Netbeans/C2/Handling-Images-in-a-Java-GUI-Application/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | নমস্কার বন্ধুগণ। Netbeans IDE দ্বারা Handling Images in a Java GUI Application এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:10 | আমি মনে করি আপনি netbeans সম্পর্কে কিছুটা জানেন। |
00:15 | আমি ধরে নেই আপনি JFrame form এ text fields, buttons, menus সম্পর্কে জানেন। |
00:22 | না হলে Netbeans সম্বন্ধিত টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান। |
00:29 | এখানে ইমেজকে হ্যান্ডেল করা সম্পর্কে বিস্তারিতভাবে শিখব। |
00:34 | স্যাম্পল GUI অ্যাপ্লিকেশনে তার উপর কাজ করব। |
00:39 | আমি এখানে লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু v11.04 এবং Netbeans IDE v7.1.1 ব্যবহার করছি। |
00:52 | জাভা অ্যাপ্লিকেশনে ইমেজ হ্যান্ডেল এবং অ্যাক্সেস করতে getResource () মেথড ব্যবহার করা আদর্শ উপায়। |
00:59 | আমরা শিখব যে অ্যাপ্লিকেশনে কোড ইমেজের সাথে তৈরী করতে IDE's GUI বিল্ডার কিভাবে প্রয়োগ করে। |
01:07 | একটি ইমেজ দেখাতে Jlabel এর সাথে সহজ Jframe কিভাবে বানায়। |
01:13 | এই টিউটোরিয়ালে শিখব |
01:15 | অ্যাপ্লিকেশন ফর্ম তৈরী করা |
01:18 | ইমেজের জন্য প্যাকেট জোড়া। |
01:20 | লেবেলে ইমেজ প্রদর্শন করা। |
01:22 | mouse-events এবং pop-ups বানানো। |
01:25 | অ্যাপ্লিকেশন বানানো এবং রান করা। |
01:28 | এখন স্যাম্পল অ্যাপ্লিকেশন বানতে IDE তে যাই। |
01:33 | File মেনু থেকে New Project চয়ন করুন। |
01:37 | Categories থেকে Java চয়ন করুন, Projects থেকে Java Application চয়ন করুন এবং Next এ টিপুন। |
01:46 | Project Name ফীল্ডে লিখুন ImageDisplayApp |
01:54 | Create Main Class চেক-বাক্স খালি করুন। |
01:58 | নিশ্চিত করুন Set as Main Project চেক-বাক্স চয়নিত। |
02:03 | Finish এ টিপুন। প্রজেক্ট IDE তে তৈরী হয়ে গেছে। |
02:08 | এই অংশে, আমরা Jframe form বানাবো এবং ফর্মের জন্য Jlabel জুড়ব। |
02:14 | আগে Jframe form বানাই। |
02:17 | Projects উইন্ডোতে ImageDisplayApp নোড খুলুন। |
02:23 | Source Packages নোডে ডান ক্লিক করে New, Jframe form চয়ন করুন। |
02:30 | Class Name ফীল্ডে লিখুন ImageDisplay |
02:37 | Package ফীল্ডে লিখুন org.me.myimageapp |
02:45 | Finish এ টিপুন। |
02:48 | এখন Jlabel যোগ করি। |
02:52 | Palette এ IDE এর ডানদিকে Label কম্পোনেন্ট চয়ন করুন এবং Jframe এ টানুন। |
03:01 | এখনকার জন্য ফর্ম এইরকম দেখা উচিত। |
03:06 | অ্যাপ্লিকেশনে ইমেজ বা অন্য রিসোর্সে ব্যবহার করলে সাধারণত রিসোর্সের জন্য আলাদা জাভা প্যাকেজ বানাই। |
03:15 | আপনার লোকাল ফাইল সিস্টেমে প্যাকেজ ফোল্ডারের সাথে মেলে। |
03:19 | Projects উইন্ডোতে org.me.myimageapp নোডে ডান ক্লিক করুন এবং New > Java Package চয়ন করুন। |
03:30 | New Package Wizard এ org.me.myimageapp এর জন্য resources যোগ করুন। |
03:40 | নতুন প্যাকেজকে এখন org.me.myimageapp.resources বলা হয়। |
03:47 | Finish এ টিপুন। |
03:49 | Projects উইন্ডোতে ইমেজ জোড়ার সময় org.me.myimageapp.resources এ ইমেজ দেখা উচিত। |
03:59 | অ্যাপ্লিকেশনে ইমেজ Jlabel কম্পোনেন্টে এমবেড করা হবে। |
04:04 | এখন ইমেজে লেবেল যোগ করি। |
04:08 | GUI designer এ, লেবেল চয়ন করুন যা ফর্মের জন্য জুড়েছেন। |
04:14 | Properties উইন্ডোতে palette এর নীচে, উইন্ডোর ডানদিকে Icon প্রোপারটিতে স্ক্রোল করুন। |
04:23 | ellipsis (...) বা ডানদিকে তিনটি ডটসে টিপুন। |
04:30 | Icon Property ডায়ালগ বাক্সে Import to Project এ টিপুন। |
04:34 | file chooser এ, ইমেজ যুক্ত ফোল্ডারে নেভিগেট করুন যা আপনি ব্যবহার করতে চান। |
04:42 | Next এ টিপুন। |
04:45 | wizard এর Select Target Folder পেজে Resources বাছুন। |
04:49 | এবং Finish এ টিপুন। |
04:52 | Finish এ টেপার পর IDE প্রজেক্টে ইমেজ কপি করে। |
04:57 | তাই আপনি যখন অ্যাপ্লিকেশন বানিয়ে রান করেন ইমেজ বিতরণ যোগ্য JAR ফাইলে অন্তর্ভুক্ত হয়ে যায়। |
05:07 | এখানে OK তে টিপুন। |
05:11 | প্রজেক্ট নোডে ডান ক্লিক করে Clean and Build বিকল্প চয়ন করুন। |
05:18 | এখন আপনি Files মেনুতে যেতে পারেন, এবং build ফোল্ডারের ভিতরে |
05:29 | dist ফোল্ডারে jar ফাইলে দেখতে পারেন। |
05:33 | imagedisplay ক্লাসে ইমেজ অ্যাক্সেস করতে কোড তৈরী করতে হবে। |
05:38 | এটি ফর্মের Design view তে লেবেলে ইমেজও প্রদর্শন করে। |
05:43 | এই মুহুর্তে ফর্মের চেহারা উন্নত করতে কিছু সহজ জিনিস করতে পারেন। |
05:48 | Properties উইন্ডোতে Text প্রোপার্টি চয়ন করুন। |
05:56 | এবং jLabel1 মুছে দিন। |
06:04 | এই ভ্যালু GUI Builder দ্বারা লেবেলের জন্য প্রদর্শিত টেক্সট রূপে তৈরী হয়ে গেছে। |
06:10 | যদিও টেক্সটের বদলে ইমজ প্রদর্শন করতে লেবেল ব্যবহার করছি। |
06:15 | তাই এই টেক্সটের দরকার নেই। |
06:18 | এখন label কে ফর্মে মাঝে আনার জন্য টানুন। |
06:26 | GUI Designer এ Source ট্যাবে টিপুন। |
06:30 | নীচে দেখায় যে Generated Code |
06:33 | কোড দেখাতে Generated Code লাইনের বামদিকে এবং plus sign (+) এ টিপুন যা GUI Designer বানিয়েছে। |
06:42 | এখানে এটি কী-লাইন। |
06:49 | কারণ jLabel1 আইকন প্রোপার্টির জন্য Property editor ব্যবহার করেছি। IDE, section মেথড তৈরী করেছে। |
06:57 | সেই মেথডের প্যারামিটার ImageIcon এর বেনামী আন্তরিক ক্লাসে getResource() মেথডের জন্য কল অন্তর্ভুক্ত করে। |
07:10 | একবার ইমেজ জুড়ে গেলে, Design view তে ইমেজে ডান ক্লিক করুন। |
07:19 | Events > Mouse > mouseClicked এ টিপুন। |
07:24 | ভিউ Source মোডে চলে যায়। |
07:28 | এখানে mouse-click কাজ কাস্টমাইজ করতে কোড জুড়তে পারি। |
07:33 | pop-up তৈরী করতে কোডের কিছু লাইন যোগ করুন, যখন ইমেজ GUI তে ক্লিক করা হয়। |
08:00 | এখন পপ-আপ তৈরী করতে কোডের কিছু লাইন লিখেছি। |
08:05 | প্রথমে আমি পপ-আপের জন্য নতুন Jframe বানিয়েছি। |
08:12 | defaultCloseOperation সেট করেছি। |
08:15 | এবং অবশেষে pop-up এর জন্য টেক্সট প্রদান করেছি। |
08:24 | কোডের এই লাইন জোড়ার পর ফাইলের শুরুতে দুটি স্টেটমেন্ট জুড়ে দরকারী প্যাকেজ ইম্পোর্ট করুন। |
08:36 | import javax.swing.*; |
08:45 | এবং import java.awt.*; জুড়ুন। |
08:53 | এটি এই প্রোগ্রামের জন্য দরকারী প্যাকেজ ইম্পোর্ট করবে। |
08:59 | এখন অ্যাপ্লিকেশন তৈরী করে রান করুন। |
09:02 | আমি ইমেজ অ্যাক্সেস এবং প্রদর্শন করতে তৈরী করেছি। |
09:07 | ইমেজ অ্যাক্সেস হয়েছে কিনা নিশ্চিত করতে অ্যাপ্লিকেশন বানিয়ে রান করুন। |
09:12 | প্রথমে প্রজেক্ট Main class সেট করা আবশ্যক। |
09:16 | Main class সেট করে প্রজেক্ট রান করলে IDE জানে যে কোন ক্লাস রান করতে হবে। |
09:21 | এছাড়া এটি নিশ্চিত করুন যে অ্যাপ্লিকেশন JAR ফাইলে অ্যাপ্লিকেশন তৈরী করলে Main class এলিমেন্ট তৈরী হয়। |
09:33 | প্রজেক্ট উইন্ডোতে ImageDisplayApp প্রজেক্ট নোডে ডান ক্লিক করে Properties চয়ন করুন। |
09:41 | Project Properties ডায়ালগ বাক্সে, বামদিকে Run শ্রেণী চয়ন করুন। |
09:47 | Main Class ফীল্ডের পরে থাকা Browse এ টিপুন। |
09:51 | org.me.myimageapp.ImageDisplay চয়ন করে Select Main Class এ টিপুন। |
10:01 | এখানে OK তে টিপুন। |
10:05 | এখন Project নোডে ডান ক্লিক করে Clean & Build চয়ন করুন। |
10:11 | আপনি Files উইন্ডোতে অ্যাপ্লিকেশনের Build প্রোপার্টিস দেখতে পারেন। |
10:20 | Build ফোল্ডার compiled ক্লাস সম্মিলিত করে। |
10:23 | dist ফোল্ডার নিস্পাদন যোগ্য JAR ফাইল সম্মিলিত করে, যাতে কম্পাইল ক্লাস এবং ইমেজ রয়েছে। |
10:32 | এখন Run চয়ন করুন। |
10:34 | আমাদের আউটপুট উইন্ডো ইমেজের সাথে খোলে। |
10:39 | আমি এখন এই ইমেজে টিপব। |
10:42 | pop-up শীর্ষে দেখতে পারেন, যা ইমেজের বর্ণন দেখাচ্ছে। |
10:50 | নির্দেশিত কাজের জন্য, |
10:54 | চারটি ইমেজের সাথে একটি অন্য GUI বানান, যেমনকি এই টিউটোরিয়ালে দেখানো হয়েছে। |
11:01 | প্রতিটি ইমেজের জন্য বিভিন্ন events নির্দিষ্ট করুন যেমন keyboard event, mouse-motion event, mouse-click event, mouse-wheel event |
11:12 | আমি আগেই নির্দেশিত কাজ করেছি। |
11:17 | এই প্রজেক্ট রান করুন। |
11:20 | আপনার নির্দেশিত কাজ এইরকম হওয়া উচিত। |
11:26 | আমি এখানে নির্দেশিত কাজের জন্য keyboard-events এবং mouse events বানিয়েছি। |
11:34 | তাই সংক্ষেপে |
11:36 | Jframe ফর্ম বানিয়েছি |
11:39 | প্যাকেজ যোগ করেছি |
11:41 | লেবেলে ইমেজ দেখিয়েছি। |
11:44 | এবং mouse events এবং pop-ups ও বানিয়েছি। |
11:49 | স্ক্রীনে প্রদর্শিত লিঙ্কে উপলব্ধ ভিডিও দেখুন। |
11:53 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
11:56 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
12:02 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। |
12:07 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
12:11 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
12:19 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
12:23 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
12:30 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
12:42 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। |
12:46 | অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |