Spoken-Tutorial-Technology/C2/Creation-of-a-spoken-tutorial-using-Camstudio/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:10 | নমস্কার বন্ধুরা। CDEEP, IIT Bombay এর তরফ থেকে আমি আপনাদের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। |
00:16 | এই টিউটোরিয়াল আপনাকে ধীরে ধীরে CamStudio সম্বন্ধে দক্ষ করে তুলবে। |
00:22 | animation এবং narrations শেখাকে পরিপূর্ণ করে. |
00:28 | তাছাড়াও Audio-video এর মাধ্যমেও যে কোনো কিছুকে স্পষ্ট বোঝানো যায়. |
00:33 | CamStudio একটি চলচিত্র লিপিবদ্ধ প্রযুক্তি মানে screen-recording software আপনি যা কিছু আপনার কম্পিউটার স্ক্রিনে দেখছেন এই সফটওয়্যার সবকিছু রেকর্ড করতে পারে যাতে আপনি পরেও সেটা নিয়ে কাজ করতে পারেন। |
00:43 | আপনি অনেক রকম ক্ষেত্রে CamStudio ব্যবহার করতে পারেন - |
00:45 | যেমন যে কোনো নতুন সফটওয়্যার বৈশিষ্ট্যগুলি বুঝতে পারেন |
00:48 | স্কুল এবং কলেজের অডিও ভিডিও টিউটোরিয়াল বানাতে পারেন |
00:52 | আপনার ব্যবহৃত প্রশিক্ষণে আপনি চিত্র প্রদর্শন করতে পারেন |
00:55 | এবং দেখতে পারেন কিভাবে কাজটি করতে হয়. |
00:57 | AVI ফাইল থেকে Flash ফাইলও বানাতে পারেন। |
01:01 | এই কম জনের সফটওয়্যারের অসংখ্য ব্যবহার আছে. |
01:05 | CamStudio, Microsoft Windows 95, 98, Me, NT 4.0, 2000 এবং XP তে চলতে পারে। |
01:15 | সর্বোপরি এই কার্য শুরু করতে আপনার যা দরকার তা হল 400 MHz processor, 64 MB RAM and 4 MB হার্ড-ডিস্ক। |
01:25 | Camstudio একটি ওপেন সোর্স সফটওয়্যার, এর মানে আপনি ইন্টারনেট থেকে এটি বিনামূল্যে পেয়ে যাবেন। www.camstudio.org সাইটে যান. |
01:36 | ওয়েবসাইটের নীচের দিকে Download লিঙ্কে ক্লিক করুন। |
01:42 | তারপর নির্দেশ মত চলুন এবং আপনি আপনার PC তে CamStudio সফটওয়্যার পেয়ে যাবেন। |
01:47 | CamStudio ইনস্টল হওয়ার পর, এর আইকনে ক্লিক করে এটাকে রান করুন। রান করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন CamStudio dialog-box. |
01:56 | বাঁদিকের উপরে Main Menu তে ফাইলের মধ্যে আপনি Record, Stop, Pause এবং Exit এর অপশন পাবেন। |
02:06 | আপনি দেখবেন প্রত্যেক অপশনের জন্য ডায়ালগ বাক্সে একটি করে বোতাম আছে, লাল রেকর্ডের জন্য, গ্রে pause এর জন্য নীল রেকর্ডিং স্টপ করার জন্য। |
02:17 | রেকর্ডিং করার আগে কতটা রেকর্ডিং করবেন সেটা ঠিক করে নিন এবং সেটাকে ক্যাপচার করুন, ক্যাপচারের জন্য তিনটি অপশন আছে. |
02:27 | যদি Region সিলেক্ট করেন Record ক্লিক করেন তাহলে আপনি একটি আয়তক্ষেত্রাকার জায়গা বানাতে পারেন যার মধ্যে রেকর্ডিং করা যাবে। |
02:36 | যদি আপনি Fixed Region সিলেক্ট করেন তাহলে আপনি ক্যাপচার region পিক্সেলে প্রকাশ করতে পারেন। |
02:45 | আবার যদি আপনি Full Screen সিলেক্ট করেন তাহলে পুরো স্ক্রিন ক্যাপচার হয়ে যাবে। |
02:49 | Enable Autopan, CamStudio এর একটি অনন্য বৈশিষ্ট্য। |
02:54 | যদি আপনি এটি সিলেক্ট করেন, তাহলে রেকর্ডিং এর সময় |
03:01 | কার্সর যেখানে যাবে সেটাই capture region হয়ে যাবে। |
03:08 | এখানে আপনি panning এর গতিও নিয়ন্ত্রণ করতে পারেন। |
03:14 | Option এ গিয়ে আপনি Video Option এর মধ্যে আপনি compressor সিলেক্ট করে ভিডিও ফাইলের আকার কম করতে পারেন। |
03:23 | compressor প্রাথমিক ভাবেই Microsoft Video 1 হয়. |
03:27 | তাছাড়াও আপনি আপনার পছন্দ মত ড্রপ ডাউন বক্সের compressor অথবা codec সিলেক্ট করতে পারেন। |
03:33 | অথবা আপনার প্রয়োজন মত codecs ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিন. |
03:39 | Video option এর মধ্যে আপনি ভিডিও ফাইলের size, quality এবং frame rate ঠিক করতে পারেন। |
03:49 | এরজন্য প্রথমে Auto Adjust বোতাম আনচেক করে নিন. Key Frames, Capture Frames এবং Playback Rate ঠিক করুন। |
03:57 | এখানে আপনি নিজের মত মান দিতে পারেন। এই টিউটোরিয়াল রেকর্ড করার জন্য আমি কম্প্রেসসর হিসাবে Microsoft Video 1 সঙ্গে Key Frames 5, Capture Frames 200 এবং Playback Rate 5 ব্যবহার করেছি। আমি এর Quality 50 এ রেখেছি। |
04:16 | আউটপুটের গুন এবং ফাইলের আকার মাথায় রেখে অনেকবার trial এবং error এর মাধ্যমে আমি নিজের থেকে এই মানগুলি নির্দিষ্ট করেছি। |
04:27 | cursor option সেট করলে আপনার রেকর্ডিং এর একটিভিটি বাড়বে। |
04:36 | Option এর মধ্যে Cursor Option আছে যেখানে আপনি hide অথবা show সিলেক্ট করতে পারেন। প্রাথমিকভাবে Show Cursor থাকে। |
04:47 | এখানে তিন রকমের Cursor Option আছে যেমন Actual Cursor, Custom Cursor (আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে পারেন) অথবা আপনার কম্পিউটারে cursor ফোল্ডার থেকে cursor সিলেক্ট করতে পারেন। |
05:04 | এরপর এই বক্সটি নিরীক্ষণ করে cursor এর চারিদিকের জায়গাটা দেখান। |
05:10 | এখানে আপনি এর আকার, রঙ দেখতে পারেন। এখন OK ক্লিক করুন। |
05:19 | আপনি আপনার কার্সরে কোনো বদল দেখতে পাবেন না কিন্তু রেকর্ড হওয়া ভিডিওতে একটা custom থাকবে। |
05:38 | প্রাথমিকভাবে CamStudio কোনো শব্দ রেকর্ড করে না. আপনি এর জন্য মাইক্রোফোন ব্যবহার করতে পারেন। |
05:50 | তার জন্য মাইক্রোফোনের সাথে একটি সাউন্ড কার্ডের প্রয়োজন। |
05:55 | তাছাড়াও আপনি আপনার কম্পিউটারে speaker থেকে যে কোনো শব্দ রেকর্ড করতে পারেন। |
06:01 | এছাড়াও অনেক অপশন আছে যেমন Program Option অপশন আছে যার মধ্যে সাব অপশনও রয়েছে। |
06:07 | CamStudio চালু বা বন্ধ হওয়ার সময় এই অপশন গুলি ব্যবহার করতে পারেন। |
06:14 | আদর্শ মত রেকর্ডিং চালুর সময় Minimize program চেক করে নিন. |
06:18 | এই অপশন কম্পিউটার স্ক্রিনের ডানদিকে নীচের দিকে system tray তে CamStudio তে মিনিমাইজ করে. |
06:26 | এখন আপনি CamStudio ট্রেতে দুটি আইকন দেখতে পাবেন। |
06:31 | কারণ আমি নিজের এই টিউটোরিয়ালটি CamStudio তে রেকর্ডিং করেছি। |
06:36 | Record to Flash Option এ এই সাব অপশন গুলিও আছে. |
06:40 | যেমন Keyboard Shortcut দেখানোর জন্য আপনি HOT KEYS: record, pause, stop, reset ব্যবহার করতে পারেন। |
06:50 | আমি আশা রাখি, CamStudio ব্যবহার শুরু করার মত প্রয়োজনীয় তথ্য দিতে পেরেছি। |
06:55 | audio-video টিউটোরিয়ালস এবং নিজের online visual learning modules তৈরী করার জন্য এই সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারেন। |
07:02 | যখন আপনি CamStudio এর প্রাথমিক জ্ঞানে দক্ষ হয়ে উঠবেন, হতে পারে আপনি এর উন্নত বৈশিষ্ট্য গুলিও সম্বন্ধেও জানতে চাইবেন। |
07:10 | ততক্ষন পর্যন্ত CDEEP, IIT Bombay এর তরফ থেকে আমি তনুশ্রী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। |