OpenFOAM/C3/Turbulent-Flow-in-a-Lid-driven-Cavity/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Turbulent flow in a Lid Driven Cavity using OpenFOAM এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:09 | এখানে আমি আপনাকে দেখাবো: OpenFOAM এ turbulent কেস সমাধান করা, Paraview তে streamlines প্লট করা। |
00:20 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি: লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু সংস্করণ 12.04 OpenFoam সংস্করণ 2.1.1 Paraview সংস্করণ 3.12.0. |
00:33 | টিউটোরিয়ালটি অনুশীলন করতে, Turbulence modelling এর মৌলিক জ্ঞান এবং Lid driven cavity তে ফ্লো সমাধান সম্পর্কে জানতে হবে। |
00:43 | না হলে আমাদের ওয়েবসাইটে প্রাসঙ্গিক টিউটোরিয়ালটি দেখুন। |
00:50 | এই সমস্যা geometry এবং boundary conditions থেকে Lid Driven Cavity এর সমান যা মৌলিক স্তরের টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। |
00:59 | লক্ষ্য করুন এই সমস্যা ইতিমধ্যে OpenFoam ডাইরেক্টরীতে pisoFoam solver এ সেট করা হয়েছে। |
01:07 | boundary conditions হল Lid velocity U =1 m/s. এটি Reynolds number Re =10000 এর জন্য সমাধান করছি। |
01:20 | আমরা Newtonian fluid এর in-compressible, turbulent flow এর জন্য transient solver ব্যবহার করছি, যাকে pisoFoam বলে। |
01:29 | এখন, Ctrl+Alt+t কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন। |
01:37 | টার্মিনাল উইন্ডোতে run লিখুন এবং এন্টার টিপুন। লিখুন cd space tutorials এবং এন্টার টিপুন। লিখুন cd space incompressible এবং Enter টিপুন। |
01:59 | এখন, লিখুন cd space pisoFoam (উল্লেখ্য F বড়হাতে রয়েছে) এবং এন্টার টিপুন। |
02:10 | এখন লিখুন ls এবং এন্টার টিপুন। এখানে les এবং ras দুটি ফোল্ডার দেখবেন। আমাদের সমস্যার সেটআপ ras ফোল্ডারে রয়েছে, যা হল reynolds average stress. |
02:26 | আমাদের ফোল্ডারের নাম হল cavity. এখন লিখুন cd space ras এবং এন্টার টিপুন। এখন লিখুন ls এবং এন্টার টিপুন। |
02:39 | আপনি cavity ফোল্ডার দেখেন। আমি এটি পরিষ্কার করি। এখন লিখুন cd space cavity এবং এন্টার টিপুন। এখন লিখুন ls এবং এন্টার টিপুন। |
02:57 | আপনি 0, constant এবং system তিনটি ফোল্ডার দেখেন। initial conditions, 0 ডাইরেক্টরীতে ফাইলে উল্লিখিত। |
03:08 | 0 ডাইরেক্টরীতে ফাইলগুলি দেখি। |
03:12 | এটি করতে কমান্ড টার্মিনালে লিখুন cd space 0 এবং এন্টার টিপুন। এখন লিখুন ls এবং এন্টার টিপুন। |
03:22 | আপনি epsilon, k, nut, nutilda, p, R এবং U নামে ফাইল দেখেন। |
03:30 | এই ফাইলগুলি ডিফল্টরূপে রাখতে হবে যতক্ষণ ইনলেট প্যারামিটার না বদলায়। যদি কোনো পরিবর্তন করা হয় তাহলে এই ভ্যালু গণনা করতে |
03:41 | OpenFoam দ্বারা Simulating flow in a channel using OpenFoam এর টিউটোরিয়াল দেখুন। |
03:47 | এখন লিখুন cd space dot dot (..) এবং Enter টিপুন। এটি পরিষ্কার করি। constant ফোল্ডার খুলি। এটি করতে লিখুন cd space constant এবং Enter টিপুন। এখন লিখুন ls এবং এন্টার টিপুন। |
04:08 | এখানে polyMesh ফোল্ডার দেখবেন, যেখানে blockMeshDict এবং fluid properties এর ভিতরে কেসের geometry রয়েছে। |
04:19 | এই ক্ষেত্রে, transportProperties ছাড়া RASProperties এবং turbulenceProperties নামে দুটি ফাইল দেখবেন। |
04:29 | এই দুটি ফাইল খুলি। |
04:32 | টার্মিনালে লিখুন gedit space RASProperties এবং Enter টিপুন। আমি এটি ক্যাপচার এলাকাতে ড্রেগ করি। |
04:49 | নীচে স্ক্রোল করুন। RASProperties এ এই ক্ষেত্রের জন্য Reynolds average stress model রয়েছে যা kepsilon হিসাবে রাখা হয়েছে, এটি বন্ধ করুন। |
05:03 | এখন কমান্ড টার্মিনালে লিখুন, gedit space turbulenceproperties এবং এন্টার টিপুন। |
05:15 | নীচে স্ক্রোল করুন। এই ক্ষেত্রে simulation Type কে RASModel রাখা হয়েছে। এটি বন্ধ করুন। |
05:25 | এখন transportProperties মডেল খুলুন। এটি করতে, টার্মিনালে লিখুন gedit space transportProperties এবং এন্টার টিপুন। |
05:36 | TransportModel যা এখানে ব্যবহার করছি হল Newtonian এবং Viscosity হল 1 e raise to -4। এটি বন্ধ করুন। |
05:46 | এই ক্ষেত্রে geometry পরিবর্তন করছি না। তাই polyMesh ফোল্ডারে যাওয়া এবং BlockMeshDict ফাইলে দেখতে হবে না। |
05:54 | এটিকে একইভাবে রাখা যেতে পারে। টার্মিনালে লিখুন cd space (dot dot) .. এবং এন্টার টিপুন। আমরা system ফোল্ডার ডিফল্ট রাখবো কারণ এতে কোন পরিবর্তন নেই। |
06:08 | এখন সেটআপ সম্পন্ন করেছি। আমরা geometry মেশ করতে পারি। এটি করতে, টার্মিনাল উইন্ডোতে লিখুন blockMesh এবং এন্টার টিপুন। Meshing সম্পন্ন হয়েছে। |
06:22 | এখন solver রান করতে পারি। এটি করতে, টার্মিনালে লিখুন pisoFoam এবং এন্টার টিপুন। iterations রানিং টার্মিনাল উইন্ডোতে দেখা যাবে। |
06:34 | Iterations থামতে কিছু সময় লাগতে পারে। |
06:40 | Iterations রানিং টাইম স্টেপের শেষে থেমে যাবে। ফলাফল দেখতে, paraView উইন্ডো খুলুন। এটি করতে, টার্মিনালে লিখুন paraFoam এবং Enter টিপুন। এটি paraView উইন্ডো খুলবে। |
06:57 | বাম দিকে, Object Inspector মেনুতে Apply তে লিক করুন। আপনি lid driven cavity geometry দেখেন। একটি সাধারণ দৃশ্য হল surface plots. |
07:09 | কলামে Display কে Surface এ বদলান এবং ড্রপ-ডাউন মেনুতে solid color কে U তে বদলান। আপনি বেগের প্রাথমিক কন্ডিশন দেখবেন। |
07:22 | এখন paraView উইন্ডোর শীর্ষে, VCR control দেখতে পারেন। play বোতামে ক্লিক করুন। আপনি cavity তে ফ্লুইডের গতি দেখতে পারেন। |
07:34 | active variable control মেনুতে paraView এর বামদিকে উপরে color legend এ টগলও করতে পারি। এতে ক্লিক করুন। আপনি color legend দেখতে পারেন। |
07:46 | stream lines দেখতে paraView এর মেনু বারের উপরে, Filters > Common > Stream Tracers এ যান। এতে ক্লিক করুন। |
07:58 | Object inspector মেনু বামদিকে, Apply দেখতে পারেন। এতে ক্লিক করুন। আপনি lid driven cavity এর কেন্দ্রে stream lines দেখতে পারেন। |
08:10 | আপনি স্থান বদলাতে পারেন যেখানে স্ট্রীমলাইন দেখায়। এটি করতে, নীচে স্ক্রোল করুন। আপনি Seed Type দেখতে পারেন। |
08:21 | আমি এটি ডানদিকে স্থানান্তর করি। Point Source কে Line Source এ বদলান। |
08:27 | আপনি X, Y এবং Z অক্ষগুলি দেখতে পারেন যা দৃশ্যমান। এর মধ্যে যে কোনো একটি অক্ষ চয়ন করুন যাতে stream lines দেখতে চান। |
08:36 | আমি Y অক্ষ চয়ন করব এবং Apply তে ক্লিক করব। আপনি Y অক্ষ বরাবর streamlines দেখতে পারেন। |
08:44 | একইভাবে, আপনি X অক্ষ চয়ন করতে পারেন এবং X অক্ষ বরাবর streamlines প্লট করতে পারেন। এখন এটি মুছে দিন। |
08:53 | আপনি plot over line দ্বারা x এবং y অক্ষ বরাবর বেগ প্লট করতে পারেন। এটি করতে, Filters > Data Analysis > Plot over line এ যান। |
09:06 | ডেটা .(dot) csv রূপে সংরক্ষণ করুন। file মেনু থেকে, Save Data তে ক্লিক করুন। |
09:13 | আপনি এই ডেটা LibreOffice spreadsheet বা আপনার পছন্দের অন্য কোনো সফটওয়্যারে প্লট করতে পারেন। এখন, স্লাইডে ফিরে যাই। |
09:23 | ফলাফল Reynolds Number Re = 10000 এর জন্য Ghia et.al এর ফলাফল দ্বারা যাচাই করা যেতে পারে। |
09:32 | এখানে এই রয়েছে। এখানে শিখেছি, |
09:34 | ParaView তে Turbulent Flow in a Lid Driven Cavity এবং plotting streamlines. এর সাথেই টিউটোরিয়ালের শেষে এসেছি। |
09:44 | অনুশীলনী হিসাবে- cavity এর grid size সংশোধন করুন। এটি (100 100 1) এ বদলান এবং streamlines দ্বারা paraview তে ফলাফল দেখুন। |
09:55 | নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial. এটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
10:05 |
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। অধিক জানতে contact@spoken-tutorial.org তে লিখুন। |
10:20 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
10:30 | এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
10:34 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। |