Difference between revisions of "Geogebra/C3/Relationship-between-Geometric-Figures/Bengali"
From Script | Spoken-Tutorial
Line 50: | Line 50: | ||
||00:48 | ||00:48 | ||
||আমরা নিম্নলিখিত জীয়োজেব্রা সরঞ্জামগুলি ব্যবহার করব। | ||আমরা নিম্নলিখিত জীয়োজেব্রা সরঞ্জামগুলি ব্যবহার করব। | ||
− | |||
− | + | compass | |
− | + | segment between two points | |
− | + | circle with center through point | |
− | + | polygon | |
− | + | perpendicular bisector | |
− | + | angle bisector and | |
+ | |||
+ | angle | ||
|- | |- | ||
Line 93: | Line 94: | ||
|- | |- | ||
||01:42 | ||01:42 | ||
− | ||OK টিপুন। | + | ||OK টিপুন। একটি বর্গক্ষেত্র 'ABCD' আঁকা হয়ে গেছে। |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- |
Revision as of 12:08, 26 February 2017
Time | Narration |
00:00 | নমস্কার। |
00:01 | এবং জীয়োজেব্রাতে বিভিন্ন জ্যামিতিক চিত্রের সম্পর্কের উপর এই কথ্য টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত জানাই। |
00:07 | আমরা ধরে নেই যে, আপনার জীয়োজেব্রা সম্পর্কে মৌলিক জ্ঞান আছে। |
00:11 | যদি না হয়, তাহলে এগোনোর আগে “Introduction to Geogebra” টিউটোরিয়ালটি দেখুন| |
00:18 | দয়া করে লক্ষ্য করুন যে, এই টিউটোরিয়ালের উদ্দেশ্য প্রকৃত কম্পাস বাক্স প্রতিস্থাপন করা নয়। |
00:24 | জীয়োজেব্রাতে বস্তুগুলি গঠন করা হয় সেগুলির বৈশিষ্ট্যগুলি বোঝার জন্য| |
00:29 | এই টিউটোরিয়াল-এ আমরা আঁকতে শিখব, |
00:32 | বৃত্তস্থ চতুর্ভুজ এবং অন্ত:বৃত্ত| |
00:35 | এই টিউটোরিয়ালটি রেকর্ড করার জন্যে,আমি লিনাক্স অপারেটিং সিস্টেমের, |
00:39 | উবুন্টু সংস্করণ 10.04 LTS, |
00:43 | এবং জীয়োজেব্রা সংস্করণ 3.2.40.0 ব্যবহার করছি। |
00:48 | আমরা নিম্নলিখিত জীয়োজেব্রা সরঞ্জামগুলি ব্যবহার করব।
compass segment between two points circle with center through point polygon perpendicular bisector angle bisector and angle |
01:02 | জীয়োজেব্রা উইন্ডো খুলুন। |
01:05 | এই কাজের জন্য আমাদের applications, Education এবং Geogebra তে টিপতে হবে। |
01:13 | আমাকে এই উইন্ডোর মাপ পরিবর্তন করতে হবে। |
01:18 | options menu তে টিপুন, font size এ টিপুন এবং চিত্র পরিষ্কার করার জন্যে তারপর বিন্দু 18 এ টিপুন। |
01:25 | একটি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকা যাক। |
01:27 | এই কাজের জন্য টুল বার থেকে "Regular Polygon" টুল নির্বাচন করুন, "Regular Polygon" টুলের উপর টিপুন, অঙ্কন প্যাডের উপর যে কোনো দুটি বিন্দুর উপর টিপুন। |
01:38 | আমরা দেখতে পাবো যে ডিফল্ট মান '4 'এর সঙ্গে একটি ডায়লগ বাক্স খুলবে। |
01:42 | OK টিপুন। একটি বর্গক্ষেত্র 'ABCD' আঁকা হয়ে গেছে। |
01:46 | বাঁদিকের কোণায় অবস্থিত “Move” টুল ব্যবহার করে বর্গক্ষেত্রকে কাত করুন। |
01:51 | টুল বার থেকে "Move" টুল নির্বাচন করুন, মুভ টুলের উপর টিপুন। |
01:56 | মাউস পয়েন্টারকে 'A' বা 'B'-এর উপর রাখুন। আমি B চয়ন করব। |
02:01 | মাউস পয়েন্টারকে B-এর উপর রাখুন এবং মাউস দিয়ে এটি টেনে আনুন। এখন আমরা দেখতে পাবো যে বর্গক্ষেত্র তেড়ছা তলে আছে। |
02:10 | রেখাংশ 'AB'তে একটি উল্লম্ব দ্বিখণ্ডক আঁকুন। |
02:15 | এই কাজ করতে টুল বার থেকে “Perpendicular bisector” টুল নির্বাচন করুন। |
02:20 | "Perpendicular bisector" টুলের উপর টিপুন। |
02:22 | বিন্দু 'A'-তে টিপুন। |
02:24 | এবং তারপর বিন্দু 'B'-তে টিপুন। |
02:26 | আমরা দেখতে পাবো যে একটি "Perpendicular bisector" আঁকা হয়েছে। |
02:30 | এই কাজের জন্যে রেখাংশ 'BC'তে একটি দ্বিতীয় উল্লম্ব দ্বিখণ্ডক আঁকুন। |
02:36 | টুল বার থেকে “perpendicular bisector” টুল নির্বাচন করুন, “perpendicular bisector” টুলের উপর টিপুন। |
02:42 | বিন্দু 'B'-তে টিপুন। |
02:44 | এবং তারপর বিন্দু 'C'-তে টিপুন। |
02:46 | আমরা দেখতে পাবো যে উল্লম্ব দ্বিখণ্ডকগুলি একটি বিন্দুতে ছেদ করে। |
02:50 | এই বিন্দুটিকে 'E' হিসাবে চিহ্নিত করি। |
02:54 | এখন কেন্দ্র 'E'-এর সঙ্গে একটি বৃত্ত আঁকি এবং যা C-এর মধ্যে দিয়ে যায়। |
03:01 | টুল বার থেকে "circle with centre through point" টুল নির্বাচন করুন, "circle with centre through point" টুলে টিপুন। |
03:09 | কেন্দ্র হিসাবে বিন্দু'E' তে টিপুন এবং যা 'C'-এর মধ্যে দিয়ে যায়। বিন্দু 'E' তে টিপুন এবং তারপর বিন্দু 'C' তে। |
03:18 | আমরা দেখতে পাবো যে বৃত্ত চতুর্ভুজের সমস্ত ছেদচিহ্নের মধ্যে দিয়ে যাবে। একটি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকা হয়েছে। |
03:29 | আপনি কি জানেন, যে একই ক্রমানুসারের প্রান্তদৈর্ঘ্যের সকল চতুর্ভুজের মধ্যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল সর্বোচ্চ। |
03:37 | চিত্রটি এনিমেট করার জন্যে, "Move" টুল ব্যবহার করুন। |
03:42 | এই কাজ করতে টুল বার থেকে "Move" টুল নির্বাচন করুন, "Move" টুলে টিপুন, মাউস পয়েন্টার 'A' বা 'B'তে রাখুন। আমি 'A' নির্বাচন করব। |
03:52 | মাউস পয়েন্টারকে 'A'তে রাখুন এবং এনিমেট করার জন্যে মাউস দিয়ে এটি টেনে আনুন। |
03:58 | নির্মাণ সঠিক কিনা সেটা যাচাই করুন। |
04:01 | এখন ফাইলটি সংরক্ষণ করুন। |
04:04 | "File" "Save As" এ টিপুন। |
04:07 | আমি ফাইলের নাম "cyclic_quadrilateral" হিসাবে লিখব। |
04:21 | এবং save এর উপর টিপুন। |
04:23 | এখন একটি অন্ত:বৃত্ত আঁকার জন্যে একটি নতুন জীয়োজেব্রা উইন্ডো খুলুন। |
04:28 | এটি করার জন্যে File নির্বাচন করুন এবং তারপর New. |
04:35 | এখন এই কাজ করতে একটি ত্রিভুজ গঠন করুন , টুল বার থেকে "Polygon" টুল নির্বাচন করুন, "Polygon" টুলের উপর টিপুন। |
04:44 | ত্রিভুজ চিত্রকে সম্পূর্ণ করতে বিন্দু A,B,C তে টিপুন এবং আবার বিন্দু A তে টিপুন। |
04:52 | এই ত্রিভুজের কোণগুলি পরিমাপ করা যাক, |
04:55 | এই কাজ করতে টুল বার থেকে "Angle" টুল নির্বাচন করুন, এঙ্গেল টুল এ টিপুন। |
05:00 | বিন্দু 'B,A,C' , 'C,B,A' এবং 'A,C,B' তে টিপুন। |
05:15 | আমরা দেখতে পাবো যে কোণগুলি পরিমাপ করা হয়ে গেছে। |
05:18 | এখন এই কোণগুলির কোণ দ্বিখণ্ডক অঙ্কন করুন। |
05:21 | টুল বার থেকে "Angle bisector" টুল নির্বাচন করুন, |
05:25 | "Angle bisector" টুলে টিপুন। বিন্দু 'B,A,C' তে টিপুন। |
05:32 | দ্বিতীয় কোণ দ্বিখণ্ডক গঠন করার জন্যে টুল বার থেকে আবার "Angle bisector" টুল নির্বাচন করুন। |
05:39 | "Angle bisector" টুল এবং টুল বার এ টিপুন, বিন্দু A,B,C তে টিপুন। |
05:48 | আমরা দেখতে পাবো যে দুটি কোণ দ্বিখণ্ডক একটি বিন্দুতে ছেদ করে। |
05:52 | এই বিন্দুটিকে 'D' হিসাবে চিহ্নিত করুন। |
05:55 | চলুন একটি উল্লম্ব রেখা আঁকি যা বিন্দু D এবং রেখাংশ AB-এর মধ্যে দিয়ে যায়। |
06:02 | টুল বার থেকে “perpendicular line” টুল নির্বাচন করুন, “perpendicular line” টুলের উপর টিপুন, বিন্দু D এবং তারপর রেখাংশ AB-এর উপর টিপুন। |
06:12 | আমরা দেখতে পাবো যে উল্লম্ব রেখাটি রেখাংশ AB কে একটি বিন্দুতে ছেদ করে। |
06:17 | এই বিন্দুটিকে 'E' হিসাবে চিহ্নিত করুন। |
06:20 | এখন কেন্দ্র D-এর সঙ্গে একটি বৃত্ত গঠন করা যাক এবং যা 'E'-এর মধ্যে দিয়ে যায়। |
06:27 | টুল বার থেকে "compass" টুল নির্বাচন করা যাক, "কম্পাস" টুলের উপর টিপুন, কেন্দ্র হিসাবে D এবং ব্যাসার্ধ হিসাবে DE তে টিপুন। |
06:37 | চিত্রটিকে সম্পূর্ণ করার জন্যে বিন্দু 'D'-তে টিপুন,এবং তারপর আবার বিন্দু 'E' এবং 'D'তে টিপুন। |
06:46 | আমরা দেখতে পাবো যে বৃত্ত ত্রিভুজের সকল প্রান্তকে স্পর্শ করে। |
06:50 | একটি অন্ত:বৃত্ত আঁকা হয়েছে। |
06:53 | এর সঙ্গে আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
06:57 | সংক্ষেপে… |
07:02 | এই টিউটোরিয়াল-এ, আমরা গঠন করতে শিখেছি, |
07:05 | বৃত্তস্থ চতুর্ভুজ এবং |
07:07 | অন্ত:বৃত্ত জীয়োজেব্রা সরঞ্জামগুলি ব্যবহার করে। |
07:10 | নির্দেশিত কাজ হিসেবে আমি চাই যে, আপনি একটি ত্রিভুজ ABC আঁকুন। |
07:15 | BC-এর উপর একটি বিন্দু D চিহ্নিত করুন, AD যুক্ত করুন। |
07:19 | ব্যাসার্ধ r, R1 এবং R2 এর সাথে ত্রিভুজ ABC, ABD and CBD-কে বৃত্তের আকারে আঁকুন। |
07:28 | BE হল উচ্চতা h। |
07:30 | ত্রিভুজ ABC-এর শীর্ষগুলি স্থানান্তরিত করুন। |
07:33 | সম্পর্ক যাচাই করার জন্যে। |
07:35 | (1 -2r1/h)*(1 - 2r2/h) = (1 -2r/h) |
07:43 | নির্দেশিত কাজের আউটপুট এরকম দেখতে হওয়া উচিত। |
07:52 | এই url-এ উপলব্ধ ভিডিওটি দেখুন। |
07:55 | এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে। |
07:57 | যদি আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি এটা ডাউনলোড করেও দেখতে পারেন। |
08:02 | কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। |
08:06 | যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র (সার্টিফিকেট) ও দেওয়া হয়। |
08:09 | আরো বিস্তারিত জানার জন্য contact@spoken-tutorial.org তে লিখুন। |
08:16 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প talk to a teacher প্রকল্পের অংশবিশেষ। |
08:19 | এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত। |
08:25 | আপনি এই সম্বন্ধে আরও তথ্য এই ওয়েবসাইটে দেখতে পারেন। |
08:29 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল-টি অনুবাদ করেছি, এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ। |