Moodle-Learning-Management-System/C2/Question-bank-in-Moodle/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodle এ Question bank এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এখানে আমরা শিখব: Moodle এ Question bank.
00:12 questions এর ক্যাটেগরী এবং Question bank এ প্রশ্ন যোগ করা।
00:19 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহৃত হয়েছে: উবুন্টু লিনাক্স OS 16.04
00:26 XAMPP 5.6.30 এর মাধ্যমে Apache, MariaDB এবং PHP.
00:34 Moodle 3.3 এবং Firefox web browser.

আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।

00:44 যদিও, ইন্টারনেট এক্সপ্লোরার এড়ানো উচিত, কারণ এটি কিছু ডিসপ্লে অসঙ্গতি ঘটায়।
00:52 টিউটোরিয়ালটি অনুমান করে যে সাইট প্রশাসক আপনাকে শিক্ষক হিসাবে নিবন্ধিত করেছে

এবং আপনাকে একটি কোর্স নির্ধারিত করেছে।

01:03 এটি এও অনুমান করে যে আপনি কোর্সে কিছু কোর্স ম্যাটেরিয়াল জুড়েছেন।
01:09 না হলে এই ওয়েবসাইটে প্রাসঙ্গিক Moodle টিউটোরিয়াল দেখুন।
01:16 ব্রাউজারে যান এবং শিক্ষক হিসাবে আপনার Moodle সাইটে লগইন করুন।
01:24 আমি Code files লিঙ্কে এই টিউটোরিয়ালে ব্যবহৃত সকল টেক্সট সহ একটি টেক্সট ফাইল দিয়েছি।

Mytextfile.txt নামক ফাইলটি ডাউনলোড করুন এবং মেশিনে এটি খুলুন।

01:40 বাম ন্যাভিগেশন মেনুতে Calculus কোর্সে ক্লিক করুন।
01:45 আমরা Question banks সম্পর্কে শেখা শুরু করব।
01:49 Question bank মূলত বিষয় দ্বারা সংগঠিত একটি প্রশ্ন সংগ্রহ।
01:55 Question bank এর Questions একাধিক ক্যুইজে পুনরায় ব্যবহার করা যেতে পারে।
02:01 এটি প্রতিটি শিক্ষাগত বছর বা বিভিন্ন ব্যাচের জন্য বিভিন্ন ক্যুইজ বানাতে সহায়তা করে।
02:09 ব্রাউজারে ফিরে যান।
02:11 উপরে ডানদিকে গিয়ার আইকনে ক্লিক করুন তারপর শেষে More… লিঙ্কে ক্লিক করুন।
02:18 আমরা Course Administration পৃষ্ঠাতে আসি।
02:22 নীচে স্ক্রোল করুন এবং Question bank নামের বিভাগ সনাক্ত করুন।
02:27 এই বিভাগের Categories লিঙ্কে ক্লিক করুন।
02:30 Add category বিভাগে দেখুন।
02:34 Parent category ড্রপডাউনে ক্লিক করুন।
02:37 এখানে Top হল এই কোর্সের শীর্ষ স্তরের বিভাগ।
02:42 Default for Calculus ডিফল্টরূপে চয়নিত না থাকলে এটি চয়ন করুন।
02:49 Name ফীল্ডে লিখুন Basic Calculus.
02:54 তারপর পৃষ্ঠার নীচে Add Category বোতামে ক্লিক করুন।

একইভাবে, আমরা আরো বিভাগ জুড়তে পারি।

03:04 Calculus course এর জন্য বিভাগের একটি অনুক্রম বানাই যেমন আমি এখানে করেছি।
03:11 Questions ট্যাবে ক্লিক করে প্রশ্ন বানানোর পৃষ্ঠাতে যান।
03:17 নীচে Create a new question বোতামে ক্লিক করুন।
03:22 একটি পপ-আপ উইন্ডো খোলে।
03:25 আপনি যে প্রশ্ন জুড়তে চান তা চয়ন করুন।
03:29 question type এর বিস্তারিত বর্ণন ডান পাশে দেখায়।
03:35 আমি Multiple choice চয়ন করব।
03:39 পপ-আপের নীচে Add বোতামে ক্লিক করুন।
03:43 সেই category চয়ন করুন যার জন্য আপনি প্রশ্ন জুড়তে চান।

আমি Evolutes চয়ন করব।

03:51 Question name ফীল্ডে, লিখুন MCQ with single correct answer.
03:57 Question text এলাকায় নিম্ন প্রশ্ন লিখুন।

আপনি Mytextfile.txt ফাইল থেকে টেক্সট কপি-পেস্ট করতে পারেন।

04:07 Default Mark, 1 এ সেট রয়েছে এবং আমি এটি 1 রাখবো।
04:12 পরবর্তী বিকল্প General feedback. তারা কুইজ জমা দেওয়ার পর শিক্ষার্থী এখানে টেক্সট দেখে।
04:23 এটি প্রশ্নের বিস্তারিত সমাধান দেখাতেও ব্যবহার করা যেতে পারে।

টেক্সট লিখি বা কপি পেস্ট করি যেমন এখানে করেছি।

04:34 এখন, One or multiple answers ড্রপডাউনে ক্লিক করুন।
04:39 এখানে আমরা 2 টি বিকল্প দেখি - Multiple answers allowed

One answer only

04:46 আমি আপনাকে দেখাবো উভয় বিকল্প কিভাবে কাজ করে।
04:49 প্রথমে One answer only চয়ন করুন।
04:53 ডিফল্টরূপে Shuffle the choices চেকবাক্স চেক রয়েছে।

এটি নিশ্চিত করে যে প্রশ্নে চয়নিত উত্তর প্রতিটি quiz attempt প্রচেষ্টার জন্য shuffle হয়।

05:06 Answers বিভাগ দেখতে নীচে স্ক্রোল করুন।
05:10 লক্ষ্য করুন এখানে প্রতি বিকল্প একটি grade এবং feedback দ্বারা জুড়িত।
05:17 এখানে দেখানো Choice 1 লিখুন।
05:20 এখন এই প্রশ্নের জন্য, Choice 1 সঠিক উত্তর।
05:25 তাই আমি Grade এ 100% চয়ন করব।
05:30 Grade ড্রপডাউনে, আমরা প্রতি choice এ আংশিক মার্ক্স্ বা নেগেটিভ মার্ক্স্ বরাদ্দ করতে পারি।
05:38 আপনি Moodle এ আরো দক্ষ হলে এটি পরে দেখতে পারেন।
05:43 শিক্ষার্থীদের মতামত যারা এই উত্তর চয়ন করে Feedback টেক্সট এরিয়াতে লেখা যেতে পারে।

আমি Correct লিখব।

05:53 আমার এখানে করা বাকি choices এবং grades পূরণ করুন।
06:01 নীচে স্ক্রোল করুন এবং এটি প্রসারিত করতে Multiple Tries বিভাগে ক্লিক করুন।
06:08 এখানে লক্ষ্য করুন - Penalty for each incorrect try ফীল্ড ডিফল্টভাবে 33.33% সেট করা হয়।
06:18 এর মানে শিক্ষার্থীকে প্রতিটি ভুল উত্তরের জন্য শাস্তি দেওয়া হবে।
06:24 আপনি এটি একই ছেড়ে দিতে পারেন বা এখানে দেখানো অন্য যে কোনো শতাংশে বদলাতে পারেন।
06:31 আমি 0% চয়ন করব, কারণ আমি ভুল উত্তরের জন্য আমার শিক্ষার্থীদের শাস্তি দিতে চাই না।
06:39 তারপর নীচে স্ক্রোল করুন এবং পৃষ্ঠার নীচে Save changes বোতামে ক্লিক করুন।
06:46 আমরা দেখি যে আমাদের প্রশ্ন Question Bank এ জুড়ে গেছে।
06:51 লক্ষ্য করুন প্রশ্নের শিরোনামের পাশে 4 টি আইকন রয়েছে।
06:57 এইগুলি প্রশ্ন edit, duplicate, preview এবং delete করতে।
07:06 quiz এ প্রশ্ন কেমন দেখায় তা দেখতে Preview আইকনে ক্লিক করুন।
07:13 চয়নিত প্রশ্ন এবং এর বিকল্প একটি পপ-আপ উইন্ডোতে খোলে।
07:19 Fill in correct responses বোতামে ক্লিক করুন।

এটি আপনাকে প্রশ্নগুলি যাচাই করতে, চয়ন করতে এবং সঠিক করতে সহায়তা করে।

07:29 Submit and finish বোতামে ক্লিক করুন।
07:32 এটি feedback দেখাবে যা শিক্ষার্থী প্রশ্নের উত্তর দেওয়ার পর দেখবে।
07:38 যখনই আপনি একটি নতুন প্রশ্ন জুড়বেন, সর্বদা এটি ক্রস চেক করতে প্রিভিউ করুন।
07:44 এই পপ-আপ উইন্ডো বন্ধ করতে Close Preview বোতামে ক্লিক করুন।
07:49 এখন একটি MCQ বানাই যার একাধিক সঠিক উত্তর রয়েছে।
07:54 পূর্ববর্তী ধাপ অনুসরণ করে, আমি আরেকটি MCQ বানিয়েছি।

এই ভাবে এটি করুন।

08:01 One or multiple answers ড্রপডাউনে, এবার Multiple answers allowed চয়ন করব।
08:10 choices 1 এবং 2 লিখুন এবং দেখানো গ্রেড লিখুন।

এখানে আমি উভয়ের জন্য 50% grade চয়ন করেছি।

08:20 শিক্ষার্থী যে শুধুমাত্র 1টি সঠিক উত্তর দিয়েছে সে 0.5 মার্ক্স্ পায়।
08:26 শিক্ষার্থী যে উভয় উত্তর সঠিক দেয় 1 মার্ক পায়।
08:32 choices 3 এবং 4 লিখুন এবং তাদের সংশ্লিষ্ট গ্রেড লিখুন।
08:38 আমি Penalty for each incorrect try ফীল্ড 0% রাখবো।
08:44 নীচে স্ক্রোল করুন এবং Save changes বোতামে ক্লিক করুন।
08:49 এরপর Short answer প্রশ্ন যুক্ত করুন।
08:53 শিক্ষার্থীদের তাদের প্রশ্নের উত্তর হিসাবে একটি শব্দ বা বাক্যাংশ লেখার আশা করা হবে।
09:00 Create a new question বোতামে ক্লিক করুন এবং Short answer বিকল্পে ডাবল ক্লিক করুন।
09:08 দেখানো প্রশ্নটি বানান।
09:11 Case sensitivity ড্রপডাউনে, No, case is unimportant চয়ন করুন।
09:18 এই প্রশ্নের সঠিক উত্তর হল same logarithmic spiral.
09:24 আমাকে সেই শিক্ষার্থীদের সম্পূর্ণ মার্ক্স্ দিতে হবে যারা নিম্ন উত্তর দেবে:

same spiral বা same logarithmic spiral

09:35 যদি শিক্ষার্থী উত্তর হিসাবে logarithmic spiral লেখে, আমি অর্ধেক মার্ক্স্ দেবো।
09:43 answers বিভাগে স্ক্রোল করুন।
09:46 Answer 1 এবং 2 তাছাড়া তাদের গ্রেড পূরণ করুন।
09:52 Answer 1 টেক্সটে asterix লক্ষ্য করুন।

Asterix যে কোনো ক্যারেক্টর মেলাতে wildcard হিসাবে ব্যবহার করা যেতে পারে।

10:02 তাই উদাহরণস্বরূপ: একটি শিক্ষার্থী লেখে The evolute of a logarithmic spiral is the same logarithmic spiral.

এই উত্তরকে পূর্ণ মার্ক্স্ দেওয়া হবে।

10:15 Answer 3 এবং তার গ্রেড পূরণ করুন।
10:20 answer টেক্সট এর আগে কোন asterix নেই।
10:24 তাই উদাহরণস্বরূপ: একটি শিক্ষার্থী লেখে The evolute of a logarithmic spiral is not the same logarithmic spiral.

এই উত্তরকে কোন মার্ক্স্ দেওয়া হবে না।

10:37 Answer 4 এবং তার গ্রেড পূরণ করুন।
10:43 লক্ষ্য করুন আমি এই উত্তরকে শুধুমাত্র 50% মার্ক্স্ দিয়েছি।
10:48 feedback টেক্সট এরিয়াতে লিখুন You need to specify that it’s the same spiral and not any spiral.
10:57 এই ব্যাখ্যা শিক্ষার্থীকে feedback হিসাবে দেখানো হবে।
11:02 আবার আমি Penalty for each incorrect try ফীল্ডকে 0% রাখবো।
11:09 নীচে স্ক্রোল করুন এবং Save changes বোতামে ক্লিক করুন।
11:14 এখন একটি Numerical প্রশ্ন যোগ করি।
11:18 Create a new question বোতামে ক্লিক করুন এবং Numerical বিকল্পে ডাবল ক্লিক করুন।
11:26 এখানে দেখানো প্রশ্ন বানান।
11:29 এই প্রশ্নের উত্তর হল 5mm.

যদিও, আমি শিক্ষার্থীর 4.5mm এবং 5.5mm এর মাঝের উত্তর গ্রহণ করব।

11:41 এখানে এররের মার্জিন হল 0.5.
11:45 Answers বিভাগে স্ক্রোল করুন।
11:48 প্রদর্শিত Answers, Error এবং grades লিখুন।
11:53 Unit handling বিভাগ প্রসারিত করুন।

Unit handling ড্রপডাউনে 3টি বিকল্প রয়েছে।

12:00 আমি বিকল্পটি চয়ন করব -The unit must be given, and will be graded.
12:07 Unit penalty ফীল্ড ডিফল্টরূপে 0.1 দেখায়।

আমি এটি 0.5 করব।

12:16 তাই শিক্ষার্থী অর্ধেক মার্ক্স্ পাবে যদি তারা Unit উল্লেখ না করেই উত্তর লেখে।
12:23 Units are input using ড্রপডাউনে, আমি the text input element বিকল্প চয়ন করব।
12:31 এর মানে শিক্ষার্থীর উত্তরের সাথে ইউনিট লিখতে হবে।
12:37 Units বিভাগ প্রসারিত করুন।
12:40 ইউনিট হিসাবে mm লিখুন এবং গুণক হল 1. এর মানে পছন্দিত উত্তর mm এ থাকে।
12:50 আবার, আমি Penalty for each incorrect try ফীল্ড 0% রাখবো।
12:57 নীচে স্ক্রোল করুন এবং Save changes বোতামে ক্লিক করুন।
13:02 এর সাথে আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি।

সংক্ষিপ্তকরণ করি।

13:08 এখানে আমরা শিখেছি: Moodle এ Question bank
13:14 questions এর ক্যাটেগরী এবং Question bank এ প্রশ্ন যোগ করা।
13:22 এখানে একটি অনুশীলনী রয়েছে : Question bank এ আরো প্রশ্ন যোগ করুন।
13:28 বর্ণনের জন্য এই টিউটোরিয়ালের Assignment লিঙ্ক দেখুন।
13:34 এই টিউটোরিয়াটি থামান এবং সম্পন্ন হলে আবার চালান।
13:38 এই question bank এ 10 টি প্রশ্ন থাকা উচিত।

তাদের 6 টি Evolutes এ এবং 4 টি Involutes সাবক্যাটেগরীতে।

13:51 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়।

এটি ডাউনলোড করে দেখুন।

14:00 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়।

আরো জানতে আমাদের লিখুন।

14:10 এই ফোরামে আপনার প্রশ্ন পোস্ট করুন।
14:14 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
14:27 এই স্ক্রিপ্টটি প্রিয়াঙ্কা দ্বারা নির্মিত।

আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।

অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta