STEMI-2017/C2/Search,-select-and-edit-a-patient-file/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search


Time
NARRATION
00:00 পেশেন্ট ফাইল সার্চ, সিলেক্ট এবং এডিট করার টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:09 এখানে আমরা শিখব - পেশেন্ট ফাইল সার্চ এবং সিলেক্ট করা যা ইতিমধ্যে যন্ত্রে সংরক্ষিত।
00:17 ইতিমধ্যে সংরক্ষিত পেশেন্টের বর্ণন এডিট করা.
00:22 টিউটোরিয়ালটি অনুশীলন করতে STEMI App সংস্থাপন সহ অ্যান্ড্রয়েড ট্যাবলেট এবং
00:30 একটি কার্যকর ইন্টারনেট সংযোগ প্রয়োজন।
00:34 এখন আমরা STEMI হোমপেজে রয়েছি।
00:38 লক্ষ্য করুন এটি এখানে D Hospital user বলে।
00:43 আপনি যে হসপিটালে আছেন তার উপর ভিত্তি করে আপনার লগইন user ID ভিন্ন হতে পারে।
00:50 Search ট্যাব চয়ন করে Search পেজে যান.
00:54 পৃষ্ঠার উপরের বাম দিকে Search পেজের একটি Menu ট্যাব রয়েছে।
01:00 এখানে ছটি Search ক্রাইটেরিয়া রয়েছে - Patient ID, Patient Name, Admission From to End Date, STEMI Status, Type of Hospital, Hospital Cluster.
01:17 এটি পৃষ্ঠা জুড়ে, শীর্ষে দৃশ্যমান।
01:22 এখানে নীচে 14 টি এন্ট্রি দৃশ্যমান।
01:27 কারণ আমার STEMI যন্ত্রে ইতিমধ্যে 14 টিরও বেশী এন্ট্রি রয়েছে।
01:33 আপনি ছোট তালিকা দেখতে পারেন, যদি আপনার STEMI যন্ত্রে 14 টিরও কম এন্ট্রি থাকে।
01:41 কিন্তু 14 টিরও বেশী এন্ট্রি থাকলে সবচেয়ে আধুনিক 14 টি এন্ট্রি প্রদর্শিত হবে.
01:49 একটি Search বোতাম পৃষ্ঠার নীচে ডানদিকে স্থিত।
01:54 ইতিমধ্যেই সংরক্ষিত পেশেন্টের ফাইল খুঁজতে, আমাদের পছন্দিত search criteria লিখতে হবে।
02:03 তারপর পৃষ্ঠার নীচে Search বোতাম চয়ন করুন।
02:08 আমরা একই সময়ে একাধিক search criteria লিখেও পেশেন্টের ফাইল খুঁজতে পারি। এটি খোঁজা হ্রাস হবে।
02:19 মনে রাখবেন Search ট্যাবে, আমরা শুধুমাত্র আগে সংরক্ষিত ফাইল খুঁজতে পারি।
02:26 এর মানে আমার পেশেন্টের বর্ণন লেখার পর Save and Continue চয়ন না করলে পৃষ্ঠাটি সংরক্ষিত হয় না এবং আমরা পরে সেই পৃষ্ঠাটি দেখতে পারি না.
02:40 এখন কিছু ক্রাইটেরিয়া নির্দিষ্ট করি এবং কিছু সংরক্ষিত ফাইল খুঁজি।
02:46 একটি নির্দিষ্ট Patient ID সহ পেশেন্ট ফাইল খুঁজুন।
02:51 প্রদর্শিত তালিকা থেকে কোনো পেশেন্ট ফাইল চয়ন করুন।
02:56 ফাইলটি এখন যন্ত্রে খোলা রয়েছে।
02:59 Patient Id নোট করুন যা পৃষ্ঠার উপরে দেখাচ্ছে।
03:05 আমার ডিভাইসে, এটি আমাদের চয়নিত রোগীর জন্য এই সংখ্যাটি দেখায়।
03:12 আপনার নির্বাচিত রোগীর জন্য আপনি ডিভাইসে ভিন্ন সংখ্যা দেখতে পারেন।
03:17 এই সংখ্যাটি নোট করুন। এটি পরে ব্যবহার করব।
03:22 Patient Id রোগীর থাকা ফাইল কভার থেকেও পেতে পারেন।
03:28 এই সংখ্যাটি ডেটা এন্ট্রির সময় STEMI ডিভাইসে নিয়েই তৈরী হয়।
03:35 এখন পৃষ্ঠার উপরের বাম কোণে Menu ট্যাব চয়ন করুন।
03:42 তারপর Home ট্যাব চয়ন করুন।
03:44 এখন আবার হোম পেজে Search ট্যাব চয়ন করুন।
03:49 আমরা এখন Search পৃষ্ঠায় ফিরে এসেছি।
03:52 এখন Patient Id search criteria তে Patient Id লিখতে হবে.
03:59 আমি Patient Id search criteria তে এই সংখ্যা লিখব। এটি আমাদের আগে উল্লেখ করা ফাইলের সংখ্যা।
04:09 আপনাকে আপনার ডিভাইসে নোট করা সংখ্যা লিখতে হবে।
04:14 এখন পৃষ্ঠার নীচে ডানদিকে Search বোতাম চয়ন করুন।
04:19 রোগীর ফাইলটি লিখিত Patient Id সহ স্ক্রীনে দেখাচ্ছ।
04:26 তার বিষয়বস্তু দেখতে ফাইলটি চয়ন করুন।
04:30 Patient name, Ramesh সহ রোগীর ফাইল চয়ন করুন।
04:35 রোগীর নাম Ramesh সহ রোগীর ফাইলটি পৃষ্ঠাতে দেখায়।
04:40 এখন ফাইল খুলতে এবং বিষয়বস্তু দেখতে ফাইলটি চয়ন করুন।
04:45 এই পৃষ্ঠার উপরে ডানদিকে EDIT আইকনটি লক্ষ্য করুন।
04:50 রোগীর বর্ণন এডিট করতে এই আইকনটি চয়ন করুন।
04:55 সকল পরিবর্তন সংরক্ষণ করতে ভুলবেন না।
04:59 এখন একটি নির্দিষ্ট তারিখের সীমার মধ্যে সংরক্ষিত সকল রোগীর ফাইল খুঁজব।
05:05 আমি From Date এ 1 January 2016 এবং End Date এ 9 February 2016 চয়ন করব।
05:14 আপনি ডিভাইসে যে তারিখে ডেটা এন্ট্রি করেছেন সেই অনুযায়ী তারিখের সীমা চয়ন করুন।
05:22 তারপর পৃষ্ঠার নীচে ডানদিকে Search বোতাম চয়ন করুন।
05:27 1st জানুয়ারী 2016 এবং 9th ফেব্রুয়ারি 2016 এর মাঝে সংরক্ষিত সকল রোগীর ফাইল আমার পৃষ্ঠায় দেখাবে।
05:38 আপনি ডিভাইসে দেওয়া তারিখ সীমার মধ্যে সংরক্ষিত রোগীর ফাইল দেখতে পাবেন।
05:44 এখন বিষয়বস্তু খুলতে এবং দেখতে আপনার পছন্দের ফাইল চয়ন করুন।
05:50 এরপর আমরা STEMI status confirmed ফাইল খুঁজব।
05:55 STEMI status search criteria তে, নিম্ন বিকল্প রয়েছে-

ALL, STEMI Confirmed, STEMI Inconclusive, STEMI not Confirmed, Non STEMI

06:11 আমি STEMI Confirmed চয়ন করে পৃষ্ঠার নীচে ডানদিকে Search বোতাম চয়ন করব।
06:18 পৃষ্ঠাটি STEMI Confirmed স্টেটাস সহ সকল সংরক্ষিত রোগীর ফাইল দেখায়।
06:24 আমার STEMI ডিভাইসে, আমরা 14 টি রোগী দেখতে পারি।
06:28 আপনার STEMI ডিভাইসে তালিকাটি বড় বা ছোট হতে পারে।
06:33 এটি তার উপর নির্ভর করে যে কতজন রোগী STEMI status এ Confirmed হিসাবে চয়নিত।
06:42 একইভাবে, Hospital Type search criteria হিসাবে, নিম্ন বিকল্প রয়েছে-

ALL,EMRI, A Hospital, C Hospital, D Hospital

06:55 এই খোঁজ ডিভাইসে নির্দিষ্ট রোগীর ফাইলটি প্রথম কোথায় তৈরী হয়েছিল তা উপর নির্ভর করে।
07:02 আমি D Hospital চয়ন করে Search বোতাম চয়ন করব।
07:07 আপনি যে রোগী ফাইলটি খুঁজছেন তার উপর ভিত্তি করে hospital type চয়ন করতে হবে.
07:14 আমার ডিভাইসে চয়নিত পৃষ্ঠা D Hospital এ সকল রোগীর ফাইল দেখায়।
07:21 হাসপাতাল থেকে স্থানান্তরিত রোগীর ফাইলগুলি দেখতে এই সার্চ ক্রাইটেরিয়া ব্যবহার করতে পারেন।
07:29 আপনার ক্ষেত্রে, এটি আপনার ডিভাইসে user id অনুযায়ী হবে।
07:34 একইভাবে, Type of Hospital Cluster এ, পছন্দের cluster চয়ন করতে পারি।
07:41 আমি Kovai Medical Centre and Hospital চয়ন করব।
07:45 আপনার ক্ষেত্রে, আপনাকে পছন্দের ক্লাস্টার চয়ন করতে হবে।
07:49 বিশেষ ক্লাস্টারে ক্লাস্টারগুলি হাব হসপিটাল (অর্থাৎ A B Hospital) এর নাম অনুযায়ী হয়.
07:58 তারপর পৃষ্ঠার নীচে ডানদিকে Search বোতাম চয়ন করুন।
08:02 এখন, সেই বিশেষ cluster এর নীচে সংরক্ষিত ফাইল দেখতে পারি।
08:08 সংক্ষেপে, এখানে আমরা শিখেছি - বিভিন্ন search criteria ব্যবহার করে একটি রোগীর ফাইল খোঁজা এবং চয়ন করা।
08:17 এবং ইতিমধ্যে সংরক্ষিত রোগীর বর্ণন এডিট করা।
08:21 STEMI INDIA একটি অলাভজনক সংগঠন হিসেবে গড়ে তোলা হয়েছে

প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক রোগীদের জন্য উপযুক্ত যত্ন অ্যাক্সেসের বিলম্বতা কমাতে এবং হার্ট অ্যাটাকের দরুন মৃত্যু হ্রাস করতে।

08:34 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।

অধিক বিবরণের জন্য, এই সাইটটি পরিদর্শন করুন, http://spoken-tutorial.org

08:48 এই টিউটোরিয়ালটিতে অবদান রয়েছে STEMI INDIA এবং আইআইটি বোম্বে থেকে স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের।

এই টিউটোরিয়ালে অংশগ্রহনের জন্যে ধন্যবাদ।

Contributors and Content Editors

PoojaMoolya