Difference between revisions of "Health-and-Nutrition/C2/Hand-expression-of-breastmilk/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(হাত দিয়ে বুকের দুধ বের করে আনার “মৌখিক প্রশিক্ষণে”)
 
(Hand expression of breastmilk)
Line 499: Line 499:
 
|13:14
 
|13:14
 
|  
 
|  
 
 
|- দুধের জোগান বজায় রাখার জন্য মা কর্মস্থলেও বুকের দুধ বের করতে পারবেন
 
|- দুধের জোগান বজায় রাখার জন্য মা কর্মস্থলেও বুকের দুধ বের করতে পারবেন
 
|13:20
 
|13:20
Line 507: Line 506:
 
|13:29
 
|13:29
 
|
 
|
 
 
|- এর জন্য- যদি বাড়িতে ফ্রিজ থাকে তাহলে মা কয়েক সপ্তাহ আগেই পরিকল্পনা করে রাখতে পারেন
 
|- এর জন্য- যদি বাড়িতে ফ্রিজ থাকে তাহলে মা কয়েক সপ্তাহ আগেই পরিকল্পনা করে রাখতে পারেন
 
|13:34
 
|13:34
 
|  
 
|  
 
 
|- অতিরিক্ত বুকের দুধ বের করে তিনি তা পরবর্তীকালে ব্যবহারের জন্য জমা রাখতে পারেন
 
|- অতিরিক্ত বুকের দুধ বের করে তিনি তা পরবর্তীকালে ব্যবহারের জন্য জমা রাখতে পারেন
 
|13:39
 
|13:39
 
|  
 
|  
 
 
|- শিশু বুকের দুধ পান করার পরেও মা তা বের করতে পারেন
 
|- শিশু বুকের দুধ পান করার পরেও মা তা বের করতে পারেন
 
|13:44
 
|13:44
 
|
 
|
 
 
|-প্রতিবার দুধ পান করানোর জন্য মা ৬০ থেকে ৯০ মিলিলিটার দুধ রাখতে পারেন।
 
|-প্রতিবার দুধ পান করানোর জন্য মা ৬০ থেকে ৯০ মিলিলিটার দুধ রাখতে পারেন।
 
|13:51
 
|13:51
 
|
 
|
 
 
|- মা বাইরে থাকলে শিশুর চাহিদা অনুযায়ী বেশী বুকের দুধ দেওয়া যেতে পারে।
 
|- মা বাইরে থাকলে শিশুর চাহিদা অনুযায়ী বেশী বুকের দুধ দেওয়া যেতে পারে।
 
|13:57
 
|13:57
 
|
 
|
 
 
 
|- মনে রাখবেন, যতবার হাত দিয়ে বুকের দুধ বের করা হবে- দুধ বের করা তত সহজ হবে,
 
|- মনে রাখবেন, যতবার হাত দিয়ে বুকের দুধ বের করা হবে- দুধ বের করা তত সহজ হবে,
 
এবং তত তাড়াতাড়ি দুধ বেরিয়ে আসবে
 
এবং তত তাড়াতাড়ি দুধ বেরিয়ে আসবে
 
|14:07
 
|14:07
 
|
 
|
 
 
|- এবং মা এর বুকের দুধ উৎপাদন তত বাড়বে
 
|- এবং মা এর বুকের দুধ উৎপাদন তত বাড়বে
 
|14:11
 
|14:11
 
|
 
|
 
 
|} এর সঙ্গেই আমরা এই টিউটোরিয়াল শেষ করছি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ
 
|} এর সঙ্গেই আমরা এই টিউটোরিয়াল শেষ করছি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ

Revision as of 22:57, 30 July 2019

শিশুকে প্রদানের জন্য কেয়ারার এর কাছে দিয়ে যেতে পারেন এবং তত তাড়াতাড়ি দুধ বেরিয়ে আসবে
সময়
বিবরণ
00:01 .

হাত দিয়ে বুকের দুধ বের করে আনার “মৌখিক প্রশিক্ষণে” আপনাকে স্বাগত।

00:06

এই টিউটোরিয়ালে আমরা শিখবো, বুকের দুধ বের করার নানা সুবিধা

00:11

হাতেকলমে কিভাবে বুকের দুধ বের করা যাবে এবং

00:15

কতবার একজন মা-এর বুকের দুধ বের করা উচিত

00:20
00:25 স্তন বৃন্তের ফুলে ওঠা এবং স্তন বৃন্তের চারিদিকে ধূসর অঞ্চলটিতে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার চিকিৎসার জন্য;
00:31 স্তনের সাথে গভীর ভাবে সংযোগ করার সময় যদি মায়ের ফুলে উঠা নিপল যদি অত্যন্ত পীড়াদায়ক হয় তাহলে শিশুকে খাওয়াতে
00:38 মায়ের স্তনদুগ্ধের জোগান বজায় রাখতে অথবা বৃদ্ধি করতে;
00:42 মা বাইরে কোথাও গেলে অথবা কর্মস্থলে গেলে শিশুর জন্য স্তন দুগ্ধ বজায় রাখতে;
00:49 স্তন বৃন্তের চারপাশে ধূসর অঞ্চলে নরম ভাব বজায় রেখে শিশুকে পুরোপুরি স্তনের সঙ্গে সংলগ্ন রাখতে;
00:56 অন্য স্তন থেকে দুধ খাওয়ানোর আগে শিশু একটি স্তন থেকে পুরোপুরি দুধ খেয়েছে কিনা তা পরীক্ষা করতে।
01:05 শিশুর জন্য পুষ্টিকর পরিপূরক খাদ্য প্রস্তুত করতে-

জল অথবা গরুর দুধের পরিবর্তে মাতৃদুগ্ধ ব্যবহার করুন

01:14 প্রি-ম্যাচিওর- অথবা অকাল শিশুদের দুধ খেতে সহায়তা করার জন্য
01:18 অসুস্থ শিশুদের
01:20 দূর্বল মাংশপেশি বিশিষ্ট শিশুদের জন্য
01:22 কাটা ঠোঁট এবং/অথবা তালু বিশিষ্ট শিশু এবং
01:27 যে সব শিশুদের স্তনের সাথে গভীর সংযোগ করতে অসুবিধার হয়ে
01:32 আসুন এখন দেখা যায় কিভাবে স্তন দুগ্ধ বের করে আনা করা যায়
01:37

একজন মায়ের স্তন দুগ্ধ বের করে আনার ক্ষেত্রে সুপারিশকৃত পদ্ধতি হল হাতের ব্যবহার।

01:44

কারন এই পদ্ধতিটি স্তন বৃন্তের চারপাশের ধূসর অঞ্চলে কম অস্বস্তি দায়ক হয়।

01:51

এর সঙ্গেই, এই পদ্ধতিতে কোন সরঞ্জামের প্রয়োজন হয়না। কাজেই মা যে কোন সময় যে কোন স্থানে তা করতে পারে।

02:00

হাত দিয়ে স্তন দুগ্ধ বের করে আনা করা একটি পদ্ধতিগত দক্ষতা এবং অভ্যাসের সঙ্গে উন্নত হয়।

02:08

স্তন যখন নরম থাকবে হাত দিয়ে স্তন দুগ্ধ বের করে আনা করা সহজ হয়।

02:13

কাজেই, ডেলিভারির পর প্রথম অথবা দ্বিতীয় দিনেই একজন মাকে এই পদ্ধতিটি শিখে নিতে হবে।

02:21

স্তনদুগ্ধ বের করে আনা করার আগে, মা একটি স্টিল অথবা কাঁচের পাত্র প্রস্তুত রাখবেন বেরিয়ে আসা দুধ ধরে রাখার জন্য।

02:29

তিনি কাপ, গ্লাস জগ অথবা চওড়া মুখের জার ব্যবহার করতে পারবেন।

02:36

সাবান ও জল দিয়ে পাত্রটিকে পরিষ্কার করে নিতে হবে।

02:41

এরপর, তিনি পাত্রটিকে হয়- ফুটন্ত জলে ডুবিয়ে রাখবেন অথবা

পাত্রের ভেতর গরম জল ঢেলে কয়েক মিনিট ঐ অবস্থাতেই রাখবেন।

02:52

এরপর, তিনি পাত্রটিকে হয় বাতাসে পুরোপুরি শুকিয়ে নেবেন অথবা অব্যবহৃত পরিষ্কার কাপড় দিয়ে মুছে শুকিয়ে নেবেন

03:02 .

রান্নাঘরে ব্যবহৃত কাপড়ের মতো ব্যবহার করা হয়েছে এমন কোন কাপড় দিয়ে পাত্রটি কখনোই পরিষ্কার করা উচিত নয়।

03:10

পরিষ্কার করা পাত্রটি পুরোপুরি শুকিয়ে গেলে, পরের ধাপ হল স্তন থেকে স্তন দুগ্ধ বের করা।

03:17

স্তন দুধের জোগান অব্যহত রাখতে, মা-কে নিশ্চিন্ত বোধ করতে হবে এবং শিশুর সঙ্গে মানসিকভাবে যুক্ত থাকতে হবে।

03:26

মা নীচের পদ্ধতিগুলি মেনে চলতে পারেনঃ শান্তভাবে একা অথবা সহায়ক কোন বন্ধুর সঙ্গে বসতে পারেন

03:34

কোন কোন মা অন্য মা দের সঙ্গে একসঙ্গে বসে সহজেই বের করে আনা করতে পারেন যারা নিজেরাও স্তন দুগ্ধ বের করে আনা করছেন।

03:41

স্কিন-টু স্কিন কন্ট্যাক্টের জন্য শিশুকে কোলে নিতে পারেন

03:46

অথবা তিনি সন্তানের দিকে তাকিয়ে থাকতে অথবা তার আওয়াজ শুনতে পারেন।

03:53

কখনো কখনো- সন্তানের ছবি দেখে অথবা সন্তানের পোশাকের গন্ধও এই কাজে সহায়ক হতে পারে।

04:00

তিনি উষ্ণ কিছু পানীয় নিতে পারে, কিন্তু তা কখনোই কফি, কড়া চা, অ্যালকোহল অথবা অন্য কোন উদ্দীপক হওয়া উচিত নয়

04:12 .

দুধের সরবরাহ বজায় রাখতে তিনি নিজের স্তন উষ্ণ রাখতে পারেন।

04:17

স্তন দুটিকে উষ্ণ রাখার জন্য, গরম জলে ভেজানো কাপড় বুকের উপর রাখতে পারেন. অথবা, গরম জলে স্নান করতে পারেন

04:28

স্তনবৃন্ত গুলি এবং এর আশেপাশের ধূসর অঞ্চলটি উদ্দীপিত করতে পারেন- ধীরে ধীরে সেটিকে টেনে অথবা, আঙ্গুল দিয়ে চক্রাকারে হালকা মালিশ করে

04:38

চক্রাকার ভাবে আঙ্গুল দিয়ে হালকাভাবে স্তনে ম্যাসাজ করতে পারেন।

04:44 .

মা সহায়ককে তার পেছনের দিকে ঘষতে বলতে পারেন

04:47

পিঠের দিক ঘষার জন্য মা- বসে সামনের দিকে ঝুঁকতে পারেন

04:53

সামনের দিকে টেবিলের উপর বাহুগুলি রেখে এবং মাথা বাহুর উপরে রাখতে পারেন

05:01

পোশাক খুলে স্তন সামনের দিকে ঝুলন্ত অবস্থায় থাকবে এমনভাবে বসতে হবে

05:07

সহায়ক মা-এর মেরুদন্ডের উভয় পাশে উপর থেকে নীচের দিকে ঘষবেন

05:12

এর জন্য তিনি হাত মুঠি করে বসবেন যাতে হাতের বুড়ো আঙ্গুল উপরের দিকে থাকে।

05:17 .

তিনি হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ছোট ছোট এলাকায় চক্রাকারে চাপ দেবেন

05:25

মেরুদন্ডের উভয় দিকে তিনি- একই সঙ্গে ঘাড় থেকে কাঁধের দুই ব্লেডস পর্যন্ত ম্যাসাজ করতে পারেন

05:34

দুই থেকে তিন মিনিট পর্যন্ত এমন করতে হবে

05:38 .

এই পদ্ধতিগুলি স্তন দুগ্ধ বেরিয়ে আসতে সাহায্য করে

05:43 .

স্তন দুগ্ধের বেরিয়ে আসাকে “অক্সিটোসিন রিফ্লেক্স” অথবা “লেট ডাউন রিফ্লেক্স” বলা হয়।

05:51

“অক্সিটোসিন রিফ্লেক্স” শুরু হ্ওয়ার পর, মাকে অবশ্যই নিজের হাত ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে

05:59 .

এরপর মা আরামে বসতে পারবেন

06:04

তাকে সামনের দিকে সামান্য ঝুঁকতে হবে

06:07 .

তিনি পাত্রটিকে স্তনের কাছে ধরবেন

06:11

এরপর হাতের বুড়ো আঙ্গুল ও অন্যান্য আঙ্গুল গুলি বুকের উপর রেখে C এর আকারে পাশের দিক থেকে ধরুন।

06:20

তিনি এক স্তনকে ধরার জন্য এক হাতের ব্যবহার করতে পারেন একটি হাতে ব্যথা হলে অপর হাতের ব্যবহার করা যেতে পারে

06:29

স্তন ধরে রাখার সময়, বুড়ো আঙ্গুল স্তনের উপরের অংশে থাকা উচিৎ

06:35

হাতের আঙ্গুল স্তনের নীচের অংশে অর্থাৎ বুড়ো আঙুলের বিপরীতে থাকা উচিৎ

06:42

বুড়ো আঙ্গুল, স্তনবৃন্ত এবং আঙ্গুলগুলি সব সময় সরলরেখায় থাকা উচিৎ

06:48

স্তনবৃন্ত থাকা উচিৎ বুড়ো আঙুল ও মধ্যমার মধ্যিখানে

06:54

২ আঙুলের মধ্যেকার ফাঁক হওয়া উচিৎ- স্তনবৃন্ত ও হাতের বুড়ো আঙ্গুল এবং স্তনবৃন্ত ও তার আঙুলের মধ্যিখানে

07:04

যদি আঙ্গুলগুলি স্তনবৃন্তের খুব কাছে থাকে, বুকের দুধ বেশীক্ষন বেরিয়ে আসতে নাও পারে।

07:10

মা সবথেকে বেশী বুকের দুধ বের করতে পারবেন যখন- তিনি স্তনবৃন্তের চারপাশে ধূসর অঞ্চলের নীচের দিকে মিল্ক ডাক্ট এর উপর চাপ দেবেন

07:19

এই ছবিতে, মা তার ডান হাত দিয়ে ডান দিকের স্তন সঠিকভাবে ধরে রয়েছেন

07:27

এরপর তিনি স্তনকে বুকের দিকে নিম্নাভিমুখে চাপ দেবেন ধারাবাহিকভাবে চাপ বজায় রাখার মাধ্যমে

07:36 .

এরপর, হাত না সরিয়ে তিনি বুড়ো আঙ্গুল ও অন্যান্য আঙ্গুল দিয়ে হালকা ভাবে স্তনে চাপ দেবেন

07:44

পরবর্তী ধাপে, তিনি স্তনের উপর চাপ ছাড়বেন

07:48

মা এই ৩টি ধাপ ফের একইভাবে করবেন- চাপ দেবেন নীচের দিকে, হালকা চাপ দেবেন এবং ছেড়ে দেবেন

07:56

প্রথম ধাপ অর্থাৎ বুকের দিকে স্তনকে চাপ দেওয়া একটি গুরুত্বপূর্ন পর্যায়

08:02

শুধুমাত্র স্তন বৃন্তের দিকে চাপ দেওয়া হলে স্তন দুগ্ধ বেরনোর পরিমাণ কম হবে

08:07

কিন্তু যখন স্তনে নীচের দিকে চাপ দেওয়া হবে, ঘন ব্রেস্ট ট্যিসু থেকে স্তন দুগ্ধ বেরিয়ে আসবে

08:15

কিন্তু খুব জোরে চাপ দেবেন না, কারন এতে মিল্ক ডাক্ট ব্লক হয়ে যেতে পারে

08:23

যখন মা তা স্তন দুগ্ধ বের করে আনা করতে শুরু করেন, প্রথমেই কয়েক ফোঁটা স্তনদুগ্ধ বেরিয়ে আসবে।

08:30

“লেট ডাউন রিফ্লেক্স” শুরু হলে, স্তন দুগ্ধ বেরিয়ে আসবে।

08:36

প্রথম কয়েকটি প্রয়াসে, স্তন দুগ্ধ ধীরে ধীরে বেরিয়ে আসবে যা স্বাভাবিক

08:42

পরে, ধারার আকারে স্তন দুগ্ধ বেরিয়ে আসে মাতৃদুগ্ধ খাওয়ানোর মতোই, স্তন দুগ্ধ বের করার পদ্ধতির জন্য অভ্যাসের প্রয়োজন হয়

08:53

জন্মের পর প্রথম বুকের দুধ অর্থাৎ কোলোস্ট্রাম, কয়েক ফোঁটা হয়তো বেরিয়ে আসে কিন্তু তা নবজাতকের জন্য যথেষ্ট

09:01

ঘন, হলদেটে দুধে শিশুর জন্য বিপুল প্রতিরোধী বৈশিষ্ট্যাবলী থাকে

09:08

মা এই ৩ পদ্ধতি ফের একবার করতে পারেন যতক্ষন না পর্যন্ত স্তন দুগ্ধের ধারা কমে গিয়ে ফোঁটা ফোঁটা আকারে বের হচ্ছে

09:16

এরপর, তিনি তার হাতের আঙ্গুল দিয়ে বুকের অন্য স্তন থেকে দুধ বের করার জন্য চাপ দেবেন।

09:23 .

তিনি নিজে উপলব্ধি করতে পারবেন যে ঠিক কোন স্থানে স্তনে দুধ পরিপূর্ণ রয়েছে এবং সেই অঞ্চলে চাপ দিতে পারবেন

09:30

একটি স্তনে ৩-৫ মিনিট ধরে তিনি চাপ দিতে পারবেন যতক্ষন না পর্যন্ত দুধ বেরিয়ে আসার পরিমাণ কমে যায়

09:38 .

এরপর তিনি, একইভাবে অপর স্তন থেকে চাপ দিয়ে মাতৃদুগ্ধ বের করতে পারবেন।

09:45

এরপর ফের তিনি দ্বিতীয়বার দুই স্তন থেকেই বুকের দুধ বের করে আনতে পারবেন।

09:51

দুই স্তন থেকেই যথেষ্ট পরিমাণ স্তন দুগ্ধ বের করে আনার সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য ২০ থেকে ৩০ মিনিট সময় লাগবে

09:57

এর জন্য প্রথম কয়েকদিন কিছুটা বেশী সময় লাগতে পারে কারন প্রথমের দিনগুলিতে যথেষ্ট পরিমাণ স্তন দুগ্ধ উৎপাদিত হয়না

10:07

স্বল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে বুকের দুধ বের করার চেষ্টা না করাই উচিৎ

10:12

মনে রাখবেন, হাত দিয়ে বুকের দুধ বের করার সময় ব্যাথা হবে না. যদি কোন কারণে ব্যথা হয়, তাহলে পদ্ধতিতে ত্রুটি রয়েছে

10:21

স্তনের ট্যিসু খুব স্পর্শকাতর হয়

10:24

ঘষা, টানা অথবা আঙ্গুল দিয়ে স্লাইড করবেন না বিশেষত স্তন বৃন্তের দিকে এর ফলে স্তনে ফুলে উঠা বেড়ে যেতে পারে।

10:36

স্তন বৃন্তের আশেপাশে ধূসর অংশে ত্বক শক্তভাবে ধরা বা টানা এড়িয়ে চলুন

10:42

এর সঙ্গেই, স্তন বৃন্ত কচলানো অথবা টানা চলবে না

10:46

স্তন বৃন্ত চাপ দেওয়া অথবা টানলে বেশী স্তন দুগ্ধ কখনোই বেরবে না

10:51

এটা অনেকটা সেরকমই যখন শিশু স্তনবৃন্ত থেকে দুগ্ধ পান করে

10:57

স্তন দুগ্ধ বের করার পর মা পাত্রটি পরিষ্কার কাপড় অথবা প্লেট দিয়ে ধেকে দেবেন

11:04

এরপর তিনি পরে ব্যবহারের জন্য সেই বুকের দুধ সংরক্ষন করবেন

11:09

বুকের দুধের সুরক্ষিতভাবে সংরক্ষন এবং জমানো দুধ সন্তানকে খাওয়ানোর ধাপগুলি অন্য একটি টিউটোরিয়ালে উল্লেখ করা হয়েছে

11:19

আসন এখন আমরা আলোচনা করি যে মা কতবার বুকের দুধ বের করবেন

11:24

যদি তা স্তন দুগ্ধের উৎপাদন শুরু ও তার ধারা বজায় রাখার জন্য হয় অথবা কম ওজনের কোন শিশু অথবা অসুস্থ সদ্যজাত শিশুকে খাওয়ানোর জন্য, তাহলে-

11:35

তিনি ডেলিভারির পরে তৎক্ষণাৎ বুকের দুধ বের করতে পারেন

11:40

তিনি নিজে প্রথম কয়েক ফোঁটা কোলোস্ট্রামও বের করতে পারবেন

11:45

এরফলে স্তন দুগ্ধ উৎপাদন শুরু হতে সহায়তা হবে

11:48

এটি ঠিক তেমন ভাবেই হবে যেমনটা একটি শিশু ডেলিভারির পর মাতৃদুগ্ধ শুষে খাচ্ছে

11:54

মা যতবার চাইবেন বুকের দুধ বের করতে পারবেন এবং যতক্ষন তাঁর সন্তান মাতৃদুগ্ধ পান করছে

12:02

এটা প্রতি ২-৩ ঘন্টায় হতে পারে, যার মধ্যে রাতের সময়টিও ধরা আছে

12:08 .

যদি বুকের দুধ বের করার মধ্যে দীর্ঘ সময়ের ব্যবধান হয়, তাহলে মা এর স্তন দুগ্ধের উৎপাদন কম হতে পারে

12:16

পরবর্তীতে, যদি মা-এর বুকের দুধের জোগান বৃদ্ধি এর কারন হয়- এবং কয়েক সপ্তাহ পরে তা কমে যাচ্ছে বলে মনে হয়ঃ

12:25

তিনি সন্তানকে দুধ পান করারনোর তৎক্ষণাৎ পর প্রতি ১ থেকে ২ ঘন্টায় বুকের দুধ বের করতে পারবেন

12:33

যদি শিশু ৩ ঘণ্টারও বেশী সময় ঘুমোয়, তাহলে তাকে খাওয়ানোর মধ্যবর্তী সময়ে তিনি বুকের দুধ বের করতে পারবেন

12:43

যদি স্তন ফুলে ওঠা বা কাজের সময় দুধ বেরিয়ে আসার মতো সমস্যার সমাধানে জন্য বুকের দুধ বের করা হয়, তাহলেঃ মা যতবার প্রয়োজন বুকের দুধ বের করতে পারবেন

12:53

যদি স্তন বৃন্তের ত্বক সুস্থ রাখার উদ্দেশে হয়ঃ মা কয়েক ফোঁটা বুকের দুধ বের করে তা স্তন বৃন্তে লাগিয়ে নেবেন

13:02 .

স্নানের পর এবং স্তন দুগ্ধ পান করানোর পর তিনি তা করতে পারেন

13:07

যদি মা কাজে বেরিয়ে যান তাহলে সন্তানের খাওয়ার জন্য দুধ জমা রাখার উদ্দেশ্যে হয়, তাহলেঃ

13:14
13:20
13:29
13:34
13:39
13:44
13:51
13:57
14:07
14:11
এর সঙ্গেই আমরা এই টিউটোরিয়াল শেষ করছি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ

Contributors and Content Editors

Sneharout321