Difference between revisions of "LaTeX/C2/Bibliography/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 5: Line 5:
 
|-
 
|-
 
|00:01
 
|00:01
|নমস্কার বন্ধুগণ, লেটেক্ এবং বিবটেক্ এর সাহায্যে রেফরেন্স্ তৈরী করা সংক্রান্ত এই সংক্ষিপ্ত টিউটোরিয়াল্ এ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি
+
|নমস্কার বন্ধুগণ, লেটেক্ এবং বিবটেক্ এর সাহায্যে রেফরেন্স্ তৈরী করা সংক্রান্ত এই সংক্ষিপ্ত টিউটোরিয়াল্ এ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি।
  
 
|-
 
|-
 
|00:11
 
|00:11
| প্রথমেই, আপনাকে এই ref.bib ফাইল-এর ন্যায় রেফরেন্স্-এর একটি ডেটাবেস (database) তৈরী করতে হবে |
+
| প্রথমেই, আপনাকে এই ref.bib ফাইল-এর ন্যায় রেফরেন্স্-এর একটি ডেটাবেস (database) তৈরী করতে হবে।
  
 
|-
 
|-
 
|00:18
 
|00:18
|এই  ফাইল-এর নীচে আসা যাক |এবার আবার ওপরে  যাওয়া যাক
+
|এই  ফাইল-এর নীচে আসা যাক এবার আবার ওপরে  যাওয়া যাক।
  
 
|-
 
|-
 
|00:29
 
|00:29
|এই প্রত্যেকটি রেফরেন্স্  এক-একটি unique বা অনন্য keyword এর দ্বারা শুরু হয়েছে |
+
|এই প্রত্যেকটি রেফরেন্স্  এক-একটি unique বা অনন্য keyword এর দ্বারা শুরু হয়েছে।
This is a minor edit  Watch this page
+
 
 
|-
 
|-
 
|00:35
 
|00:35
| উদাহরণস্বরূপ, এই রেফরেন্স্-এর keyword হল KMM07 | এবার লেটেক্ ফাইলটি খোলা যাক |
+
| উদাহরণস্বরূপ, এই রেফরেন্স্-এর keyword হল KMM07 ।  এবার লেটেক্ ফাইলটি খোলা যাক।
  
 
|-
 
|-
 
|00:52
 
|00:52
| এই ফাইল-এ আপনি যেখানে  রেফরেন্স্-টি ব্যবহার করতে চাইবেন, সেখানে আপনাকে cite key word -এর ব্যবহার করতে হবে |
+
| এই ফাইল-এ আপনি যেখানে  রেফরেন্স্-টি ব্যবহার করতে চাইবেন, সেখানে আপনাকে cite key word -এর ব্যবহার করতে হবে
  
 
|-
 
|-
 
|01:02
 
|01:02
| উদাহরণসরূপ cite key word, এখানে দেখুন, cite KMM07 , ref.bib ফাইল -এ এটি-ই প্রথম রেফরেন্স্  ছিল | এরপরে, যে ফাইল-এ এই রেফরেন্স্-গুলি লেখা আছে, সেই ফাইলটিকে সোর্স ফাইল-এ অন্তর্ভুক্ত করতে হবে | এখানে আমি এটিকে ডকুমেন্ট-এর শেষের দিকে অন্তর্ভুক্ত করেছি- bibliography ref |
+
| উদাহরণসরূপ cite key word, এখানে দেখুন, cite KMM07 , ref.bib ফাইল -এ এটি-ই প্রথম রেফরেন্স্  ছিল। এরপরে, যে ফাইল-এ এই রেফরেন্স্-গুলি লেখা আছে, সেই ফাইলটিকে সোর্স ফাইল-এ অন্তর্ভুক্ত করতে হবে এখানে আমি এটিকে ডকুমেন্ট-এর শেষের দিকে অন্তর্ভুক্ত করেছি- bibliography ref
 
|-
 
|-
 
|01:30
 
|01:30
|মনে করে দেখুন, রেফরেন্স্-গুলি ref.bib নামক ফাইল-এ আছে |
+
|মনে করে দেখুন, রেফরেন্স্-গুলি ref.bib নামক ফাইল-এ আছে।
  
 
|-
 
|-
 
|01:37
 
|01:37
|পরিশেষে,  লেটেক্-কে জানাতে হবে আমরা কোন বিবলিওগ্রাফি স্টাইল ব্যবহার করতে চাই | এটি সোর্স ফাইল-এর উপরের দিকে অন্তর্ভুক্ত করতে হবে |
+
|পরিশেষে,  লেটেক্-কে জানাতে হবে আমরা কোন বিবলিওগ্রাফি স্টাইল ব্যবহার করতে চাই এটি সোর্স ফাইল-এর উপরের দিকে অন্তর্ভুক্ত করতে হবে
  
 
|-
 
|-
 
|01:47
 
|01:47
|কমান্ডটি হল bibliography style plain | ধরা যাক, আমরা এখানে plain style ব্যবহার করতে চাই  , সেইক্ষেত্রে plain style-এ রেফরেন্স্  তৈরী করার জন্য পরবর্তী কমান্ড-গুলি পরপর ব্যবহার করতে হবে |
+
|কমান্ডটি হল bibliography style plain ধরা যাক, আমরা এখানে plain style ব্যবহার করতে চাই  , সেইক্ষেত্রে plain style-এ রেফরেন্স্  তৈরী করার জন্য পরবর্তী কমান্ড-গুলি পরপর ব্যবহার করতে হবে
 
   
 
   
 
|-
 
|-
 
|02:05
 
|02:05
|প্রথমে pdflatex references এই কমান্ড এর দ্বারা সোর্স ফাইলটিকে কম্পাইল্ করা যাক | এরপর ‘BibTeX references’ এই কমান্ডটি প্রয়োগ করা   যাক |
+
|প্রথমে pdflatex references এই কমান্ড এর দ্বারা সোর্স ফাইলটিকে কম্পাইল্ করা যাক এরপর ‘BibTeX references’ এই কমান্ডটি প্রয়োগ করা যাক
  
 
|-
 
|-
 
|02:22
 
|02:22
|এরপর pdflatex references এর দ্বারা সোর্স ফাইলটিকে পরপর দুইবার কম্পাইল্ করা যাক | প্রথমবার, দ্বিতীয়বার | এখন রেফরেন্স্ তৈরী হয়ে গেছে |
+
|এরপর pdflatex references এর দ্বারা সোর্স ফাইলটিকে পরপর দুইবার কম্পাইল্ করা যাক প্রথমবার, দ্বিতীয়বার এখন রেফরেন্স্ তৈরী হয়ে গেছে।
  
 
|-
 
|-
 
|02:38
 
|02:38
| সেটি দেখে নেওয়া যাক | দ্বিতীয় পৃষ্ঠায় এখানে টেক্সট আছে এবং এখানে রেফরেন্স্-এর তালিকাটি দেখা যাচ্ছে | আরো নীচে গিয়ে দেখে নেওয়া  যাক |
+
| সেটি দেখে নেওয়া যাক দ্বিতীয় পৃষ্ঠায় এখানে টেক্সট আছে এবং এখানে রেফরেন্স্-এর তালিকাটি দেখা যাচ্ছে আরো নীচে গিয়ে দেখে নেওয়া  যাক
  
 
|-
 
|-
 
|02:57
 
|02:57
|এই plain style-এ রেফরেন্স্-গুলিকে বর্ণমালার ক্রম অনুযায় তালিকাবদ্ধ করা হয় এবং এই রেফরেন্স-গুলির  নম্বরও  দেওয়া হয়   |  |-
+
|এই plain style-এ রেফরেন্স্-গুলিকে বর্ণমালার ক্রম অনুযায় তালিকাবদ্ধ করা হয় এবং এই রেফরেন্স-গুলির  নম্বরও  দেওয়া হয়
 +
 
 +
|-
 
|03:08
 
|03:08
|এই নম্বরগুলি মূল ফাইল-এও ব্যবহার করা হয় | রেফরেন্স্  স্টাইল u-n-s-r-t প্লেন স্টাইল-এরই মত, শুধু একটিমাত্র পার্থ্যক্য আছে | |-
+
|এই নম্বরগুলি মূল ফাইল-এও ব্যবহার করা হয় রেফরেন্স্  স্টাইল u-n-s-r-t প্লেন স্টাইল-এরই মত, শুধু একটিমাত্র পার্থ্যক্য আছে
 +
 
 +
|-
 
|03:23
 
|03:23
|এখানে এটি পরিবর্তন করে  u-n-s-r-t লেখা যাক | এই স্টাইল-এ সোর্স ফাইল-এ  রেফরেন্স্-গুলি যেই ক্রমে ব্যবহৃত হয়েছে, তালিকা-ত়েও সেই  ক্রমানুসারেই রেফরেন্স-গুলি  দেখা যাবেসজ্জিত থাকবে   |
+
|এখানে এটি পরিবর্তন করে  u-n-s-r-t লেখা যাক এই স্টাইল-এ সোর্স ফাইল-এ  রেফরেন্স্-গুলি যেই ক্রমে ব্যবহৃত হয়েছে, তালিকা-ত়েও সেই  ক্রমানুসারেই রেফরেন্স-গুলি  দেখা যাবেসজ্জিত থাকবে
  
 
|-
 
|-
 
|03:40
 
|03:40
| তাহলে এখানে  পরিবর্তন করার পর  লেটেক্ ও  বিবটেক্ করার প্রনালীটি সম্পন্ন  করা যাক | pdflatex এর  দ্বারা সোর্স ফাইল লেটেক্ করা যাক |
+
| তাহলে এখানে  পরিবর্তন করার পর  লেটেক্ ও  বিবটেক্ করার প্রনালীটি সম্পন্ন  করা যাক pdflatex এর  দ্বারা সোর্স ফাইল লেটেক্ করা যাক।
  
 
|-
 
|-
 
|03:55
 
|03:55
| এরপর সোর্স ফাইলটিকে বিবটেক্ করা যাক | এরপর pdflatex কমান্ড -এর দ্বারা সোর্স ফাইলটিকে আবার দুইবার কম্পাইল্ করা যাক
+
| এরপর সোর্স ফাইলটিকে বিবটেক্ করা যাক এরপর pdflatex কমান্ড -এর দ্বারা সোর্স ফাইলটিকে আবার দুইবার কম্পাইল্ করা যাক
  
 
  |-
 
  |-
 
|04:07
 
|04:07
|এখন  টেক্সট -এ এই রেফরেন্স্-গুলি যেই ক্রমানুসারে সাইট(cite) করা হয়েছে,  এই তালিকাতেও  সেই ক্রমানুসারে দেখা যাচ্ছে |
+
|এখন  টেক্সট -এ এই রেফরেন্স্-গুলি যেই ক্রমানুসারে সাইট(cite) করা হয়েছে,  এই তালিকাতেও  সেই ক্রমানুসারে দেখা যাচ্ছে
  
  |-
+
|-
 
|04:15
 
|04:15
|উদাহরণস্বরূপ, প্রথম রেফরেন্স্-টি এখানে-ও প্রথম সাইট(cite) করা হয়েছিল  | এই রেফরেন্স্ -টি এখানে সাইট করার জন্য এটি  দ্বিতীয়স্থানে আছে | এবার  নীচে যাওয়া যাক |
+
|উদাহরণস্বরূপ, প্রথম রেফরেন্স্-টি এখানে-ও প্রথম সাইট(cite) করা হয়েছিল  ।এই রেফরেন্স্ -টি এখানে সাইট করার জন্য এটি  দ্বিতীয়স্থানে আছে এবার  নীচে যাওয়া যাক
  
 
|-
 
|-
 
|04:37
 
|04:37
|ঠিকআছে | এখনওপরে  ফিরে আসা যাক |
+
|ঠিকআছে এখনওপরে  ফিরে আসা যাক
  
 
|-
 
|-
 
|04:44
 
|04:44
|কম্পিউটার  বৈজ্ঞানিকরা  যেভাবে এই রেফরেন্স্ -এর তালিকা-টি ব্যবহার করেন, সেইভাবে তালিকাবদ্ধ করতে হলে এখানে স্টাইল পরিবর্তন করে alpha করতে হবে |
+
|কম্পিউটার  বৈজ্ঞানিকরা  যেভাবে এই রেফরেন্স্ -এর তালিকা-টি ব্যবহার করেন, সেইভাবে তালিকাবদ্ধ করতে হলে এখানে স্টাইল পরিবর্তন করে alpha করতে হবে।
  
 
|-
 
|-
 
|04:55
 
|04:55
| তাহলে এটিকে পরিবর্তন করে alpha করা যাক | সেভ্ করা যাক এবং লেটেক্  এবং  বিবটেক্ করার  পদ্ধতি পুনরায় করা যাক |
+
| তাহলে এটিকে পরিবর্তন করে alpha করা যাক। সেভ্ করা যাক এবং লেটেক্  এবং  বিবটেক্ করার  পদ্ধতি পুনরায় করা যাক
  
 
|-
 
|-
 
|05:06
 
|05:06
|যেটি  হল, pdf Latex সোর্স ফাইল, এরপর bibtex references, এরপর দুইবার pdf LaTeX references
+
|যেটি  হল, pdf Latex সোর্স ফাইল, এরপর bibtex references, এরপর দুইবার pdf LaTeX references
  
 
|-
 
|-
 
|05:13
 
|05:13
|রেফরেন্স্-এর পরিবর্তন-টি লক্ষ্য করুন |
+
|রেফরেন্স্-এর পরিবর্তন-টি লক্ষ্য করুন
 
   
 
   
 
|-
 
|-
 
|05:18
 
|05:18
|তাহলে এখন রেফরেন্স্  করার এই স্টাইলটি পাওয়া গেছে | এবার নীচে যাওয়া যাক এবং  দেখে নেওয়া যাক |
+
|তাহলে এখন রেফরেন্স্  করার এই স্টাইলটি পাওয়া গেছে ।এবার নীচে যাওয়া যাক এবং  দেখে নেওয়া যাক
  
 
|-
 
|-
 
|05:33
 
|05:33
|ঠিকআছে | রেফরেন্স্  করার  আরো অনেক স্টাইল আছে | আমি এখন দুটি ফাইল ডাউনলোড করেছি Harvard.sty এবং  ifac.bst |
+
|ঠিকআছে। রেফরেন্স্  করার  আরো অনেক স্টাইল আছে আমি এখন দুটি ফাইল ডাউনলোড করেছি Harvard.sty এবং  ifac.bst।
  
 
|-
 
|-
 
|05:46
 
|05:46
| এবার কিছু পরিবর্তন করা যাক | প্রথমতঃ, use package  কমান্ড-এর  Harvard প্যাকেজটি অন্তর্ভুক্ত করা যাক |
+
| এবার কিছু পরিবর্তন করা যাক প্রথমতঃ, use package  কমান্ড-এর  Harvard প্যাকেজটি অন্তর্ভুক্ত করা যাক।
  
 
|-
 
|-
 
|06:00
 
|06:00
|এটি করা হল | এবার  এখানে স্টাইল-টি পরিবর্তন করে ifac করা  হল |
+
|এটি করা হল এবার  এখানে স্টাইল-টি পরিবর্তন করে ifac করা  হল
  
 
|-
 
|-
 
|06:09
 
|06:09
| ফাইলটিকে সেভ্ করা যাক | এবার লেটেক্  এবং  বিবটেক্- এর প্রক্রিয়াটি পুনরায় সম্পন্ন করা যাক |
+
| ফাইলটিকে সেভ্ করা যাক এবার লেটেক্  এবং  বিবটেক্- এর প্রক্রিয়াটি পুনরায় সম্পন্ন করা যাক
  
 
|-
 
|-
 
|06:18
 
|06:18
|লেটেক্ ,  বিবটেক্ , প্রথমবার  লেটেক্ , দ্বিতীয়বার  লেটেক্ |
+
|লেটেক্ ,  বিবটেক্ , প্রথমবার  লেটেক্ , দ্বিতীয়বার  লেটেক্
  
 
|-
 
|-
 
|06:29
 
|06:29
| এখন আমরা pdf ফাইল-এ রেফরেন্স্-এর তালিকাটিকে  দেখতে পাচ্ছি | একবার নীচে যাওয়া যাক |
+
| এখন আমরা pdf ফাইল-এ রেফরেন্স্-এর তালিকাটিকে  দেখতে পাচ্ছি একবার নীচে যাওয়া যাক।
  
 
|-
 
|-
 
|06:42
 
|06:42
|রেফরেন্স্-এর তালিকাটি এখন বর্ণানুক্রমিক ভাবে সাজানো আছে , কিন্তু plain স্টাইল-এ যেমন নম্বর ছিল,  এখানে কোনো নম্বর নেই |
+
|রেফরেন্স্-এর তালিকাটি এখন বর্ণানুক্রমিক ভাবে সাজানো আছে , কিন্তু plain স্টাইল-এ যেমন নম্বর ছিল,  এখানে কোনো নম্বর নেই
  
 
|-
 
|-
 
|06:52
 
|06:52
| এখানে লেখকের নাম এবং বত্সর  অনুসারে  রেফরেন্স্  করা  হয়েছে   |
+
| এখানে লেখকের নাম এবং বত্সর  অনুসারে  রেফরেন্স্  করা  হয়েছে
  
 
|-
 
|-
 
|06:58
 
|06:58
|লেখকের নাম এবং বত্সর | এই স্টাইল-এ একটি বিশেষ কমান্ড আছে যেটির নাম - cite-as-noun |
+
|লেখকের নাম এবং বত্সর এই স্টাইল-এ একটি বিশেষ কমান্ড আছে যেটির নাম - cite-as-noun।
 
|-
 
|-
 
|07:06
 
|07:06
|এর দ্বারা ব্যক্তির নাম মূল  টেক্সট-এর মধ্যেই লেখা যায়, ব্র্যাকেট্-এর মধ্যে লিখতে হয়না | লক্ষ্য করুন  আমরা যেখানে cite কমান্ড-এর  ব্যবহার করেছি, সেখানেই  আমরা রেফরেন্স্-গুলি  ব্র্যাকেট্-এর মধ্যেই পেয়েছি |
+
|এর দ্বারা ব্যক্তির নাম মূল  টেক্সট-এর মধ্যেই লেখা যায়, ব্র্যাকেট্-এর মধ্যে লিখতে হয়না লক্ষ্য করুন  আমরা যেখানে cite কমান্ড-এর  ব্যবহার করেছি, সেখানেই  আমরা রেফরেন্স্-গুলি  ব্র্যাকেট্-এর মধ্যেই পেয়েছি
  
 
|-
 
|-
 
|07:22
 
|07:22
|উদাহরণস্বরূপ, দ্বিতীয় প্যারাগ্রাফ্ বা দ্বিতীয় পরিচ্ছেদ -টি দেখা যাক | the textbook by cite KMM07  | এখানে  the textbook by -এর পরবর্তী সম্পূর্ণ লেখাটি-ই ব্র্যাকেট্-এর মধ্যে আছে |
+
|উদাহরণস্বরূপ, দ্বিতীয় প্যারাগ্রাফ্ বা দ্বিতীয় পরিচ্ছেদ -টি দেখা যাক the textbook by cite KMM07  এখানে  the textbook by -এর পরবর্তী সম্পূর্ণ লেখাটি-ই ব্র্যাকেট্-এর মধ্যে আছে
  
 
|-
 
|-
 
|07:40
 
|07:40
| এখন এটি পরিবর্তন করে cite-as-noun করা যাক | এবার সেভ্ করে কম্পাইল্ করা হল | এরফলে, Moudgalya শব্দটি এখন ব্র্যাকেট্-এর বাইরে মূল  টেক্সট-এর মধ্যে দেখা  যাচ্ছে |
+
| এখন এটি পরিবর্তন করে cite-as-noun করা যাক এবার সেভ্ করে কম্পাইল্ করা হল এরফলে, Moudgalya শব্দটি এখন ব্র্যাকেট্-এর বাইরে মূল  টেক্সট-এর মধ্যে দেখা  যাচ্ছে
  
 
|-
 
|-
 
|07:55
 
|07:55
| আপনার যদি আরো অন্য কোনো রেফরেন্স্  স্টাইল-এর প্রয়োজন হয়, তাহলে আপনি ইন্টারনেট-এ সার্চ করুন | হয়ত প্রয়োজনীয় sty এবং bst ফাইল -টি অন্যকেউ আগেই  লিখে রেখেছে |
+
| আপনার যদি আরো অন্য কোনো রেফরেন্স্  স্টাইল-এর প্রয়োজন হয়, তাহলে আপনি ইন্টারনেট-এ সার্চ করুন হয়ত প্রয়োজনীয় sty এবং bst ফাইল -টি অন্যকেউ আগেই  লিখে রেখেছে
  
 
|-
 
|-
 
|08:07
 
|08:07
|এখানেই এই টিউটোরিয়াল্-এর সমাপ্তি হল | এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ | আমি অন্তরা এখানে-ই আপনাদের থেকে বিদায় নিচ্ছি | শুভবিদায় |
+
|এখানেই এই টিউটোরিয়াল্-এর সমাপ্তি হল এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ আমি অন্তরা এখানে-ই আপনাদের থেকে বিদায় নিচ্ছি । শুভবিদায়।

Latest revision as of 13:12, 19 February 2015

Time Narration
00:01 নমস্কার বন্ধুগণ, লেটেক্ এবং বিবটেক্ এর সাহায্যে রেফরেন্স্ তৈরী করা সংক্রান্ত এই সংক্ষিপ্ত টিউটোরিয়াল্ এ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি।
00:11 প্রথমেই, আপনাকে এই ref.bib ফাইল-এর ন্যায় রেফরেন্স্-এর একটি ডেটাবেস (database) তৈরী করতে হবে।
00:18 এই ফাইল-এর নীচে আসা যাক । এবার আবার ওপরে যাওয়া যাক।
00:29 এই প্রত্যেকটি রেফরেন্স্ এক-একটি unique বা অনন্য keyword এর দ্বারা শুরু হয়েছে।
00:35 উদাহরণস্বরূপ, এই রেফরেন্স্-এর keyword হল KMM07 । এবার লেটেক্ ফাইলটি খোলা যাক।
00:52 এই ফাইল-এ আপনি যেখানে রেফরেন্স্-টি ব্যবহার করতে চাইবেন, সেখানে আপনাকে cite key word -এর ব্যবহার করতে হবে ।
01:02 উদাহরণসরূপ cite key word, এখানে দেখুন, cite KMM07 , ref.bib ফাইল -এ এটি-ই প্রথম রেফরেন্স্ ছিল। এরপরে, যে ফাইল-এ এই রেফরেন্স্-গুলি লেখা আছে, সেই ফাইলটিকে সোর্স ফাইল-এ অন্তর্ভুক্ত করতে হবে । এখানে আমি এটিকে ডকুমেন্ট-এর শেষের দিকে অন্তর্ভুক্ত করেছি- bibliography ref ।
01:30 মনে করে দেখুন, রেফরেন্স্-গুলি ref.bib নামক ফাইল-এ আছে।
01:37 পরিশেষে, লেটেক্-কে জানাতে হবে আমরা কোন বিবলিওগ্রাফি স্টাইল ব্যবহার করতে চাই । এটি সোর্স ফাইল-এর উপরের দিকে অন্তর্ভুক্ত করতে হবে ।
01:47 কমান্ডটি হল bibliography style plain । ধরা যাক, আমরা এখানে plain style ব্যবহার করতে চাই , সেইক্ষেত্রে plain style-এ রেফরেন্স্ তৈরী করার জন্য পরবর্তী কমান্ড-গুলি পরপর ব্যবহার করতে হবে ।
02:05 প্রথমে pdflatex references এই কমান্ড এর দ্বারা সোর্স ফাইলটিকে কম্পাইল্ করা যাক । এরপর ‘BibTeX references’ এই কমান্ডটি প্রয়োগ করা যাক ।
02:22 এরপর pdflatex references এর দ্বারা সোর্স ফাইলটিকে পরপর দুইবার কম্পাইল্ করা যাক । প্রথমবার, দ্বিতীয়বার । এখন রেফরেন্স্ তৈরী হয়ে গেছে।
02:38 সেটি দেখে নেওয়া যাক । দ্বিতীয় পৃষ্ঠায় এখানে টেক্সট আছে এবং এখানে রেফরেন্স্-এর তালিকাটি দেখা যাচ্ছে । আরো নীচে গিয়ে দেখে নেওয়া যাক ।
02:57 এই plain style-এ রেফরেন্স্-গুলিকে বর্ণমালার ক্রম অনুযায় তালিকাবদ্ধ করা হয় এবং এই রেফরেন্স-গুলির নম্বরও দেওয়া হয় ।
03:08 এই নম্বরগুলি মূল ফাইল-এও ব্যবহার করা হয় । রেফরেন্স্ স্টাইল u-n-s-r-t প্লেন স্টাইল-এরই মত, শুধু একটিমাত্র পার্থ্যক্য আছে ।
03:23 এখানে এটি পরিবর্তন করে u-n-s-r-t লেখা যাক । এই স্টাইল-এ সোর্স ফাইল-এ রেফরেন্স্-গুলি যেই ক্রমে ব্যবহৃত হয়েছে, তালিকা-ত়েও সেই ক্রমানুসারেই রেফরেন্স-গুলি দেখা যাবেসজ্জিত থাকবে ।
03:40 তাহলে এখানে পরিবর্তন করার পর লেটেক্ ও বিবটেক্ করার প্রনালীটি সম্পন্ন করা যাক । pdflatex এর দ্বারা সোর্স ফাইল লেটেক্ করা যাক।
03:55 এরপর সোর্স ফাইলটিকে বিবটেক্ করা যাক । এরপর pdflatex কমান্ড -এর দ্বারা সোর্স ফাইলটিকে আবার দুইবার কম্পাইল্ করা যাক
04:07 এখন টেক্সট -এ এই রেফরেন্স্-গুলি যেই ক্রমানুসারে সাইট(cite) করা হয়েছে, এই তালিকাতেও সেই ক্রমানুসারে দেখা যাচ্ছে ।
04:15 উদাহরণস্বরূপ, প্রথম রেফরেন্স্-টি এখানে-ও প্রথম সাইট(cite) করা হয়েছিল ।এই রেফরেন্স্ -টি এখানে সাইট করার জন্য এটি দ্বিতীয়স্থানে আছে । এবার নীচে যাওয়া যাক ।
04:37 ঠিকআছে । এখনওপরে ফিরে আসা যাক ।
04:44 কম্পিউটার বৈজ্ঞানিকরা যেভাবে এই রেফরেন্স্ -এর তালিকা-টি ব্যবহার করেন, সেইভাবে তালিকাবদ্ধ করতে হলে এখানে স্টাইল পরিবর্তন করে alpha করতে হবে।
04:55 তাহলে এটিকে পরিবর্তন করে alpha করা যাক। সেভ্ করা যাক এবং লেটেক্ এবং বিবটেক্ করার পদ্ধতি পুনরায় করা যাক ।
05:06 যেটি হল, pdf Latex সোর্স ফাইল, এরপর bibtex references, এরপর দুইবার pdf LaTeX references ।
05:13 রেফরেন্স্-এর পরিবর্তন-টি লক্ষ্য করুন ।
05:18 তাহলে এখন রেফরেন্স্ করার এই স্টাইলটি পাওয়া গেছে ।এবার নীচে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক ।
05:33 ঠিকআছে। রেফরেন্স্ করার আরো অনেক স্টাইল আছে । আমি এখন দুটি ফাইল ডাউনলোড করেছি Harvard.sty এবং ifac.bst।
05:46 এবার কিছু পরিবর্তন করা যাক । প্রথমতঃ, use package কমান্ড-এর Harvard প্যাকেজটি অন্তর্ভুক্ত করা যাক।
06:00 এটি করা হল । এবার এখানে স্টাইল-টি পরিবর্তন করে ifac করা হল ।
06:09 ফাইলটিকে সেভ্ করা যাক । এবার লেটেক্ এবং বিবটেক্- এর প্রক্রিয়াটি পুনরায় সম্পন্ন করা যাক ।
06:18 লেটেক্ , বিবটেক্ , প্রথমবার লেটেক্ , দ্বিতীয়বার লেটেক্ ।
06:29 এখন আমরা pdf ফাইল-এ রেফরেন্স্-এর তালিকাটিকে দেখতে পাচ্ছি । একবার নীচে যাওয়া যাক।
06:42 রেফরেন্স্-এর তালিকাটি এখন বর্ণানুক্রমিক ভাবে সাজানো আছে , কিন্তু plain স্টাইল-এ যেমন নম্বর ছিল, এখানে কোনো নম্বর নেই ।
06:52 এখানে লেখকের নাম এবং বত্সর অনুসারে রেফরেন্স্ করা হয়েছে ।
06:58 লেখকের নাম এবং বত্সর । এই স্টাইল-এ একটি বিশেষ কমান্ড আছে যেটির নাম - cite-as-noun।
07:06 এর দ্বারা ব্যক্তির নাম মূল টেক্সট-এর মধ্যেই লেখা যায়, ব্র্যাকেট্-এর মধ্যে লিখতে হয়না । লক্ষ্য করুন আমরা যেখানে cite কমান্ড-এর ব্যবহার করেছি, সেখানেই আমরা রেফরেন্স্-গুলি ব্র্যাকেট্-এর মধ্যেই পেয়েছি ।
07:22 উদাহরণস্বরূপ, দ্বিতীয় প্যারাগ্রাফ্ বা দ্বিতীয় পরিচ্ছেদ -টি দেখা যাক । the textbook by cite KMM07 । এখানে the textbook by -এর পরবর্তী সম্পূর্ণ লেখাটি-ই ব্র্যাকেট্-এর মধ্যে আছে ।
07:40 এখন এটি পরিবর্তন করে cite-as-noun করা যাক । এবার সেভ্ করে কম্পাইল্ করা হল । এরফলে, Moudgalya শব্দটি এখন ব্র্যাকেট্-এর বাইরে মূল টেক্সট-এর মধ্যে দেখা যাচ্ছে ।
07:55 আপনার যদি আরো অন্য কোনো রেফরেন্স্ স্টাইল-এর প্রয়োজন হয়, তাহলে আপনি ইন্টারনেট-এ সার্চ করুন । হয়ত প্রয়োজনীয় sty এবং bst ফাইল -টি অন্যকেউ আগেই লিখে রেখেছে ।
08:07 এখানেই এই টিউটোরিয়াল্-এর সমাপ্তি হল । এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । আমি অন্তরা এখানে-ই আপনাদের থেকে বিদায় নিচ্ছি । শুভবিদায়।

Contributors and Content Editors

PoojaMoolya