What-is-Spoken-Tutorial/C2/What-is-Spoken-Tutorial-12min/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 এই উপস্থাপনায় আপনাদের স্বাগত, যা স্পোকেন টিউটোরিয়াল টেকনোলজির পরিচিতি দেয়, যা ভারতকে IT সাক্ষর করার ক্ষমতা রাখে।
00:15 স্পোকেন টিউটোরিয়ালটি কি?
00:17 এটি একটি কম্পিউটার সেশনের রেকর্ডিং,
00:19 যা একটি চলমান কমেন্ট্রি সহ কিছু সফ্টওয়্যার ব্যাখ্যা করে।
00:24 ফলস্বরূপ মুভি হল স্পোকেন টিউটোরিয়াল।
00:27 সাধারণত 10 মিনিট সময়ের।
00:30 স্পোকেন টিউটোরিয়াল বানানোর ধাপগুলি হল:
00:33 আউটলাইন, স্ক্রিপ্ট
00:35 রেকর্ডিং, অন্যান্য ভাষায় স্ক্রিপ্ট অনুবাদ করা এবং
00:38 ডাবিং। এখন আমি এই প্রতিটি পদক্ষেপ ব্যাখ্যা করি।
00:42 আমরা দুটি সফটওয়্যার সিস্টেমের আউটলাইন দেখাবো:
00:47 Xfig এবং PHP/MySQL
00:52 আমি এই টিউটোরিয়ালের জন্য সকল প্রয়োজনীয় লিঙ্কস http://spoken-tutorial.org থেকে ডাউনলোড করেছি।
01:03 এখন Xfig এর জন্য আউটলাইন দেখি।
01:09 এখন PHP এর জন্য আউটলাইন দেখি।
01:15 এখন পরবর্তী স্লাইডে যাই।
01:19 স্পোকেন টিউটোরিয়াল বানানোর দ্বিতীয় ধাপ হল স্ক্রিপ্ট।
01:24 একটি মুভির জন্য ভালো স্ক্রিপ্টের মত
01:26 স্পোকেন টিউটোরিয়ালের জন্যও ভালো স্ক্রিপ্টের প্রয়োজন।
01:29 এখানে বর্তমান টিউটোরিয়ালের স্ক্রিপ্ট রয়েছে।
01:38 একটি স্ক্রিপ্ট লেখার নির্দেশিকা এখানে রয়েছে।
01:45 একটি টিউটোরিয়াল যা নির্দেশিকা ব্যাখ্যা করে শীঘ্রই উপলব্ধ হবে।
01:52 আমি একটি ছোট স্পোকেন টিউটোরিয়াল বানাবো যা বলে যে gmail একাউন্ট থেকে ইমেল কিভাবে পাঠায়।
02:00 এখন আমি IShowU, স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার শুরু করি।
02:06 স্ক্রিনে একটি আয়তক্ষেত্র দেখুন।
02:09 এই আয়তক্ষেত্রে যা কিছু আসে তা রেকর্ড করা হবে।
02:15 আমি Netscape খুলেছি।
02:17 আমি এটিকে একেবারে আয়তক্ষেত্রের ভিতরে রেখেছি।
02:22 এটি gmail এর দিকে নির্দেশ করছে।
02:25 এখন তামিল ভাষায় বলা হবে।
02:27 এখন রেকর্ডিং শুরু হয়।
02:30 Guest.spoken aaga login seygiren gmail ai thirandagi vittadu
02:40 compose button moolam aarambikap pogiren [1]
02:56 Subject: Test
03:03 ingu varuvom.
03:06 This is a test mail.
03:11 Send button moolam email ai anuppugiren
03:16 ippodu sign out seygiren nanri, vanakkam.
03:26 রেকর্ডিং সমাপ্ত হয়েছে।
03:28 অবিলম্বে, রেকর্ডিং সফ্টওয়্যার একটি মুভি বানায়।
03:32 প্রথমে আমি Netscape এবং iShowU বন্ধ করি।
03:43 এখন রেকর্ড করা মুভি চালাই।
03:47 Recording plays
03:53 এটিকে আগে বাড়াই।
03:57 Recording plays
04:04 আমি এটি বন্ধ করি।
04:09 এখন পরবর্তী স্লাইডে যাই।
04:11 এটি তা যাকে আমি স্পোকেন টিউটোরিয়াল বলি।
04:14 স্কুলে যাওয়া শিক্ষার্থীও স্পোকেন টিউটোরিয়াল বানাতে পারে - এটি খুবই সহজ।
04:20 এখন রেকর্ডিং এর জন্য থাকা টুলগুলি সম্পর্কে বলবো।
04:24 লিনাক্সে, recordMyDesktop
04:27 স্পোকেন টিউটোরিয়াল ব্যাখ্যা করে যে এটি কিভাবে করে।
04:37 Recording plays
04:43 উইন্ডোজে আমাদের কাছে Camstudio রয়েছে।
04:47 এই স্পোকেন টিউটোরিয়াল ব্যাখ্যা করে যে এটি কিভাবে করে।
04:52 উভয়ই হল FOSS।
04:59 টিউটোরিয়াল ন্যারেশনের জন্য নির্দেশিকা দেয়।
05:03 আমি সেটি চালাই।
05:08 Recording plays
05:16 এখন স্লাইডে ফিরে আসি।
05:19 স্পোকেন টিউটোরিয়াল বানানোর চতুর্থ ধাপ হল স্ক্রিপ্ট স্থানীয় ভাষায় অনুবাদ করা।
05:26 ইংরেজিতে দুর্বল লোকেদের জন্য এটি সুগম্য করতে।
05:31 আমি getting started on Scilab এর অনুবাদিত স্ক্রিপ্ট দেখাবো।
05:35 হিন্দি, মারাঠি এবং বাংলায়।
05:40 হিন্দি, মারাঠি এবং বাংলায়।
05:46 এখন ব্রাউজারে ফিরে যাই।
05:49 স্ক্রিপ্ট ব্যবহার করে আমরা শুধুমাত্র কথ্য অংশটি পরিবর্তন করি।
05:53 ভিডিও একই থাকে।
05:56 লিনাক্সে আমরা Audacity এবং ffmpeg ব্যবহার করতে পারি।
06:00 স্পোকেন টিউটোরিয়াল ব্যাখ্যা করে যে এটি কিভাবে করে।
06:06 এখন এই ব্রাউজারটি ছোট করি।
06:09 এটির নীচে, ভিন্ন ট্যাব সহ অন্য ব্রাউজার রয়েছে।
06:13 আমি এটি চালাই: Recording plays
06:31 উইন্ডোজে, আমরা মুভি মেকার ব্যবহার করতে পারি।
06:38 স্পোকেন টিউটোরিয়াল ব্যাখ্যা করে যে এটি কিভাবে করে।
06:42 এখন পরবর্তী স্লাইডে যাই।
06:50 এখন সাইল্যাব স্পোকেন টিউটোরিয়াল হিন্দি, মালয়ালাম এবং বাংলায় দেখবো।
07:06 Recording plays আমি মালয়ালাম চালাই Recording plays আমি বাংলা চালাই Recording plays
07:46 এখন আমাদের স্লাইডে ফিরে আসি।
07:50 এখন স্পোকেন টিউটোরিয়ালের মাধ্যমে জটিল বিষয়ের উপস্থাপনা আলোচনা করে।
07:54 অবশেষে, একটি স্পোকেন টিউটোরিয়াল মাত্র 10 মিনিট দীর্ঘ হয়।
07:59 স্পোকেন টিউটোরিয়াল মিশ্রিত করে, উন্নত বিষয়গুলিকেও শেখানো যায়।
08:03 পর্যাপ্ত ছোট পদক্ষেপগুলি উপলব্ধ হলে,
08:06 হিমালয়েও চড়া যেতে পারে।
08:09 এখন LaTeX এবং Scilab এর জন্য অধ্যয়নের পদ্ধতি দেখি।
08:20 LaTeX অধ্যয়ন পদ্ধতি।
08:26 Scilab পরিকল্পনা পদ্ধতি।
08:29 এখন পরবর্তী স্লাইডে যাই।
08:32 স্পোকেন টিউটোরিয়ালের মাধ্যমে ডিজিটাল ডিভাইড মেটানো যেতে পারে।
08:36 উদাহরণস্বরূপ, irctc এর মাধ্যমে ট্রেনের টিকিট কেনা ব্যাখ্যা করা।
08:41 কম খরচের কৃষি ঋণ সনাক্ত করা।
08:44 প্রাথমিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য সনাক্ত করা।
08:47 প্রাথমিক চিকিৎসা তথ্য প্রাপ্ত করা।
08:51 সর্বনিম্ন মূল্যে TV বিক্রয় করা দোকান সনাক্ত করতে ওয়েব সার্চ কিভাবে করে?
08:56 অবশ্যই, এই তালিকা অসীম।
08:58 বাস্তবে, এই পদ্ধতি ডিজিটাল ডিভাইড মেটাতে ব্যবহার করা যেতে পারে।
09:04 স্পোকেন টিউটোরিয়াল ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে প্রকাশিত করা হয়।
09:08 এগুলি স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোডের জন্য উপলব্ধ।
09:13 এখন 10 মিনিটের স্পোকেন টিউটোরিয়াল বানাতে উপলব্ধ মানদণ্ড আলোচনা করি।
09:19 স্ক্রিপ্ট এবং স্লাইড বানাতে 3,500 টাকা।
09:23 আরম্ভক দ্বারা সমীক্ষা করতে 500 টাকা।
09:28 স্পোকেন টিউটোরিয়াল রেকর্ড করতে 1,000 টাকা - এটি আরম্ভক দ্বারাও করা হতে পারে।
09:34 স্থানীয় ভাষায় অনুবাদের জন্য 1,000 টাকা।
09:37 স্থানীয় ভাষায় ডাবিংয়ের জন্য 500 টাকা।
09:40 সমীক্ষা এবং স্বীকৃতির পর অর্থ প্রদান করা হয়।
09:43 উপরোক্ত পরিমাণ দশ মিনিটের স্পোকেন টিউটোরিয়ালের জন্য। প্রকৃত মানদেয় মিনিটের সংখ্যার অনুরূপ হবে।
09:50 এক বার 5,000 টাকার বোনাসও রয়েছে।
09:54 আমাদের লক্ষ্য হল দূরবর্তী শিক্ষার্থী,
09:57 যারা কারোর সহায়তা ছাড়া মাঝরারে একা কাজ করে।
10:00 অন্য কথায়, স্পোকেন টিউটোরিয়াল স্ব শিক্ষার জন্য বানানো প্রয়োজন।
10:05 আমরা সক্রিয়ভাবে ওপেন সোর্স সফটওয়্যার উন্নীত করি,
10:08 আর্থিক সহায়তা এবং স্পোকেন টিউটোরিয়াল দ্বারা শিক্ষার্থী ক্লাবের মাধ্যমে কর্মশালা পরিচালনা করি।
10:13 আমরা ক্যাম্পাস এম্বাসেডরও সন্ধান করি।
10:16 আমাদের ক্যাম্পাস এম্বাসেডর প্রোগ্রামের একটি টিউটোরিয়াল রয়েছে।
10:21 এটি চালাই Recording plays.
10:35 আমাদের প্রকল্পের ওয়েবসাইট দেখাই: http: //spoken-tutorial.org/
10:45 বর্তমান টিউটোরিয়াল এখানে উপলব্ধ।
10:48 কোথায় যোগাযোগ করতে হবে, এখানে রয়েছে।
10:50 FOSS সিস্টেমের সূচী wiki এর মাধ্যমে উপলব্ধ।
10:59 আপনি এর মধ্যে যে কোনো প্রচেষ্টার সাথে জুড়তে পারেন।
11:03 আপনি নতুন সিস্টেমে কাজও প্রস্তাবিত করতে পারেন।
11:06 আপনি বিনা দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
11:10 পরবর্তী স্লাইডে যাই। আমরা আপনার অংশগ্রহণকে স্বাগত জানাই।
11:14 স্পোকেন টিউটোরিয়াল বানানো, সমীক্ষা এবং ব্যবহার করতে
11:17 আমাদের প্রযুক্তিগত সমর্থনও প্রয়োজন।
10:20 আমাদের কাছে অনেক চাকরী রয়েছে
11:22 এখানে কাজ করুন ফুলটাইম বা পার্ট টাইম।
11:25 আপনার আমাদের সাথে কাজ কেনো করা উচিত?
11:27 ডিজিটাল বিভাজন মেটাতে।
11:29 আপনার সন্তানদের আইটি সাক্ষর করতে।
11:31 FOSS প্রচার করতে।
11:33 আপনার সন্তানদের চাকরীর যোগ্য করতে।
11:35 দেশকে উন্নত করতে।
11:37 ডঃ আব্দুল কালামের স্বপ্ন পূর্ণ করতে।
11:40 এখন পরবর্তী স্লাইডে যাই. এখানে একটি অনুশীলনী রয়েছে।
11:44 আপনি কি এই টিউটোরিয়ালে দেখানো সকল ওয়েবপৃষ্ঠা সনাক্ত করতে পারেন।
11:49 আমি এখন তহবিল সহায়তার জন্য স্বীকৃতি প্রদান করতে চাই।
11:52 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু অ টিচার প্রজেক্টের অংশ।
11:56 এটি ভারত সরকারের এমএইচআরডি এর আইসিটির মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
12:01 এই মিশন সম্পর্কে অধিক তথ্য spoken-tutorial.org/NMEICT-Intro তে উপলব্ধ।
12:11 আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
12:14 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Satarupadutta