STEMI-2017/C2/C-Hospital-data-entry/Bengali
Time | Narration |
00:01 | C Hospital data entry এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এখানে আমরা শিখব -
C Hospital এ সরাসরি এন্ট্রির ক্ষেত্রে STEMI App এ নতুন রোগীর প্রাথমিক বিবরণ লেখা। |
00:16 | টিউটোরিয়ালটি অনুশীলন করতে, STEMI App সংস্থাপন সহ একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট এবং একটি কার্যকর ইন্টারনেট সংযোগের প্রয়োজন। |
00:26 | আপনার STEMI ডিভাইস এবং STEMI App সম্পর্কে জ্ঞান থাকতে হবে। |
00:32 | না হলে এই ওয়েবসাইটে STEMI টিউটোরিয়াল শৃঙ্খলা দেখুন। |
00:38 | এর আগে আমরা Contact Details পৃষ্ঠা পর্যন্ত ডেটা এন্ট্রি পূর্ণ করা শিখেছি। |
00:44 | C Hospital Data Entry তে, App পরবর্তী পৃষ্ঠা In – Hospital Summary তে নিয়ে যাবে। |
00:53 | এখানে Medication in hospital রয়েছে।
Nitroglycerine যদি Yes, Route: Oral, Dosage: 2.5 mg, Date এবং Time |
01:09 | Dopamine যদি Yes
Route: IV Dosage: 5ml in 45ml of 0.9% NS Date এবং Time
|
01:25 | Dobutamine যদি Yes
Route: IV Dosage: 5ml in 45ml of 0.9% NS Date এবং Time |
01:40 | Adrenaline যদি Yes, Route: IV, Dosage: 4ml in 46ml of 0.9% NS, Date এবং Time |
01:55 | Nor – Adrenaline যদি Yes, Route: IV, Dosage: 2ml in 48ml of 0.9% NS, Date এবং Time |
02:11 | Other Drugs যদি Yes
Name: Vasopressin, Route: IV, Dosage: 1ml in 19ml of 0.9% NS, Date এবং Time |
02:31 | লক্ষ্য করুন উপরের ডোসেজ এবং ওষুধের চয়ন ডেমো উদ্দেশ্য বোঝানোর একটি উদাহরণ। |
02:39 | রোগীর অবস্থা এবং চিকিত্সার modalities অনুযায়ী ওষুধ দেওয়া হয়. |
02:45 | পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন। buffering চিহ্ন দেখলে অপেক্ষা করুন। |
02:53 | অবিলম্বে পৃষ্ঠাটি সংরক্ষিত হয় এবং নীচে Saved Successfully ম্যাসেজ দেখায়। |
03:00 | App পরের র্পৃষ্ঠা ADVERSE Events এ নিয়ে আসে. |
03:04 | Adverse Events এ, আমাদের Yes বা No চয়ন করতে হবে. |
03:10 | প্রতিটি ক্ষেত্রে Yes চয়ন করলে, কিছু অতিরিক্ত তথ্য লিখতে বলা হবে। এটি শুরু করি. |
03:18 | Re-infarction: Yes হলে আমাদের নিম্ন লিখতে হবে - Location of Re-Infarction:
বিকল্পগুলি হল Inferior, Posterior, RV, Anterior, Lateral; তারপর Date এবং Time লিখুন। |
03:37 | Repeat PCI: Yes হলে, Date এবং Time লিখুন। |
03:44 | CABG: Yes হলে, Date এবং Time লিখুন। |
03:50 | Stroke: Yes হলে, Date এবং Time লিখুন। |
03:55 | Cardiogenic Shock: Yes হলে, Date এবং Time লিখুন। |
04:02 | Access Site Hemorrhage: Yes হলে, Date এবং Time লিখুন। |
04:09 | Major Bleed: Yes হলে, Date এবং Time লিখুন। |
04:15 | Minor Bleed: Yes হলে, Date এবং Time লিখুন। |
04:23 | উপরের কিছু Adverse Events থাকলে তা চয়ন করুন এবং এটি ঘটার তারিখ এবং সময় লিখুন।
এখনকার জন্য আমি সব No চয়ন করব. |
04:33 | পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন। |
04:37 | buffering চিহ্ন দেখলে অপেক্ষা করুন। |
04:40 | অবিলম্বে এই পৃষ্ঠা সংরক্ষিত হবে এবং সফল ম্যাসেজ নীচে দেখাবে। |
04:46 | App আমাদের পরবর্তী পৃষ্ঠা Discharge Summary তে নিয়ে যাবে। |
04:51 | Discharge Summary তে, Death রয়েছে।
রোগী মারা গেলে এটি Yes চিহ্নিত করা হয় এবং একটি ড্রপডাউন পাই, Reason of death তারপর Others. |
05:02 | Reason for death এ, বিকল্প- Cardiac এবং Non Cardiac রয়েছে।
এদের একটি চয়ন করলে আমরা ড্রপ ডাউন পাই, Death তারিখ এবং সময়। |
05:14 | Others এ, রোগীর মৃত্যুর অন্যান্য কারণগুলি লিখতে হবে এবং তারপর Death তারিখ এবং সময়। |
05:22 | একবার একটি বিকল্প চয়ন করলে ডেটা এন্ট্রি সমাপ্ত হয়। |
05:28 | রোগী মারা না গেলে Noচিহ্নিত করুন এবং Discharge Medications এ যান.
আমি এখন Death হিসাবে No চয়ন করব। |
05:38 | পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন। |
05:42 | অবিলম্বে পৃষ্ঠাটি সংরক্ষিত হয় এবং নীচে Saved ম্যাসেজ দেখায়। |
05:47 | App আমাদের পরের পৃষ্ঠা Discharge Medications এ নিয়ে আসে. |
05:52 | এখানে Aspirin, Clopidogrel, Prasugrel, Ticagrelor, ACEI, ARB, Beta Blocker, Nitrate, Statin, Others রয়েছে। |
06:10 | ডিসচার্জের সময় রোগীদের নির্ধারিত ওষুধগুলি Yes হিসাবে চিহ্নিত করা উচিত। |
06:17 | এই ডেমোর জন্য আমি কয়েকটি Yes চিহ্নিত করব. |
06:21 | পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন। |
06:24 | অবিলম্বে পৃষ্ঠাটি সংরক্ষিত হয় এবং নীচে Success ম্যাসেজ দেখায়। |
06:30 | App পরের পৃষ্ঠা Discharge/ Transfer এ নিয়ে আসে. |
06:35 | Discharge from C hospital. Date এবং Time পূরণ করুন। |
06:43 | Discharge To ফীল্ডে, একটি বিকল্প চয়ন করুন -
Stemi Cluster Hospital, Non-Stemi Cluster Hospital বা Home. |
06:54 | Home চয়ন করলে আর কোনো ড্রপ ডাউন পাই না. |
06:58 | Non STEMI Cluster Hospital চয়নিত হলে
আমাদের নিজে থেকে Transfer to Hospital Name এবং Transfer to Hospital Address লিখতে হবে. |
07:09 | Non STEMI Hospital এর বর্ণণ ডেটাবেসে উপলব্ধ নয়. |
07:15 | আমি Stemi Cluster Hospital চয়ন করতে যাচ্ছি। |
07:19 | STEMI Cluster Hospital চয়ন করলে
এটি Remarks ফীল্ড দেখায়, যেখানে রিমার্ক থাকলে জুড়তে পারি। |
07:27 | তারপর Transfer to Hospital Name: আমি Kovai Medical Center and Hospital লিখব।
Transfer to Hospital Address: 3209, Avinashi Road, Sitra, Coimbatore, Tamil Nadu - 641 014 |
07:43 | এখন হাসপাতালের নাম চয়ন করলে হাসপাতালের এড্রেস অটো-পপুলেট হয়। |
07:50 | কারণ এই হাসপাতাল ইতিমধ্যে STEMI প্রোগ্রামের অংশ. |
07:56 | Transport Vehicle ফীল্ডে, আমরা Private Vehicle, Ambulance চয়ন করতে পারি
আমি Private Vehicle চয়ন করতে যাচ্ছি। |
08:06 | পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন। |
08:10 | অবিলম্বে পৃষ্ঠাটি সংরক্ষিত হয় এবং নীচে Success ম্যাসেজ দেখায়। |
08:15 | App পরের পৃষ্ঠা Follow up এ নিয়ে আসে. |
08:19 | Follow up Details এ,
Duration of Follow-Up Visit রয়েছে: 1 month, 6 months, 1 year, 2 years, 3 years, 4 years এবং 5 years |
08:33 | ফলো আপ এর উপর নির্ভর করে যে কোনো একটি বিকল্প চয়ন করুন
আমি 1 month চয়ন করব. |
08:41 | এরপর Follow- Up Date পূরণ করুন। |
08:44 | এরপর Mode of Follow-Up.
Hospital, Telephonic, Loss to Follow Up |
08:51 | Follow-Up মোড অনুযায়ী যে কোনো একটি বিকল্প চয়ন করুন। |
08:57 | Loss to Follow Up মোড চয়নিত হলে আর কোনো ড্রপ ডাউন হবে না. |
09:01 | Hospital/ Telephonic মোড চয়নিত হলে আমরা Type of follow- up Hospital ড্রপ-ডাউন পাই. |
09:09 | Type of follow- Up Hospital এ বিকল্প হল
STEMI, Non STEMI, No Follow Up |
09:16 | No Follow- Up হয়ে গেলে নীচে Save & Continue বোতাম চয়ন করে পরবর্তী পৃষ্ঠায় যান। |
09:24 | Non STEMI চয়নিত হলে নিম্নের বর্ণণ আলাদা করে লিখতে হবে।
Name of the Follow- Up Hospital এবং Follow- Up Hospital Address |
09:35 | আবার এখানে STEMI চয়ন করতে যাচ্ছি। STEMI চয়নিত হলে এখানে ড্রপ-ডাউন রয়েছে। |
09:42 | আমাদের Name of the Cluster: KMCH পূরণ করতে হবে.
Name of the Follow -Up Hospital: Coimbatore Medical College Hospital |
09:51 | Follow- Up Hospital Address: Trichy Road, Gopalapuram, Coimbatore, Tamil Nadu -641018
এই এড্রেসও অটোপপুলেট হয়. |
10:04 | পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন। |
10:08 | buffering চিহ্ন দেখলে অপেক্ষা করুন। অবিলম্বে পৃষ্ঠাটি সংরক্ষিত হয় এবং নীচে Saved Successfully ম্যাসেজ দেখায়। |
10:17 | App পরের পৃষ্ঠা Medication এ নিয়ে আসে. |
10:22 | Medication এ এই বিকল্প রয়েছে:
Aspirin, Clopidogrel, Prasugrel, Nitrate, Beta Blocker, ACEI, ARB, Statins, OHA, Insulin |
10:39 | ফলো আপের সময় রোগী যে ওষুধের উপর রয়েছে তা Yes চয়ন করুন।
আমি কয়েকটি Yes চয়ন করব. |
10:48 | পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন। |
10:52 | buffering চিহ্ন দেখলে অপেক্ষা করুন। অবিলম্বে পৃষ্ঠাটি সংরক্ষিত হয় এবং নীচে Saved Successfully ম্যাসেজ দেখায়। |
11:02 | App পরের পৃষ্ঠা Events এ নিয়ে আসে. |
11:05 | এই পৃষ্ঠা ফলো-আপের সময় ঘটা Events এর বর্ণণ দেয়। |
11:12 | Recurrence of Angina: এটি Yes চেক করতে হবে.
TMT: পজিটিভ বা নেগেটিভ, TMT হয়েছে কিনা তার তা নির্ভর করে. |
11:23 | Echo LVEF: বর্ণণ লিখুন
Re CART: Yes হলে তারিখ. |
11:32 | Restenosis: Yes হলে তারিখ.
Re - MI: Yes হলে তারিখ. |
11:40 | Re- Intervention: Yes হলে তারিখ.
TLR PCI : Yes/ No, TVR PCI : Yes/No, Non TVR PCI : Yes/ No |
11:52 | CABG: Yes হলে তারিখ. |
11:57 | Death: Yes হলে Death এর তারিখ. |
12:02 | এবং Reason of Death: Cardiac/ Non Cardiac |
12:06 | ফলো-আপ তারিখ পর্যন্ত সকল ইভেন্টের জন্য Yes চয়ন করুন।
আমি এখনকার জন্য সব No চয়ন করছি। |
12:16 | শেষে পৃষ্ঠার নীচে Finish বোতাম চয়ন করুন। |
12:21 | buffering চিহ্ন দেখলে অপেক্ষা করুন। অবিলম্বে পৃষ্ঠাটি সংরক্ষিত হয় এবং নীচে Saved Successfully ম্যাসেজ দেখায়। |
12:30 | এটি C Hospital এ সরাসরি আসা গীর ডেটা এন্ট্রি সমাপ্ত করে। |
12:35 | সংক্ষেপে, |
12:37 | এখানে আমরা শিখেছি - C Hospital এ সরাসরি এন্ট্রির ক্ষেত্রে STEMI App এ নতুন রোগীর প্রাথমিক সম্পূর্ণ বিবরণ লেখা। |
12:49 | STEMI INDIA একটি অলাভজনক সংগঠন হিসেবে গড়ে তোলা হয়েছে
প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক রোগীদের জন্য উপযুক্ত যত্ন অ্যাক্সেসের বিলম্বতা কমাতে এবং হার্ট অ্যাটাকের দরুন মৃত্যু হ্রাস করতে। |
13:03 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
অধিক বিবরণের জন্য, এই সাইটটি পরিদর্শন করুন, http://spoken-tutorial.org |
13:16 | এই টিউটোরিয়ালটিতে অবদান রয়েছে STEMI INDIA এবং আইআইটি বোম্বে থেকে স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের।
এই টিউটোরিয়ালে অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। |