PHP-and-MySQL/C2/Common-Way-to-Display-HTML/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:00 এটি পীএচপী তে HTML প্রদর্শন করার জন্য একটি পরামর্শ। এটি বিশেষভাবে তখন দরকারী যখন আপনি 'if' স্টেটমেন্ট ব্যবহার করেন বা যাকিছু যা ব্লক ব্যবহার করে। এবং যখন আপনাকে এটি একটি শর্তে করার দরকার হয় বা Php তে কার্যরত কোনো জিনিসে আপনার HTML এর আউটপুটের দরকার হয়।
0:23 এই উদাহরণে, আমার কাছে একটি ভ্যারিয়েবল নাম আছে এবং একে এলেক্স স্থির করেছি।
0:30 তাই আমি যদি name equals Alex লিখি, তাহলে এটি "Hi, Alex" ইকো করবে।
0:36 যদি নাম এলেক্স না হয়, তাহলে আমরা 'else' লিখবো, আমরা ইকো করবো "You are not Alex. Please type your name".
0:47 এবং আমাদের কাছে এখানে ইনপুট ক্ষেত্র আছে, যা এর আশেপাশে একটি ফর্ম হওয়া উচিত।
0:53 তাই, “Form action equals Index.php” , Method =post এবং আমরা এখানে ফর্ম সমাপ্ত করি।
1:05 আমরা একে অল্প নীচে আনতে পারি, যাতে এটি ভালো দেখায়। সুতরাং এই Else ব্লকের ভিতরে কিছু HTML কোড আছে।
1:15 তাই আমরা 'If else' লিখি এবং আমাদের কাছে এখান থেকে শুরু হওয়া এবং এখানে শেষ হওয়ার ব্লক আছে। এবং এটি অনেক HTML কোড হতে পারে।
1:27 এই টিউটোরিয়ালের উদ্দেশ্য আপনাকে এই দেখানো যে ইকো ব্যবহার করে HTML কোড ইকো করার দরকার নেই।
1:34 এটি সহজ এবং সময় বাচায়, যখন আপনি সিঙ্গল ইনভার্টেড কমার জায়গায় উধৃতি চিহ্ন ব্যবহার করে কোড চান।
1:41 এছাড়া এটি ব্লকের ভিতরে কোড রাখার জন্যও ভালো, ধরুন এই ব্লক, আপনি কি লিখছেন তার ব্যাপারে চিন্তা না করে।
1:58 তাই যদি আপনি উধৃতি চিহ্ন ব্যবহার করেন এটি ফরওয়ার্ড স্ল্যাশ অক্ষরের রক্ষা করবে।
2:08 তাই এটি প্রদর্শন করা হবে কিন্তু ইকোর সমাপ্তি এবং এখানে এই ইকোর শুরু হিসাবে উপেক্ষা করা হবে।
2:20 উদাহরণস্বরূপ শুধু রিফ্রেশ করুন।
2:25 যেহেতু নাম এলেক্সের সমান এটা আমার অভিবাদন যা আমরা আগে দেখেছি।
2:31 ইকো টেক্সটের অল্প মাত্রার জন্য ঠিক আছে, কিন্তু ফর্ম ইত্যাদি সহ অধিক মাত্রার জন্য আমাদের ইকোর দরকার নেই।
2:44 যেমনকি এটি এখন উপস্থিত আছে, এটি চলবে না। আমরা একটি এরর পাবো। আমরা এই টেক্সটের জন্য আউটপুট পদ্ধতি প্রদান করিনি।
2:59 এই রেখা ১২ তে আছে। তাই যদি রেখা ১২ তে যান, দেখবেন যে এটি এখানে আছে, আমরা এইভাবে সমস্যা সংশোধন করতে পারি।
3:09 আমাদের কাছে এখানে প্রারম্ভিক Php ট্যাগ আছে। এবং আমি ট্যাগকে এখানে নীচে শেষ করতে যাচ্ছি।
3:16 তাই ব্লক আরম্ভ করার পর ট্যাগ শেষ করছি। এখন আমি এখানে তরঙ্গায়িত বন্ধনীর আগে একটি নতুন ট্যাগ শুরু করবো।
3:31 তাই আমাদের কাছে Php কোডের একটি খন্ড এখানে এবং অপরটি এখানে আছে। এবং এখানে বাকিগুলি Php রূপে ব্যাখ্যা করা হইনি। যেহেতু এটি একটি HTML এটি HTML কোড রূপে বাস্তুচ্যুত হবে।
3:49 তাই, আমি প্রথমে কি করতে যাচ্ছি যে এই সবগুলিকে উধৃতি চিন্হে বদলাতে যাচ্ছি।
3:56 যদি আপনি শুরু থেকে এই পদ্ধতি প্রয়োগ করেন, আপনি সহজে কোড করতে পারবেন এবং এটি যথেষ্ট ভালো কাজ করবে।
4:08 তাই আবার একবার ঐভাবে পর্দায় দেখা দেয়,আমাদের কাছে এখানে এবং এখানে ব্লক আছে। এটি এমনি মনে হতে পারে যেন Php এখানে শেষ হবে।
4:22 কিন্তু আমরা এখানে ভিতরে এই ক্ষেত্রে ব্লক সমাপ্ত করিনি, কিন্তু আমরা এখানে নীচে যাচ্ছি। আমরা ইকো করছি না কিন্তু এটি প্রদর্শন করছি।
4:37 এটি বিশেষভাবে Else ব্লকের জন্য প্রযোজ্য। আমরা এখানে এবং এখানে নীল চিন্হাঙ্কিত রেখায় ব্লককে সমাপ্ত করবো।
4:47 তাই আবার আমরা প্রথমে "Hi, Alex" পাবো। এখন আমরা যদি নাম পরিবর্তন করি তাহলে Kyle লিখুন, রিফ্রেশ করুন।
5:01 আপনি দেখবেন যে HTML সঠিকভাবে প্রদর্শন করা হয়েছে। কিন্তু এটি Php ব্যবহার করে ইকো করা হইনি।
5:09 এটি ব্যবহার করার ভালো পদ্ধতি, যখন আপনি HTML কে ভালমত প্রদর্শিত এবং সহজে পুনঃপঠন করতে চান। আশা করি এই টিউটোরিয়াল সহায়ক হয়েছে।
5:18 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। দেখার জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta