Difference between revisions of "Geogebra/C3/Exporting-GeoGebra-Files/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || VISUAL CUE || NARRATION |- ||00:00 ||নমস্কার। |- ||00:02 ||'''Geogebra''' (জীয়োজেব্রা) তে '''Export feature''' (এ…')
 
Line 27: Line 27:
 
||00:18
 
||00:18
 
||শিখব জীয়োজেব্রাতে এক্সপোর্ট ফীচার।
 
||শিখব জীয়োজেব্রাতে এক্সপোর্ট ফীচার।
 
  
 
|-
 
|-
Line 56: Line 55:
 
||00:48
 
||00:48
 
||আপনার ইতিমধ্যে তৈরী করা জীয়োজেব্রা ফাইল খুলতে নির্বাচন করুন '''File''' তারপর '''Open'''.
 
||আপনার ইতিমধ্যে তৈরী করা জীয়োজেব্রা ফাইল খুলতে নির্বাচন করুন '''File''' তারপর '''Open'''.
 
  
 
|-
 
|-
Line 251: Line 249:
 
||06:24
 
||06:24
 
||ডাইনামিক ওয়েব পেজ রূপে,  
 
||ডাইনামিক ওয়েব পেজ রূপে,  
 
  
 
|-
 
|-
Line 272: Line 269:
 
||06:40
 
||06:40
 
||ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
 
||ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
 
  
 
|-
 
|-

Revision as of 12:02, 5 June 2014

VISUAL CUE NARRATION


00:00 নমস্কার।
00:02 Geogebra (জীয়োজেব্রা) তে Export feature (এক্সপোর্ট ফীচার) এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 জীয়োজেব্রা প্রথমবার ব্যবহার করলে,
00:10 স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে “Introduction to GeoGebra” এর টিউটোরিয়াল দেখুন।
00:17 এখানে আমরা
00:18 শিখব জীয়োজেব্রাতে এক্সপোর্ট ফীচার।
00:22 স্ট্যাটিক পিকচার রূপে ড্রয়িং প্যাড ফিগার এক্সপোর্ট করা।
00:26 ডায়নামিক এইচটিএমএল ওয়েবপেজ হিসেবে জীয়োজেব্রা ফাইল এক্সপোর্ট করা।
00:31 জীয়োজেব্রা দিয়ে শুরু করতে আমি,
00:34 উবুন্টু সংস্করণ 10.04 LTS এবং
00.39 জীয়োজেব্রা সংস্করণ 3.2.40.0 ব্যবহার করছি।
00:44 এখন জীয়োজেব্রা উইন্ডোতে যাই।
00:48 আপনার ইতিমধ্যে তৈরী করা জীয়োজেব্রা ফাইল খুলতে নির্বাচন করুন File তারপর Open.
00.57 ConcentricCircles.ggb নির্বাচন করুন এবং Open এ টিপুন।
01:04 এলজেব্রা এবং স্প্রেডশীট ভিউস খোলা থাকলে View মেনু অপশন নির্বাচন করে অপশনস আনচেক করে এটি বন্ধ করুন।
01:16 Move Graphics টুল ব্যবহার করে ড্রয়িং প্যাড অবজেক্টসের স্থান বদলাতে পারি।
01:22 আপনি এক্সপোর্ট করতে অবজেক্ট নির্বাচন করতে পারেন বা কোনো অবজেক্ট নির্বাচন না করে থাকলে সম্পূর্ণ ড্রয়িং প্যাড নির্বাচন করতে পারেন।
01:32 মেনু অপসন নির্বাচন করুন, File>> Export>> Graphics View as Picture
01:40 আপনি এক্সপোর্ট করা ফাইলের Format (ফরম্যাট) নির্বাচন করুন, আমি png নির্বাচন করছি।
01:48 এখানে Scale (স্কেল) বদলাতে পারেন, আমরা এখানে ডিফল্ট ভ্যালু রাখব।
01:53 আপনি এখানে Resolution (রেজোলিউশন) বৃদ্ধি বা হ্রাস করতে পারেন।
01:58 Save এ টিপুন।
02.01 এখানে ফোল্ডারের নাম নির্বাচন করে ফাইলের নাম নির্বাচন করুন।
02:07 ফাইল টাইপ png এখানে ইতিমধ্যে রয়েছে, এবং Save এ টিপুন।
02:15 সংক্ষিপ্তকরনের জন্য,
02:17 ড্রয়িং প্যাডে অবজেক্ট নির্বাচন করুন, বা এটি অনির্বাচিত ছেড়ে দিন, সম্পূর্ণ ড্রয়িং প্যাড এক্সপোর্ট করতে।
02:26 মেনু অপসন নির্বাচন করুন File >Export > Graphics View as Picture.
02:33 Format, Scale এবং Resolution নির্বাচন করুন। এক্সপোর্ট করা ফাইল সংরক্ষণ করুন।
02:40 এখন পাঠের দ্বিতীয় অংশ।
02:45 জীয়োজেব্রা ডায়নামিক ওয়েবপেজ রূপেএক্সপোর্ট করা।
02:49 প্রথমে একটি জীয়োজেব্রা ফাইল খুলুন,
02:53 Interior Angles Triangle.ggb.
02.59 এখন মেনু অপসন ফাইল নির্বাচন করুন File, Export >> Dynamic Worksheet as webpage
03:09 একটি বাক্স প্রদর্শিত হয়।
03:12 Title, Author নেম এবং Date লিখুন।
03:18 এখানে দুটি ট্যাব রয়েছে, general এবং advanced
03:22 General ট্যাবে কনস্ট্রাক্টটারের উপরে এবং নীচে যে টেক্সট রাখতে চান তা লিখতে পারেন।
03:30 কনস্ট্রাক্টটারের উপর প্রদর্শন করতে এই টেক্সট যোগ করি।
03:37 আমি কীবোর্ডে Ctrl + X টিপে এই তথ্য কট এবং পেস্ট করব।
03:43 এবং তারপর আবার কীবোর্ডে CTRL+V টিপব।
03:48 Move the vertices of the triangle and observe the values of the interior angles of the triangle.
03:56 এখন কনস্ট্রাক্টশনের নীচে লিখুন Observe what happen when A, B and C are on a straight line by dragging the vertices.
04:08 এখন Advanced ট্যাব।
04:10 জীয়োজেব্রা পৃষ্ঠার অংশ রূপে জীয়োজেব্রার ফিচারস এবং অপশন্স যোগ করতে কিছু চেক বাক্স রয়েছে।
04:18 ওয়েবপেজের রাইট ক্লিক ফীচার সক্ষম করতে, এটি টিক করুন।
04:23 Labels সরাতে, এটি টিক করুন।
04:28 সঠিক স্থানে কনস্ট্রাক্টশন রিসেট করতে আইকনের জন্য, এটি টিক করুন।
04:35 জীয়োজেব্রা ওয়েবপেজে ডাবল ক্লিক করে আপনার কম্পিউটারে জীয়োজেব্রা এপ্লিকেশন খুলতে চাইলে, এটি টিক করুন।
04:45 আপনি ওয়েবপেজে Menu bar, Tool bar এবং Input bar বা Save এবং Print ফীচারস প্রদর্শন করতে চাইলে এখানে এই বাক্স নির্বাচন করুন।
04:56 আপনি জীয়োজেব্রা উইন্ডোর প্রস্থ এবং উচ্চতা বদলাতে পারেন যা ওয়েবপেজে প্রদর্শিত হয়।
05:03 Export এ টিপুন এবং ব্রাউজারে দেখতে ফাইলটি html রূপে সংরক্ষণ করুন।
05:11 যেহেতু আমি ফায়ারফক্স ওয়েব ব্রাউজার ব্যবহার করি, একবার এটি এক্সপোর্ট করলে এটি অবিলম্বে প্রদর্শিত হয়।
05:22 আপনি টেক্সট কনস্ট্রাক্টশনের উপরে এবং কনস্ট্রাক্টশনের নীচেও দেখতে পারেন।
05:29 এটি ডাইনামিক ওয়েব পেজ হওয়ায় এর শীর্ষবিন্দু সরাতে পারেন এবং আকারের পরিবর্তন দেখুন।
05:38 সংক্ষেপে,
05:39 পূর্বে তৈরী করা জীয়োজেব্রা ফাইল খুলুন, মেনু অপশন File >Export > Dynamic Worksheet as webpage নির্বাচন করুন।
05:50 Title, Text এবং Advanced features নির্বাচন করুন এবং ওয়েবপেজ html ফাইল রূপে জীয়োজেব্রা ফাইল এক্সপোর্ট করুন।
06:01 ওয়েব ব্রাউজার ব্যবহার করে html ফাইল দেখুন।
06:05 জীয়োজেব্রার জন্য ফায়ারফক্সে কাজ করতে জাভা সংস্থাপিত করতে হতে পারে।
06:11 নির্দেশিত কাজ
06:13 একটি জীয়োজেব্রা ফাইল খুলুন এবং পুরো ড্রয়িং প্যাড বা কিছু অবজেক্ট নির্বাচন করে স্ট্যাটিক পিকচার রূপে এটি এক্সপোর্ট করুন।
06:24 ডাইনামিক ওয়েব পেজ রূপে,
06:25 এখানে নিম্নলিখিত ফীচারস রয়েছে।
06:29 Reset অপশন এবং Tool Bar অপশন।
06:33 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
06:36 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
06:40 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
06.44 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল, টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
06.49 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
06.52 বিস্তারিত তথ্যের জন্য এই ইমেল এড্রেসে যোগাযোগ করুন।
06.58 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
07:01 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত।
07:07 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
07:12 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, PoojaMoolya, Pratik kamble