Ngspice/C2/Operating-point-analysis-in-NGspice/Bengali
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
| 00:01 | ngspice এ Operating point analysis এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
| 00:08 | এই টিউটোরিয়ালে আমরা শিখব: |
| 00:10 | 'অপারেটিং পয়েন্ট অ্যানালিসিস' ক্রিয়ান্বিত করা। |
| 00:13 | Kirchoff's ভোল্টেজ ল যাচাই করতে 'নেটলিস্ট ফাইল' এ সম্মিলিত 'কমান্ড স্ক্রিপ্ট' এবং 'ইন্টারেক্টিভ মোডে কমান্ড লাইন ইন্টারফেসে ngspice ব্যবহার করে। |
| 00:24 | উবুন্টু 12.04 অপারেটিং সিস্টেম রয়েছে যা সংস্থাপিত ngspice সংস্করণ 23 এর সাথে ব্যবহৃত হয়েছে। |
| 00:33 | এই টিউটোরিয়ালের জন্য ইলেকট্রনিক সার্কিটের মৌলিক জ্ঞান পূর্বে আবশ্যক। |
| 00:38 | এছাড়াও উবুন্টু লিনাক্স এবং শেল কমান্ডের মৌলিক জ্ঞান প্রয়োজন। |
| 00:43 | আমরা দেখানো উদাহরণ সার্কিটের ব্যবহার করব। |
| 00:47 | সার্কিট তিনটি বিশিষ্ট নোড রাখে। |
| 00:52 | a, b |
| 00:55 | এবং c. |
| 00:57 | একটি অতিরিক্ত চতুর্থ নোড যা রেফারেন্স বা ডেটাম নোড বলে নোড "0" নোড হিসেবে চিহ্নিত করা জরুরী। |
| 01:06 | এটি যে কোনো সার্কিটেরজন্য বাধ্যতামূলক। |
| 01:09 | এখন ngspice নেটলিস্ট example1.cir ফাইল খুলুন যা টেক্সট এডিটরে পূর্বে দেখানো সার্কিট স্কিমেটিক সম্বন্ধিত। |
| 01:19 | আমি ইতিমধ্যে gedit টেক্সট এডিটর খুলেছি। |
| 01:27 | উল্লেখ্য যে Netlist ফাইল .cir এক্সটেনশনের সাথে সংরক্ষণ হয়েছে। |
| 01:32 | আমরা সকল উপাদান যেমনকি ভোল্টেজ সোর্স, রোধ এবং কারেন্ট সোর্স দেখতে পারি। |
| 01:41 | এছাড়াও নোডস একসাথে জোড়া সম্পর্কে তথ্য ও দেখতে পারি। |
| 01:46 | নেটলিস্টে সম্মিলিত .op কমান্ড অপারেটিং পয়েন্ট অ্যানালিসিস সঞ্চালন করতে ব্যবহার করা হয়। |
| 01:54 | আমরা এই সার্কিট সিমুলেট করব, এবং ইন্টারেক্টিভ মোডে-কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করে Kirchoff's ভোল্টেজ ল যাচাই করব। |
| 02:02 | এখন টার্মিনাল থেকে ngspice খুলি। |
| 02:06 | উবুন্টু ডেস্কটপ পর্দার উপরের বাম কোনায় যান। |
| 02:10 | Dash home এ টিপুন। |
| 02:13 | সার্চ বারে terminal লিখুন এবং এন্টার টিপুন। |
| 02:22 | এটি টার্মিনাল উইন্ডো খুলবে। |
| 02:26 | আমি এই উইন্ডোর মাপ পরিবর্তন করি। |
| 02:30 | এখন আমি সেই 'ফোল্ডার' এ যাই যেখানে 'নেটলিস্ট ফাইল' example1.cir সংরক্ষিত রয়েছে। |
| 02:38 | আমি নিম্নরূপে এটি করি: |
| 02:40 | টার্মিনালে আমি লিখব cd স্পেস Desktop স্ল্যাশ op হাইফেন analysis এবং এন্টার টিপব। |
| 02:55 | এখন ngspice ফাইল সিমুলেট করি। |
| 02:59 | এখন দেখি যে এটি কিভাবে হতে পারে। |
| 03:01 | টার্মিনালে লিখুন ngspice স্পেস example1.cir এবং এন্টার টিপুন। |
| 03:17 | এখানে আপনি লক্ষ্য করবেন যে আমরা ngspice কমান্ড লাইন ইন্টারফেসে প্রবেশ করেছি। |
| 03:23 | লিখুন run এবং এন্টার টিপুন। |
| 03:28 | এটি সার্কিট সিমুলেট করবে এবং ফলাফল সংরক্ষণ করবে। |
| 03:33 | আমরা উপরোক্ত সিমুলেটের ফলাফল ব্যবহার করে Kirchoff's ভোল্টেজ ল যাচাই করতে পারি। |
| 03:39 | Kirchoff's ভোল্টেজ ল অনুযায়ী, বাইরের লুপের চারপাশের ভোল্টেজ, dc ভোল্টেজ সোর্স V1 এর মানের সমান হওয়া উচিত। |
| 03:51 | বাইরের লুপের চারপাশের ভোল্টেজ গণনা করুন। |
| 03:54 | এইজন্য, আমরা নিম্ন কাজগুলি করব: |
| 03:59 | টার্মিনালে ngspice কমান্ড লাইন ইন্টারফেসে, |
| 04:03 | লিখুন print স্পেস v of a comma b প্লাস v of b comma c প্লাস v of c এবং এন্টার টিপুন। |
| 04:21 | এখানে v of a comma b নোডস a এবং b এর মাঝে ভোল্টেজ ড্রপ উল্লেখ করে। |
| 04:29 | print কমান্ড এর ডান পাশে উল্লিখিত গণণার ফলাফল প্রদর্শন করে। |
| 04:36 | টার্মিনালে গণণার ফলাফল লক্ষ্য করুন। |
| 04:39 | এটি হল 30 ভোল্ট যেমনকি দেখানো হয়েছে। |
| 04:42 | এখন DC ভোল্টেজ সোর্স V1 যা হল v(a) এর মান গণনা করে। |
| 04:50 | লিখুন print স্পেস v of a এবং এন্টার টিপুন। |
| 05:00 | টার্মিনালে গণণার ফলাফল লক্ষ্য করুন। |
| 05:04 | উভয় ফলাফল সমান হলে Kirchoff's ভোল্টেজ ল যাচাই হয়। |
| 05:10 | যেহেতু উভয় ভোল্টেজের মান সমান, তাই Kirchhoff এর ভোল্টেজ ল বাইরের লুপ a, b, c এবং 0 যাচাই করে। |
| 05:21 | এখন আমরা এই সার্কিট সিমুলেট করব এবং নেটলিস্ট ফাইলে সম্মিলিত কমান্ড স্ক্রিপ্ট ব্যবহার করে Kirchoff এর ভোল্টেজ ল যাচাই করব। |
| 05:31 | সংশোধিত নেটলিস্ট ফাইল example হাইফেন modified ডট cir প্রদর্শিত হয়েছে। |
| 05:40 | যেমনকি আপনি দেখতে পারেন সেই কমান্ড যা কমান্ড-লাইন-ইন্টারফেসে নিস্পাদিত করা হয়েছে, কন্ট্রোল স্টেটমেন্টের মত এই নেটলিস্টে সম্মিলিত। |
| 05:50 | যার dot control এবং dot end c স্টেটমেন্টের মাঝের স্টেটমেন্ট। |
| 05:57 | Echo কমান্ড টার্মিনাল উইন্ডোতে, এর ডান পাশে লিখিত টেক্সট ইকো করে। |
| 06:04 | আপনি দেখতে পারেন যে আমরা নেটলিস্টে print স্টেটমেন্ট সম্মিলিত করেছি। |
| 06:10 | এখন আমরা সংশোধিত নেটলিস্ট ফাইল নিস্পাদিত করি। |
| 06:14 | সোর্স কমান্ড ngspice simulator environment থেকে নেটলিস্ট সিমুলেট করতে ব্যবহৃত হয়। |
| 06:22 | টার্মিনালে লিখুন source স্পেস example হাইফেন modified ডট cir এবং এন্টার কী টিপুন। |
| 06:37 | এই সিমুলেশন রান করবে এবং সরাসরি KVL যাচাইয়ের ফলাফল প্রদর্শন করবে। |
| 06:43 | আপনি দেখতে পারেন যে ফলাফল আগের মতই রয়েছে। |
| 06:48 | আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
| 06:52 | ngspice simulator থেকে প্রস্থান করতে quit লিখুন এবং এন্টার কী টিপুন। |
| 07:00 | এখন সংক্ষিপ্তকরণ করি যে আমরা এখানে কি শিখেছি। |
| 07:03 | এই টিউটোরিয়ালে শিখেছি, |
| 07:05 | প্রদত্ত সার্কিটের অপারেটিং পয়েন্ট অ্যানালিসিস করা। |
| 07:09 | Kirchoff's ভোল্টেজ ল যাচাই করতে 'নেটলিস্ট ফাইল' এ সম্মিলিত 'কমান্ড স্ক্রিপ্ট' এবং 'ইন্টারেক্টিভ মোডে কমান্ড লাইন ইন্টারফেসে ngspice ব্যবহার করে। |
| 07:20 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। |
| 07:24 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
| 07:28 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
| 07:32 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল |
| 07:34 | কর্মশালার আয়োজন করে। |
| 07:38 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
| 07:41 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
| 07:47 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
| 07:52 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
| 07:59 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
| 08:02 | spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
| 08:09 | অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |
| 08:11 | আশা করি টিউটোরিয়ালটি লাভদায়ক হয়েছে। |
| 08:13 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। |
| 08:19 | ধন্যবাদ। |