Python-3.4.3/C3/Basic-datatypes-and-operators/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Data types and operators এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে আমরা শিখব-
Python এ Data types যেমন Numbers এবং Boolean |
00:16 | এবং Python এ Operators যেমন Arithmetic operators এবং Boolean operators |
00:25 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:
উবুন্টু লিনাক্স 16.04 অপারেটিং সিস্টেম, Python 3.4.3 এবং IPython 5.1.0 |
00:39 | টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনার ipython console এ বুনিয়াদী Python কমান্ড রান করা সম্পর্কে জানা উচিত। |
00:47 | না হলে এই ওয়েবসাইটে সম্পর্কিত পাইথন টিউটোরিয়াল দেখুন। |
00:52 | সংখ্যার প্রতিনিধিত্ব করতে এখানে Python এ তিনটি built-in data types রয়েছে।
int, float এবং complex |
01:01 | ipython শুরু করি। টার্মিনাল খুলুন। |
01:06 | লিখুন ipython3 এবং এন্টার টিপুন। |
01:12 | এখান থেকে টার্মিনালে প্রতিটি কমান্ড লেখার পর এন্টার কী টিপতে ভুলবেন না। |
01:19 | প্রথমে int সম্পর্কে দেখি। লিখুন a is equal to 13. |
01:26 | এখন a লিখুন, এখানে আমাদের কাছে int ভ্যারিয়েবল a রয়েছে। |
01:32 | a এর ধরণ দেখতে লিখুন type প্রথম বন্ধনীতে a. এর মানে a একটি integer data type.. |
01:42 | এতে ফেরবদল করার int data type এর সাথে জুড়িত কিছু ফাংশন রয়েছে। |
01:48 | এগুলি a dot লিখে অন্বেষণ করা যায় এবং তারপর ট্যাব কী টিপুন। এখানে আপনি ফাংশনের সূচী দেখতে পারেন। |
01:58 | int data type যে কোনো আকারের integers হতে পারে। |
02:02 | একটি উদাহরণ দেখি। লিখুন b is equal to 20 times 9. এখানে আমরা b তে 20 বার পুনরাবৃত্তি করা 9 সঞ্চয় করছি। |
02:15 | লিখুন type প্রথম বন্ধনীতে b, আমরা দেখতে পারি যে b এর type হল integer. |
02:23 | এরপর আমরা float data type সম্পর্কে দেখবো। লিখুন p is equal to 3.141592 |
02:33 | লিখুন type প্রথম বন্ধনীতে p. আমরা দেখতে পাই যে p এর type হল float. |
02:41 | সূচীতে অন্তিম data type হল complex নম্বর। লিখুন c is equal to 3.2 plus 4.6j. |
02:51 | এটি দুটি floats এর সংমিশ্রণ। কাল্পনিক অংশ i এর বদলে j হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। |
03:00 | Complex নম্বরে তাদের জন্য নির্ধারিত অনেক ফাংশন রয়েছে। লিখুন c dot এবং তারপর ট্যাব কী টিপুন। |
03:09 | তাদের কয়েকটি চেষ্টা করি। লিখুন c dot real. |
03:15 | লিখুন c dot imag. |
03:18 | c dot real, complex নম্বরের real part এবং c dot imag, imaginary part দেয়। |
03:27 | আমরা abs প্রথম বন্ধনীতে c লিখে c এর এট্রিবিউট ভ্যালু পেতে পারি। |
03:35 | Python এ Boolean ও রয়েছে যা হল built-in type. এটি দেখতে লিখুন t is equal to True, T বড়হাতের। |
03:47 | এখন আপনি t তে ভিন্ন Boolean operations প্রয়োগ করতে পারেন। উদাহরণস্বরূপ, লিখুন f is equal to not t. |
03:58 | f এর বাউয়ে দেখতে লিখুন f. |
04:03 | লিখুন f or t. আউটপুট হল True. |
04:10 | লিখুন f and t. আউটপুট হল False. |
04:16 | আপনি একটি operator অপরের আগে প্রয়োগ করতে চাইলে কি হবে? |
04:21 | আমরা precedence এর জন্য বন্ধনী ব্যবহার করতে পারি। এটি যাচাই করতে একটি ছোট কোড লিখি।
লিখুন a is equal to False |
04:33 | লিখুন b is equal to True |
04:37 | লিখুন c is equal to True |
04:41 | এখন আমরা precedence বন্ধনীর সাথে বদলানো দেখবো। |
04:46 | দুটি expressions এবং তাদের evaluations দেখি। |
04:51 | লিখুন প্রথম বন্ধনীতে a and b or c |
04:57 | এই expression True ভ্যালু দেয়। |
05:01 | এখন লিখুন a এবং প্রথম বন্ধনীতে b or c. এটি False ভ্যালু দেয়। |
05:11 | এখন Python3 তে উপলব্ধ কিছু operators দেখি। |
05:16 | Python জোড়ার জন্য প্লাস চিহ্ন ব্যবহার করে। লিখুন 23 plus 74. |
05:24 | কমানোর জন্য বিয়োগ চিহ্ন। লিখুন 23 minus 56. |
05:32 | গুণনের জন্য এস্টেরিস্ক চিহ্ন। লিখুন 45 asterisk 76. |
05:41 | ভাগের জন্য স্ল্যাশ চিহ্ন। লিখুন 384 slash 16. |
05:51 | অপারেটরের সাথে এগিয়ে চলুন। |
05:55 | modulo অপারেশনের জন্য শতকরা চিহ্ন। Modulo অপারেটর অন্তিম ভ্যালু দেয়। |
06:03 | লিখুন 87 percentage sign 6 |
06:08 | একটি exponent এর জন্য দুটি এস্টেরিস্ক। লিখুন 7 asterisk asterisk 8 |
06:17 | যদি আমরা ভ্যারিয়েবলের বর্তমান ভ্যালু ব্যবহার করতে চাই যাতে result এক্সপ্রেশনে সংরক্ষণ করা হয়। |
06:25 | আমরা অপারেটরকে equal to এর পূর্বে লিখে এটি করতে পারি। |
06:30 | লিখুন a is equal to 73. |
06:35 | লিখুন a asterisk equal to 34. a এর ভ্যালু দেখতে a লিখুন। |
06:44 | আবার আমরা a is equal to 73 লিখে একই ভ্যালু a এর জন্য নির্ধারণ করব। |
06:52 | লিখুন a is equal to a asterisk 34. |
06:58 | a লিখুন। আপনি দেখতে পারি যে উভয় এক্সপ্রেশন একই ভ্যালু দিচ্ছে। |
07:05 | ভিডিওটি থামান। এই অনুশীলনী চেষ্টা করুন এবং তারপর ভিডিওটি আবার শুরু করুন। Python ব্যবহার করে 3 এর বর্গমূল নির্ণয় করুন। |
07:15 | সমাধানটি আপনার স্ক্রিনে রয়েছে। 3 asterisk asterisk 0.5, 3 এর বর্গমূল দেয়। |
07:24 | ভিডিওটি থামান। এই অনুশীলনী চেষ্টা করুন এবং তারপর ভিডিওটি আবার শুরু করুন। |
07:30 | আপনি কি নীচের এক্সপ্রেশনের জন্য একই ভ্যালু পাবেন? |
07:34 | সমাধানের জন্য টার্মিনালে যান। |
07:37 | লিখুন 3 asterisk asterisk 0.5. এই অপারেশন একটি float দেয়। |
07:45 | লিখুন 3 asterisk asterisk 1/2. এই অপারেশনও একটি float দেয়, তবে ভিন্ন ভ্যালু।
সুতরাং, আমরা এক্সপ্রেশনের জন্য একই ভ্যালু পাবো না। |
07:59 | একই ভ্যালু পেতে লিখুন 3 asterisk asterisk প্রথম বন্ধনীতে 1/2.
আমরা দেখতে পারি যে এখন ভ্যালুগুলি সমান। |
08:11 | এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। |
08:15 | এখানে আমরা শিখেছি,
Python এ data types যেমন Numbers এবং Boolean এবং |
08:22 | Python এ অপারেটর যেমন
Arithmetic অপারেটর এবং Boolean অপারেটর। |
08:28 | আপনার সমাধানের জন্য এখানে কিছু স্ব-মূল্যায়ন প্রশ্ন রয়েছে।
নম্বর উপস্থাপনের জন্য Python এ তিনটি built-in data types কি? exponent পেতে কোন অপারেটর ব্যবহৃত হয়? |
08:42 | এবং উত্তর হল
1. built-in data types হল: int float এবং complex |
08:51 | 2. exponent পেতে দুটি ** asterisks ব্যবহৃত হয়। |
08:56 | সময়ের সাথে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন। |
09:00 | এই ফোরামে Python সম্পর্কিত আপনার সাধারণ প্রশ্ন পোস্ট করুন। |
09:05 | FOSSEE দল TBC প্রকল্প সমন্বয় করে। |
09:09 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। আরো জানতে এই লিঙ্কে যান। |
09:20 | আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |