UCSF-Chimera/C4/Attributes/Bengali
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Attributes এর এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:05 | এখানে আমরা শিখব: পরমাণু, রেসিডিউ এবং মডেলের বৈশিষ্ট্য বদলানো। |
00:13 | B-factor ভ্যালু অনুযায়ী প্রোটিনে পরমাণু রঙ করা। |
00:18 | kdHydrophobicity ভ্যালু অনুযায়ী রেসিডিউ রঙ করা। |
00:24 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে, Chimera ইন্টারফেসের সাথে পরিচিত হতে হবে। না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য, আমাদের ওয়েবসাইটে যান। |
00:33 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি Ubuntu OS সংস্করণ 14.04, Chimera সংস্করণ 1.10.2, Mozilla Firefox ব্রাউজার 42.0 এবং একটি কার্যকর ইন্টারনেট সংযোগ। |
00:50 | এখানে, আমি একটি Chimera উইন্ডো খুলেছি। |
00:54 | কমান্ড লাইন দ্বারা, Leucine zipper এর গঠন খুলুন। |
00:52 | কমান্ড টেক্সট বাক্সে লিখুন: open 1zik. এন্টার টিপুন। |
01:05 | প্যানেলে মডেল ribbons হিসাবে দেখায়। |
01:10 | Presets মেনু দ্বারা ডিসপ্লে Interactive 2 তে বদলান। |
01:14 | জলের অণু লুকোতে কমান্ড লাইনে লিখুন delete solvent, এন্টার টিপুন। |
01:22 | ডিসপ্লে স্টিকে বদলাতে লিখুন: rep stick, এন্টার টিপুন। |
01:30 | কাঠামোতে হাইড্রোজেন জুড়তে লিখুন addh. |
01:36 | এখন, শিখি যে এই কাঠামোর জন্য পরমাণু এবং রেসিডিউয়ের বৈশিষ্ট্য কিভাবে বদলায়। |
01:43 | Attributes হল নাম এবং ভ্যালুর সাথে বৈশিষ্ট্য। |
01:47 | Chimera তে আইটেম যেমন পরমাণু, বন্ড, রেসিডিউ এবং আণবিক মডেলের বৈশিষ্ট্য রয়েছে। |
01:54 | Attributes বদলানোর বিভিন্ন উপায় রয়েছে। |
01:57 | Favorites মেনু দ্বারা Model Panel খুলুন। |
02:01 | স্ক্রিনে Model Panel ডায়লগ বাক্স খোলে। |
02:05 | প্যানেলে ডান দিকে attributes বোতামে ক্লিক করুন। |
02:10 | স্ক্রিনে 1zik এর জন্য Attributes ডায়লগ বাক্স খোলে। |
02:15 | ডায়ালগ বাক্সে attribute তালিকা রয়েছে। |
02:18 | তালিকায় Molecule Attributes এবং তার কম্পোনেন্ট পরমাণু, বন্ড এবং রেসিডিউ বৈশিষ্ট্য রাখে। |
02:28 | Molecule Attributes চয়ন করুন। |
02:31 | উপলব্ধ attributes উইন্ডোতে তালিকাবদ্ধ। |
02:35 | উদাহরণস্বরূপ - অ্যারোমেটিক রিং এর ডিসপ্লে বদলাতে, aromatic display এর পাশের বোতামে ক্লিক করুন। |
02:42 | ড্রপ ডাউন থেকে True চয়ন করুন। |
02:45 | Aromatic ring style এ disk চয়ন করুন। |
02:49 | aromatic color এর পাশে color well এ ক্লিক করুন। |
02:53 | color editor থেকে রঙ চয়ন করুন। |
02:56 | ডায়লগ বাক্স বন্ধ করুন। |
02:59 | প্যানেল পর্যবেক্ষণ করুন। সকল aromatic rings কেন্দ্রে ডিস্কের সাথে দেখায়। |
03:06 | কাঠামোর ডিসপ্লে ball and stick এ বদলান। |
03:10 | কমান্ড লাইনে লিখুন rep bs. |
03:16 | Attributes ডায়লগ বাক্সে, পরমাণুগুলির Van der Walls ব্যাসার্ধ বদলান। |
03:22 | ball scale এর ভ্যালু বদলে 0.5 করুন। এন্টার টিপুন। |
03:27 | প্যানেল পর্যবেক্ষণ করুন। পরমাণু অনেক বড় পরমাণু ব্যাসার্ধের সাথে দেখায়। |
03:33 | Molecular Attributes চেক বাক্সে আবার ক্লিক করুন। |
03:38 | তালিকা থেকে Component Atom Attributes এ ক্লিক করুন। |
03:43 | সংশ্লিষ্ট উইন্ডোতে, atom style বোতামে ক্লিক করুন। |
03:48 | ড্রপ ডাউন মেনুতে অনেক বিকল্প রয়েছে। |
03:51 | ডিসপ্লে cpk তে বদলাতে sphere এ ক্লিক করুন। |
03:55 | প্যানেল পর্যবেক্ষণ করুন। |
03:57 | sticks ডিসপ্লেতে ফিরে যেতে dot চয়ন করুন। |
04:02 | এখন Component Bond Attributes এ ক্লিক করুন। |
04:10 | এখানে bond style কে stick বা wire এ বদলানোর বিকল্প রয়েছে। |
04:13 | Component Residue Attributes এ ক্লিক করুন। |
04:17 | এখানে ribbon এর বৈশিষ্ট্য বদলানোর বিকল্প রয়েছে। |
04:22 | Presets মেনু ব্যবহার করে, প্যানেলে স্ট্রাকচারের ডিসপ্লে ribbons এ বদলান। |
04:28 | এখন Attribute ডায়ালগ বাক্সে ক্লিক করুন। |
04:32 | Attribute ডায়লগ বক্সে, ribbon color এর পাশের color well এ ক্লিক করুন। রিবন রঙ চয়ন করুন। |
04:41 | color editor বন্ধ করতে close বিকল্পে ক্লিক করুন। |
04:46 | ribbon এবং scaling এর ক্রস-সেকশন বদলানোর বিকল্প রয়েছে। |
04:52 | ডায়ালগ বক্স বন্ধ করুন। |
04:55 | Presets মেনু ব্যবহার করে আবার পরমাণুর প্রদর্শন বদলান। |
05:00 | Tools মেনু ব্যবহার করে Attributes বদলানো যেতে পারে। |
05:03 | Tools মেনুতে ক্লিক করুন, Structure Analysis এ স্ক্রোল করুন। |
05:09 | সাব-মেনু থেকে Render by Attribute বিকল্প চয়ন করুন। |
05:14 | Render by attribute ডায়ালগ বাক্স খোলে। |
05:17 | এখানে পরমাণু, রেসিডিউ, অণু, segmentation regions ইত্যাদির বৈশিষ্ট্য বদলানোর বিকল্প রয়েছে। |
05:27 | atoms চয়ন করুন। Render এ ক্লিক করুন। |
05:32 | উপলব্ধ বিকল্প যাচাই করতে Attribute তালিকায় ক্লিক করুন। |
05:37 | তালিকা দুটি বিকল্প দেখায়: bfactor এবং occupancy |
05:43 | এই দুটি বৈশিষ্ট্য ইনপুট PDB ফাইল থেকে পড়া যেতে পারে। |
05:48 | bfactor চয়ন করুন। |
05:50 | রঙিন উল্লম্ব বারের সাথে ভ্যালুর একটি হিস্টোগ্রাম দেখাবে। |
05:55 | B-factor ভ্যালু macromolecule এ গতিশীলতার মাপ দেয়। |
06:01 | কম B-factor ভ্যালুর পরমাণু যা সুব্যবস্থিত, স্ট্রাকচারের একটি অংশ। |
06:08 | বড় B-factor ভ্যালুর পরমাণু যা খুব নমনীয়, স্ট্রাকচারের একটি অংশ। |
06:15 | প্রোটিনের কাঠামোর জন্য PDB ফাইল B-factor তথ্য রাখে। |
06:21 | প্যানেলে ফিরে যান। |
06:23 | উল্লম্ব বার মাউস দিয়ে হিস্টোগ্রাম বরাবর টেনে আনা যেতে পারে। |
06:29 | B-factor এর ভ্যালু Value টেক্সট বাক্সে দেখায়। |
06:34 | নীল উল্লম্ব বারটিকে শূন্যে, লালকে 100 এ ড্রেগ করুন। |
06:41 | তারপর সাদা বারকে 50 তে ফিক্স করুন। |
06:45 | Colors বোতামে ক্লিক করুন। |
06:48 | color atoms, keep opaque এবং color surfaces চেক করুন। |
06:55 | ডিফল্ট কালার palette blue এবং red রয়েছে। |
06:59 | আপনি ড্রপ ডাউন মেনু দ্বারা কলর palette বদলাতে পারেন। |
07:04 | Apply বোতামে ক্লিক করুন। |
07:07 | প্যানেল পর্যবেক্ষণ করুন। উচ্চ B-factor ভ্যালু সহ পরমাণু লাল এবং নিম্ন নীলে দেখায়। |
07:16 | প্রত্যাশিত, উচ্চ B-factor সহ পরমাণু কাঠামোর বাইরে রয়েছে। |
07:22 | এখন, রেসিডিউসের বৈশিষ্ট্য বদলাই। |
07:26 | Select by Attribute ডায়ালগ বাক্সে, Attributes বোতামে ক্লিক করুন। |
07:32 | ড্রপ ডাউন থেকে, residues চয়ন করুন। |
07:36 | Render এ ক্লিক করুন। |
07:38 | রেসিডিউয়ের জন্য সেই বৈশিষ্ট্য kdHydrophobicity scale রাখে। |
07:44 | ড্রপ ডাউন মেনু থেকে kdHydrophobicity এ ক্লিক করুন। |
07:48 | হিস্টোগ্রামে ভ্যালু দেখায়। |
07:52 | kdHydrophobicity scales সেই ভ্যালু যা অ্যামিনো অ্যাসিড রেসিডিউয়ের আপেক্ষিক হাইড্রোফোবিসিটি সংজ্ঞায়িত করে। |
08:00 | KdHydrophobicity ভ্যালু hydrophobic residues এর জন্য পজিটিভ এবং polar residues এর জন্য নেগেটিভ হয়। |
08:09 | রেসিডিউয়ের Hydrophobicity, colors বা worms দেখা যেতে পারে। |
08:15 | Colors চয়ন করুন। ডিফল্টরূপে, কিছু প্যারামিটার চয়নিত। |
08:21 | Apply বোতামে ক্লিক করুন। প্যানেল পর্যবেক্ষণ করুন। |
08:26 | hydrophobic residues এর রঙ লাল এবং polar residues এর রঙ নীল হয়। |
08:33 | Worms বোতামে ক্লিক করুন। Apply তে ক্লিক করুন। |
08:38 | প্যানেলটি দেখুন। |
08:41 | Worms হল সংশোধিত রিবনর্স যা ব্যাসার্ধে পরিবর্তিত হয়। |
08:47 | অধিকাংশ hydrophobic residues স্ট্রাকচারের ভেতরের দিকে হয়। |
08:52 | ডিফল্টরূপে, বড় hydrophobic residues বড় ব্যাসার্ধ দিয়ে দেখাবে। |
09:00 | স্ট্রাকচারকে সাধারণ রিবন্সে ফিরিয়ে আনতে। |
09:03 | worm-style এ ক্লিক করুন এবং non-worm বিকল্প চয়ন করুন। |
09:09 | OK বোতামে ক্লিক করুন। |
09:12 | File মেনু ব্যবহার করে Chimera সেশন বন্ধ করুন। |
09:16 | এটি সংক্ষিপ্তকরণ করি, এখানে আমরা শিখেছি: পরমাণু, রেসিডিউ এবং মডেলের বৈশিষ্ট্য বদলানো। |
09:25 | B-factor ভ্যালু অনুযায়ী প্রোটিনে পরমাণু রঙ করা। |
09:30 | kdHydrophobicity ভ্যালু অনুযায়ী রেসিডিউ রঙ করা। |
09:35 | অনুশীলনী হিসাবে, প্যানেলে hemoglobin (PDB code: 2HCO) এর মডেল খুলুন। B-factor ভ্যালু অনুযায়ী পরমাণু রঙ করুন। |
09:44 | kdHydrophobicity ভ্যালু অনুযায়ী রেসিডিউ রঙ করুন। |
09:49 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়। এটি ডাউনলোড করে দেখুন। |
09:56 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
10:04 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা পরিচালিত। |
10:10 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। |