STEMI-2017/C2/Initial-Patient-Details-data-entry/Bengali
Time | Narration |
00:01 | Data entry of Initial Patient Details এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:09 | এখানে আমরা শিখব - STEMI A, B, C এবং D হাসপাতালে সরাসরি এন্ট্রির ক্ষেত্রে STEMI App এ নতুন রোগীর প্রাথমিক বিবরণ লেখা। |
00:25 | EMRI এর জন্য প্রাথমিক ডেটা এন্ট্রি ভিন্ন হবে। |
00:30 | টিউটোরিয়ালটি অনুশীলন করতে, STEMI App সংস্থাপন সহ একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট এবং একটি কার্যকর ইন্টারনেট সংযোগের প্রয়োজন। |
00:43 | আপনার STEMI ডিভাইস এবং STEMI App সম্পর্কে জ্ঞান থাকতে হবে। |
00:49 | না হলে এই ওয়েবসাইটে STEMI টিউটোরিয়াল শৃঙ্খলা দেখুন। |
00:56 | New Patient tab এ, রোগীর মৌলিক বিবরণ রয়েছে, Fibrinolytic checklist, Cardiac History, Co-morbid Conditions এবং Contact details. |
01:11 | এটি যে কোনো STEMI Hospital এ ভর্তি করলে নতুন রোগীর ডেটা এন্ট্রির শুরু চিহ্নিত করে. |
01:19 | STEMI App চয়নের পর, আমরা STEMI হোমপেজে রয়েছি। |
01:24 | প্রাথমিক রোগীর বিবরণীর জন্য ডেমোতে ব্যবহৃত দৃশ্যপট, যা সরাসরি এন্ট্রি হল C Hospital. |
01:32 | কিন্তু A, B এবং D Hospital এর ক্ষেত্রে ডেটা এন্ট্রি অভিন্ন। |
01:41 | New Patient ট্যাব চয়ন করুন। |
01:44 | একটি রোগী অনুমান করে নিম্ন তথ্য লিখুন। |
01:49 | Patient Details এ, BASIC DETAILS রয়েছে। |
01:54 | আমরা এখানে নিম্ন বিবরণ লিখব- Patient Name: Ramesh |
02:01 | Age: 53 |
02:04 | Gender': Male |
02:07 | Phone Number |
02:14 | এবং Address |
02:18 | Payment এর নীচে তালিকাভুক্ত বিকল্পগুলি হল - State BPL Insurance, Private Insurance, Self-Payment. |
02:30 | আমি State BPL Insurance চয়ন করব। |
02:35 | এরপর হল Date & time of symptom onset. |
02:40 | এখানে লক্ষণগুলি লক্ষণীয় হলে তারিখ এবং সময় লিখব। |
02:46 | আমি তারিখ এবং সময় লিখব। |
02:54 | এরপর হল Admission. |
02:57 | এখানে হাসপাতালে ভর্তির পদ্ধতি চয়ন করব। |
03:01 | যেহেতু এটি A, B, C এবং D STEMI হাসপাতালে Direct এডমিশন, আমি Direct চয়ন করব. |
03:14 | STEMI C হাসপাতালে Admission Direct চয়ন করায় আমাদের STEMI C Hospital Arrival Date and Time লিখতে অনুরোধ করবে। |
03:24 | একইভাবে, STEMI D হাসপাতালের ক্ষেত্রে STEMI D Hospital Arrival Date and Time লিখতে অনুরোধ করবে। |
03:34 | STEMI A/B হাসপাতালের ক্ষেত্রে, STEMI A/B Hospital Arrival Date and Time অনুরোধ করবে। |
03:49 | Manual ECG taken: Yes হলে ECG date and time ড্রপ ডাউন হবে. |
04:04 | এরপর STEMI Confirmed. Yes হলে, আমাদের তারিখ এবং সময় পূরণ করতে হবে. |
04:15 | এরপর Transport Details লিখতে হবে। |
04:21 | এখানে পরিবহনের মোড চয়ন করি যার দ্বারা রোগী C Hospital এ এসেছে। |
04:29 | Mode of Transport to Hospital এ, বিকল্পগুলি হল-
Public Vehicle, GVK Ambulance, Private Ambulance, Private Vehicle |
04:41 | GVK EMRI বিকল্পটি সম্ভব যদি STEMI D এবং A/B Hospital এ Direct Admission হয়. |
04:52 | Private Ambulance চয়ন করলে, আমরা ড্রপ ডাউন পেতে পারি
Ambulance Call Date & Time, Ambulance Arrival Date & Time, Ambulance Departure Date & Time |
05:08 | আমরা GVK EMRI Ambulance চয়ন করতে পারি না। |
05:13 | STEMI protocols এ, EMRI ambulances সর্বদা রোগীকে D বা A/B Hospital এ স্থানান্তর করে. |
05:24 | এই সেই হাসপাতাল, যেখানে রোগীর thrombolysis বা PCI treatment হতে পারে। |
05:32 | তাই আমরা নীচে ম্যাসেজ পাই You cannot select GVK Ambulance. |
05:39 | আমি PRIVATE VEHICLE চয়ন করব। |
05:45 | পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন। |
05:50 | buffering চিহ্ন দেখালে অপেক্ষা করুন। |
05:53 | অবিলম্বে পৃষ্ঠা সংরক্ষিত হয় এবং নীচে Saved Successfully ম্যাসেজ দেখায়। |
06:01 | App আমাদের পরের পৃষ্ঠায় নিয়ে আসে, অর্থাৎ Fibrinolytic Checklist. |
06:07 | যেহেতু আমরা পুরুষ রোগীর বিশদ বর্ণন লিখছি, তাই শুধুমাত্র 12 টি পয়েন্ট চেক করতে হবে. |
06:13 | রোগী মহিলা হলে 13 টি আইটেম দেখাতো। |
06:19 | অতিরিক্ত আইটেম হল Pregnant Female Yes/No, যা রোগীর জেন্ডার অনুযায়ী পূরণ করতে হবে। |
06:29 | আমি এই ডেমোর জন্য সকল 12 টি পয়েন্ট No চেক করব। |
06:34 | তারপর, পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন। |
06:39 | buffering চিহ্ন দেখালে অপেক্ষা করুন। |
06:42 | অবিলম্বে পৃষ্ঠা সংরক্ষিত হয় এবং নীচে Saved Successfully ম্যাসেজ দেখায়। |
06:50 | এখন App পরের পৃষ্ঠায় নিয়ে আসে, অর্থাৎ - CARDIAC HISTORY. |
06:56 | Previous MI: Yes হলে ড্রপ-ডাউন MI 1 এবং MI 2 হবে. |
07:04 | MI1 এ, এই বিকল্পগুলি রয়েছে - Anterior wall, Inferior wall, Posterior wall, Lateral wall, RV Infarction. |
07:18 | আমি Anterior Wall চয়ন করব। |
07:21 | একবার MI 1 চয়ন করলে, আরো ড্রপডাউন পাই MI1 Date এবং MI 1 Details. |
07:30 | আমি তারিখ লিখব, MI1 details এ লিখব Patient was stable at the time of discharge. |
07:40 | একইভাবে, MI 2 এর ডেটা লিখুন। |
07:43 | এরপর Angina, এটি Yes হলে ড্রপডাউন পাই Duration: এখানে 2 years চয়ন করব। |
07:54 | এখানে রোগীর অতীতের হিস্ট্রির উপর ভিত্তি করে আমরা বর্ণন লিখব। |
08:00 | এরপর CABG, Yes হলে, CABG Date লিখুন। |
08:06 | রোগীটি অতীতে CABG করেছে কিনা তার উপর ভিত্তি করে তারিখটি লিখতে হবে. |
08:13 | এরপর PCI 1, Yes হলে, আমরা ড্রপডাউন পাই PCI 1 Date এবং PCI 1 Details. |
08:22 | আবার আপনাকে রোগীটি অতীতে PCI করেছে কিনা তার উপর ভিত্তি করে তারিখটি লিখতে হবে. |
08:28 | এরপর, PCI 1 Details লিখুন: আমি লিখব Stenting done. |
08:36 | একইভাবে PCI 2 এর জন্য তথ্য লিখুন। |
08:40 | এরপর হল Diagnosis. |
08:43 | Under Diagnosis এ নিম্ন রয়েছে
Chest Discomfort: বিকল্পগুলি হল- Pain, Pressure, Aches আমি Pain চয়ন করব. |
08:57 | 'Location of Pain: বিকল্পগুলি হল- Retrosternal, Jaw, Left arm, Right arm, Back
আমি Retrosternal চয়ন করব. |
09:10 | এরপর Pain Severity লিখতে হবে:
1 থেকে 10 এর স্কেলে; 1 অন্তত বেদনাদায়ক এবং 10 চরম বেদনাদায়ক আমি 8 চয়ন করব. |
09:23 | Palpitations বিকল্প Yes চয়ন করুন, যদি প্যালপিটেশন থাকে। |
09:30 | বাকিগুলির জন্য, Yes চেক করুন |
09:35 | আমি কয়েকটি Yes চেক করব.
Pallor: Yes, Diaphoresis, Shortness of Breath: এটি হলে এটি চেক করুন। Nausea/ Vomiting: Yes |
09:51 | একই জিনিস দেখা গেলে আবার চেক করুন। |
09:54 | Dizziness: এটি চেক করুন। Syncope:Yes |
10:00 | Clinical Examination এ , আমরা নিম্ন লিখব -
Height (in cm) :175, Weight (in kg) :80 |
10:12 | BMI নিজেই দেখায় যেই height এবং weight লেখা হয়. |
10:17 | BP Systolic :150 mm Hg
BP Diastolic: 110 mm Hg |
10:25 | Heart Rate: 82 beats per minute |
10:30 | পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন। |
10:34 | buffering চিহ্ন দেখালে অপেক্ষা করুন। |
10:37 | পৃষ্ঠা সংরক্ষিত হলে Success ম্যাসেজ দেখায়। |
10:42 | App আমাদের পরবর্তী পৃষ্ঠায় নিয়ে আসে, অর্থাৎ, CO–MORBID CONDITIONS. |
10:49 | Co- Morbid Conditions এ, নিম্ন বর্ণন লিখতে অনুরোধ জানাবে।
Smoking - রোগীর বা আত্মীয়দের রোগীর ধূমপান অভ্যাস সম্পর্কে জিজ্ঞাসা করুন |
11:01 | এখানে বিকল্প রয়েছে: Non Smoker, Current Smoker, Past Smoker, Unknown এবং Passive |
11:10 | আমরা Current Smoker, Past Smoker বা Passive চয়ন করলে আমরা আরো ড্রপ-ডাউন পাই |
11:17 | আমি Current Smoker চয়ন করব. |
11:21 | Beedies রোগীর এটি ধূমপান করলে চেক করুন |
11:24 | Cigarettes রোগীর এটি ধূমপান করলে চেক করুন
আমি উভয় Yes চেক করব. |
11:30 | Number এ, রোগীর কতগুলি বিড়ি বা সিগারেট খায় তার সংখ্যা লিখুন। |
11:37 | Duration যেখানে ধূমপানকারী কত বছর ধূমপান করছে বা আগে ধূমপান করেছে তা লিখব।
আমি 15 yrs লিখব। |
11:48 | Previous IHD: Yes চেক করুন। |
11:53 | Diabetes Mellitus: Yes হলে ড্রপ ডাউন Duration, OHA এবং Insulin রয়েছে। |
12:02 | Duration এর জন্য: আমি 10 বছর লিখব।
OHA: উদাহরণস্বরূপ - Glycophage Insulin: উদাহরণস্বরূপ - Human Actrapid |
12:17 | Hypertension: Yes হলে ড্রপ ডাউন Duration, Medications এবং Medications details রয়েছে। |
12:26 | Duration: আমি 15 yrs চয়ন করব. |
12:30 | Medication: এটি চেক করুন যদি রোগী ঔষধের উপর নির্ভর করে। |
12:35 | তারপর Medication details এ: আমরা কিছু হাইপারটেনশন ঔষধের নাম লিখব।
উদাহরণস্বরূপ- Tenormin, Amilodipine- H ইত্যাদি। |
12:50 | Dyslipidemia: আবার Yes হলে ড্রপডাউন পাই। Medication এবং Medication Details |
12:57 | Medication: Yes চেক করুন।
Medication Details: উদাহরণস্বরূপ Atorvastatin |
13:08 | Peripheral Vascular Disease: Yes চেক করুন। |
13:13 | Stroke: Yes চেক করুন। |
13:16 | Bronchial Asthma: Yes চেক করুন। |
13:19 | Allergies, Yes হলে ড্রপ-ডাউন পাই Allergy details.
এখানে আমি Dairy products লিখব। |
13:27 | পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন। buffering চিহ্ন দেখালে অপেক্ষা করুন। |
13:35 | পৃষ্ঠাটি সংরক্ষিত হয় এবং নীচে Saved Successfully ম্যাসেজ দেখায়। |
13:39 | এখন App পরবর্তী পৃষ্ঠায় নিয়ে আসে - CONTACT DETAILS. |
13:46 | Contact Details এ, রোগীদের আত্মীয়ের বিবরণ লিখতে হবে |
13:51 | 'Relation Name : Ramu
Relation Type: বিকল্প রয়েছে Father, Spouse, Others আমি Father চয়ন করব. |
14:01 | তারপর Address লিখুন। |
14:08 | City
Contact No: Mobile |
14:19 | Occupation: |
14:24 | Aadhar Card No.
ID Proof: এখানে বিকল্প রয়েছে Voter ID, Driving License, Family Card, Passport, Pan Card, Others |
14:41 | আমি Driving License চয়ন করব. |
14:44 | Upload Aadhar: যন্ত্রে আধার কার্ডের স্ন্যাপশট নিয়ে Browse ট্যাব চয়ন করুন। |
14:51 | এবং গ্যালারি থেকে ইমেজ ফাইলটি অ্যাক্সেস App এ সংরক্ষণ করুন। |
14:57 | একইভাবে Driving License এর জন্য করুন। |
15:01 | এই তথ্যটি রোগীর আত্মীয়ের কাছে ফিরে যেতে ফলো আপের সময় সাহায্য করবে। |
15:08 | পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন। |
15:12 | buffering চিহ্ন দেখালে অপেক্ষা করুন। |
15:15 | অবিলম্বে পৃষ্ঠা সংরক্ষিত হয় এবং নীচে Saved Successfully ম্যাসেজ দেখায়। |
15:21 | এটি STEMI A, B, C এবং D Hospital এ direct entry এর ক্ষেত্রে Hospital Admission data entry সম্পূর্ণ করে। |
15:33 | সংক্ষেপে, |
15:35 | এখানে আমরা শিখেছি -
যে কোনো STEMI Hospital এ সরাসরি এন্ট্রির ক্ষেত্রে STEMI App এ নতুন রোগীর প্রাথমিক বিবরণ লেখা। |
15:47 | STEMI INDIA একটি অলাভজনক সংগঠন হিসেবে গড়ে তোলা হয়েছে
প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক রোগীদের জন্য উপযুক্ত যত্ন অ্যাক্সেসের বিলম্বতা কমাতে এবং হার্ট অ্যাটাকের দরুন মৃত্যু হ্রাস করতে। |
16:00 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
অধিক বিবরণের জন্য, এই সাইটটি পরিদর্শন করুন, http://spoken-tutorial.org |
16:14 | এই টিউটোরিয়ালটিতে অবদান রয়েছে STEMI INDIA এবং আইআইটি বোম্বে থেকে স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের। |
16:23 | এই টিউটোরিয়ালে অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। |