PHP-and-MySQL/C2/XAMPP-in-Linux/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 লিনাক্স-এ XAMPP স্থাপনের এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাই।
00:05 XAMPP একটি বিনামুল্য ও ওপেন সোর্স ওয়েব সার্ভার প্যাকেজ। XAMPP এগুলি নিয়ে গঠিত।

Apache HTTP সার্ভার

MySQL ডাটাবেস

PHP এবং Perl প্রোগ্রামিং ল্যাংগ্বেজেস-এ লিখিত স্ক্রিপ্টের জন্য ইন্টারপ্রেটার।

00:19 অতীতে, এই সফটওয়্যার কে LAMPP বলা হত। কিন্তু ভুলধারণা এড়ানোর জন্য লিনাক্স-এ এর নামকরণ XAMPP করা হয়েছিল।
00:27 XAMPP স্থাপন করা সহজ। XAMPP উইন্ডোস, লিনাক্স, ম্যাক OSX, এবং সোলারিস-এর জন্য উপলব্ধ।
00:35 আমি উবুন্টু লিনাক্স সংস্করণ ১০.০৪ ব্যবহার করছি।
00:39 আপনার প্রশাসক ব্যবহারের অনুমতি থাকা আবশ্যক।
00:41 প্রথম ধাপ হল, লিনাক্স-এর জন্য XAMPP ডাউনলোড করা।
00:44 লিনাক্স-এর জন্য XAMPP নিম্নলিখিত লিংক থেকে ডাউনলোড করা যাবে।
00:48 http://www.apachefriends.org/en/xampp.html
00:58 ওয়েবসাইট-এ যাই। উইন্ডোস, ম্যাক OSX এবং সোলারিস-এর জন্য XAMPP ডাউনলোড করার জন্যও লিঙ্ক উপলব্ধ।
01:09 আমরা XAMPP for Linux লিঙ্ক নির্বাচন করব।
01:13 এখানে টিপি। নীচে স্ক্রল করি এবং ডাউনলোড করার জন্য Step1-এ টিপি।
01:19 এখন XAMPP Linux 1.7.7-এ টিপি এবং এটিকে ডাউনলোড করার জন্য ধাপগুলি অনুসরণ করি।
01:26 সময় বাচানোর জন্য আমি আগেই এই ফাইল ডেস্কটপে সেভ করে নিয়েছি।
01:30 এখন Ctrl, Alt এবং T বাটনস একবারে টিপে টার্মিনাল খুলুন।
01:37 পর্দায় একটি টার্মিনাল উইন্ডো প্রদর্শিত হয়।
01:40 ডিরেক্টরিকে ডেস্কটপে পরিবর্তন করার জন্য কমান্ড cd স্পেস Desktop লিখুন এবং এন্টার টিপুন।
01:48 ডেস্কটপ কন্টেন্ট প্রদর্শন করার জন্য কমান্ড ls লিখুন এবং এন্টার টিপুন।
01:55 XAMPP স্থাপনের ফাইল ডেস্কটপে পাওয়া যায়।
01:58 কমান্ড sudo space tar space xvfz space xampp-linux-1.7.7.tar.gz space -C space /opt লিখুন।
02:13 সুডো পাসওয়ার্ড লিখুন এবং এন্টার টিপুন।
02:16 দুঃখিত আমি ভুল পাসওয়ার্ড লিখেছি এইজন্যে এটা আমাকে এরর দিচ্ছে "Sorry, try again"
02:23 সঠিক সুডো পাসওয়ার্ড লিখুন এবং এন্টার টিপুন। আমরা ডাউনলোড করা ফাইলটিকে সফলভাবে নিষ্কাশিত করে ফেলেছি।
02:33 এখন ডিরেক্টরিকে opt. -এ পরিবর্তন করার জন্য কমান্ড cd space /opt লিখুন এবং এন্টার টিপুন।
02:43 ডিরেক্টরি opt. -এর কন্টেন্ট প্রদর্শন করার জন্য কমান্ড ls লিখুন এবং এন্টার টিপুন।
02:50 এখন /opt/lampp ডিরেক্টরিতে XAMPP স্থাপিত হয়ে গেছে।
02:57 কমান্ড cd space lampp লিখুন।
03:02 ডিরেক্টরি lampp. -এর কন্টেন্ট প্রদর্শন করার জন্য কমান্ড ls লিখুন এবং এন্টার টিপুন।
03:09 পরের ধাপ হল XAMPP শুরু করা।
03:13 কমান্ড sudo space /opt/lampp/lampp space start লিখুন এবং এন্টার টিপুন।
03:27 সুডো পাসওয়ার্ড লিখুন এবং এন্টার টিপুন।
03:32 লিনাক্স-এর জন্য XAMPP সফলভাবে শুরু হয়ে গেছে।
03:36 এখন আমাদের XAMPP স্থাপনকে পরীক্ষা করি।
03:40 এই কাজের জন্য আমি ফায়ারফক্স ব্রাউজারে যাবো।
03:43 এড্রেস বারে URL http://localhost লিখবো এবং এন্টার টিপবো।
03:55 আপনি আপনার ওয়েব ব্রাউজারে URL-http://localhost/xampp splash.php দেখতে পাবেন।
04:07 এটি দেখায় যে Apache সার্ভার কাজ করছে। এখন আমি html-এ আমার হোম পেজ তৈরী করবো।
04:15 এটি ওয়েব ব্রাউজারে প্রদর্শিত হবে।
04:18 টার্মিনাল-এ যান। ডিরেক্টরিকে /opt/lampp/htdocs-এ পরিবর্তনের জন্য কমান্ড cd space /opt/lampp/htdocs লিখুন এবং এন্টার টিপুন।
04:36 এটি আমাদের ওয়েব ডিরেক্টরির পাথ।
04:39 ডিরেক্টরি myhomepage তৈরী করার জন্য কমান্ড sudo space mkdir space myhomepage লিখুন এবং এন্টার টিপুন।
04:51 ডিরেক্টরি htdocs.-এর বিষয়বস্তু দেখানোর জন্য কমান্ড ls লিখুন এবং এন্টার টিপুন।
04:58 ডিরেক্টরিকে myhomepage-এ পরিবর্তনের জন্য কমান্ড cd space myhomepage লিখুন এবং এন্টার টিপুন।
05:08 এখন আমি html-এ আমার হোমপেজ তৈরী করব।
05:12 gedit টেক্সট এডিটর ব্যবহার করে index.html তৈরী করার জন্য কমান্ড sudo space gedit space index.html লিখুন এবং এন্টার টিপুন।
05:32 HTML শেখার জন্য, আমাদের ওয়েবসাইটে উপলব্ধ টিউটোরিয়ালস দেখুন।
05:37 সময় বাচানোর জন্য, আমি html কোডকে এখানে কপি-পেস্ট করব।
05:43 টাইটেল ট্যাগের মধ্যে লিখিত টেক্সট, ব্রাউসারের টাইটেল বারে প্রদর্শিত হবে।
05:49 বডি ট্যাগের মধ্যে লিখিত টেক্সট, ব্রাউসারে প্রদর্শিত হবে।
05:54 ফাইল সংরক্ষণ করার জন্য "Save" বোতামে টিপুন। gedit উইন্ডোকে বন্ধ করুন।
05:59 ফায়ারফক্স ব্রাউসারে ফিরে যাই।
06:02 URL http://localhost/myhomepage লিখুন এবং এন্টার টিপুন।
06:13 আপনি ওয়েব ব্রাউসারে স্বাগত বার্তা প্রদর্শন হওয়া দেখতে পারবেন।
06:20 সুতরাং এইভাবে আমরা XAMPP স্থাপন, শুরু এবং যাচাই করতে পারি।
06:26 স্লাইডে ফিরে যাই। আমি এখন কথ্য টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে কথা বলবো।
06:31 http://spoken- tutorial.org/What_is_a_Spoken_Tutorial-এ উপলব্ধ ভিডিওটি দেখুন।
06:42 এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে।
06:46 যদি আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি এটা ডাউনলোড করেও দেখতে পারেন।
06:51 কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
06:57 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র (সার্টিফিকেট) ও দেওয়া হয়।
07:01 আরো বিস্তারিত জানার জন্য, contact@spoken-tutorial.org তে যোগযোগ করুন।
07:06 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প talk to a teacher প্রকল্পের অংশবিশেষ।
07:11 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত।
07:17 আপনি এই সম্বন্ধে আরও তথ্য এই http://spoken-tutorial.org/NMEICT-Intro ওয়েবসাইটে দেখতে পারেন।
07:27 আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
07:30 এতে অংশগ্রহনের জন্য ধন্যবাদ।
07:32 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল-টি অনুবাদ করেছি।

Contributors and Content Editors

Kaushik Datta