Python-3.4.3/C2/Other-Types-Of-Plots/Bengali
Time | Narration |
00:01 | Other types of plots এর টিউটোরিয়াল আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালের শেষে, আপনি শিখবেন -
scatter plot বানানো। log-log plots বানানো। |
00:15 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:
উবুন্টু লিনাক্স 14.04 অপারেটিং সিস্টেম, Python 3.4.3, IPython 5.1.0 |
00:29 | টিউটোরিয়ালটি অনুশীলন করতে জানতে হবে:
Ipython কনসোলে বেসিক Python কমান্ড রান করা। files থেকে ডেটা লোড করা এবং প্লট করা। |
00:41 | না হলে, এই ওয়েবসাইটে প্রাসঙ্গিক Python টিউটোরিয়াল দেখুন। |
00:46 | প্রথমে Ctrl + Alt + T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন।
এখন লিখুন ipython3 এবং এন্টার টিপুন। |
00:58 | pylab প্যাকেজ ইনিসিয়েট করি। লিখুন percent pylab এবং এন্টার টিপুন। |
01:08 | scatter plot এ, ডেটা পয়েন্টের সংগ্রহ হিসাবে দেখায়। |
01:13 | প্রতিটি পয়েন্ট x এবং y অক্ষে তার স্থান নির্ধারণ করে। |
01:18 | একটি scatter প্লট করুন যেখানে 2000 থেকে 2010 পর্যন্ত একটি কোম্পানী A এর শতকরা মুনাফা দেখানো হয়। |
01:27 | একই ডেটা company হাইফেন a হাইফেন data ডট txt ফাইলে উপলব্ধ। |
01:35 | company হাইফেন a হাইফেন data ডট txt ফাইল এই টিউটোরিয়াল code file লিঙ্কে উপলব্ধ। এটি ডাউনলোড করে ব্যবহার করুন। |
01:45 | company হাইফেন a হাইফেন data ডট txt ফাইলের কনটেন্ট দেখুন। |
01:52 | তাই লিখুন, cat company হাইফেন a হাইফেন data ডট txt এবং এন্টার টিপুন। |
02:00 | ডেটা ফাইলে প্রতিটি কলামে ভ্যালুর সেট সহ দুটি কলাম রয়েছে। |
02:06 | প্রথম কলাম বছর প্রতিনিধিত্ব করে এবং দ্বিতীয় কলাম মুনাফা শতাংশ প্রতিনিধিত্ব করে। |
02:15 | স্ক্যাটার প্লট বানাতে, প্রথমে loadtxt কমান্ড দ্বারা ফাইল থেকে ডেটা লোড করতে হবে। |
02:22 | তাই লিখুন:
year কমা profit ইকুয়াল টু loadtxt একক বন্ধনীতে একক উদ্ধৃতিতে company হাইফেন a হাইফেন data ডট txt একক উদ্ধৃতির পর কমা unpack ইকুয়াল টু True এবং Enter টিপুন। |
02:45 | unpack ইকুয়াল টু True, ডেটার ট্রান্সপোজড অ্যারে ফেরৎ দেয়। |
02:51 | scatter() ফাংশন স্ক্যাটার গ্রাফ নির্মাণে ব্যবহৃত হয়। |
02:56 | সিনট্যাক্স: scatter প্রথম বন্ধনীতে x কমা y
x হল ডেটার সিকোয়েন্স। y হল ডেটার সিকোয়েন্স যা x এর দৈর্ঘ্যের সমান। |
03:11 | year এবং profit এ সংরক্ষিত ডেটার জন্য scatter গ্রাফ প্লট করতে scatter ফাংশন ব্যবহার করি। |
03:20 | তাই লিখুন scatter একক বন্ধনীতে year কমা profit এবং Enter টিপুন। |
03:31 | লক্ষ্য করুন আমরা scatter () ফাংশনে দুটি আর্গুমেন্ট পাস করেছি। |
03:36 | প্রথমটি x অক্ষে ভ্যালু যা হল year. দ্বিতীয়, y অক্ষে ভ্যালু যা হল profit percentages. |
03:48 | এখানে ভিডিওটি থামান, নিম্ন অনুশীলনের চেষ্টা করুন এবং ভিডিওটি পুনরায় শুরু করুন। scatter ডকুমেন্টেশন পড়ুন। |
03:58 | লাল ডায়মন্ড মার্কার সহ company হাইফেন a হাইফেন data ডট txt তে একই ডেটার স্ক্যাটার প্লট করুন। |
04:08 | অনুশীলনীর সমাধান, clf প্রথম বন্ধনী দ্বারা প্লট উইন্ডো মুছুন এবং এন্টার টিপুন। |
04:20 | এখন লিখুন:
scatter একক বন্ধনীতে year কমা profit কমা color ইকুয়াল টু একক উদ্ধৃতিতে r কমা marker ইকুয়াল টু একক উদ্ধৃতিতে d এবং Enter টিপুন। |
04:43 | আমরা আমাদের scatter প্লট পেয়েছি। এখন আরেকটি প্লট দেখি। |
04:51 | একটি log-log প্লট সংখ্যাসূচক ডেটার একটি দ্বি-মাত্রিক গ্রাফ। |
04:57 | এটি উভয় অক্ষে logarithmic scale ব্যবহার করে। |
05:02 | non-linear স্কেলিংয়ের জন্য গ্রাফ সরল রেখা হিসাবে দেখায়। |
05:08 | সিনট্যাক্স
loglog একক বন্ধনীতে x কমা y x হল ডেটার সিকোয়েন্স y হল ডেটার সিকোয়েন্স যা x এর অনুরূপ দৈর্ঘ্য। |
05:24 | x, 1 থেকে 20 এর জন্য y ইকুয়াল টু 5 times x cube এর log-log চার্ট প্লট করুন। |
05:33 | আসল প্লট করার আগে, এর জন্য প্রয়োজনীয় পয়েন্ট গণনা করি। |
05:39 | লিখুন x ইকুয়াল টু linspace একক বন্ধনীতে 1 কমা 20 কমা 100 এবং এন্টার টিপুন। |
05:54 | তারপর, y ইকুয়াল টু 5 into x raised to 3 এবং এন্টার টিপুন। |
06:06 | clf প্রথম বন্ধনী লিখে প্লট উইন্ডো মুছুন এবং এন্টার টিপুন। |
06:14 | লিখুন loglog একক বন্ধনীতে x কমা y এবং এন্টার টিপুন। |
06:24 | আমরা প্রয়োজনীয় প্লট দেখি। |
06:27 | এটি আমাদের টিউটোরিয়াল শেষে নিয়ে আসে। এখানে আমরা শিখেছি,
scatter() ফাংশন ব্যবহার করে একটি scatter প্লট করুন। loglog() ফাংশন ব্যবহার করে একটি log-log গ্রাফ প্লট করুন। |
06:42 | এখানে সমাধানের জন্য কিছু মূল্যায়ন প্রশ্ন রয়েছে। |
06:46 | scatter একক বন্ধনীতে x কমা y কমা color ইকুয়াল টু একক উদ্ধৃতিতে blue কমা marker ইকুয়াল টু একক উদ্ধৃতিতে d |
06:59 | এবং plot একক বন্ধনীতে x কমা y কমা color ইকুয়াল টু একক উদ্ধৃতিতে b কমা marker ইকুয়াল টু একক উদ্ধৃতিতে d. |
07:11 | একই জিনিস করে?
True বা False |
07:17 | এবং উত্তর হল False. উভয় ফাংশন একই ধরনের প্লট দেয় না। |
07:25 | এই ফোরামে Python সম্পর্কিত আপনার সাধারণ প্রশ্ন পোস্ট করুন। |
07:29 | FOSSEE দল TBC প্রকল্প সমন্বয় করে। |
07:33 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। আরো জনাতে এই লিঙ্কে যান। |
07:42 | আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |