Moodle-Learning-Management-System/C2/User-Roles-in-Moodle/Bengali
Time | Narration |
00:01 | Moodle এ User Roles এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এখানে আমরা শিখব: একজন ইউসারকে অ্যাডমিন ভূমিকা নির্ধারণ করা। |
00:13 | একটি কোর্সে শিক্ষক নিয়োগ করা এবং কোর্সে একজন শিক্ষার্থীকে নিবন্ধন করা। |
00:20 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করা হয়েছে: উবুন্টু লিনাক্স OS 16.04 |
00:28 | XAMPP 5.6.30 দ্বারা প্রাপ্ত Apache, MariaDB এবং PHP
Moodle 3.3 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার। |
00:42 | আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।
যদিও, ইন্টারনেট এক্সপ্লোরার এড়ানো উচিত, কারণ এটি কিছু ডিসপ্লে অসঙ্গতি ঘটায়। |
00:54 | এই টিউটোরিয়ালের শিক্ষার্থীদের তাদের Moodle ওয়েবসাইটে নির্মিত কিছু কোর্স থাকতে হবে। |
01:01 | না হলে এই ওয়েবসাইটে পূর্ববর্তী Moodle টিউটোরিয়াল দেখুন। |
01:08 | ব্রাউজারে যান এবং আপনার অ্যাডমিন ইউসারনেম এবং পাসওয়ার্ড দ্বারা Moodle ওয়েবসাইটে লগইন করুন। |
01:16 | এখন আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে রয়েছি। |
01:19 | এখন Course and Category Management পৃষ্ঠাতে যাই। |
01:24 | নিশ্চিত করুন আপনার Moodle ইন্টারফেসে এই কোর্স রয়েছে।
না হলে তাদের বানাতে টিউটোরিয়ালটি থামান এবং তারপর পুনরায় শুরু করুন। |
01:34 | এখন আমাদের বানানো সকল ইউসার দেখি। |
01:38 | Site Administration এ ক্লিক করুন। |
01:41 | তারপর Users ট্যাবে ক্লিক করুন। |
01:44 | Accounts বিভাগে, Browse list of users এ ক্লিক করুন। |
01:50 | এখন আমাদের 4 জন ইউসার রয়েছে। |
01:53 | এখন Priya Sinha ইউসারে ক্লিক করে তার প্রোফাইল সম্পাদনা করি। |
01:59 | তাই User details বিভাগে Edit Profile লিঙ্কে ক্লিক করুন। |
02:04 | নীচে স্ক্রোল করুন এবং Optional বিভাগ সনাক্ত করুন।
তারপর এটি প্রসারিত করতে এতে ক্লিক করুন। |
02:11 | লক্ষ্য করুন Institution, Department, Phone এবং Address ফীল্ড দেখায়।
এইগুলি আমরা CSV ফাইলে প্রবেশ করেছি। |
02:23 | আবার ইউসারের তালিকায় ফিরে যাই।
এটি করতে, Site Administration -> Users -> Browse list of users এ ক্লিক করুন। |
02:33 | System Admin2 ইউসারকে প্রশাসনিক ভূমিকা নির্ধারণ করি। |
02:39 | বাম মেনুতে, Site Administration এ ক্লিক করুন এবং তারপর Users ট্যাবে ক্লিক করুন। |
02:46 | Permissions বিভাগে স্ক্রোল করুন এবং Site Administrators এ ক্লিক করুন। |
02:52 | এখানে 2 সেট ইউসার রয়েছে।
প্রথম সেটে বর্তমান সাইট অ্যাডমিনিস্ট্রেটরের নাম রয়েছে এবং দ্বিতীয় সেটে অন্যান্য ইউসারের তালিকা রয়েছে। |
03:05 | দুটি তালিকার মাঝে বিভিন্ন কর্ম সঞ্চালনের জন্য বোতাম রয়েছে। |
03:11 | Users বাক্স থেকে, System Admin2 ইউসারে ক্লিক করুন। |
03:17 | অনেক বেশী ইউসার থাকলে, সন্ধানের জন্য Users box এর নীচে Search box ব্যবহার করুন।
এবং তারপর, Add বোতামে ক্লিক করুন। |
03:26 | Confirm বাক্সে, Continue বোতামে ক্লিক করুন। |
03:30 | এখানে 2 টি admin users রয়েছে।
আমরা যতগুলি চাই অ্যাডমিন ইউসার থাকতে পারে। |
03:38 | কিন্তু শুধুমাত্র একজন Main administrator হতে পারে।
Main administrator কে সিস্টেম থেকে মুছে ফেলা যাবে না। |
03:48 | এখন Calculus কোর্সের শিক্ষিকা হিসাবে Rebecca Raymond কে নিয়োগ করি। |
03:55 | এটি করতে এখানে দেখানো Course and category management পৃষ্ঠায় যান। |
04:02 | এর কোর্স দেখতে 1st Year Maths subcategory তে ক্লিক করুন। |
04:09 | Calculus কোর্সে ক্লিক করুন। কোর্সের বর্ণন দেখতে নীচে স্ক্রোল করুন।
Enrolled Users এ ক্লিক করুন। |
04:19 | আমরা দেখি যে ইউসার Priya Sinha এই কোর্সে নথিভুক্ত হয়েছে। |
04:25 | আমরা upload user CSV দ্বারা এটি করেছি। |
04:29 | Moodle এ, শিক্ষক সহ সবাইকে, এই কোর্সে নথিভুক্ত করতে হবে। |
04:35 | কোর্সে তাদের বর্তমান ভূমিকার উপর ভিত্তি করে নতুন ভূমিকা নিয়োগ করা হয়েছে। |
04:41 | উপরে বা নীচে ডানদিকে Enrol users বোতামে ক্লিক করুন। |
04:48 | একটি পপ-আপ উইন্ডো খোলে। |
04:51 | এতে Assign roles, Enrolment options এর ফীল্ড এবং Search বোতামের জন্য ড্রপডাউন রয়েছে। |
05:00 | আমরা বর্তমানে এই কোর্সে নিযুক্ত না করা সকল ইউসারের তালিকা দেখতে পারি। |
05:06 | Assign roles ড্রপডাউনে, Teacher চয়ন করুন। |
05:11 | তারপর Rebecca Raymond এর পাশে Enroll বোতামে ক্লিক করুন। |
05:16 | শেষে, পৃষ্ঠার নীচে Finish Enrolling users বোতামে লিক করুন। |
05:24 | শিক্ষার্থীদের একইভাবে কোর্সে নিয়োগ করা যেতে পারে। |
05:28 | শিক্ষিকার ভূমিকা থেকে Rebecca Raymond অনির্দিষ্ট করতে, Roles কলামে Trash আইকনে ক্লিক করুন। |
05:36 | Confirm Role Change পপআপ বাক্সে, Remove বোতামে ক্লিক করুন। |
05:42 | ইতিমধ্যে নথিভুক্ত ইউসারে ভূমিকা নির্ধারণ করতেও Assign role আইকন ব্যবহার করা যেতে পারে। |
05:50 | সকল role নাম সহ একটি ছোট পপ-আপ উইন্ডো খুলতে এতে ক্লিক করুন। |
05:56 | Rebecca Raymond কে শিক্ষিকার ভূমিকা নির্ধারণ করতে Teacher এ ক্লিক করুন।
বাক্স নিজেই বন্ধ হয়। |
06:04 | একেবারে ডানদিকে trash আইকনে ক্লিক করে ইউসার কোর্স থেকে অ-নথিভুক্ত হতে পারে। |
06:11 | ডান দিকে gear আইকন, user enrolment বর্ণন সম্পাদনা করার জন্য।
এতে ক্লিক করুন। |
06:20 | এতে ইউসারকে স্থগিত করা এবং নথিভুক্তি শুরু এবং শেষ করার তারিখ বদলানোর বিকল্প রয়েছে। |
06:28 | enrolment পৃষ্ঠায় ফিরে যেতে Cancel বোতামে ক্লিক করুন। |
06:33 | এর সাথে আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি।
সংক্ষিপ্তকরণ করি। |
06:39 | এখানে আমরা একজন ইউসারকে অ্যাডমিন ভূমিকা নির্ধারণ করা শিখেছি।
একটি কোর্সে শিক্ষক নিয়োগ করা এবং কোর্সে একজন শিক্ষার্থীকে নিবন্ধন করা। |
06:52 | এখানে একটি অনুশীলনী রয়েছে:
Linear Algebra কোর্সে Rebecca Raymond কে শিক্ষিকা হিসেবে নিয়োগ করুন। |
07:00 | Linear Algebra কোর্সে শিক্ষার্থী হিসেবে Priya Sinha কে নিয়োগ করুন। |
07:06 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন। |
07:14 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। আরো জানতে আমাদের লিখুন। |
07:22 | এই ফোরামে আপনার প্রশ্ন পোস্ট করুন। |
07:26 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
07:38 | এই স্ক্রিপ্টটি প্রিয়াঙ্কা দ্বারা নির্মিত।
আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |