PHP-and-MySQL/C2/POST-Variable/Bengali
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
|---|---|
| 0:00 | পোস্ট ভ্যারিয়েবলের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমি একই কোড ব্যবহার করতে যাচ্ছি যেমন 'get.php' পৃষ্ঠা রূপে। একই যেমন আমি 'get' ভ্যারিয়েবল টিউটোরিয়ালে করেছি। |
| 0:13 | যদি আপনি এটি ইতিমধ্যে না দেখে থাকেন তাহলে দেখুন এবং তারপর এই টিউটোরিয়ালটি দেখুন। আপনি এইসব কোড সম্পর্কে জানতে সক্ষম হবেন। |
| 0:21 | যদি আপনি এই কোড সম্পর্কে ইতিমধ্যেই জানেন এবং 'get' টিউটোরিয়াল দেখেননি, তবুও আমাদের সাথে যোগ দিতে আপনাদের স্বাগত। |
| 0:28 | আমি আগের মত আমার 'get' এর সাথে আমার পৃষ্ঠা পেয়ে গেছি। |
| 0:31 | আমি 'post.php' নামক একটি নতুন ফাইল পেয়ে গেছি। |
| 0:36 | বাস্তবে, আমি যা করতে চাই তা হল এটিকে পোস্ট রূপে বদলাতে এবং পোস্ট ভ্যারিয়েবল রূপে পোস্ট করতে। |
| 0:44 | তাই খুব সহজ ও তার্কিক ভাবে আমি শুধু এর মাধ্যমে যাবো এবং এটিকে পোস্টে বদলাবো। |
| 0:51 | এবং এখানে আমরা 'get' এর পরিবর্তে 'post' বলবো এবং এটি কাজ করবে। |
| 0:57 | চলুন আপনাকে আমার পোস্ট পৃষ্ঠা দেখাই। |
| 01:00 | এখানে কিছুই নেই। সেখানে প্রশ্ন চিহ্ন নেই। |
| 01:04 | চলুন এলেক্স লিখি এবং এখানে টিপি। কিন্তু কিছুই সামনে আসেনি। |
| 01:09 | এইজন্য। |
| 1:11 | মনে রাখুন যদি আপনি অন্য ফাইলের উপর কাজ করছেন, আপনার অ্যাকশন বদলানো দরকার। |
| 1:19 | এটি রিফ্রেশ করি। |
| 1:22 | আমি এলেক্স দেখতে পারি। চলুন এখানে টিপি এবং এটি হল hello alex. |
| 1:28 | এখন আমরা 'post.php' ফন্টে আছি এবং সেখানে কোনো প্রশ্ন চিহ্ন নেই। |
| 1:33 | কিছু নেওয়া হয়েছে। এটি পোস্ট ভ্যারিয়েবলের ভিতরে সঞ্চিত করা হয়েছে। |
| 1:39 | কিন্তু এই দুটি ইউসার কেন দেখাচ্ছে না। |
| 1:44 | এটি একেবারে দারুন হবে যদি আমরা 'পাসওয়ার্ড' বলতে পারি। চলুন এটিকে 'পাসওয়ার্ড' বলি। |
| 2:02 | আমি এখানে বলবো 'thanks for the password' এবং ফিরে যাই। |
| 2:11 | এবং এখন,যা আপনি দেখতে পারেন, এটি পাসওয়ার্ডের জায়গা। |
| 2:15 | তাই আমি আমার পাসওয়ার্ড হিসাবে 123 লিখবো এবং এখানে টিপব। |
| 2:22 | এটি বলে, thanks for the password (আপনার পাসওয়ার্ডের জন্য ধন্যবাদ)। |
| 2:25 | এটি সঞ্চিত হয়েছে। তাই এটা ব্যবহার করা যেতে পারে। আমি ব্যবহার করতে পারি, যদি আমি চাই। |
| 2:31 | আমি ওটি একটু বদলে দেই। তাহলে এটি অধিক বোঝা যায়। |
| 2:37 | রিফ্রেশ করুন এবং তথ্য আবার পাঠান। |
| 2:42 | 123, এখানে টিপুন এবং এটি দেখাচ্ছে না। এইজন্য। |
| 2:49 | আপনার এই জিনিসগুলি যাচাই করা উচিত। এটি ভুল করার জন্য সহজ। |
| 2:54 | 123 লিখি। এখানে টিপি এবং এটি বলে 'thanks for the password' এবং এটি আমাকে আমার পাসওয়ার্ড দিয়েছে। |
| 3:06 | এটি প্রমান করে যে, এটি সবদিকে করা হয়েছে এবং পোস্ট ভ্যারিয়েবলে সঞ্চিত করা হয়েছে। |
| 3:12 | কিন্তু এই ইউসার দেখানো হইনি, যা বোঝাতে পারতো। |
| 3:16 | কারণ সেগুলিকে ব্লক হিসাবে রাখার কোনো মানে নেই। তারা কোন ভাবেই পাঠযোগ্য নয়। |
| 3:22 | এবং এটিকে এখানে ওখানে রাখার কোনো মানে নেই, কারণ জনগণ আপনার পাসওয়ার্ড পড়তে পারে। |
| 3:27 | তাই আপনার ইন্টারনেট বিবরণ দেখা জনগনের জন্য খুব সহজ হবে। |
| 3:32 | এবং দেখুন আপনি আপনার পাসওয়ার্ড লিখেছেন। কিন্তু এইদিয়ে জনগণ আপনার একাউন্ট ব্যবহার করতে পারে। |
| 3:38 | তাই আপনি এই পোস্ট দেখতে পারেন। এর ব্যবহার ফাংশনের জন্য করা হয়,এছাড়াও মাত্রা যা এর মাধ্যমে পাঠানো যেতে পারে। |
| 3:45 | তাই যদি উদাহরণস্বরূপ, আমার পাসওয়ার্ড বাস্তবে দীর্ঘ ছিল ধরুন 100 অক্ষরের উপর তবুও এটি গ্রহণ করা হবে। |
| 3:52 | কিন্তু 'get' ভ্যারিয়েবলে আপনার কাছে শত অক্ষরের সীমা আছে। |
| 3:57 | তাই পোস্ট এইভাবে উপযোগী। কিন্তু আপনি যদি জিনিসগুলি মূল্যায়ন করছেন,যেমনকি কিছু জিনিস আলাদা করার চেষ্টা,আপনি get ভ্যারিয়েবল ব্যবহার করতে পারেন। |
| 4:08 | শুধু দেখার জন্য যদি আপনার তথ্য এর মাধ্যমে যাচ্ছে। |
| 4:11 | তাই মূলত এটি একটি পোস্ট ভ্যারিয়েবল। |
| 4:14 | আপনি এর ব্যবহার প্রকল্পে ফর্ম জমা করার জন্য করবেন। এখন আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
| 4:22 | আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। দেখার জন্য ধন্যবাদ। |