QGIS/C3/Table-Joins-and-Spatial-Joins/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Table Joins and Spatial Joins in QGIS এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:08 | এই টিউটোরিয়ালে আমরা দুটি data-sets এর attribute tables জোড়া শিখব যাতে রয়েছে কমন ফীল্ড এবং same spatial data. |
00:19 | এখানে আমি ব্যবহার করছি,
Ubuntu Linux OS সংস্করণ 16.04 |
00:26 | QGIS সংস্করণ 2.18 |
00:30 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে শিক্ষার্থীকে QGIS ইন্টারফেসের সাথে পরিচিত হতে হবে। |
00:36 | পূর্বশর্ত QGIS টিউটোরিয়ালের জন্য এই ওয়েবসাইটে যান। |
00:42 | প্লেয়ারের নীচে স্থিত Code files লিঙ্কে দেওয়া ফোল্ডারটি ডাউনলোড করুন। |
00:48 | ডাউনলোড করা zip ফাইলের বিষয়বস্তু এক্সট্র্যাক্ট করুন এবং একটি ফোল্ডারে সংরক্ষণ করুন। |
00:54 | আমি ইতিমধ্যেই Code files ডাউনলোড, এক্সট্র্যাক্ট করেছি এবং Desktop এ ফোল্ডারে সংরক্ষণ করেছি। |
01:01 | ফোল্ডারটি খুলতে এতে ডবল ক্লিক করুন। |
01:04 | এক্সট্র্যাক্ট করা ফোল্ডারে Stations.shp ফাইলে যান। |
01:09 | Stations.shp ফাইল ভারত জুড়ে আবহাওয়া স্টেশন বা এয়ার স্টেশনের স্থান দেখায়। |
01:17 | এই টিউটোরিয়ালটি অনুশীলন করার আমাদের কাছে অন্যান্য ফাইলও রয়েছে। |
01:23 | attribute tables জোড়ার মানে হল, দুটি data-sets এর মাঝে attribute data একত্রিত করা। |
01:30 | টেবিল জোড়ার এখানে দুটি উপায় রয়েছে,
Table Join অর্থাৎ এক বা একাধিক কমন কলাম data যুক্ত tables জোড়া। |
01:40 | Spatial Join অর্থাৎ একই spatial data যুক্ত tables জোড়া। |
01:46 | এই টিউটোরিয়ালে আমরা উভয় পদ্ধতি বুঝবো। |
01:50 | আরও তথ্যের জন্য এই ওয়েবসাইটে যান। |
01:54 | QGIS ইন্টারফেস খুলুন। |
01:57 | প্রথমে, আমরা কমন ফীল্ড সহ attribute tables জুড়বো। |
02:02 | বাম দিকের টুলবার থেকে Add Vector Layer টুলে ক্লিক করুন। |
02:07 | Add Vector Layer ডায়ালগ বাক্স খোলে। |
02:10 | Dataset ফীল্ডের পাশে Browse বোতামে ক্লিক করুন। একটি ডায়ালগ বাক্স খোলে। |
02:17 | Desktop এ Code files ফোল্ডার থেকে Stations.shp ফাইলে যান। |
02:22 | Open বোতামে ক্লিক করুন। |
02:25 | Add vector layer ডায়ালগ বাক্সে, Open বোতামে ক্লিক করুন। |
02:30 | Stations.shp layer, Layers Panel এ জুড়ে যাবে। |
02:35 | ক্যানভাসে সংশ্লিষ্ট মানচিত্র দেখায়। |
02:39 | এই মানচিত্র ভারতের বিভিন্ন রাজ্যে স্থিত আবহাওয়া কেন্দ্র সম্পর্কিত পয়েন্ট ফীচার দেখায়। |
02:47 | এই লেয়ারের জন্য attribute table খুলুন। |
02:51 | Layers Panel এ, Stations.shp তে ডান ক্লিক করুন। |
02:56 | কনটেক্সট মেনু থেকে Open Attribute Table বিকল্পটি চয়ন করুন। |
03:01 | Attribute table খোলে। |
03:03 | লক্ষ্য করুন data শুধুমাত্র একটি অ্যাট্রিবিউট District এর জন্য উপলব্ধ। |
03:10 | attribute table মিনিমাইজ করুন। |
03:13 | এখন আমরা আরেকটি data-set জুড়বো যা Layers Panel এ স্প্রেডশীট। এই ডেটা সেট CSV ফর্ম্যাটে রয়েছে৷ |
03:23 | মেনু বারে Layer মেনুতে ক্লিক করুন। Add layer এ ক্লিক করুন। |
03:30 | সাব মেনু থেকে Add Delimited Text Layer বিকল্পে ক্লিক করুন। |
03:35 | একটি ডায়ালগ বাক্স খোলে। |
03:38 | File Name ফীল্ডের পাশে স্থিত Browse বোতামে ক্লিক করুন। |
03:43 | একটি ডায়ালগ বাক্স খোলে। |
03:46 | Desktop এ Code files ফোল্ডার থেকে Rainfall.csv ফাইলে যান। Open বোতামে ক্লিক করুন। |
03:54 | In the Delimited Text File ডায়ালগ বাক্সে, File Format হিসাবে CSV চয়ন করুন। |
04:01 | No geometry তে Geometry definition চয়ন করুন। অন্য সকল ফীল্ড একই রেখে দিন। |
04:09 | OK বোতামে ক্লিক করুন। |
04:12 | QGIS ক্যানভাসে Rainfall layer, Layers Panel জুড়ে যাবে। |
04:18 | Rainfall layer এ ডান ক্লিক করুন। |
04:21 | কনটেক্সট মেনু থেকে Open Attribute Table এ ক্লিক করুন। |
04:26 | Attribute table খোলে। Attribute table এ বিভিন্ন জেলার জন্য জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের তথ্য রয়েছে। |
04:37 | Stations attribute table ম্যাক্সিমাইজ করুন এবং উভয় tables এর তুলনা করুন। |
04:43 | মনে রাখবেন, District ফীল্ড Rainfall এবং Stations layers উভয় ক্ষেত্রে সমান। |
04:50 | এখন আমরা Rainfall layer থেকে Stations layer পর্যন্ত attribute data জুড়বো। |
04:56 | Stations attribute table এ শুধুমাত্র একটি কলাম District রয়েছে। |
05:02 | আমরা Rainfall data কে Stations attribute table এ জুড়বো। |
05:07 | attribute tables বন্ধ করুন। |
05:10 | Layers Panel এ Stations layer চয়ন করুন। |
05:14 | এই লেয়ার Rainfall layer থেকে নতুন ডেটা পাবে। |
05:19 | Stations layer এ ডান ক্লিক করুন। |
05:22 | কনটেক্সট মেনু থেকে Properties বিকল্পে ক্লিক করুন। |
05:26 | Layer Properties ডায়ালগ বাক্স খোলে। বাম প্যানেল থেকে Joins এ ক্লিক করুন। |
05:33 | নতুন উইন্ডোতে, নীচে বাম কোণে স্থিত plus চিহ্নে ক্লিক করুন। |
05:39 | Add vector join ডায়ালগ বাক্স খোলে। |
05:43 | এখানে Join layer, Join field এবং Target field চয়ন করার বিকল্প রয়েছে। |
05:51 | Join layer হবে Rainfall layer, যেখান থেকে ডেটা Stations attribute table এ জুড়ে যাবে। |
05:59 | এখানে Rainfall layer ইতিমধ্যেই চয়নিত। |
06:03 | Join field হল Rainfall table এ জোড়ার ফীল্ড বা অ্যাট্রিবিউট। |
06:10 | Join field এ, ড্রপ ডাউন থেকে District চয়ন করুন। |
06:15 | Target field হল Stations table এ যুক্ত করার ফীল্ড। |
06:20 | Target field এ, District ইতিমধ্যেই চয়নিত। |
06:25 | এই ফীল্ড উভয় tables এর জন্য সমান। |
06:29 | Choose which fields are joined চেক বাক্সে চেক করুন। |
06:34 | নীচের টেক্সট বাক্সটি এখন সকল কলাম এবং চেক বাক্স দ্বারা পূর্ণ। |
06:41 | টেক্সট বাক্সে কলাম January থেকে Annual Average বাক্স চেক করুন৷ |
06:48 | Add vector join ডায়ালগ বাক্স বন্ধ করতে OK বোতামে ক্লিক করুন। |
06:53 | Layer Properties ডায়ালগ বাক্সে, যুক্ত করা লেয়ার এবং কলাম সম্পর্কে তথ্য উপরে দেওয়া হয়েছে। |
07:02 | Apply বোতাম এবং তারপর OK বোতামে ক্লিক করুন। |
07:06 | QGIS ইন্টারফেসে, আগে দেখানো অনুযায়ী Stations layer এর জন্য attribute table খুলুন। |
07:14 | লক্ষ্য করুন এই টেবিল সকল স্টেশনের জন্য Rainfall data দেখায়। |
07:20 | attribute table বন্ধ করুন। |
07:23 | এরপর আমরা শিখব লোকেশন দ্বারা দুটি data-sets এর attribute table কিভাবে জোরে। |
07:30 | Layers Panel এ আরেকটি লেয়ার যোগ করুন। |
07:34 | এর জন্য Add Vector Layer টুলে ক্লিক করুন। |
07:38 | Add Vector Layer ডায়ালগ বাক্সে, Browse বোতামে ক্লিক করুন। |
07:43 | Desktop এ Code files ফোল্ডার থেকে Admin.shp তে যান। |
07:49 | Open বোতামে ক্লিক করুন। |
07:51 | আবার Add Vector Layer ডায়ালগ বাক্সে Open বোতামে ক্লিক করুন। |
07:56 | Admin layer এখন Layers Panel এ জুড়ে গেছে। |
08:00 | Admin layer মানচিত্র ভারতের প্রশাসনিক রাজ্যের সীমানা দেখিয়ে খোলে। |
08:07 | Layers panel এ Admin layer এ ক্লিক করুন। |
08:11 | ড্রেগ করে এটিকে Stations layer এর নীচে টেনে আনুন। |
08:15 | এখন আমরা বিভিন্ন রাজ্যে স্থিত পয়েন্ট ফীচার দেখতে পারি। |
08:20 | Admin layer এর জন্য attribute table খোলে। |
08:24 | attribute table রাজ্য সম্পর্কিত তথ্য দেখায়। |
08:29 | Admin attribute table মিনিমাইজ করুন। আবার Stations attribute table খোলে। |
08:36 | এখন আমরা Stations layer এবং Admin layer এর জন্য স্থান থেকে attributes জুড়বো। |
08:43 | উভয় attribute tables বন্ধ করুন। |
08:47 | Vector মেনুতে ক্লিক করুন। |
08:48 | মেনুতে স্ক্রোল করুন এবং Data Management Tools এ ক্লিক করুন। |
08:53 | সাব মেনু থেকে Join attributes by location চয়ন করুন। |
08:58 | Join attributes by location ডায়ালগ বাক্স খোলে। |
09:02 | Target vector layer এর জন্য ড্রপ ডাউনে ক্লিক করুন। |
09:05 | এখানে attribute table জুড়তে আমাদের target vector layer নির্দিষ্ট করতে হবে। |
09:12 | আমাদের ক্ষেত্রে আমাদের Stations layer এ নতুন ডেটা জুড়তে হবে। |
09:17 | তাই Stations layer হল Target Layer. |
09:21 | তাই আমরা target layer হিসাবে ড্রপ ডাউন থেকে Stations [EPSG: 4326] চয়ন করব। |
09:29 | Join vector layer এর জন্য ড্রপ ডাউনে ক্লিক করুন। |
09:33 | এখানে আমাদের সেই লেয়ারটি চয়ন করতে হবে যা আমরা target layer এ জুড়তে চাই। |
09:40 | ড্রপ ডাউন থেকে Admin [EPSG: 4326] চয়ন করুন। |
09:45 | এখানে attributes জোড়ার জন্য বেশ কিছু বিকল্প রয়েছে। |
09:50 | আমরা বিভিন্ন রাজ্যে স্থিত আবহাওয়া কেন্দ্রগুলি খুঁজে পেতে আগ্রহী। |
09:56 | তাই Geometric predicate এ, আমরা within চেক বাক্স চয়ন করব। নীচে স্ক্রোল করুন। |
10:04 | Open output file after running algorithm চেক বাক্স চেক করুন। |
10:10 | বাকি সেটিংস ডিফল্ট ছেড়ে দিন। Run বোতামে ক্লিক করুন। |
10:17 | নীচে স্ট্যাটাস বার প্রক্রিয়াকরণ অ্যালগরিদমের অগ্রগতি দেখায়। প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করুন। |
10:25 | ক্যানভাসে একটি নতুন লেয়ার Joined layer, Layers Panel এ জুড়ে গেছে। |
10:32 | Joined layer এ ডান ক্লিক করুন এবং attribute table খোলে। |
10:37 | এই টেবিলে Stations layer এ প্রতিটি পয়েন্টের জন্য Admin layer থেকে সকল attributes রয়েছে। |
10:45 | প্রতিটি পয়েন্ট ফীচারে রাজ্য সম্পর্কে তথ্য থাকে। |
10:49 | attribute table বন্ধ করুন। |
10:52 | প্রজেক্ট সংরক্ষণ করতে, মেনু বারে Project মেনুতে ক্লিক করুন। Save As বিকল্প চয়ন করুন। |
11:01 | একটি উপযুক্ত নাম দিন এবং সুবিধাজনক স্থান চয়ন করুন। |
11:06 | Save বোতামে ক্লিক করুন। |
11:10 | সংক্ষেপে, |
11:12 | এই টিউটোরিয়ালে আমরা দুটি data-sets এর attribute tables জোড়া শিখেছি যাতে রয়েছে কমন ফীল্ড এবং same spatial data. |
11:22 | অনুশীলনী হিসাবে, stations data সহ জুন থেকে ডিসেম্বর পর্যন্ত rainfall data জুড়ুন। |
11:30 | Code files ফোল্ডারে দেওয়া Rainfall.csv এবং Stations.shp ফাইল ব্যবহার করুন। |
11:37 | আপনার সম্পন্ন অনুশীলনী এইরকম দেখানো উচিত। |
11:41 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন। |
11:48 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আরো বিস্তারিত জানতে আমাদের লিখুন। |
11:58 | এই ফোরামে আপনার নির্দিষ্ট প্রশ্ন পোস্ট করুন। |
12:02 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। |
12:10 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |