GChemPaint/C2/Edit-Preferences-Templates-and-Residues/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 14:00, 25 August 2014 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 নমস্কার। GChemPaintEdit Preferences, Templates এবং Residues এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:10 এই টিউটোরিয়ালে আমরা শিখব:
00:13 প্রেফেরেন্সেস সম্পাদন করা।
00:15 টেমপ্লেট পরিচালন করা।
00:17 প্রস্তুত টেমপ্লেট নির্বাচন এবং ব্যবহার করা।
00:20 নতুন টেমপ্লেট যোগ করা।
00:24 আমরা এও শিখব:
00:26 রেসিডিউ ব্যবহার করা এবং
00:28 তা সম্পাদন করা।
00:31 এখানে আমি উবুন্টু লিনাক্স OS সংস্করণ 12.04
00:38 GChemPaint সংস্করণ 0.12.10 ব্যবহার করছি।
00:44 টিউটোরিয়ালটি অনুসরণ করতে
00:49 GChemPaint কেমিকাল স্ট্রাকচার এডিটর সম্পর্কে জানতে হবে।
00:53 না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন।
00:59 আমি ইতিমধ্যে একটি নতুন GChemPaint এপ্লিকেশন খুলেছি।
01:03 প্রেফেরেন্সেসের সম্পাদনা দ্বারা টিউটোরিয়াল শুরু করি।
01:07 Edit মেনুতে Preferences এ গিয়ে এটিতে টিপুন।
01:13 GChemPaint Preferences উইন্ডো খোলে।
01:16 প্রথম ফীল্ড Default Compression Level For GChemPaint Files, ফাইল সংরক্ষণের সময় ব্যবহৃত হয়।
01:24 ডিফল্টরূপে এটি শূন্য।
01:28 শূন্য না হলে, gzip ব্যবহার করে ফাইলটি সংকুচিত করা হবে।
01:33 আমি অন্য টিউটোরিয়ালে Invert wedge hashes শিখব।
01:40 GChemPaint এ, প্রতিটি ডকুমেন্টের একটি সহযোগী থীম রয়েছে।
01:46 Default Theme কে GChemPaint হিসাবে রাখুন।
01:50 এখন আমি Themes বিভাগের নীচে Arrows সম্পর্কে বিস্তারিত বর্ণন করব।
01:58 টুল বাক্সে বিভিন্ন ধরনের অ্যারো লক্ষ্য করুন।
02:02 Add an arrow for an irreversible reaction.
02:06 Add a pair of Arrows for a reversible reaction.
02:10 Add an arrow for a retrosynthesis step.
02:14 Add a double headed arrow to represent mesomery.
02:19 এই 4 টি অ্যারো Display area তে যোগ করুন।
02:24 Add an arrow for an irreversible reaction টুলে টিপুন।
02:28 তারপর Display area তে টিপুন।
02:31 একইভাবে আমি Display area তে অন্যান্য ধরনের অ্যারো যোগ করব।
02:41 Preferences ডায়লগ বাক্সে Themes ফীল্ড থেকে Arrows নির্বাচন করুন।
02:47 একটি প্রাসঙ্গিক মেনু খোলে।
02:50 এখানে আমরা অ্যারোর দৈর্ঘ্য, প্রস্থ এবং দূরত্ব বৃদ্ধি বা হ্রাস করতে পারি।
02:57 মাউস দ্বারা আপ এবং ডাউন অ্যারো ত্রিভুজে টিপুন
03:02 এবং Display area তে অ্যারোতে পরিবর্তন লক্ষ্য করুন।
03:10 এখন Arrow heads সম্পর্কে শিখব।
03:14 A, B এবং C এর ডিফল্ট মান এখানে প্রদর্শিত হয়েছে।
03:21 A, B এবং C প্যারামিটার অ্যারো হেডের আকৃতি বদলাতে সাহায্য করে।
03:28 প্রতিটি প্যারামিটার বৃদ্ধি বা হ্রাস করে অ্যারো হেডে পরিবর্তন লক্ষ্য করুন।
03:38 উইন্ডো বন্ধ করতে Close বোতামে টিপুন।
03:42 Display area পরিষ্কার করুন।
03:46 সকল অবজেক্ট নির্বাচন করতে CTRL +A টিপুন।
03:49 Edit মেনুতে গিয়ে, Clear এ টিপুন।
03:53 এর পর টেমপ্লেট পরিচালন করা শিখি।
03:58 Use or manage templates টুলে টিপুন।
04:01 নীচে প্রোপার্টি ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
04:05 প্রোপার্টি ডায়লগ বাক্সে ড্রপ ডাউন তালিকা সহ Templates রয়েছে।
04:10 তালিকাকে Amino acids, Aromatic hydrocarbons, Nucleic bases, Nucleosides এবং Saccharides রয়েছে।
04:19 প্রতিটি বিকল্পের সাবমেনু রয়েছে।
04:23 সাবমেনু থেকে Aromatic Hydrocarbons নির্বাচন করে Benzene এ টিপুন।
04:31 প্রোপার্টি পৃষ্ঠায় বেঞ্জিন প্রদর্শিত হয়েছে।
04:35 এখন বেঞ্জিনের কাঠামো প্রদর্শন করতে Display area তে টিপুন।
04:40 একইভাবে Naphthalene এর কাঠামো নির্বাচন করে Display area তে টিপুন।
04:49 Display area তে আপনার নিজের অন্যান্য কাঠামো নির্বাচন করে রাখুন।
04:55 এখন ফাইলটি সংরক্ষণ করুন।
04:57 টুলবারে Save the current file আইকনে টিপুন।
05:01 Save as ডায়লগ বাক্স খোলে।
05:04 ফাইলের নাম Benzene লিখুন। Save বোতামে টিপুন।
05:10 এখন বিদ্যমান টেমপ্লেটের তালিকায় একটি নতুন টেমপ্লেট যোগ করা শিখি।
05:16 টুলবার থেকে Open a file আইকনে টিপুন।
05:20 ফাইল এবং ফোল্ডার সহ একটি উইন্ডো খোলে।
05:24 তালিকা থেকে "hexane" নামক ফাইল নির্বাচন করুন।
05:27 Open বোতামে টিপুন।
05:31 টেমপ্লেট প্রোপার্টি পৃষ্ঠা থেকে Add বোতামে টিপুন।
05:35 New template প্রোপার্টি পৃষ্ঠা খোলে।
05:38 প্রোপার্টি পৃষ্ঠার দুটি ফীল্ড রয়েছে - Name এবং Category.
05:42 Category ফীল্ডের একটি ড্রপ ডাউন তালিকা রয়েছে।
05:47 আমরা তালিকা থেকে নির্বাচন করতে পারি বা নিজে যোগ করতে পারি।
05:52 নতুন ক্যাটাগরি যোগ করতে টেক্সট ফীল্ডে Hydrocarbons লিখুন।
05:58 Name ফীল্ডে যৌগের নাম “Hexane” লিখুন।
06:03 Display area তে Hexane এর কাঠামোতে টিপুন।
06:07 এটি New template প্রোপার্টি পৃষ্ঠায় প্রদর্শিত হবে।
06:12 OK বোতামে টিপুন।
06:15 এখন Templates ড্রপ ডাউনে টিপুন।
06:19 Hexane নির্বাচন করুন।
06:22 Template এর তালিকায় Hexane এর কাঠামো যুক্ত হয়েছে।
06:27 এখন আপনি নিজে হাইড্রোকার্বনে Octane কাঠামো যোগ করুন।
06:32 hexane ফাইল বন্ধ করুন।
06:35 File মেনুতে গিয়ে ফাইল বন্ধ করতে Close এ টিপুন।
06:41 Select one or more objects টুলে টিপে টেমপ্লেট প্রোপার্টি পৃষ্ঠা বন্ধ করুন।
06:47 এখন, Residues সম্পর্কে শিখি।
06:51 Residues এর ব্যবহার
06:53 কার্বন চেনের সাথে যুক্ত ফাংশনাল গ্রুপের ধরন জানতে,
06:58 ফাংশনাল গ্রুপের কাঠামো জানতে,
07:01 ডাটাবেসে একটি নতুন ফাংশনাল গ্রুপ যোগ করতে করা হয়।
07:04 Tools মেনুতে গিয়ে Edit residues এ টিপুন।
07:09 Residues উইন্ডো খোলে।
07:12 এতে তিনটি বোতাম রয়েছে - New, Save এবং Delete.
07:18 New বোতামের ড্রপ ডাউন তালিকা রয়েছে।
07:21 তালিকা থেকে n-Pr নির্বাচন করুন।
07:25 Identity ট্যাব নির্বাচিত রেসিডিউয়ের সঙ্কেত এবং নাম প্রদর্শন করে।
07:32 Formula ট্যাব রেসিডিউয়ের কঙ্কালিত কাঠামো প্রদর্শন করে।
07:38 একইভাবে, সেকেন্ডারি বিউটাইল (Secondary Butyl) এর জন্য s-Bu নির্বাচন করুন।
07:44 সঙ্কেত, নাম এবং নির্বাচিত রেসিডিউয়ের কঙ্কালিত কাঠামো লক্ষ্য করুন।
07:52 এখন একটি নতুন রেসিডিউ - হাইড্রক্সি (OH) গ্রুপ যোগ করি।
07:57 নতুন রেসিডিউ যোগ করতে New বোতামে টিপুন।
08:02 Symbol ফীল্ডে O-H লিখুন।
08:06 এর নাম Hydroxy দিন।
08:09 Formula ট্যাবে টিপুন।
08:11 আপনি একটি বুলেটযুক্ত বন্ধন দেখবেন।
08:14 বন্ধনের কাছাকাছি কার্সার রেখে বড়হাতের O লিখুন।
08:19 O এবং Os এর সাথে একটি সাব মেনু খোলে। O নির্বাচন করুন।
08:24 O-H গ্রুপ বন্ধনের সাথে যুক্ত হয়েছে।
08:28 Save বোতামে টিপুন।
08:31 এখন তালিকা দেখতে New তে টিপুন।
08:35 লক্ষ্য করুন যে O-H রেসিডিউ তালিকায় যুক্ত হয়েছে।
08:40 এখন উইন্ডো বন্ধ করতে Close বোতামে টিপুন।
08:44 এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
08:48 সংক্ষেপে,
08:50 এখানে আমরা শিখেছি:
08:53 প্রেফেরেন্সেস সম্পাদন করা।
08:55 টেমপ্লেট পরিচালন করা।
08:56 প্রস্তুত টেমপ্লেট নির্বাচন এবং ব্যবহার করা।
08:59 নতুন টেমপ্লেট যোগ করা।
09:01 রেসিডিউ ব্যবহার করা এবং তা সম্পাদন করা।
09:07 নির্দেশিত কাজ হিসাবে টেমপ্লেটের তালিকা থেকে Saccharides নির্বাচন এবং ব্যবহার করুন।
09:12 অন্যান্য রেসিডিউ অন্বেষণ করুন।
09:16 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
09:20 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
09:24 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
09:29 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে।
09:33 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
09:37 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
09:45 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
09:50 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
09:57 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro
10:04 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta