Difference between revisions of "GIMP/C2/An-Image-For-The-Web/Bengali"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00:23 | Meet the GIMP এ আপনাদের স্বাগত। |- | 00:25 | এই টিউটোরিয়াল...") |
|||
Line 137: | Line 137: | ||
|- | |- | ||
| 03:13 | | 03:13 | ||
− | | এটি হয়ে গেছে। | + | | এটি হয়ে গেছে। ইমেজ ঘুরে গেছে। |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- |
Latest revision as of 11:11, 26 February 2017
Time | Narration |
00:23 | Meet the GIMP এ আপনাদের স্বাগত। |
00:25 | এই টিউটোরিয়ালটি উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনর্ট দ্বারা নির্মিত হয়েছে। |
00:31 | গিম্প একটি খুব শক্তিশালী ইমেজ ম্যানিপুলেশন প্রোগ্রাম। |
00:35 | এখানে আমি গিম্প এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে বলতে চাই। |
00:39 | আমি সংক্ষেপে ওয়েবের জন্য ইমেজ তৈরী সম্পর্কে বলব। |
00:43 | আমি ভবিষ্যতের টিউটোরিয়ালে বিস্তারিত ব্যাখ্যা করব। |
00:48 | ইমেজ খুলতে আমি টুল বাক্সে ইমেজ শুধু ড্র্যাগ করব এবং ছাড়ব। |
00:53 | এটি এখানে রয়েছে। |
00:55 | এই ইমেজে একবার দেখি। |
00:57 | আমি এই ইমেজ ওয়েবের জন্য তৈরী করব। |
01:02 | এখন দেখি যে আমি এটি দিয়ে কি করতে পারি। |
01:04 | প্রথমে, ইমেজ হেলানো রয়েছে, তাই আমাদের এটি একটু ঘোরাতে হবে। |
01:09 | এরপর এই অংশ মুছে ফেলতে আমি এটি ক্রপ করতে চাই - ব্যক্তির পেছনের অংশ। |
01:16 | তৃতীয় জিনিস যা আমি করতে চাই তা হল অধিক রঙ এবং কনট্রাস্ট আনা। |
01:22 | আমি ইমেজ রিসাইজ ও করতে চাই কারণ এখন এটি প্রায় 4000 পিক্সেল প্রশস্ত যা একটু অধিক বেশী। |
01:31 | তারপর আমি এটি ধার করতে চাই এবং এটি JPEG ইমেজ হিসাবে সংরক্ষণ করতে চাই। |
01:38 | এখন রোটেটিং দিয়ে শুরু করি। |
01:40 | আমি ইমেজের সেই অংশে জুম করি যেখানে সবচেয়ে বেশী স্পষ্ট যে ইমেজ হেলানো রয়েছে। এটি এখানে সংরক্ষণ করতে পারেন। |
01:49 | যদিও, আপনি Space টিপে এবং শুধুমাত্র কার্সার ঘুরিয়ে ইমেজ চারপাশে ঘোরাতে পারি। |
01:56 | এখন আমি এখানে টিপে Rotate টুল নির্বাচন করি। |
02:00 | Rotate টুলে, এই ভ্যালুসের জন্য ডিফল্ট রূপে কিছু বিকল্প সেট রয়েছে যা গ্রাফিক্যাল কাজের জন্য উপযুক্ত এবং ফটোগ্রাফিক কাজের জন্য নয়। |
02:09 | সুতরাং, এখানে Direction, Normal (Forward) এ সেট রয়েছে কিন্তু আমি এটি Corrective (Backward) এ সেট করব। |
02:14 | আমি যাচাই করি যদি আমার কাছে শ্রেষ্ঠ Interpolation থাকে। তাহলে এটি ভালো। |
02:17 | Preview তে, আমি Image এর বদলে Grid নির্বাচন করি। |
02:22 | আমি স্লাইডার ঘুরিয়ে গ্রিড লাইনের সংখ্যা বৃদ্ধি করি। আপনি এটি শীঘ্রই দেখবেন। |
02:30 | আমি ইমেজে টিপে একটি গ্রিড প্রাপ্ত করব যা ইমেজের উপরে থাকবে। |
02:36 | এই গ্রিডটি সোজা। |
02:38 | আমি এটি ঘোরাতে পারি এবং গিম্প Corrective মোডে সেই দিকে ইমেজ ঘোরায়, যার দ্বারা গ্রিড আবার সোজা হয়। |
02:51 | এখন আমি দেখাই। আমি গ্রিড এইভাবে ঘোরাবো। |
02:56 | আমি নিশ্চিত করতে ইমেজের অন্যান্য ভাগ যাচাই করব। |
03:00 | আমি ভালো মত দেখি। |
03:02 | এখন আমি Rotate বোতামে টিপব। |
03:06 | এটি কিছু সময় নেবে কারণ ইমেজ হল 10 মেগা-পিক্সেল। |
03:13 | এটি হয়ে গেছে। ইমেজ ঘুরে গেছে। |
03:16 | এখন সম্পূর্ণ ছবি দেখি। Shift + Ctrl + E ইমেজে ফেরৎ আনে। |
03:22 | পরের ধাপ হল ক্রপিং। |
03:25 | আমি এখানে টিপে Crop টুল নির্বাচন করি। |
03:28 | আমি ইমেজের আসপেক্ট রেসিও 3:2 রাখতে চাই। |
03:33 | এইজন্য আমি এখানে Fixed Aspect ratio তে টিপি এবং 3:2 লিখি। |
03:39 | বাক্স থেকে বাইরে বেরোতে শুধু ক্লিক করি। |
03:43 | এখন আমি ক্রপিং শুরু করি। |
03:45 | আমি এখানে এই ব্যক্তির পা সম্মিলিত করতে চাই কিন্তু ইমেজের এই ভাগ বাইরে বের করতে চাই। |
03:52 | আমি এখানে এই পয়েন্ট থেক শুরু করি এবং মাউসের বাম বোতাম টিপে, ক্ষেত্র নির্বাচন করতে বাম দিকে উপরে টানি। |
04:01 | লক্ষ্য করুন যে আসপেক্ট রেসিও ধ্রুবক। |
04:06 | এখন আমাকে নিশ্চিত করতে হবে যে কদ্দুর পর্যন্ত টানতে হবে। |
04:12 | আমার মনে হয় এটি একদম সঠিক। |
04:18 | এখন বর্ডার যাচাই করি। |
04:21 | আমি এই ভাগ বের করে দিয়েছি। একজন ব্যক্তি এখানে বসে রয়েছে। |
04:28 | আমার মনে হয় এখানে সেই ব্যক্তিকে ছবিতে রাখার অনেক জায়গা রয়েছে। |
04:35 | তাই, আমি সেটি ঐভাবে ছাড়ব কারণ এটি ভালো লাগে। |
04:41 | এটি উপরে জানালা। |
04:44 | সেগুলি জানালার মত দেখতে ইমেজে তা যথেষ্ঠ। |
04:50 | কিন্তু আমার মনে হয় এখানে পায়ের চারপাশে বেশি জায়গা নেই। |
04:54 | তাই আমি শুধুমাত্র ইমেজে টিপব, এবং একটু নীচে টানব। |
04:58 | আমার মনে হয় এখন এটি ভালো। |
05:01 | কিন্তু এখন এখানে অনেক বেশী জানালা দেখায় না এবং এখানে যে ব্যক্তি বসে রয়েছে সে বর্ডারের নিকটে রয়েছে। |
05:08 | সুতরাং, এখন ইমেজ একটু বড় করতে হবে। |
05:11 | এখানে আমাদের একটি অসুবিধা হবে। হয়তো আপনি এটি দেখতে পারেন। |
05:18 | এটি রোটেশনের সময় হয়েছে। |
05:21 | এখানে একটি ছোট অংশ রয়েছে যা এখন স্বচ্ছ। |
05:25 | আমি সেটি সম্মিলিত করতে চাই না। |
05:33 | তাই, Crop টুলে ফিরে যাই। |
05:35 | আমি এখানে একটু অধিক জায়গা চাই, আমি এটি উপরে টানবো। |
05:38 | বেশী দুরে নয়। |
05:40 | আমার মনে হয় এটি বেশ ভালো। |
05:44 | এখন শুধু ইমেজে টিপি এবং এখানে ক্রপ করা এবং রোটেট করা ইমেজ রয়েছে। |
05:50 | Shift + Ctrl + E আমাদের সম্পূর্ণ ভিউতে ফিরিয়ে আনে। |
05:56 | পরবর্তী ধাপে আমি একটু রঙ এবং কনট্রাস্ট বাড়াতে চাই। |
06:02 | এখানে অনেক উপায় রয়েছে। আমি কলর লেভেল প্রয়োগ করতে পারি - এটি এখানে রয়েছে, কার্ভাস বা কিছু স্লাইডস। |
06:11 | কিন্তু আমি Layers এর সাথে এটি করার চেষ্টা করব। |
06:18 | আমি এখানে শুধুমাত্র এই লেয়ারের কপি তৈরী করি। |
06:23 | Layers মোডকে Overlay দ্বারা বদলাই। |
06:30 | আপনি দেখতে পারেন যে এটি ভীষণ সুদৃঢ় প্রভাব। আমি এটি অত বেশী চাই না। |
06:36 | Opacity স্লাইডারকে একটি ভ্যালু পর্যন্ত একটু কমাই যেখানে মনে হয় এটি ভালো লাগছে। |
06:42 | হয়তো একটু বেশী। |
06:46 | Ok, I think this is good enough. |
06:50 | আমি সেটি সর্বদা বদলাতে পারি যখন পর্যন্ত চ্যানেলের তালিকায় যেতে এখানে মাউসে ডান ক্লিক না করি এবং Flatten image বা Merge visible layers না নির্বাচন করি। |
07:01 | তারপর সকল পরিবর্তন স্থায়ী হয়ে যায়। |
07:03 | এটি ছেড়ে যে যখন আমি এখানে History তে যাই এবং ফেরৎ আসি এবং History কে undo করি। |
07:10 | কিন্তু আমরা এটি পরে শিখব। |
07:13 | পরের ধাপ হল রীসাইজিং। |
07:16 | আমি image মেনুতে টিপি এবং Scale Image বিকল্পে টিপি। |
07:27 | এখানে, আমি শুধু 800 পিক্সেল লিখব। |
07:32 | আমি স্বয়ংক্রিয়ভাবে Height এর জন্য ভ্যালু পেয়ে যাই। |
07:36 | যখন এখানে এই লিঙ্ক আনলক করি, তখন এটি রীসাইজ করার সময় ইমেজ বদলাতে পারি। |
07:44 | Interpolation |
07:45 | আমার মনে হয় আমি Cubic নির্বাচন করব। এখানে উচ্চতম লেয়ার ইটের ভবনের সাথে কিছু কলার প্রভাব দেয়. এটি একটু অদ্ভুত এবং এটি যাচাই করতে হবে। |
08:02 | এখন Scale এ টিপি। |
08:04 | আমরা ফলাফল দেখব। |
08:08 | Shift + Ctrl + E আমাদের সম্পূর্ণ ইমেজ ফেরৎ দেয়। |
08:13 | যখন 1 টিপি, তখন আমি 100% জুম পাই। |
08:19 | এখন আমাদের ইমেজের চারপাশে দেখি যে ইমেজকে বাস্তবে বিরক্ত বা ধ্যান সরানোর কোনো জিনিস রয়েছে কিনা। কিন্তু আমার মনে হয় এটি ভালো হয়েছে। |
08:32 | পরের ধাপ হল শার্প্নিং। |
08:35 | আমার লেন্স খুবই ভাল সাথে ক্যামেরাও। কিন্তু আমরা ইমেজে ম্যানুপুলেশন করেছি। তাই এটি একটু শার্প হতে হবে। |
08:49 | আমি Filters নির্বাচন করব। |
08:53 | Enhance এ টিপি এবং এখানে Sharpening রয়েছে। আমি Unsharp mask ও ব্যবহার করতে পারি যা খুব শক্তিশালী শার্প্নিং টুল। |
09:06 | এই টুল মূলরূপে শুধুমাত্র একটি বিকল্প রাখে যা শার্পনেস স্লাইডার। এটি সমাযোজিত করা যেতে পারে এবং এটি এই ইমেজের জন্য যথেষ্ট। |
09:16 | এটি বিনা শার্প করা ইমেজ এবং যখন এই স্লাইডার টানি আরো বেশি শার্প হওয়া ইমেজ পাই. আপনি একটি বেশ মজার প্রভাব পাবেন যদি আপনি এটি অনেক দূর পর্যন্ত টানেন। |
09:31 | আমার মনে হয় এই ইমেজের জন্য এই ভ্যালু ভালো। |
09:38 | এখন চুল বেশি পরিস্কার দেখায় কিন্তু এখানে কিছু মিশ্রণ বা বিকৃতি দেখতে পারেন। |
09:46 | সুতরাং, আমি এটি একটু নীচে টানব এবং এটি বেশ ভালো। |
09:52 | আমি ইমেজে কোনো বিকৃতির বদলে একটু পরিবর্তন আনতে চাই। |
10:00 | এটি এর প্রমান যে আপনি এই ইমেজে ম্যানুপুলেট করেছেন। |
10:06 | সুতরাং এখন পরিনাম দেখি। |
10:09 | এটি সম্পূর্ণরূপে ভালো দেখায়। |
10:11 | এখন অন্তিম ধাপ হল ইমেজ সংরক্ষণ করা। |
10:15 | আমি File এ যাই এবং Save As এ টিপি এবং শুধুমাত্র মূল ফাইলের এক্সটেনশন tif থেকে jpg তে বদলাই। |
10:29 | Save বোতামে টিপি। |
10:32 | আমি একটি সতর্কবার্তা পাই যে JPEG একাধিক লেয়ারের সাথে ইমেজ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের সেগুলি এক্সপোর্ট করতে হবে। |
10:44 | আমার মনে হয় এই ইমেজের জন্য 85% একটি স্ট্যান্ডার্ড ভ্যালু। |
10:53 | এখানে আমি এই ইমেজকে JPEG ইমেজের মত সংরক্ষণ করেছি। |
11:01 | আপনি এটি সম্পূর্ণ স্ক্রীনে দেখতে পারেন। |
11:04 | এখন এতটাই। Meet the GIMP এর প্রথম টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়ালে, আমি নিম্ন বিষয় দেখব যেমনকি গিম্প কিভাবে সেট করে, কিভাবে বানায় এবং বদলায়, টুল্স এবং আরো অনেক কিছু। |
11:17 | আপনি মন্তব্য পাঠাতে চাইলে info@meetthegimp.org তে লিখুন। |
11:25 |
অধিক তথ্য http://meetthegimp.org তে উপলব্ধ। |
11:31 | আমি আপনার থেকে শুনতে চাই. আপনার কি ভালো লেগেছে, আমি কি ভালো করতে পারি, ভবিষ্যতে আপনি কি দেখতে চান। |
11:41 | আমি কৌশিক দত্ত আই আই টী বোম্বে থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। |