PHP-and-MySQL/C3/MySQL-Part-8/Bengali
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
| 00:00 | পুনরায় স্বাগত জানাই। পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা স্থাপিত করেছি যে, কি পরিবর্তন করতে যাচ্ছি এবং কিভাবে তা পরিবর্তন করতে যাচ্ছি। |
| 00:09 | এটি করে ফেলেছি। |
| 00:11 | এখন কোড যাচাই করব। |
| 00:13 | আমরা ডাটাবেসে তাকালে এখানে কয়েকটি রেকর্ড দেখি। |
| 00:17 | David এর রেকর্ড অন্য টিউটোরিয়াল থেকে হওয়ায় আমি এটি এখানে মুছে ফেলতে পারি। |
| 00:23 | মুছে ফেলার পর, এখানে Alex, Kyle, Emily এবং Dale এর রেকর্ড রয়েছে। |
| 00:29 | এখানে Kyle এর রেকর্ড ব্যবহার করে এটি একটি নির্দিষ্ট মানে বদলাবো। |
| 00:34 | পৃষ্ঠা রিফ্রেশ করে আপডেট নিশ্চিত করব। |
| 00:38 | আমি "Kyle" নির্বাচন করে এটি "Karen" এ বদলাবো এবং "Change" এ টিপব, এখানে সবকিছু অদৃশ্য হয়ে গেছে। |
| 00:46 | টেবিলে ফিরে এসে এটি রিফ্রেশ করতে "Browse" এ টিপব। |
| 00:50 | আমরা নীচে স্ক্রল করব এবং দেখব যে কিছু পরিবর্তন হয়নি। |
| 00:58 | আমি একটি ভুল করেছি। আমার ভুল হল যে এটি প্রথমে "name" ছিল এবং আমি এখন এটি "value" তে বদলাবো। |
| 01:06 | এটি "name" এর বদলে "value" হওয়া প্রয়োজন। |
| 01:09 | "value" এখানে নির্বাচিত সব কিছুর মান রাখে; অর্থাত ভ্যালু হল "id" |
| 01:15 | আমরা আমাদের ফর্ম জমা করলে ওটি এখানে আসবে এবং ভ্যালু এখানে "id" এর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। |
| 01:25 | সুতরাং, আমি সমস্যা খুঁজে তা সংশোধন করে ফেরত গিয়ে রিফ্রেশ করব। |
| 01:30 | এখানে আমি আবার "Kyle" কে "Karen" এ বদলাবো। "Change" এ টিপে আপনি দেখতে পারেন যে কিছুই ঘটেনি। |
| 01:37 | ডেটাবেসে দেখতে পারি যে Alex, Kyle, Emily এবং Dale পেয়েছি। |
| 01:42 | যেহেতু আমরা "Kyle" কে "Karen" এ বদলেছি, id দৃশ্যমান পরিবর্তন দেখায়। |
| 01:47 | কিন্তু যখন আমরা "Browse" এ টিপে নীচে স্ক্রল করি, আমরা দেখতে পারি যে "Kyle" এখন "Karen" দ্বারা বদলে গেছে। |
| 01:54 | আমরা ফর্মসের দ্বারা ভ্যালুস ও আপডেট করতে পারি। |
| 01:57 | এটি খুব সহজ, যতক্ষণ আপনার এর প্রমিত জ্ঞান রয়েছে
পিএইচপি সফটওয়্যার জিনিষগুলির নিপূণভাবে ব্যবহার জিনিসগুলি যাচাই করা if স্টেটমেন্টের ব্যবহার ভ্যারিয়েবল পাস করা বিশেষরূপে পোস্টিং ভেরিয়েবল ইত্যাদি। |
| 02:15 | এই টিউটোরিয়ালের মৌলিক ভাগ শিখে গেলে, সব শিখতে সক্ষম হবেন। |
| 02:20 | এই পর্যন্ত, এই টিউটোরিয়ালে, আপনি প্রবিষ্ট করা, আপডেট করা এবং একইভাবে অন্য কিছু শিখেছেন। |
| 02:28 | অন্তিম জিনিস যা আমি আপনাকে দেখাবো যে কিভাবে ডিলিট করে। |
| 02:34 | আপনাকে ডিলিট করা প্রদর্শন করতে, আমি এই পৃষ্ঠা নির্বাচন করব এবং এই বাক্স মুছে দেবো এবং এটি এডিট করব। |
| 02:46 | "Change" কে "Delete" দ্বারা বদলাবো। |
| 02:49 | এখানে আমি রেকর্ড মুছে ফেলবো যেখানে আমাদের একটি বিশেষ নাম দেখানো হয়েছে। |
| 02:55 | এটি করতে, আমি এখানে "lastname" যোগ করব। |
| 03:01 | এখন এটি রিসেন্ড করি না এবং চলুন "mysql.php" তে ফেরত যাই। |
| 03:08 | এখানে "Alex Garrett", "Karen Headen" রয়েছে যা পূর্ববর্তী উদাহরণ থেকে পরিবর্তন বা সংশোধন করা হয়েছে। |
| 03:17 | আমরা "Karen Headen" এ টিপব এবং তারপর "Delete" এ টিপব। এটি রেকর্ড মুছে দেবে। |
| 03:24 | কিন্তু এই মুহূর্তে এটি মোছা হইনি। |
| 03:27 | প্রথমে নিশ্চিত করি সকল রেকর্ড অক্ষত রয়েছে। |
| 03:31 | এখানে সকল রেকর্ড অক্ষত রয়েছে এবং আমি মুছতে একটি নির্দিষ্ট রেকর্ড নির্বাচন করব। |
| 03:37 | ধরুন "Emily Headen", এটি মুছতে আমি Emily Headen রেকর্ড নির্বাচন করব। |
| 03:45 | এখন এটি "mysql underscore delete.php" নামক একটি নতুন পৃষ্ঠায় জমা করা আবশ্যক। |
| 03:52 | একটি নতুন পৃষ্ঠা বানাতে যাচ্ছি যা mysql underscore delete.php রূপে সংরক্ষণ করি। |
| 03:59 | আমি আগের মত ঠিক একইরকম করব। |
| 04:03 | আমরা জুড়তে "require" এ যাচ্ছি অর্থাত আমাদের ডেটাবেসের সাথে জোড়া আবশ্যক। |
| 04:10 | ওহ দুঃখিত! চলুন আমরা "require connect.php" তে ফেরত যাই এবং আমরা আবার ভ্যারিয়েবল নেবো। |
| 04:22 | তাই চলুন এখানে "todelete" লিখি এবং যা এখানে আবার "POST" ভ্যারিয়েবলের সমান। |
| 04:29 | এই পৃষ্ঠায় ফর্ম পোস্ট করে চলুন এখানে কিছু মান বদলাই। |
| 04:34 | চলুন "todelete" লিখি। |
| 04:37 | তাই "select name" কে "todelete" এ বদলেছি। |
| 04:41 | এখন, আপনি এখানে এই ফর্মে একবার ফিরে দেখলে, আমি আপনাকে কোড পুনরায় দেখাবো। |
| 04:47 | এখানে দেখি যে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি রেকর্ডের জন্য name ভ্যালুস এবং id ভ্যালুস রয়েছে। |
| 04:54 | রিফ্রেশ করলে, আমাদের ফর্মের নাম হল "todelete" এবং আমরা এটি প্রতিটি মানের জন্য গ্রহণ করছি। |
| 05:01 | Emily এর রেকর্ড নির্বাচিত হয়ে থাকলে যেখানে id 3 এর সমান সেই রেকর্ড মুছে ফেলবো। |
| 05:08 | চলুন কোডে ফিরে যাই এবং এখানে আমাদের POST ভ্যারিয়েবল রয়েছে। |
| 05:14 | এখন আমি ইকো করে একটি উদাহরণ দিতে যাচ্ছি যে এটি কিভাবে সংশাধিত হয়। |
| 05:20 | এখানে Emily Headen রয়েছে। এখানে 3 এর অর্থ হল এটি id 3 কে ডেটাবেস বা টেবিল থেকে মুছে ফেলার জন্য ব্যবহার করতে পারি। |
| 05:30 | এখানে, আবার আমরা নতুন ভ্যারিয়েবল তৈরী করব এবং আমি এটিকে "mysql underscore query" বলবো। |
| 05:41 | এর ভিতরে কমান্ডের সম্পূর্ণ নতুন সমূহ ব্যবহার করব। |
| 05:45 | আমরা লিখব "DELETE FROM" এবং অবশ্যই আমাদের টেবিল নির্দিষ্ট করব। |
| 05:52 | এখন লিখুন "people" এবং "WHERE id equals "todelete". |
| 05:57 | "todelete" ভ্যারিয়েবল হল ব্যক্তির id, যা এই তালিকা থেকে নির্বাচিত করেছি। |
| 06:03 | চলুন এটি যাচাই করি। এখন Emily Headen লিখি। |
| 06:08 | Emily Headen এর রেকর্ড এখনও উপস্থিত থাকলে তা ডেটাবেসে দেখি। |
| 06:13 | এখনও রেকর্ড উপস্থিত কিনা তা দেখতে রিফ্রেশ করি। |
| 06:17 | যখন আমি "Emily Headen" এবং "Delete" এ টিপি, কিছুই ঘটে না। |
| 06:22 | আমরা ইকো করিনি কিন্তু রিফ্রেশ করতে "Browse" এ টিপলে, দেখতে পারি যে Emily এর রেকর্ড ডেটাবেস থেকে মুছে গেছে। |
| 06:30 | সুতরাং এই টিউটোরিয়ালের সমূহে, আমি মৌলিক পরিবেশন কমান্ড দেখিয়েছি যেমন
ডেটা প্রবিষ্ট করা ডেটা পড়া সংশোধন করা ডেটা মুছে ফেলা এবং html ফর্মে সম্মিলিত করা। |
| 06:43 | আমি কিছু ভুলে গিয়ে থাকলে, দয়া করে জানান এবং আমি তা এই টিউটোরিয়ালের অংশ হিসাবে যোগ করব। |
| 06:50 | আমার চ্যানেল থেকে আপডেটসের জন্য সাবস্ক্রাইব নিশ্চিত করুন। |
| 06:53 | আশা করি এই টিউটোরিয়াল সহায়ক হয়েছে। ধন্যবাদ। |
| 06:55 | আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। |