Spoken-Tutorial-Technology/C2/Creation-of-a-spoken-tutorial-using-Camstudio/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:10 নমস্কার বন্ধুরা। CDEEP, IIT Bombay এর তরফ থেকে আমি আপনাদের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি।
00:16 এই টিউটোরিয়াল আপনাকে ধীরে ধীরে CamStudio সম্বন্ধে দক্ষ করে তুলবে।
00:22 animation এবং narrations শেখাকে পরিপূর্ণ করে.
00:28 তাছাড়াও Audio-video এর মাধ্যমেও যে কোনো কিছুকে স্পষ্ট বোঝানো যায়.
00:33 CamStudio একটি চলচিত্র লিপিবদ্ধ প্রযুক্তি মানে screen-recording software আপনি যা কিছু আপনার কম্পিউটার স্ক্রিনে দেখছেন এই সফটওয়্যার সবকিছু রেকর্ড করতে পারে যাতে আপনি পরেও সেটা নিয়ে কাজ করতে পারেন।
00:43 আপনি অনেক রকম ক্ষেত্রে CamStudio ব্যবহার করতে পারেন -
00:45 যেমন যে কোনো নতুন সফটওয়্যার বৈশিষ্ট্যগুলি বুঝতে পারেন
00:48 স্কুল এবং কলেজের অডিও ভিডিও টিউটোরিয়াল বানাতে পারেন
00:52 আপনার ব্যবহৃত প্রশিক্ষণে আপনি চিত্র প্রদর্শন করতে পারেন
00:55 এবং দেখতে পারেন কিভাবে কাজটি করতে হয়.
00:57 AVI ফাইল থেকে Flash ফাইলও বানাতে পারেন।
01:01 এই কম জনের সফটওয়্যারের অসংখ্য ব্যবহার আছে.
01:05 CamStudio, Microsoft Windows 95, 98, Me, NT 4.0, 2000 এবং XP তে চলতে পারে।
01:15 সর্বোপরি এই কার্য শুরু করতে আপনার যা দরকার তা হল 400 MHz processor, 64 MB RAM and 4 MB হার্ড-ডিস্ক।
01:25 Camstudio একটি ওপেন সোর্স সফটওয়্যার, এর মানে আপনি ইন্টারনেট থেকে এটি বিনামূল্যে পেয়ে যাবেন। www.camstudio.org সাইটে যান.
01:36 ওয়েবসাইটের নীচের দিকে Download লিঙ্কে ক্লিক করুন।
01:42 তারপর নির্দেশ মত চলুন এবং আপনি আপনার PC তে CamStudio সফটওয়্যার পেয়ে যাবেন।
01:47 CamStudio ইনস্টল হওয়ার পর, এর আইকনে ক্লিক করে এটাকে রান করুন। রান করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন CamStudio dialog-box.
01:56 বাঁদিকের উপরে Main Menu তে ফাইলের মধ্যে আপনি Record, Stop, Pause এবং Exit এর অপশন পাবেন।
02:06 আপনি দেখবেন প্রত্যেক অপশনের জন্য ডায়ালগ বাক্সে একটি করে বোতাম আছে, লাল রেকর্ডের জন্য, গ্রে pause এর জন্য নীল রেকর্ডিং স্টপ করার জন্য।
02:17 রেকর্ডিং করার আগে কতটা রেকর্ডিং করবেন সেটা ঠিক করে নিন এবং সেটাকে ক্যাপচার করুন, ক্যাপচারের জন্য তিনটি অপশন আছে.
02:27 যদি Region সিলেক্ট করেন Record ক্লিক করেন তাহলে আপনি একটি আয়তক্ষেত্রাকার জায়গা বানাতে পারেন যার মধ্যে রেকর্ডিং করা যাবে।
02:36 যদি আপনি Fixed Region সিলেক্ট করেন তাহলে আপনি ক্যাপচার region পিক্সেলে প্রকাশ করতে পারেন।
02:45 আবার যদি আপনি Full Screen সিলেক্ট করেন তাহলে পুরো স্ক্রিন ক্যাপচার হয়ে যাবে।
02:49 Enable Autopan, CamStudio এর একটি অনন্য বৈশিষ্ট্য।
02:54 যদি আপনি এটি সিলেক্ট করেন, তাহলে রেকর্ডিং এর সময়
03:01 কার্সর যেখানে যাবে সেটাই capture region হয়ে যাবে।
03:08 এখানে আপনি panning এর গতিও নিয়ন্ত্রণ করতে পারেন।
03:14 Option এ গিয়ে আপনি Video Option এর মধ্যে আপনি compressor সিলেক্ট করে ভিডিও ফাইলের আকার কম করতে পারেন।
03:23 compressor প্রাথমিক ভাবেই Microsoft Video 1 হয়.
03:27 তাছাড়াও আপনি আপনার পছন্দ মত ড্রপ ডাউন বক্সের compressor অথবা codec সিলেক্ট করতে পারেন।
03:33 অথবা আপনার প্রয়োজন মত codecs ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিন.
03:39 Video option এর মধ্যে আপনি ভিডিও ফাইলের size, quality এবং frame rate ঠিক করতে পারেন।
03:49 এরজন্য প্রথমে Auto Adjust বোতাম আনচেক করে নিন. Key Frames, Capture Frames এবং Playback Rate ঠিক করুন।
03:57 এখানে আপনি নিজের মত মান দিতে পারেন। এই টিউটোরিয়াল রেকর্ড করার জন্য আমি কম্প্রেসসর হিসাবে Microsoft Video 1 সঙ্গে Key Frames 5, Capture Frames 200 এবং Playback Rate 5 ব্যবহার করেছি। আমি এর Quality 50 এ রেখেছি।
04:16 আউটপুটের গুন এবং ফাইলের আকার মাথায় রেখে অনেকবার trial এবং error এর মাধ্যমে আমি নিজের থেকে এই মানগুলি নির্দিষ্ট করেছি।
04:27 cursor option সেট করলে আপনার রেকর্ডিং এর একটিভিটি বাড়বে।
04:36 Option এর মধ্যে Cursor Option আছে যেখানে আপনি hide অথবা show সিলেক্ট করতে পারেন। প্রাথমিকভাবে Show Cursor থাকে।
04:47 এখানে তিন রকমের Cursor Option আছে যেমন Actual Cursor, Custom Cursor (আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে পারেন) অথবা আপনার কম্পিউটারে cursor ফোল্ডার থেকে cursor সিলেক্ট করতে পারেন।
05:04 এরপর এই বক্সটি নিরীক্ষণ করে cursor এর চারিদিকের জায়গাটা দেখান।
05:10 এখানে আপনি এর আকার, রঙ দেখতে পারেন। এখন OK ক্লিক করুন।
05:19 আপনি আপনার কার্সরে কোনো বদল দেখতে পাবেন না কিন্তু রেকর্ড হওয়া ভিডিওতে একটা custom থাকবে।
05:38 প্রাথমিকভাবে CamStudio কোনো শব্দ রেকর্ড করে না. আপনি এর জন্য মাইক্রোফোন ব্যবহার করতে পারেন।
05:50 তার জন্য মাইক্রোফোনের সাথে একটি সাউন্ড কার্ডের প্রয়োজন।
05:55 তাছাড়াও আপনি আপনার কম্পিউটারে speaker থেকে যে কোনো শব্দ রেকর্ড করতে পারেন।
06:01 এছাড়াও অনেক অপশন আছে যেমন Program Option অপশন আছে যার মধ্যে সাব অপশনও রয়েছে।
06:07 CamStudio চালু বা বন্ধ হওয়ার সময় এই অপশন গুলি ব্যবহার করতে পারেন।
06:14 আদর্শ মত রেকর্ডিং চালুর সময় Minimize program চেক করে নিন.
06:18 এই অপশন কম্পিউটার স্ক্রিনের ডানদিকে নীচের দিকে system tray তে CamStudio তে মিনিমাইজ করে.
06:26 এখন আপনি CamStudio ট্রেতে দুটি আইকন দেখতে পাবেন।
06:31 কারণ আমি নিজের এই টিউটোরিয়ালটি CamStudio তে রেকর্ডিং করেছি।
06:36 Record to Flash Option এ এই সাব অপশন গুলিও আছে.
06:40 যেমন Keyboard Shortcut দেখানোর জন্য আপনি HOT KEYS: record, pause, stop, reset ব্যবহার করতে পারেন।
06:50 আমি আশা রাখি, CamStudio ব্যবহার শুরু করার মত প্রয়োজনীয় তথ্য দিতে পেরেছি।
06:55 audio-video টিউটোরিয়ালস এবং নিজের online visual learning modules তৈরী করার জন্য এই সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারেন।
07:02 যখন আপনি CamStudio এর প্রাথমিক জ্ঞানে দক্ষ হয়ে উঠবেন, হতে পারে আপনি এর উন্নত বৈশিষ্ট্য গুলিও সম্বন্ধেও জানতে চাইবেন।
07:10 ততক্ষন পর্যন্ত CDEEP, IIT Bombay এর তরফ থেকে আমি তনুশ্রী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

Contributors and Content Editors

Kaushik Datta