UCSF-Chimera/C2/Writing-Commands/Bengali
From Script | Spoken-Tutorial
| |
|
|---|---|
| 00:01 | Chimera তে Writing Commands এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
| 00:06 | এখানে আমরা শিখব ডিসপ্লেকে পরমাণুতে বদলাতে কমান্ড লেখা। |
| 00:12 | ribbons দেখা এবং লুকোনো। |
| 00:14 | amino acid residues এর রঙ বদলানো। |
| 00:18 | এক এক residues লেবেল করা। |
| 00:21 | solvent অণু সরানো এবং ইমেজ বিভিন্ন ফাইল ফরম্যাটে সংরক্ষণ করা। |
| 00:28 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে স্নাতক স্তরের Biochemistry সম্পর্কে জানতে হবে। |
| 00:34 | Structural Biology এবং Chimera interface এর সাথে পরিচিত হতে হবে। |
| 00:40 | প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান। |
| 00:44 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু OS সংস্করণ 14.04 chimera সংস্করণ 1.10.2. |
| 00:53 | Mozilla Firefox ব্রাউজার 42.0 এবং একটি কার্যকর ইন্টারনেট সংযোগ। |
| 01:00 | Chimera উইন্ডো খুলতে Chimera আইকনে ডাবল ক্লিক করুন। |
| 01:06 | graphics window খুলতে lightning bolt আইকনে ক্লিক করুন। |
| 01:10 | এখানে আমি দেখাবো যে কাঠামোতে পরিবর্তন আনতে commands কিভাবে প্রয়োগ করে। |
| 01:16 | Favorites মেনু ব্যবহার করে Command Line খুলুন। |
| 01:20 | Chimera উইন্ডোর নীচের অংশে একটি command text box দেখায়। |
| 01:25 | menus ব্যবহার করে কাজগুলি commands দ্বারা সম্পন্ন করা যায়। |
| 01:31 | Chimera Commands সম্পর্কে। |
| 01:34 | Chimera commands, Command line এ প্রবিষ্ট করা হয়। |
| 01:38 | semicolon সেপারেটর দ্বারা একাধিক commands একই লাইনে মিলিত হতে পারে। |
| 01:43 | command নিষ্পাদিত করতে Enter কী টিপুন। |
| 01:47 | পূর্ববর্তী commands এ command History থেকে অ্যাক্সেস করা যায়। |
| 01:51 | commands সম্পর্কে আরো তথ্য প্রদত্ত লিঙ্কে দেওয়া হয়েছে। |
| 01:56 | Chimera উইন্ডোতে ফিরে আসুন। একটি কমান্ড লিখে leucine zipper এর একটি মডেল খুলি। |
| 02:03 | command একটি command শব্দ দিয়ে শুরু হয়। |
| 02:06 | command line টেক্সট বাক্সে open space 1zik লিখুন। |
| 02:13 | আপনার একটি কার্যকর ইন্টারনেট সংযোগ প্রয়োজন। |
| 02:17 | command নিষ্পাদিত করতে Enter টিপুন। |
| 02:20 | কাঠামো পর্দায় দেখায়। |
| 02:23 | ribbons ডিসপ্লেকে atoms এ বদলাতে command line text box এ লিখুন: কমান্ড শব্দ display এবং এন্টার টিপুন। |
| 02:34 | এখন atoms display তে protein এর কাঠামো রয়েছে। |
| 02:38 | এই কাঠামো আংশিকভাবে ribbons হিসাবে দেখায়। |
| 02:42 | ribbons লুকোতে লিখুন wave symbol যা tilda নামেও পরিচিত, তারপর command শব্দ ribbon লিখুন। |
| 02:51 | tilda সহ কমান্ড রিভার্স ফাংশন নির্দেশ করে। |
| 02:55 | এখানে, এরপর ribbon keyword দ্বারা tilda চিহ্ন ribbons লুকোয়। এন্টার টিপুন। |
| 03:03 | আমরা atoms, bonds, surfaces ইত্যাদি রঙ্গিন করতে color command ব্যবহার করতে পারি। |
| 03:10 | উদাহরণস্বরূপ, সকল leucines এর রঙ বদলাতে লিখুন:
Color space yellow space colon এবং তারপর amino acid এর জন্য তিনটি অক্ষরের ছোট রূপ। |
| 03:24 | leucine এর জন্য, আমি লিখব leu. |
| 03:28 | এখানে color yellow argument সহ command word রয়েছে এবং লক্ষ্য হল কাঠামোর সকল leucines. |
| 03:37 | আপনি লক্ষ্য নির্দিষ্ট না করলে সম্পূর্ণ কাঠামো হলুদ রঙের হবে। এন্টার টিপুন। |
| 03:45 | panel টি দেখুন। সকল leucines এখন হলুদ রঙে রয়েছে। |
| 03:51 | আমরা একটি বিশেষ স্থানের amino acid কে বিশেষ রঙ দ্বারা রঙ করতে পারি। |
| 03:56 | উদাহরণস্বরূপ histidine এর রঙ বদলাতে, যা chain B তে স্থান 18 এ উপস্থিত, লিখুন color space red space colon18.B এবং এন্টার টিপুন। |
| 04:13 | প্যানেলটি দেখুন। histidine এখন লাল হয়ে গেছে। |
| 04:19 | সম্পূর্ণ কাঠামোর ডিসপ্লে CPK spacefill এ বদলাতে, rep লিখুন। |
| 04:26 | rep কীওয়ার্ড represent এর সংক্ষিপ্ত রূপ। rep space sphere; এন্টার টিপুন। |
| 04:37 | প্যানেলটি দেখুন। |
| 04:39 | কাঠামো stick ডিসপ্লেতে ফিরিয়ে আনতে, আবার লিখুন rep space stick এবং এন্টার টিপুন। |
| 04:50 | solvent অণুর কাঠামো লুকোতে লিখুন del (মুছে ফেলতে), space solvent. এন্টার টিপুন। |
| 05:02 | চয়নের জন্য residues সক্রিয় করতে, select command শব্দ চয়ন করুন। |
| 05:08 | command line টেক্সট বাক্সে লিখুন, select space colon তারপর রেসিডিউ এর সংখ্যা এবং chain. |
| 05:18 | উদাহরণস্বরূপ chain B এর স্থানে 28 এ উপস্থিত lysine সক্রিয় করতে লিখুন select space colon তারপর 28 dot B. এন্টার টিপুন। |
| 05:34 | এখন চয়নিত residue এর label দেখাতে লিখুন rlabel space sel. এন্টার টিপুন। |
| 05:44 | প্যানেলটি দেখুন। চয়নিত residue এর residue label প্রদর্শিত হয়। |
| 05:51 | পূর্বে চয়নিত residue অচয়নিত করতে, select command পেতে আপ অ্যারো কী টিপুন। |
| 05:59 | command এর প্রারম্ভে tilda চিহ্ন লিখুন। এন্টার টিপুন। |
| 06:05 | Help menu তে keywords এবং command index এর একটি তালিকা উপলব্ধ। |
| 06:09 | Help menu তে ক্লিক করুন, স্নীচে ক্রোল করুন এবং Commands index এ ক্লিক করুন। |
| 06:16 | commands লিখতে keywords এর সূচী সহ একটি web-page খোলে। |
| 06:22 | Chimera উইন্ডোতে ফিরে আসুন। |
| 06:25 | আপনি ব্যাকগ্রাউন্ডের রঙ কালো থেকে নীলে বদলাতে চাইলে লিখুন: background space solid space blue. এন্টার টিপুন। |
| 06:38 | প্যানেল এখন নীল রঙে রয়েছে। |
| 06:41 | Command এর হিস্ট্রি দেখতে, Command line এর ডান পাশে স্থিত কালো ত্রিভুজে ক্লিক করুন। |
| 06:48 | Command history পূর্বে ব্যবহৃত কমান্ড তালিকাভুক্ত করে। |
| 06:53 | Commands, Command এ ক্লিক করে আবার নিষ্পাদিত করা যায়। |
| 06:57 | Command line লুকোতে, ড্রপ ডাউন মেনুতে Hide command line বিকল্পে ক্লিক করুন। |
| 07:03 | আপনার নির্মিত কাঠামো save করার অনেক বিকল্প রয়েছে। File menu খুলুন। |
| 07:09 | আপনি এটি করতে পারেন: Restore a Session, Save a Session |
| 07:14 | ইমেজ JPEG বা PNG ফরম্যাটে সংরক্ষণ করুন। |
| 07:19 | ইমেজ PDB বা Mol2 ফাইল হিসাবে সংরক্ষণ করুন, দৃশ্য Export করুন ইত্যাদি। |
| 07:27 | প্রদর্শন করতে, ইমেজে JPEG ফরম্যাটে সংরক্ষণ করি। |
| 07:33 | Save image বিকল্পে ক্লিক করুন। একটি Save image ডায়লগ বাক্স খোলে। |
| 07:40 | ফাইলের স্থান হিসাবে ডেস্কটপ চয়ন করুন। |
| 07:44 | File name কে 1zik লিখুন। File name কে JPEG হিসাবে লিখুন। |
| 07:52 | আপনার প্রয়োজন অনুযায়ী ইমেজের আকার নিশ্চিত করুন। |
| 07:56 | প্রদর্শন করতে, আমি প্রস্থ হিসাবে 800 এবং উচ্চতা হিসাবে 600 লিখব। |
| 08:05 | Save বোতামে ক্লিক করুন। ইমেজ ডেস্কটপে 1zik.jpg হিসাবে সংরক্ষণ হয়। |
| 08:15 | সংক্ষিপ্তকরণ করি যে এখানে আমরা শিখেছি। |
| 08:17 | এখানে আমরা কমান্ড লিখেছি, display কে atoms এ বদলানো। |
| 08:22 | ribbons দেখানো এবং লুকোনো। |
| 08:25 | amino acid residues এর রঙ বদলানো। |
| 08:28 | আলাদা আলাদা residues লেবেল করা. |
| 08:31 | solvent molecules মুছে ফেলা। ইমেজ ভিন্ন ভিন্ন ফাইল ফরম্যাটে সংরক্ষণ করা। |
| 08:38 | অনুশীলনী হিসাবে Human oxy-hemoglobin (PDB code: 2dn1) এর কাঠামো লোড করতে কম্যান্ড লিখুন। |
| 08:48 | ডিসপ্লে atoms এ বদলান এবং ribbons লুকোন। |
| 08:52 | সকল histidine residues কে সবুজ রঙ করুন। |
| 08:56 | solvent molecules সরান এবং ইমেজ JPEG ফরম্যাটে সংরক্ষণ করুন। |
| 09:03 | আপনার সম্পন্ন কাজ নিম্নরূপ হওয়া উচিত। |
| 09:12 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়।
এটি ডাউনলোড করে দেখুন। |
| 09:19 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
অধিক জানতে আমাদের লিখুন। |
| 09:29 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা পরিচালিত। |
| 09:35 | এই মিশনের সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
| 09:40 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। |