PHP-and-MySQL/C4/User-Password-Change-Part-2/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 Change Password টিউটোরিয়ালের দ্বিতীয় ভাগে আপনাকে স্বাগত। আগের অংশে, ফর্ম submit হয়েছে কিনা তা পরীক্ষা করা দেখেছি।
00:09 এখানে আমাদের তথ্য মানগুলি রয়েছে।
00:13 মনে রাখবেন আমাদের ডেটাবেসে আমাদের পাসওয়ার্ড encrypt থাকে।
00:18 সুতরাং যেই এই ফীল্ড ভিতরে আসে, আমি সেটি md 5 hash দ্বারা encrypt করব।
00:27 এই বন্ধনীগুলি দিতে ভুলবেন না।
00:35 এখানে আমি আমাদের প্যারামিটার চিহ্নিত করে রেখেছি।
00:38 তাই এখানে আমাদের md5 encrypt করা পাসওয়ার্ড থাকবে।
00:43 এগুলির অস্তিত্ব আছে কিনা দেখতে আমাদের এই ফীল্ড যাচাই করতে হবে।
00:51 এখন যেই আমরা ফর্ম submit করছি, আমরা কিছুই হতে দেখছি না।
00:57 প্রথমে আমি লিখব “check password against db” এবং তারপর আমাদের ডেটাবেসে জুড়তে হবে।
01:08 আমরা আগেই বেস কিছু পৃষ্ঠায় ডেটাবেসের সাথে জুড়েছি - যেমন login পৃষ্ঠা।
01:15 আপনি এটিকে আপনার একবার লগইন করা স্ক্রিপ্টের সাথে “include” এবং ” include connect .php” নামক আলাদা ফাইলে রাখতে পারেন, যাতে আপনাকে এটি লিখতে না হয়।
01:29 কিন্তু আমাদের টিউটোরিয়ালে, ভালোভাবে শেখানোর জন্য আমি এটি বারবার লিখব।
01:35 এখানে আমি লিখব - "connect = mysql_connect".
01:40 আমরা এখানে ইউসারনেম root এবং পাসওয়ার্ড সহ local host ডেটাবেসের সাথে যুক্ত হব, আমি আমার ডেটাবেস চয়ন করতে যাচ্ছি।
01:50 সুতরাং এখানে “phplogin” রয়েছে। এখানে যান এবং আপনি এটি এখানে দেখতে পড়েন।
01:58 টেবিল "users" কে আমরা পরে ব্যবহার করতে পারি।
02:01 এরপর পাসওয়ার্ডগুলি পেতে একটি query বানাবো।
02:05 এখন লিখি “ query get” যা "mysql_query" এর সমান এবং এখানে লিখব "SELECT password" - আমাদের ডেটাবেস "users" থেকে পাসওয়ার্ডটি জানতে হবে।
02:26 আপনি এখানে দেখতে পারেন। এটি "users" টেবিল।
02:31 তারপর আমরা লিখব “Where username is equal to user”. এটি ইউসারের user name ধারিত সেশন ভ্যারিয়েবল।
02:39 তাই আমরা কি করছি যে আমরা এই টেবিল থেকে পাসওয়ার্ড হ্যাশ নির্বাচন করছি যেখানে ইউসারনেম সেশননেমের সমান এবং এটি “Alex” এর সমান।
02:49 এটি একটি সফল ক্যোয়ারী হওয়া উচিত। আপনি শেষে কিছু এরর ম্যাসেজ লিখতে পারেন - “ or die "Query didn’t work”".
02:59 আপনি এই এরর ম্যাসেজের সাথে একটু কল্পনাপ্রবণ হতে পারেন এবং আপনার ইচ্ছেমত লিখতে পারেন।
03:08 একইভাবে আপনি এখানে লিখতে পারেন “or die”. আপনি এখানে আপনার এরর ম্যাসেজ জুড়তে পারেন, কিন্তু সময় বাঁচাতে আমি এখনই এটি করছি না।
03:17 এখন আমরা এর ব্যবহার একটু ভিন্নভাবে করব, এর আগে যে আমরা ডাটাবেসে প্রতিটি রেকর্ডের মাধ্যমে "while" ফাংশন দ্বারা লুপ ব্যবহার করি।
03:25 আমি এই পদ্ধতি সম্পর্কে কারোর মন্তব্য দ্বারা সূচিত হয়েছি। আমি লিখব "row = mysql_fetch_associative" এবং এখানে "query get" রয়েছে।
03:41 আমরা “old password db” সেট করব যা একটি নতুন ভ্যারিয়েবলের নাম। পুরানো পাসওয়ার্ডের সাথে এই ভুল করবেন না যা লেখা হয়েছে।
03:50 ডাটাবেসের ভিতরে আমাদের পুরানো পাসওয়ার্ড আমাদের রো এর সমান হবে।
03:55 মনে রাখবেন এটি একটি array বানায়।
03:58 অর্থাৎ value হল ” password”, কারণ এখানে আমাদের ডেটাবেসে এটি হল password. আপনাকে লেবেলস ব্যবহার করতে হবে।
04:06 এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ড যাচাই করতে পারি।
04:08 আমাদের পুরনো পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড যাচাই করা একটি সহজ if স্টেটমেন্ট।
04:16 ডেটাবেসে লিখুন - if 'old password' is equal to 'old password.
04:25 এগুলি দুটিই হল md5 hashes কারণ আমি আগে এগুলিকে md5 hash -এ বদলেছিলাম।
04:30 তাই তারা সমান হলে, কোডের এই অংশ রান করব, না হলে পৃষ্ঠাটি নষ্ট করে দেবো এবং লিখব ” Old password doesn’t match!”.
04:44 তাই এখানে ধরি যে আমরা প্রমাণীকরণের প্রথম পর্যায় পার করেছি, আমরা ডাটাবেসে পুরানো পাসওয়ার্ড পুরানো পাসওয়ার্ড দ্বারা যাচাই করেছি। এখন আমাদের দুটি নতুন পাসওয়ার্ড যাচাই করতে হবে।
04:57 এখন লিখুন “if new password is equal to repeat new password, তারপর আমরা কোডের ব্লক বানাতে পারি, অন্যথায় আমরা পৃষ্ঠা নষ্ট করতে পারি এবং লিখতে পারি “ New passwords don’t match!”
05:20 এখানে “success” রয়েছে এবং তারপর আমরা লিখব “change password in database”.
05:31 এখন আমি কি করব যে “success” ইকো করব এবং আমি আমার পৃষ্ঠায় ফেরৎ যাবো।
05:38 আমি ইছে করে পাসওয়ার্ড ভুল লিখব, তাই এটি লিখি।
05:41 নতুন পাসওয়ার্ড হিসাবে লিখব "abc" এবং তারপর “change password” ক্লিক করলে দেখি যে "Old password doesn’t match!".
05:49 আমি পুরানো পাসওয়ার্ড হিসাবে "abc" লিখলে যা হল এটি এবং নতুন পাসওয়ার্ড হিসাবে "123" এবং এরপর এলোমেলো কিছু লিখি, তাহলে আমাদের পাওয়া উচিত Oh "Old password doesn’t match!"
06:00 ফিরে গিয়ে কোড যাচাই করুন। Old password......... row - password............ query get........
06:13 এখানে debug করতে আমি শেষে একটি ব্রেক দিয়ে লিখতে পারি “echo old password db”, এছাড়া আরেকটি ব্রেক দিয়ে লিখি echo old password.
06:31 এখন আমরা কী করতে পারি যে স্ক্রিপ্ট আবার রান করি। তাই পুরানো পাসওয়ার্ড "abc" এর সমান, নতুন পাসওয়ার্ড "123" এর সমান এবং তারপর কিছু এলোমেলো অক্ষর লিখতে পারি।
06:44 এগুলি তুলনা করি. তারা একই দেখাচ্ছে, আমরা দেখি যে এখানে একটি সমস্যা পেয়েছি।
06:50 কোড পুনরায় যাচাই করি. বানানগুলি দেখুন।
07:15 ঠিক আছে, সমস্যাটি বোঝা গেছে। আমি ডেটাবেসে ফিরে গেলে দেখি যে আমি নিজেই এই মানটি যোগ করেছিলাম এবং এর শেষে এই শূন্য স্থানটি বানিয়েছিলাম, এটি নীল রঙে লক্ষণীয় হবে - আমি এটি চট করে মুছে দেবো এবং আমার পৃষ্ঠায় ফেরৎ যাবো।
07:33 আমি আগের মত লগইন করব এবং আমার পাসওয়ার্ড বদলাবো, আমি পুরানো পাসওয়ার্ড সঠিকভাবে লিখব এবং দুটি নতুন পাসওয়ার্ডের স্থানে এলোমেলো কিছু লিখব।
07:45 দেখুন, আমার নতুন পাসওয়ার্ড দুটি মিলছে না।
07:49 আমি এটি আগেই দেখিয়েছি, তাই এখন আমি এটি মুছতে পারি।
07:53 আমাদের পাসওয়ার্ড দুটি মিলছে ধরে নিয়ে, একটি success message দেখানো যাক।
07:58 তাই এগুলি মুছে ফেলি। আমি এগুলি debug করতে রাখি।
08:02 আমি আমার পুরানো পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড 123 এবং 123 লিখব, Change password ক্লিক করব এবং আমরা সফল হয়েছি।
08:10 শেষের ভুলটির জন্য আমাকে ক্ষমা করবেন।
08:18 এই টিউটোরিয়ালের তৃতীয় অংশে আমরা ইউসারের পাসওয়ার্ড আপডেট করা চালিয়ে যাবো এবং দেখে নেবো সব ঠিকমত কাজ করছে কিনা।
08:29 এই টিউটোরিয়ালে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। শুভবিদায়।

Contributors and Content Editors

Antarade, Satarupadutta