GLib 2.12 বা উচ্চতর
02:32 libstdc++ 4.3 বা উচ্চতর
02:37 Pango 1.14 বা উচ্চতর
02:40 X.Org 1.7 বা উচ্চতর
02:44 হার্ডওয়ার হিসাবে পেন্টিয়াম ৪ বা উচ্চতর, 512MB RAM এবং হার্ড ড্রাইভ-এর 200MB স্থান প্রয়োজন |
02:55 সিস্টেম-এর আবশ্যকতা সংক্রান্ত সম্পূর্ণ তথ্যের জন্য স্ক্রিন-এ প্রদর্শিত ফায়ারফক্ষ ওয়েবসাইট-এ যান |
03:32 এখন, স্ক্রিন-এ যে অফিশিয়াল ওয়েবসাইট দেখা যাচ্ছে, অর্থাৎ mozilla.com থেকে মজিলা ফায়ারফক্ষ ডাউনলোড এবং ইনস্টল করি |
03:11 এখানে আমরা ফায়ারফক্ষ-এর সবথেকে সাম্প্রতিক সংস্করণ দেখতে পাচ্ছি |
03:15 অথবা, আমরা অধিক বিকল্পের জন্য, সবুজ স্থানটির ঠিক নীচের ‘All Systems and Languages” লিঙ্ক-এ ক্লিক করতে পারি |
03:23 উল্লেখ্য, মজিলা ৭০ টির-ও বেশি ভাষায় ফায়ারফক্ষ উপলব্ধ করে |
03:28 একাহ্নে, আমরা হিন্দী কিংবা বাংলার মত আঞ্চলিক ভাষার সংস্করণ-ও ডাউনলোড করতে পারি |
03:33 আমরা এখন বিভন্ন আইকন-এ ক্লিক করে বিভিন্ন অপারেটিং সিস্টেম যেমন Windows, Mac বা Linux নির্বাচন করতে পারি |
03:42 উবুন্টু লিনাক্সে, প্রথনে আপনি যে স্থানে ফাইলটি সংরক্ষণ করবেন সেটি নির্বাচন করুন ই ডিফল্ট হিসাবে, আপনার হোম ফোল্ডার-এর ডাউনলোডস ডিরেকটরি-টি নির্বাচিত থাকে |
03:51 এখন “Save File” বিকল্প নির্বাচন করুন এবং পপ-আপ মেনু থেকে “Ok” বাটন-টি নির্বাচন করুন |
03:58 এখন হোম ডিরেকটরি-এর অন্তর্গত Downloads ডিরেকটরি-ত়ে Firefox archive সেভ হয়ে যাবে |
04:06 একটি টার্মিনাল উইনডো খুলুন এবং Downloads ডিরেকটরি-ত়ে যেতে cd ~/Downloads কমান্ড লিখুন |
04:17 এখন এন্টার কী টিপুন |
04:19 tar xjf firefox-7.0.1.tar.bz2 কমান্ড লিখে ডাউনলোড করা ফাইলটির বিষয়বস্তু নিষ্কাশিত করে নিন |
04:35 এবার এন্টার কী টিপুন |
04:38 Firefox 7.0 চালানোর জন্য প্রয়োজনীয় ফাইলগুলি নিষ্কাশিত হতে শুরু করবে |
04:44 Firefox ডিরেকটরি-ত়ে যেতে টার্মিনাল উইনডোত়ে cd firefox কমান্ড-টি লিখুন |
04:52 এবার এন্টার কী টিপুন |
04:54 এটি আপনাকে Firefox ডিরেকটরি-ত়ে নিয়ে যাবে |
04:58 Firefox ব্রাউসার চালাতে, ./firefox কমান্ডটি লিখুন এবং এন্টার কী টিপুন |
05:06 আপনার বর্তমান ডিরেকটরি হোম ডিরেকটরি না হলে, আপনি এই কমান্ডটি ব্যবহার করে ফায়ারফ্ক্ষ চালাতে পারেন |
05:15 ~ /Downloads/firefox/firefox
05:21 কিভাবে ডিফল্ট হোমপেজ নির্ধারিত করতে হয়, ত়া আমরা পরে দেখব |
05:25 এখন, উদাহরণস্বরূপ, চলুন আমরা Rediff.com ওয়েবসাইট-এ যাই, যাতে সাম্প্রতিক খবর ও তথ্যাদি পাওয়া যাবে |
05:33 মেনু বারের নীচে আড্রেস বারে লিখুন : www.rediff.com
05:40 Rediff.com ওয়েবসাইট-এর হোম পেজ এর বিষয়বস্তু প্রদর্শিত হচ্ছে |
05:47 এখন এই পেজটি থেকেই আমরা অন্যান্য পেজ-এ সেই পেজ-গুলির বিষয়বস্তু দেখতে যেতে পারি |
05:53 আসুন, আমরা হেডলাইনস ট্যাব-এর ঠিক নীচের প্রথম লিঙ্ক-টিতে ক্লিক করি |
05:58 তাহলে জানা গেল কিবাহ্বে আমরা ফায়ারফক্ষ ব্যবহার করে কোনো ওয়েবসাইট-এ যেতে পারি এবং সেখান থেকে আরো বিভিন্ন ওয়েবসাইট-এ যেতে পারি |
06:05 পরবর্তী টিউটোরিয়াল-এ আমরা ফায়ারফক্ষ ইন্টারফেস এবং অন্যান্য বিভিন্ন বৈশিষ্ট্য সম্পকে বিশদ জানব |
06:12 এই লিঙ্ক-এ উপলব্ধ ভিডিও-টি দেখুন | এটি Spoken Tutorial প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায় |
06:16 এটি Spoken Tutorial প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায় |
06:19 যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন |
06:24 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল, কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে শিক্ষাশিবির সঞ্চালন করে |
06:29 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেয় |
06:33 এই বিষয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন |
06:39 স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
06:51 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য । spoken hypen tutorial dot org slash NMEICT hypen Intro
07:02 রাধা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন |

এই টিউটোরিয়াল-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ ।

Contributors and Content Editors

Devraj, PoojaMoolya, Pratik kamble, Sneha