OpenFOAM/C3/Installing-and-Running-PyFoam/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Installing এবং running PyFoam এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এখানে আমরা শিখব PyFoam সংস্থাপন এবং যাচাই করা এবং এটি করতে প্রয়োজনীয় পদক্ষেপ।
00:17 PyFoam কি?
00:19 OpenFOAM সংস্থাপন করা দেখি।
00:22 Python, Numpy এবং Gnuplot সংস্থাপন করা।
00:27 pip দ্বারা PyFoam সংস্থাপন করা।
00:30 সোর্স দ্বারা PyFoam সংস্থাপন করা।
00:33 এবং PyFoam কাজ করছে কিনা যাচাই করা।
00:38 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম 14.04
00:45 OpenFOAM সংস্করণ 2.3.0
00:48 উল্লেখ্য PyFoam OpenFoam 1.6 এবং এর উচ্চ সংস্করণের জন্যেও কাজ করবে।
00:55 টিউটোরিয়ালটি অনুশীলন করতে, ইউসারের লিনাক্স টার্মিনাল কমান্ডের প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
01:02 OpenFOAM রান করা এবং বিশ্লেষণের অভিজ্ঞতা থাকতে হবে।
01:07 না হলে, এই ওয়েবসাইটে লিনাক্স টিউটোরিয়ালের শৃঙ্খলায় যান।
01:13 PyFoam কি?
01:15 PyFoam পাইথন লাইব্রেরী এবং ইউটিলিটির একটি সংগ্রহ।
01:20 এটি OpenFOAM সিমুলেশন ম্যানুপুলেট করতে ব্যবহৃত হতে পারে।
01:25 এটিকে OpenFOAM এর সাথে সহজে কাজ করতে ডিজাইন করা হয়েছে।
01:29 PyFoam এর ব্যবহার পুনরাবৃত্তিমূলক রান করা সিমুলেশন।
01:34 স্বয়ংক্রিয়ভাবে ডেটা সংগ্রহ।
01:37 প্যারাম্যাট্রিকভাবে কেস ফাইল এবং অনেক অন্যান্য গতিবিধির জন্যেও করা যেতে পারে।
01:44 মনে রাখবেন PyFoam OpenFOAM এ কাজ করে।
01:48 তাই, সর্বদা কম্পিউটারে OpenFOAM সংস্থাপনের প্রয়োজন।
01:54 প্রথমে যাচাই করি OpenFOAM সঠিকভাবে সংস্থাপিত হয়েছে কিনা।
02:00 টার্মিনাল খুলে লিখুন icoFoam স্পেস হাইফেন help.
02:07 আপনার icoFoam এবং OpenFOAM সংস্করণ এবং হেল্প টেক্সটের বর্ণন পাওয়া উচিত।
02:15 এখন টার্মিনাল ব্যবহার করে, PyFoam এর জন্য প্রয়োজনীয় জিনিস সংস্থাপিত করব যেমন Python, Pip, Numpy এবং Gnuplot.
02:29 প্রথমে লিখুন sudo apt-get install python hyphen dev এবং এন্টার টিপুন।
02:39 এরপর লিখুন, sudo apt-get install python-pip এবং এন্টার টিপুন।
02:49 তারপর লিখুন pip install Numpy.
02:53 তারপর লিখুন, sudo apt-get install gnuplot space gnuplot hyphen x11 এবং এন্টার টিপুন।
03:04 এর সাথেই আমরা পূর্বাবশ্যক জিনিসগুলি সংস্থাপিত করেছি।
03:09 এখন pip ব্যবহার করে PyFoam সংস্থাপন করব।
03:13 টার্মিনাল খুলুন এবং লিখুন: pip install PyFoam
03:20 আমরা সোর্স থেকে PyFoam ও সংস্থাপন করতে পারি।
03:24 এটি করতে, ব্রাউজার খুলুন এবং URL উইন্ডোতে লিখুন, http://www.pypi.com, PyFoam খুঁজুন।
03:38 PyFoam-0.6.5.tar.gz ডাউনলোড করুন।
03:46 টার্মিনালে, Downloads ফোল্ডারে যান। লিখুন tar -xvf space PyFoam hyphen 0.6.5.tar.gz
04:00 তারপর লিখুন cd এবং ফোল্ডারের নাম PyFoam hyphen 0.6.5.
04:07 এরপর লিখুন, sudo python setup dot py space install
04:16 এরপর PyFoam OpenFoam কে সনাক্ত এবং সঠিকভাবে কাজ করছে কিনা যাচাই করতে হবে।
04:22 আবার টার্মিনালে ফিরে যান।
04:25 লিখুন python, লিখুন import PyFoam

import PyFoam dot FoamInformation

04:35 এরপর লিখুন print PyFoam dot FoamInformation dot foamTutorials তারপর ওপেন-ক্লোজ বন্ধনী।
04:45 এটির OpenFOAM টিউটোরিয়ালের ডাইরেক্টরী প্রিন্ট করা উচিত।
04:50 সংক্ষেপে, এখানে আমরা PyFoam সম্পর্কে শিখেছি।
04:55 আমরা OpenFoam এর সংস্থাপন যাচাই করাও শিখেছি।
05:00 pip দ্বারা OpenFoam সংস্থাপিত করা।
05:03 সোর্স ব্যবহার করে PyFoam সংস্থাপিত করা এবং PyFoam কাজ করলে তা যাচাই করা শেখা।
05:09 এই ফোরামে আপনার সুবিধানুযায়ী প্রশ্ন পোস্ট করুন।
05:13 এই ফোরামে OpenFOAM এর আপনার সাধারণ প্রশ্ন পোস্ট করুন।
05:18 FOSSEE দল TBC প্রজেক্টকে নির্দেশিত করে।
05:22 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
05:33 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ।

Contributors and Content Editors

Satarupadutta