KTouch/S1/Customizing-Ktouch/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 15:29, 18 June 2013 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00.00 কে-টচ কস্টমাইজের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00.04 এই টিউটোরিয়ালে, আপনি শিখবেন যে কিভাবে:
00.08 একটি বক্তৃতা বানায়। কে-টচ কস্টমাইজ করে। নিজের কীবোর্ড বানায়।
00.13 এখানে, আমরা উবুন্টু লিনাক্স 11.10 এ কে-টচ 1.7.1 ব্যবহার করছি।
00.21 চলুন কে-টচ খুলি।
00.25 লক্ষ্য করুন যে লেভেল 3 প্রদর্শন করছে।
00.28 এর কারণ হল কে-টচ বন্ধ করার সময় আমরা লেভেল 3 তে ছিলাম।
00.32 এখন আমরা একটি নতুন বক্তৃতা বানানো শিখব।
00.36 এখানে অক্ষরের একটি নতুন সমূহ বানাবো যা টিচার্স লাইনে প্রদর্শিত হতে পারে।
00.42 মুখ্য মেনু থেকে, File নির্বাচন করুন এবং Edit Lecture এ টিপুন।
00.48 Open Lecture File ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়।
00.52 এখন, Create New Lecture বিকল্প নির্বাচন করুন এবং OK তে টিপুন।
00.57 KTouch Lecture Editor ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়।
01.01 টাইটল ফীল্ডে , A default lecture নির্বাচন করুন এবং মুছুন এবং লিখুন My New Training Lecture.
01.12 Level Editor, বক্তৃতার লেভেল প্রদর্শিত করে।
01.15 Level Editor বাক্সের ভিতরে টিপুন।
01.18 এখন, Data of Level 1 এর ভিতরে, এই লেভেল ক্ষেত্রে New Characters এ এম্পরস্যান্ড, ষ্টার এবং ডলার চিহ্ন প্রবিষ্ট করুন।
01.29 আমরা এটি শুধু একবার প্রবিষ্ট করেছি।
01.32 লক্ষ্য করুন এই অক্ষর লেভেল এডিটর বাক্সের প্রথম রেখায় প্রদর্শিত হচ্ছে।
01.38 লেভেল ডেটা ফীল্ডে, আগে প্রদর্শিত টেক্সট নির্বাচন করুন এবং মুছুন।
01.44 এম্পরস্যান্ড, ষ্টার এবং ডলার চিহ্ন পাঁচবার প্রবিষ্ট করুন।
01.49 এখন লেভেল এডিটর বাক্সের ভিতরে, প্লাস চিহ্নতে টিপুন। কি হল?
01.57 লেভেল এডিটর বাক্সে বর্ণমালা দ্বারা সম্মিলিত একটি দ্বিতীয় রেখা প্রদর্শিত হয়।
02.02 লেভেল এডিটর বাক্সে দ্বিতীয় রেখা নির্বাচন করুন।
02.06 লেভেল ফীল্ডের ডেটা এখন 2 প্রদর্শন করছে।
02.09 এটি আমাদের টাইপিং পাঠের দ্বিতীয় লেভেল হবে।
02.13 New Characters in this Level ফীল্ডে, fj প্রবিষ্ট করুন।
02.20 Level Data ফীল্ডে, fj পাঁচবার প্রবিষ্ট করুন।
02.24 আপনার টাইপিং পাঠে আপনার যত দরকার আপনি ততগুলি লেভেলস বানাতে পারেন।
02.29 একইভাবে আপনার টাইপিং পাঠে আপনি যত চান, ততগুলি লেভেলস বানাতে পারেন।
02.35 Save আইকনে টিপুন।
02.37 Save Training Lecture - KTouch ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়।
02.41 নেম ফীল্ডে, New Training Lecture প্রবিষ্ট করুন।
02.45 এখন ফাইলের জন্য একটি ফরম্যাট নির্বাচন করুন।
02.49 ফিল্টার ড্রপ ডাউন তালিকায়, Triangle এ টিপি।
02.52 ফাইল ফরম্যাটের জন্য KTouch Lecture Files বন্ধনীর মধ্যে star.ktouch.xml নির্বাচন করুন।
03.03 এখানে ফাইল সংরক্ষণের জন্য ডেস্কটপে ব্রাউজ করুন। Save এ টিপুন।
03.08 KTouch Lecture Editor ডায়ালগ বাক্স, এখন New Training Lecture নাম প্রদর্শন করে।
03.15 আমরা দুটি লেভেলসের সাথে নতুন ট্রেনিং লেকচর বানিয়ে নিয়েছি।
03.19 KTouch Lecture Editor ডায়ালগ বাক্স বন্ধ করুন।
03.24 এখন যে লেকচর আমরা বানিয়েছি তা খুলুন।
03.28 মুখ্য মেনু থেকে, ফাইল নির্বাচন করুন এবং তারপর Open Lecture এ টিপুন।
03.34 Select Training Lecture File ডায়ালগ প্রদর্শিত হয়।
03.38 ডেস্কটপে ব্রাউজ করুন এবং New Training Lecture.ktouch.xml নির্বাচন করুন।
03.46 লক্ষ্য করুন যে &, *, এবং $ চিহ্ন টিচার্স লাইনে প্রদর্শিত হচ্ছে। টাইপিং শুরু করি।
03.54 আমরা নিজেদের লেকচর বানিয়ে তা টাইপিং পাঠ হিসেবে ব্যবহার করেছি।
03.59 কে-টচ টাইপিং পাঠে ফেরত যাওয়ার জন্য মুখ্য মেনু থেকে File নির্বাচন করে Open Lecture এ টিপুন। নিম্ন ফোল্ডার পাঠ ব্রাউজ করুন।
04.10 Root-> usr-> share-> kde4-> apps-> Ktouch এবং english.ktouch.xml নির্বাচন করুন।
04.26 আমরা কে-টচ আমাদের অভিরুচি অনুসারে বানাতে পারি।
04.30 উদাহরণস্বরূপ, যখন আপনি একটি অক্ষর লেখেন যা টিচার্স লাইনে প্রদর্শিত নেই, স্টুডেন্টস লাইন লাল হয়ে যায়।
04.37 আপনি বিভিন্ন প্রদর্শনের জন্য রং কাস্টমাইজ করতে পারেন।
04.41 এখন কলর সেটিং বদলাই।
04.44 মুখ্য মেনু থেকে, Settings নির্বাচন করুন, এবং Configure -KTouch এ টিপুন।
04.50 Configure -KTouch ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়।
04.53 Configure -KTouch ডায়ালগ বাক্সে, Color Settings এ টিপুন।
04.58 Color Settings বিবরণ প্রদর্শিত হয়।
05.02 Use custom colour for typing line বাক্স যাচাই করুন।
05.05 টিচার্স লাইন ফীল্ডে, টেক্সট ফীল্ডের আগে কলর বাক্সে টিপুন।
05.12 Select-Color ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়।
05.15 Select-Color ডায়ালগ বাক্সে, green এ টিপুন। OK তে টিপুন।
05.21 Configure-KTouch ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়। Apply এ টিপুন। OK তে টিপুন।
05.29 টিচার্স লাইনে অক্ষর সবুজ রঙে বদলে গেছে।
05.33 এখন আমরা আমাদের নিজস্ব কীবোর্ড বানাবো।
05.37 একটি নতুন কীবোর্ড বানানোর জন্য, আমাদের বিদ্যমান কীবোর্ড ব্যবহার করতে হবে।
05.42 এতে পরিবর্তন করুন, এবং একে অন্য নামে সংরক্ষণ করুন।
05.46 মুখ্য মেনু থেকে, File নির্বাচন করুন এবং Edit Keyboard Layout এ টিপুন।
05.52 Open Keyboard File ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়।
05.56 Open Keyboard File ডায়ালগ বাক্সে, Open a default keyboard নির্বাচন করুন।
06.02 এখন, এই ফীল্ডের পরবর্তী বোতামে টিপুন।
06.06 কীবোর্ডের তালিকা প্রদর্শিত হয়। en.keyboard.xml নির্বাচন করুন। OK তে টিপুন।
06.15 KTouch Keyboard Editor ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়।
06.19 কীবোর্ড শিরোনাম ফীল্ডে, Training Keyboard প্রবিষ্ট করুন।
06.25 আমাদের কীবোর্ডের জন্য একটি ভাষা নির্বাচন করা প্রয়োজন।
06.29 Language id ড্রপডাউন তালিকা থেকে en নির্বাচন করুন।
06.35 বিদ্যমান কীবোর্ডে ফন্ট পরিবর্তন করুন।
06.39 Set keyboard Font এ টিপুন।
06.42 Select Font - KTouch ডায়ালগ বাক্স উইন্ডো প্রদর্শিত করে।


06.48 Select Font - KTouch ডায়ালগ বাক্সে, Font এর জন্য Ubuntu, Font Style এর জন্য italics, এবং Size এর জন্য 11 নির্বাচন করুন।
06.58 OK তে টিপুন।
07.00 কীবোর্ড সংরক্ষণের জন্য Save Keyboard As এ টিপুন।
07.04 Save Keyboard- KTouch ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়।
07.08 নিম্ন ফোল্ডার পাথ ব্রাউজ করুন।
07.10 root-> usr-> share-> kde4-> apps-> Ktouch এবং english.ktouch.xml নির্বাচন করুন।
07.26 নেম ফীল্ডে, Practice.keyboard.xml প্রবিষ্ট করুন। Save এ টিপুন।
07.33 ফাইল '<name>. Keyboard.xml' ফরম্যাটে সংরক্ষিত হয়ে গেছে। Close এ টিপুন।
07.42 আপনি কি নতুন কীবোর্ড অবিলম্বে ব্যবহার করতে পারেন? না।
07.46 আপনাকে এটি kde -edu মেল আইডি তে মেল করতে হবে। এটি আবার কে-টচ এর পরবর্তী সংস্করণে অন্তর্ভুক্ত করা হবে।
07.57 আমরা কে-টচ টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
08.01 এই টিউটোরিয়ালে আমরা প্রশিক্ষণ এবং কলর সেটিং পরিবর্তনের একটি লেকচর বানানো শিখেছি।
08.08 আমরা একটি বিদ্যমান কীবোর্ড লেআউট খোলা, তা বদলানো, এবং নিজস্ব কীবোর্ড তৈরি করাও শিখেছি।
08.15 এখন নির্দেশিত কাজ।
08.18 নিজের কীবোর্ড তৈরি করুন।


08.20 কীবোর্ডে রঙ এবং ফন্ট লেভেল পরিবর্তন করুন। ফলাফল যাচাই করুন।


08.28 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
08.31 এটি প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে।
08.34 ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন।
08.38 কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল,
08.41 কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
08.44 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র (সার্টিফিকেট) ও দেওয়া হয়।
08.48 আরো বিস্তারিত জানার জন্য contact at spoken hyphen tutorial dot org তে যোগযোগ করুন।
08.54 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প talk to a teacher প্রকল্পের অংশবিশেষ।


08.59 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত।
09.07 এই সম্বন্ধে আরও তথ্য spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro ওয়েবসাইটে উপলব্ধ।
09.17 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল-টি অনুবাদ করেছি। এতে অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Gaurav, Kaushik Datta, Pratik kamble