STEMI-2017/C2/EMRI-or-Ambulance-data-entry/Bengali
TIME | NARRATION |
00:01 | EMRI বা অ্যাম্বুলেন্স ডেটা এন্ট্রির টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:08 | এখানে আমরা শিখব - একটি অ্যাম্বুলেন্স থেকে STEMI App এ নতুন রোগীর ডেটা লেখা। |
00:16 | টিউটোরিয়ালটি অনুশীলন করতে, STEMI App সংস্থাপন সহ একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট এবং একটি কার্যকর ইন্টারনেট সংযোগের প্রয়োজন। |
00:26 | আমরা STEMI হোমপেজে রয়েছি। |
00:29 | New Patient ট্যাব চয়ন করুন। |
00:31 | একটি রোগী অনুমান করে নিম্ন তথ্য লিখুন। |
00:36 | Basic Details এ, Patient Name: Ramesh. |
00:42 | Age:53, Gender: Male |
00:47 | Phone : 9988776655 |
00:53 | Address: X villa, X road, Coimbatore, Tamil Nadu |
01:00 | পৃষ্ঠাটির নীচে Save & Continue বোতাম চয়ন করুন। |
01:05 | অবিলম্বে, পৃষ্ঠা সংরক্ষিত হয়। পৃষ্ঠার নীচে Saved Successfully পপ আপ ম্যাসেজ দেখায়। |
01:15 | App এখন পরবর্তী পৃষ্ঠা Fibrinolytic Checklist এ নিয়ে আসে. |
01:21 | Fibrinolytic Checklist এ, রোগীর Male হলে 12 টি আইটেম দেখায়। |
01:29 | রোগী Female হলে 13 টি আইটেম দেখাবে। |
01:34 | অতিরিক্ত আইটেম হল Pregnant Female ? Yes / No যা আমরা সেইমত ভরতে হবে. |
01:42 |
আমি এখন সকল 12 টি পয়েন্ট No হিসাবে যাচাই করব। |
01:46 | Systolic BP Greater than 180 mmHg - No
Diastolic BP Greater than 110 mmHg - No |
01:58 | Right Vs Left arm Systolic BP greater than 15 mmHg – No |
02:05 | Significant closed head/facial trauma within the previous 3 months - No |
02:12 | Recent (within 6 weeks) major trauma, surgery (including laser eye surgery), GI / GU Bleed – No |
02:23 | 'Bleeding or clotting problem or on blood thinners –No |
02:28 | CPR greater than 10 min - No
Serious systemic disease (e.g., advanced/terminal cancer, severe liver or kidney disease)–No |
02:42 | History of structural central nervous system disease - No |
02:47 | Pulmonary edema (rales greater than halfway up) - No |
02:54 | Systemic hypoperfusion (cool, clammy) – No |
03:00 | Does the patient have severe heart failure or cardiogenic shock such that PCI is preferable? - No |
03:10 | Fibrinolytic Checklist, thrombolysis এর জন্য আপেক্ষিক contraindication. |
03:18 | এটি অ্যাম্বুলেন্সের প্যারামেডিকে সাহায্য করে রোগীকে স্থানান্তর করতে হবে কিনা তা নির্ধারণ করতে।
D hospital এ যদি নিকটতম হয় এবং Hub hospital 30 মিনিটের দূরুত্ব পার করলে এবং যদি Thrombolysis, contraindicated না হয়. অথবা |
03:37 | A/B Hospital এ: যদি এটি 30 মিনিটের দূরত্বের মধ্যে থাকে এবং যদি Thrombolysis, contraindicated হয়. |
03:48 | একবার Fibrinolytic Checklist সমাপ্ত হলে, নীচে Save & Continue বোতাম চয়ন করুন। |
03:55 | এটি বর্তমান পৃষ্ঠা সংরক্ষণ করবে। buffering চিহ্ন দেখালে অপেক্ষা করুন। |
04:02 | পৃষ্ঠার নীচে Saved Successfully পপ আপ ম্যাসেজ দেখায়। |
04:08 | এবং আমরা পরবর্তী পৃষ্ঠায় আসি - Co-Morbid Conditions. |
04:13 | Co-Morbid Conditions এ, আমরা History and Co-Morbid Conditions এর বর্ণন জানতে পারব। |
04:21 | আমি সবগুলি Yes হিসাবে চেক করব. |
04:24 | Smoker: Yes, Previous IHD: Yes, Diabetes Mellitus: Yes
Hypertension: Yes, Dyslipidemia: Yes, Stroke: Yes Bronchial Asthma: Yes, Allergies: Yes |
04:45 | Diagnosis : Chest Discomfort: বিকল্পগুলি হল Pain, Pressure, Aches. আমি Aches চয়ন করব. |
04:54 | Location of Pain: বিকল্পগুলি হল Retrosternal, Jaw, L arm (যা বাম হাত), R arm (যা ডান হাত), Back.
আমি L arm চয়ন করব. |
05:10 | 'Pain Severity (বাধ্যতামূলক ফীল্ড) ':' স্কেল 1 থেকে 10, 1 হল সর্বনিম্ন এবং 10 হল সর্বোচ্চ ব্যথা।
আমি 8 চয়ন করব. |
05:22 | Palpitation: Yes
Pallor: Yes, Diaphoresis: Yes |
05:30 | Shortness of breath: Yes
Nausea/ Vomiting: Yes, Dizziness: Yes, Syncope: Yes |
05:41 | ডেটা লেখার পর, পৃষ্ঠার নীচের অংশে Save & Continue বোতামটি চয়ন করুন। |
05:48 | এটি বর্তমান পৃষ্ঠা সংরক্ষণ করবে। buffering চিহ্ন দেখলে অপেক্ষা করুন। |
05:55 | পৃষ্ঠার নীচে Saved Successfully পপ আপ ম্যাসেজ দেখায়। আমরা পরবর্তী পৃষ্ঠায় আসি - Transportation Details. |
06:07 | Transportation Details এ, সকল 5 টি ফীল্ড বাধ্যতামূলক। |
06:13 | Symptom Onset, তারিখ এবং সময় |
06:16 | Ambulance Call, তারিখ এবং সময়
Ambulance Arrival, তারিখ এবং সময় |
06:23 | Ambulance Departure, তারিখ এবং সময়
Transport to STEMI Cluster', Yes No. |
06:30 | Yes চয়ন করলে, এটি Google maps এ খুলবে - দিকের জন্য Google Maps এ হাসপাতালটি সনাক্ত এবং নির্বাচন করতে। |
06:40 | Contacts - রোগীকে কোন হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে তাকে কল করতে বা যোগাযোগের বিবরণ জানাতে। |
06:48 | Medications during Transportation:'
Oxygen: যদি Yes Oxygen Amount: 5L/ 10L আমি 5L চয়ন করব. |
06:59 | Aspirin 325mg : যদি Yes
তারিখ এবং সময় |
07:05 | Clopidogrel 600 mg : যদি Yes তারিখ এবং সময় |
07:11 | Prasugrel 60 mg: যদি Yes তারিখ এবং সময় |
07:16 | Ticagrelor 180 mg: যদি Yes
তারিখ এবং সময় |
07:22 | Unfractionated Heparin: যদি Yes
Route: IV Dosage:bolus 60Units/kg তারিখ এবং সময় |
07:33 | একইভাবে, LMW Heparin এর জন্য No চয়ন করব. |
07:40 | N Saline: 2 pint
Nitroglycerine: 5mcg /min |
07:49 | Morphine: 1mg /ml
Atropine: 1ml amp |
07:57 | একবার ডেটা লেখা হলে, পৃষ্ঠা সংরক্ষণ করতে পৃষ্ঠার নীচে Save & Continue বোতামে টিপে এটি সংরক্ষণ করুন এবং এগোন। |
08:09 | Transportation to STEMI cluster এ No চয়নিত থাকলে ফীল্ডের নীচে Save and Continue বোতাম দেখায় এবং নির্দিষ্ট পৃষ্ঠার জন্য ডেটা এন্ট্রি এখানে সমাপ্ত হয়. |
08:23 | Save and Continue বোতামটি চয়ন করুন। |
08:26 | এটি বর্তমান পৃষ্ঠা সংরক্ষণ করবে। buffering চিহ্ন দেখালে অপেক্ষা করুন। |
08:33 | পৃষ্ঠার নীচে Saved Successfully পপ আপ ম্যাসেজ দেখায়। পরবর্তী পৃষ্ঠায় আসি - Discharge Summary. |
08:43 | Discharge Summary এ, Death হল বাধ্যতামূলক ফীল্ড। |
08:48 | Yes চয়ন করলে, এটি Cause of death এ খোলে - Cardiac / Non Cardiac এর মধ্যে চয়ন করুন।
আমি Cardiac চয়ন করব. |
08:58 | Death: তারিখ এবং সময়
Remarks: যদি কিছু থাকে ডেটা এন্ট্রি এখানে শেষ হয়. |
09:05 | death কে No চয়ন করলে এটি Discharge from EMRI Date and Time এ খোলে |
09:14 | Transport To: Stemi Cluster Hospital, Non-Stemi Cluster Hospital বা Home থেকে চয়ন করুন। |
09:23 | আমি Stemi Cluster Hospital চয়ন করব। |
09:26 | STEMI Cluster Hospital বা Non STEMI Cluster Hospital চয়নিত হলে, এটি দেখায় যে |
09:34 | Remarks: যদি কিছু থাকে
Transfer to Hospital Name: Kovai Medical Center and Hospital Transfer to Hospital Address: 3209, Avinashi Road, Sitra, Coimbatore, Tamil Nadu - 641 014 |
09:54 | আমরা হাসপাতালের নাম চয়ন করলে হাসপাতালের ঠিকানা অটোপপুলেট হয়. |
10:01 | কারণ এই হাসপাতালটি STEMI প্রোগ্রামের অংশ। |
10:09 | ডেটা লেখার পর, পৃষ্ঠার নীচে Finish ট্যাব চয়ন করুন। |
10:16 | এটি বর্তমান পৃষ্ঠা সংরক্ষণ করবে। buffering চিহ্ন দেখালে অপেক্ষা করুন। |
10:22 | এখন পৃষ্ঠা সংরক্ষিত এবং ডেটা এন্ট্রি শেষ হয়. |
10:28 | পৃষ্ঠার নীচে Saved Successfully পপ আপ ম্যাসেজ দেখায়। |
10:33 | সংক্ষিপ্তকরণ করি. |
10:35 | এখানে আমরা শিখেছি- একটি অ্যাম্বুলেন্স থেকে STEMI App এ নতুন রোগীর ডেটা লেখা। |
10:44 | STEMI INDIA একটি অলাভজনক সংগঠন হিসেবে গড়ে তোলা হয়েছে
প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক রোগীদের জন্য উপযুক্ত যত্ন অ্যাক্সেসের বিলম্বতা কমাতে এবং হার্ট অ্যাটাকের দরুন মৃত্যু হ্রাস করতে। |
10:59 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
অধিক বিবরণের জন্য, এই সাইটটি পরিদর্শন করুন, http://spoken-tutorial.org |
11:13 | এই টিউটোরিয়ালটিতে অবদান রয়েছে STEMI INDIA এবং আইআইটি বোম্বে থেকে স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের।
এই টিউটোরিয়ালে অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। |