STEMI-2017/C3/GVK-EMRI-to-D-Hospital/Bengali
Time | Narration |
00:01 | EMRI ambulance থেকে D Hospital এ স্থানান্তরের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:10 | এখানে আমরা শিখব -
EMRI ambulance থেকে STEMI App এ নতুন রোগীর ডেটা লেখা। একই রোগীর জন্য D Hospital এ STEMI App এ আরো তথ্য লেখা। |
00:27 | আমরা STEMI হোমপৃষ্ঠায় রয়েছি। |
00:30 | এখানে লক্ষ্য করুন। এটি বলে stemiEuser.
এর মানে EMRI ambulance paramedic এই এন্ট্রিগুলি করেছে। |
00:42 | New Patient ট্যাব চয়ন করুন। |
00:45 | একজন রোগী অনুমান করে নিম্ন তথ্য লিখুন। |
00:50 | Basic Details এ, Patient Name , Age, Gender, Phone নম্বর এবং Address লিখুন। |
01:03 | পৃষ্ঠার নীচে Save and Continue বোতাম চয়ন করুন। |
01:08 | App পরবর্তী পৃষ্ঠা Fibrinolytic Checklist এ নিয়ে যাবে। |
01:14 | Fibrinolytic Checklist এ, 12 টি আইটেম রয়েছে কারণ রোগী পুরুষ। |
01:21 | রোগীর মহিলা হলে 13 টি আইটেম দেখাবে। |
01:26 | অতিরিক্ত আইটেম হল Pregnant Female ? Yes / No যা আমরা সেইমত ভরতে হবে. |
01:35 | আমি এই পৃষ্ঠাতে প্রদর্শিত সকল 12 টি আইটেমের জন্য No চেক করব। |
01:40 | এর পর, পৃষ্ঠার নীচে Save and Continue বোতামটি চয়ন করুন। |
01:46 | এটি পরবর্তী পৃষ্ঠাতে নিয়ে আসে - Co-Morbid Conditions |
01:51 | এখানে History এবং Co-Morbid Conditions রয়েছে। |
01:56 | আমি এগুলির কয়েকটি Yes চিহ্নিত করব. |
01:59 | তারপর Diagnosis সেকশন আসে. |
02:03 | Chest Discomfort: আমি Pain চয়ন করব.
Location of Pain: আমি Retrosternal চয়ন করব. Pain Severity: আমি 8 চয়ন করব. |
02:15 | এরপর, অবশিষ্ট কিছু আইটেমের জন্য YES চয়ন করব। |
02:21 | পৃষ্ঠার নীচে Save and Continue বোতাম চয়ন করুন। |
02:27 | এরপর Transportation Details লিখতে হবে। |
02:32 | Transportation Details এ সকল ফীল্ড বাধ্যতামূলক। |
02:37 | তাই আমি এই এন্ট্রিগুলি করব -
Symptom Onset তারিখ এবং সময় Ambulance Call তারিখ এবং সময় Ambulance Arrival তারিখ এবং সময় Ambulance Departure তারিখ এবং সময় |
02:54 | এরপর Transport to STEMI Cluster Yes/No. |
02:59 | Yes চয়ন করলে, এটি Google maps এ খুলবে - দিকের জন্য Google Maps এ হাসপাতালটি সনাক্ত এবং নির্বাচন করতে। |
03:11 | Contacts - রোগীকে কোন হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে তাকে কল করতে বা যোগাযোগের বিবরণ জানাতে। |
03:19 | তারপর Medications during Transportation এ, আমাদের প্রদর্শিত প্রাসঙ্গিক বর্ণন লিখতে হবে. |
03:28 | শেষে পৃষ্ঠার নীচে Finish বোতাম চয়ন করুন। |
03:33 | Transport to STEMI cluster এ No চয়নিত হলে, Save and Continue বোতাম ফীল্ডের নীচে দেখায় এবং নির্দিষ্ট পৃষ্ঠার জন্য ডেটা এন্ট্রি এখানে শেষ হয়. |
03:46 | Save and Continue বোতাম চয়ন করুন। |
03:49 | এটি পৃষ্ঠা সংরক্ষণ করবে। পরবর্তী পৃষ্ঠায় আসি - Discharge Summary. |
03:56 | Discharge Summary এ, Death হল বাধ্যতামূলক ফীল্ড। এটি No চেক করুন। |
04:04 | এরপর Discharge from EMRI Date and Time লিখতে হবে.
Transport To তে: Stemi Cluster Hospital চয়ন করব. |
04:16 | এটি আরো দেখায় যে
Remarks: যদি কিছু থাকে Transfer to Hospital Name: Transfer to Hospital Address: |
04:27 | আমরা হাসপাতালের নাম চয়ন করলে হাসপাতালের ঠিকানা অটোপপুলেট হয়. |
04:34 | কারণ এই হাসপাতালটি ইতিমধ্যে STEMI প্রোগ্রামের অংশ। |
04:41 | হাসপাতালটি STEMI প্রোগ্রামের অংশ না হলে আমাদের ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে - হাসপাতালের নাম এবং ঠিকানা। |
04:52 | ডেটা লেখার পর, পৃষ্ঠার নীচে Finish বোতাম চয়ন করুন। |
04:58 | এটি পৃষ্ঠা সংরক্ষণ করবে। |
05:01 | এখন EMRI Ambulance থেকে নতুন রোগীর ডেটা এন্ট্রি করা সমাপ্ত হয়েছে। |
05:09 | রোগী এখন D Hospital এ পৌঁছেছে। |
05:13 | এটি D Hospital এ অনুসরণ করা পদ্ধতির সারসংক্ষেপ। |
05:20 | এখন D Hospital ইউসার রূপে STEMI হোমপেজে রয়েছি। |
05:24 | Search tab চয়ন করুন। |
05:27 | রোগীর Id বা নাম লিখুন এবং পৃষ্ঠার নীচের Search বোতাম চয়ন করুন। |
05:35 | প্রদর্শিত তালিকা থেকে নির্দিষ্ট রোগী চয়ন করুন। |
05:39 | আমরা পরের পৃষ্ঠায় আসি – Basic Details. |
05:43 | এই নির্দিষ্ট পৃষ্ঠা এডিট করতে পৃষ্ঠার উপরে ডানদিকে Edit বোতাম চয়ন করুন।
একইভাবে অবশিষ্ট পৃষ্ঠাগুলি এডিট করুন। |
05:57 | এখানে EMRI Ambulance এ ভরা সকল বর্ণন দেখতে পারি। |
06:04 | D Hospital এ, D Hospital Arrival Date and Time লিখতে হবে. |
06:11 | এরপর Manual ECG taken Yes/No.
আমি Yes চয়ন করব. |
06:18 | এরপর ECG এর তারিখ এবং সময় পূরণ করুন। |
06:23 | এরপর STEMI Confirmed Yes/No.
আমি Yes চয়ন করব. |
06:30 | তারপর তারিখ এবং সময় পূরণ করুন। |
06:32 | পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন। |
06:36 | আমরা Fibrinolytic Checklist পৃষ্ঠা বাদ দেবো এবং Cardiac History পৃষ্ঠায় যাবো। |
06:44 | প্রথমে আমরা রোগীর হিস্ট্রি সম্পর্কিত প্রাসঙ্গিক বর্ণণ লিখব। |
06:49 | তারপর Clinical Examination এ, নির্দিষ্ট রোগীর বর্ণন লিখুন। |
06:56 | পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন। |
07:00 | আমরা Co-Morbid Conditions পৃষ্ঠায় আসি. |
07:04 | এখানে চিকিৎসার অবস্থা অনুযায়ী রোগীটি যে ওষুধ ব্যবহার করছে তা লিখতে অনুরোধ করা হবে।
রোগীর জন্য প্রাসঙ্গিক এন্ট্রি করুন। |
07:15 | পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন। |
07:19 | আমরা Contact Details পৃষ্ঠায় আসি. |
07:23 | আমাদের রোগীদের আত্মীয়ের Name, Relation Type, Address, City এবং Mobile no লিখতে হবে. |
07:35 | তারপর Occupation লিখুন। |
07:38 | এরপর Aadhar Card No রয়েছে। |
07:41 | এটি করলে, আমাদের Aadhar card এর কপি আপলোড করতে বলে. |
07:47 | পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন। |
07:51 | আমরা Transportation Medications এ আসি. |
07:54 | এই পৃষ্ঠায় রোগী D Hospital এ স্থানান্তরের সময় তাকে দেওয়া ঔষধের বিবরণ রয়েছে। |
08:04 | আমরা Medications prior to Thrombolysis পৃষ্ঠায় আসি. |
08:10 | এই নির্দিষ্ট পৃষ্ঠা এডিট করতে পৃষ্ঠার উপরে ডানদিকে Edit বোতাম চয়ন করুন। |
08:18 | এখানে Thrombolysis এর রোগীকে দেওয়া ঔষধের বিবরণ লিখুন। |
08:27 | আমি Aspirin হিসাবে Yes লিখব, তারপর Dosage, Date এবং Time লিখুন। |
08:32 | তারপর Clopidogrel হিসাবে Yes লিখব এবং Dosage, Date এবং Time লিখুন। |
08:39 | পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন। |
08:43 | আমরা Thrombolysis পৃষ্ঠায় আসি. |
08:46 | এখানে, select any one Thrombolytic agent হিসাবে Streptokinase চয়ন করব। |
08:54 | তারপর Dosage, Date এবং Time লিখুন। |
08:57 | 90 min ECG, Date এবং Time |
09:01 | Successful Lysis Yes/No
এটি 90 mins ECG ভিত্তিক। |
09:10 | নীচে Save and Continue বোতাম চয়ন করুন। |
09:13 | আমরা In-Hospital Summary পৃষ্ঠা এড়িয়ে যেতে পারি। |
09:18 | আমরা পরের পৃষ্ঠা Discharge Summary এ যাবো। |
09:22 | এখানে Death ট্যাব রয়েছে |
09:26 | বিকল্পটি No চয়ন করুন। |
09:28 | তারপর নীচে Save and Continue বোতাম চয়ন করুন। |
09:32 | এরপর হল Discharge Medications. |
09:36 | আবার, ডিসচার্জের সময় রোগীর জন্য উপদিষ্ট প্রাসঙ্গিকগুলি লিখুন। |
09:42 | তারপর নীচে Save and Continue বোতাম চয়ন করুন। |
09:46 | এখন আমরা Discharge বা Transfer পৃষ্ঠায় রয়েছি। |
09:50 | Add Transfer Details বোতাম চয়ন করুন। |
09:54 | এখানে, D Hospital থেকে ডিসচার্জের সময় সম্পর্কিত বর্ণন লিখতে হবে. |
10:01 | এই STEMI Cluster Hospital চয়ন করব. |
10:05 | এটি আরো দেখায় যে
Remarks: যদি কিছু থাকে Transfer to Hospital Name: |
10:13 | আমরা হাসপাতালের নাম চয়ন করলে হাসপাতালের ঠিকানা অটোপপুলেট হয়. |
10:20 | কারণ এই হাসপাতালটি STEMI প্রোগ্রামের অংশ। |
10:27 | Transport Vehicle ফীল্ডে, Private চয়ন করুন। |
10:32 | শেষে Finish বোতামটি চয়ন করুন। |
10:34 | সংক্ষেপে, |
10:36 | এখানে আমরা শিখেছি -
EMRI ambulance থেকে STEMI App এ নতুন রোগীর ডেটা লেখা। একই রোগীর জন্য D Hospital এ STEMI App এ আরো তথ্য লেখা। |
10:53 | STEMI INDIA একটি অলাভজনক সংগঠন হিসেবে গড়ে তোলা হয়েছে
প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক রোগীদের জন্য উপযুক্ত যত্ন অ্যাক্সেসের বিলম্বতা কমাতে এবং হার্ট অ্যাটাকের দরুন মৃত্যু হ্রাস করতে। |
11:07 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
অধিক বিবরণের জন্য, এই সাইটটি পরিদর্শন করুন, http://spoken-tutorial.org |
11:22 | এই টিউটোরিয়ালটিতে অবদান রয়েছে STEMI INDIA এবং আইআইটি বোম্বে থেকে স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের।
এই টিউটোরিয়ালে অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। |