Skill-Development--Fitter/C2/Filing-a-workpiece/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | Filing a Workpiece এর উপর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এই টিউটোরিয়ালে শিখব: |
00:10 | ফাইলিং কি? |
00:12 | ফাইলিং এ ব্যবহৃত বিভিন্ন টুল্স। |
00:15 | ফাইলিং এর বিভিন্ন ধরন। |
00:17 | একটি ওয়ার্কপীস ফাইল করা |
00:22 | এবং ফাইলিং এর দরুন সাধারণ ত্রুটি। |
00:24 | এই টিউটোরিয়ালের জন্য প্রয়োজন: |
00:27 | একটি ফাইল, ফাইল করার জন্য ওয়ার্কপীস, |
00:31 | ওয়ার্কপীস ধরার জন্য বেঞ্চ ভাইস, |
00:34 | মাপার জন্য ভার্নিয়ার ক্যালিপার, |
00:37 | ওয়ার্কপীসের স্কোয়ারনেস যাচাই করতে ট্রাই স্কোয়ার, |
00:42 | ওয়ার্কপীস কাটার জন্য হ্যাক্সো, |
00:45 | ওয়ার্কপীস চিহ্নিত করতে পন্চ |
00:48 | এবং একটি বল পাইন হ্যামার। |
00:51 | প্রথমে দেখি যে ফাইলিং কি। |
00:54 | ফাইলিং হল ফাইল ব্যবহার করে একটি জব বা ওয়ার্কপীস থেকে অতিরিক্ত এলিমেন্ট বাদ দেওয়ার একটি পদ্ধতি। |
01:02 | বিভিন্ন প্রয়োজনীয়তা জন্য ফাইলের বিভিন্ন ধরন রয়েছে। |
01:07 | আয়তকার ক্রস সেকশনের জন্য 'ফ্ল্যাট ফাইল'। |
01:11 | মসৃণ পৃষ্ঠতল পেতে 'স্মুথ ফাইল'। |
01:15 | ওয়ার্কপীসের সমকোণী অংশ ফাইলিং করতে সেফ এজ ফাইল'। |
01:21 | চতুষ্ক কোণ এবং চতুষ্ক ছিদ্র তৈরী করতে 'স্কোয়ার ফাইল'। |
01:27 | অর্ধ গোলাকার পৃষ্ঠতল ফাইলিং করতে 'হাফ রান ফাইল'। |
01:32 | এছাড়া ছিদ্র এবং বৃত্তাকার খাচের জন্য 'রাউন্ড ফাইল'। |
01:38 | এখন ফাইলিং প্রক্রিয়া শিখি। |
01:41 | আমাদের প্রয়োজন হল 5 বাই 3 ইঞ্চি ওয়ার্কপীস। |
01:46 | আমার কাছে যে জব বা ওয়ার্কপীস রয়েছে তা হল 5 বাই 4 ইঞ্চি। |
01:52 | তাই এখন প্রথমে বাড়তি 1 ইঞ্চি অংশ কাটি। |
01:58 | এই জন্য, ওয়ার্কপীসে মার্কিং মিডিয়াম প্রয়োগ করি। |
02:03 | আপনি মার্কিং মিডিয়াম হিসেবে চক বা কালি ব্যবহার করতে পারেন। |
02:08 | একবার মিডিয়াম প্রয়োগ হলে জেনি ক্যালিপার ব্যবহার করে ওয়ার্কপীস চিহ্নিত করুন। |
02:15 | তাই আমরা প্রয়োজন অনুযায়ী 1 ইঞ্চির চেয়ে সামান্য কম অংশ মার্ক করছি। |
02:21 | এরপর চিহ্নিত লাইনে ছিদ্র করতে পন্চ এবং বল পাইন হ্যামার ব্যবহার করুন। |
02:28 | এখন, ওয়ার্কপীসকে ভাইসের জজের সমান্তরালে রাখুন। |
02:34 | নিজের জায়গায় রাখতে ওয়ার্কপীসকে টাইট করুন। |
02:38 | এটি করলে আমরা সহজে ওয়ার্কপীস কাটতে পারি। |
02:42 | এরপর, হ্যাক্সো নিন এবং ওয়ার্কপীসের অতিরিক্ত অংশ কেটে দিন। |
02:48 | একবার বাড়তি অংশ বাদ দিলে, ওয়ার্কপীস আবার মাপুন। |
02:54 | হ্যাঁ, এবার পরিমাপ সঠিক। আমার 5 বাই 3 ইঞ্চি রয়েছে। |
03:00 | এখন ফাইলিং শুরু করি। |
03:02 | একটি উপযুক্ত ফাইল নির্বাচন করি। |
03:06 | মসৃণ প্রান্ত প্রয়োজন হওয়ায় স্মুথ ফাইল নির্বাচন করব। |
03:11 | ফাইলের হ্যান্ডেল নিরাপদে ফিট করা হয়েছে যাচাই করুন। |
03:16 | উপযুক্ত হ্যান্ডেল ছাড়া ফাইল ব্যবহার করবেন না। |
03:19 | আপনার হাত আহত হতে পারে। |
03:22 | ফাইলিং শুরু করার পূর্বে ফাইল পরিষ্কার তা যাচাই করুন। |
03:27 | জঙ ধরা ফাইলের ব্যবহার ওয়ার্কপীস ভেঙে দেবে সাথে সাথে হাতে কালশিটে ও পড়তে পারে। |
03:34 | তাই আমি এখন সঠিক ফাইল নির্বাচন করি। |
03:38 | পরবর্তী ধাপ হল পুনরায় বেঞ্চ ভাইসে নিরাপদে ওয়ার্কপীস রাখা। |
03:45 | আপনাকে বেঞ্চ ভাইসের 90 ডিগ্রী সমকোণে রাখুন। |
03:51 | আপনার বাম পা সামনে এবং ডান পা পেছনে রাখুন। |
03:57 | এটি ফাইলিং জন্য শ্রেষ্ঠ স্থান। |
04:00 | এখন দৃঢ়ভাবে আপনার ডান হাতে ফাইলের হ্যান্ডেল ধরুন। |
04:05 | আপনার বাম হাত দিয়ে প্রদর্শিত ফাইলের প্রান্ত ধরুন। |
04:10 | ডান হাতের বুড়ো আঙ্গুল দৃঢ়ভাবে ফাইলের হ্যান্ডেল টিপছে যাচাই করুন। |
04:15 | এখন আমরা ফাইলিং শুরু করতে প্রস্তুত। |
04:18 | ফাইলিং এর তিনটি ধরণ রয়েছে যা হল: |
04:21 | স্ট্রেইট ফরওয়ার্ড ফাইলিং। |
04:23 | ড্র ফাইলিং। |
04:25 | ডায়াগনাল বা ক্রস ফাইলিং। |
04:28 | এক এক করে এগুলি দেখি। |
04:30 | ফাইলকে দৈর্ঘ্য এর সাথে ওয়ার্কপীসের পৃষ্ঠতল বরাবর সরানোকে ফাইলিং স্ট্রেইট ফরওয়ার্ড বলে। |
04:38 | এই মেথডে, ফাইল উপরে এবং নীচে ধীরে ধীরে সরিয়ে সম্পন্ন করা হয়। |
04:44 | আপনি দেখবেন যে আপনার ওয়ার্কপীস ফাইল হচ্ছে এবং অতিরিক্ত এলিমেন্ট সরিয়ে ফেলা হচ্ছে। |
04:51 | ড্র ফাইলিং মেথডে, ফাইল চাপ সহ শরীরের দিকে এগিয়ে আসে। |
04:58 | ডায়াগনাল ফাইলিং মেথডে, ফাইল ওয়ার্কপীসের পৃষ্ঠতল বরাবর আড়াআড়িভাবে সরে আসে। |
05:06 | ফাইলের গতিবিধি আড়াআড়িভাবে ওয়ার্কপীসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হয়। |
05:13 | ফাইলিং সম্পন্ন হলে, ওয়ার্কপীসের পৃষ্ঠতলের মসৃণতা এবং স্কোয়ারনেস যাচাই করতে হবে। |
05:21 | এটি ট্রাই স্কোয়ার এবং ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে করা হয়। |
05:26 | মসৃণতা সঠিক কিনা যাচাই করতে প্রদর্শিত ওয়ার্কপীসে ট্রাই স্কোয়ার রাখুন। |
05:33 | একই জিনিস ওয়ার্ক পীসের তিনটি ভিন্ন জায়গায় করুন। |
05:38 | এটি আলোক উৎসের সামনে যাচাই করুন। |
05:41 | এটি মসৃণতার একটি স্পষ্ট ইঙ্গিত। |
05:44 | পৃষ্ঠ অমসৃণ হলে ওয়ার্কপীস এবং ট্রাই স্কোয়ারের মাঝে আলোক রশ্মি দেখবেন। |
05:52 | এই ক্ষেত্রে, আমাদের আবার ফাইল করতে হবে। |
05:57 | এরপর আমরা ট্রাই স্কোয়ার ব্যবহার করে ওয়ার্কপীসের স্কোয়ারনেস যাচাই করব। |
06:03 | এখানে দেখানো ট্রাই স্কোয়ারকে ওয়ার্কপীসের প্রান্তে রাখুন। |
06:07 | এখন এইভাবে ওয়ার্কপীসের দুটি সন্নিহিত প্রান্তে ট্রাই স্কোয়ারের প্রান্ত স্পর্শ করুন। |
06:14 | ওয়ার্কপীসের দুটি সন্নিহিত প্রান্ত একে অপরের 90 ডিগ্রীতে রয়েছে যাচাই করুন। |
06:20 | না হলে আবার ফাইল করুন। |
06:23 | আরেকটি পরিমাপ যা করতে হবে তা হল ওয়ার্কপীসের বেধ যাচাই করা। |
06:29 | এরজন্য ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করতে হবে। |
06:33 | এখানে দেখানো ওয়ার্কপীসকে ভার্নিয়ার ক্যালিপারের জজের মধ্যে রাখুন। |
06:38 | ওয়ার্কপীসকে বেধ পরিমাপ করুন। |
06:41 | এখন এটি অন্তত ওয়ার্কপীসের তিনটি ভিন্ন স্থানে পুনরাবৃত্তি করুন। |
06:47 | অভিন্ন পরিমাপ বলে যে ওয়ার্কপীসের বেধ সমান। |
06:53 | ফাইলিং এর সময় কি করা উচিত নয় তা দেখি। |
06:57 | ওয়ার্কপীসকে কোনো এঙ্গেলে পরিমাপ করবেন না। |
07:00 | ওয়ার্কপীসকে কেন্দ্র বাদ দিয়ে উভয় প্রান্তে ফাইল করবেন না। |
07:05 | আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
07:08 | সংক্ষিপ্তকরণ করি। এখানে শিখেছি, |
07:12 | ওয়ার্কপীস পরিমাপ করা। |
07:14 | ওয়ার্কপীসের বাড়তি অংশ বাদ দেওয়া। |
07:17 | ওয়ার্কপীস ফাইল করা। |
07:20 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন। |
07:27 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
07:35 | বিস্তারিত তথ্যের জন্য আমাদের ইমেল করুন। |
07:38 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের ICT, MHRD দ্বারা সমর্থিত। |
07:45 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
07:51 | এই টিউটোরিয়ালটি রাষ্ট্রীয় প্রশিক্ষণ মিডিয়া ইনস্টিটিউট, চেন্নাই এর জন্য তৈরী হয়েছে। |
08:03 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। |
08:07 | অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |