Moodle-Learning-Management-System/C2/Plugins-in-Moodle/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Installing plugins in Moodle এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা Plugins এবং Moodle এ plugin সংস্থাপন করা শিখব।
00:15 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:

উবুন্টু লিনাক্স OS 16.04

00:23 XAMPP 5.6.30 এর মাধ্যমে Apache, MariaDB এবং PHP.
00:31 Moodle 3.3
00:33 ফায়ারফক্স ওয়েব ব্রাউজার এবং কার্যকর ইন্টারনেট সংযোগ।
00:40 আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।
00:44 যদিও, ইন্টারনেট এক্সপ্লোরার এড়ানো উচিত, কারণ এটি কিছু ডিসপ্লে অসঙ্গতি ঘটায়।
00:52 এই টিউটোরিয়ালের শিক্ষার্থীদের Moodle ওয়েবসাইটে কিছু কোর্স এবং ইউসার নির্ধারিত থাকা উচিত।
00:59 না হলে এই ওয়েবসাইটে প্রাসঙ্গিক Moodle টিউটোরিয়াল দেখুন।
01:06 plugins কি?

plugins হল অ্যাড-অন সরঞ্জাম যা বিদ্যমান সফ্টওয়্যারে বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করে।

01:15 Moodle এ শিক্ষক সাথে সাথে সাইট প্রশাসকদের জন্য বেশ কয়েকটি দরকারী প্লাগইন রয়েছে।
01:22 এগুলি plugins ডিরেক্টরীতে উপলব্ধ।
01:26 ব্রাউজারটি খুলুন এবং লিখুন https://moodle.org/plugins
01:36 পৃষ্ঠায় Purpose এবং Plugin Type এর ভিত্তিতে ফিল্টার রয়েছে।
01:41 কাস্টম সন্ধানের জন্য একটি search বাক্সও রয়েছে।
01:46 উপরের ডানদিকে কিছু সংখ্যা রয়েছে।

সেগুলি কি নীচের টেক্সট তা নির্দেশ করে।

01:53 এই টিউটোরিয়ালে, আমরা attendance plugin সংস্থাপন করা শিখব।
01:59 search বাক্সে attendance লিখুন এবং Search বোতামে ক্লিক করুন।
02:05 আমরা দেখতে পাই যে তাদের শিরোনাম বা বর্ণনে থাকা কীওয়ার্ডে একাধিক প্লাগইন রয়েছে।
02:13 Attendance plugin এ ক্লিক করুন।

বিবরণটিতে লেখা আছে A plugin that allows an attendance log to be kept.

02:22 এটি যাচাই করতে আমার উল্লিখিত আপনি একই প্লাগইনে ক্লিক করেছেন, নতুন পৃষ্ঠায় শিরোনাম যাচাই করা।
02:30 এটির শিরোনাম হিসাবে Activities colon Attendance বলা উচিত।
02:36 এই plugin শিক্ষকদের Moodle এ attendance log রাখতে দেয়।
02:42 যে কোনো নতুন plugin সংস্থাপন করার আগে নিশ্চিত করুন যে এটি আপনার ব্যবহার করা সংস্করণের জন্য উপলব্ধ কিনা।
02:50 এটি কোন সংস্করণ সমর্থন করে তা দেখতে Versions লিঙ্কে ক্লিক করুন।
02:56 নীচে স্ক্রোল করে দেখুন যে এটি আমাদের Moodle 3.3 সংস্করণের জন্য উপলব্ধ কিনা।
03:03 Description লিঙ্কে ফিরে যান।
03:06 plugin আপনার উদ্দেশ্য পূরণ করে কিনা তা বোঝার জন্য বিবরণটি পড়ুন।
03:12 এটি plugin ব্যবহারের পূর্বশর্ত এবং কোনো ব্যবহারের নির্দেশাবলীর থাকলে তাও উল্লেখ করে।
03:20 আমরা দেখতে পারি এটি বেশ কয়েকটি ওয়েবসাইটে ব্যবহৃত হচ্ছে এবং এর অনেক সমর্থক রয়েছে।
03:27 এটি প্রমাণ করে যে plugin দরকারী এবং সহজেই ব্যবহারযোগ্য।
03:33 আপনি নীচে স্ক্রোল করতে পারেন এবং এই plugin সম্পর্কিত অন্যান্যরা কি প্রশ্ন করেছে তা দেখতে পারেন।
03:40 আপনি plugin সংস্থাপন করতে চান তা নিশ্চিত হলে Versions লিঙ্কে ফিরে যান।
03:46 Download বোতামে ক্লিক করুন।
03:49 ফাইলটি আপনার লোকাল সিস্টেমে সংরক্ষণ করুন। আমি ইতিমধ্যে এটি আমার সিস্টেমে সংরক্ষণ করেছি।
03:55 একটি নতুন ট্যাব খুলুন এবং site administrator হিসাবে Moodle ওয়েবসাইটে লগইন করুন।
04:02 XAMPP service চালু রয়েছে তা নিশ্চিত করুন।
04:06 আমরা এখন admin dashboard এ রয়েছি।
04:09 বামদিকে Site Administration এ ক্লিক করুন।
04:13 তারপর Plugins ট্যাবে ক্লিক করুন এবং তারপর Install plugins লিঙ্কে।
04:20 plugin সংস্থাপন করার 2 উপায় রয়েছে - Moodle plugins directory এবং zip আপলোডের মাধ্যমে।
04:29 আমরা শুধুমাত্র দ্বিতীয় পদ্ধতিটি দেখবো।
04:33 প্রথম পদ্ধতির জন্য moodle.org তে একটি অ্যাকাউন্ট থাকা দরকার, তাই আমরা এটি এড়িয়ে যাচ্ছি।
04:41 Zip package এর পাশের Choose a file বোতামে ক্লিক করুন।
04:46 এটি ইতিমধ্যে চয়নিত না থাকলে বামদিকে Upload a file লিঙ্কে ক্লিক করুন।
04:52 Browse বোতামে ক্লিক করুন এবং যেখানে আপনি plugin ফাইলটি সংরক্ষণ করেছেন সেখানে ব্রাউজ করুন।
04:59 আমাদের আগে ডাউনলোড করা জিপ ফাইলটি চয়ন করুন।
05:03 তারপর এই উইন্ডোর নীচে Upload this file বোতামে ক্লিক করুন।
05:08 এখন নীচে Install plugin from the ZIP file বোতামে ক্লিক করুন।
05:14 আপনি এই পৃষ্ঠায় একটি এরর দেখতে পারেন।
05:18 এরর ম্যাসেজ হল Validating mod_attendance ... Error
05:24 Cancel লিঙ্কে ক্লিক করুন।
05:27 এটি একটি সূচক যা এই ডিরেক্টরীতে write permission দেয়।
05:33 Control, Alt এবং T কী একসাথে টিপে টার্মিনালটি খুলুন।
05:39 লিখুন sudo space chmod space 777 space slash opt slash lampp slash htdocs slash moodle slash mod slash
05:56 প্রম্প্ট হলে administrative password লিখুন এবং এন্টার টিপুন।
06:02 ব্রাউজারে ফিরে যান এবং প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন।
06:09 এইবার আমরা বৈধতা সফল ম্যাসেজ পেয়েছি। Continue বোতামে ক্লিক করুন।
06:17 মনে রাখবেন যে আপনি উপরোক্ত এরর স্ক্রিন পেলেই এই অতিরিক্ত পদক্ষেপটি প্রয়োজন।
06:25 এখন plugin ডাউনলোড হয়েছে এবং Moodle এর এই সংস্করণের জন্য যাচাই হয়েছে।
06:31 এরপর আমরা Plugins check শিরোনাম সহ একটি পৃষ্ঠা পাবো।
06:36 লক্ষ্য করুন এখানে status তথ্য সবুজ রয়েছে, যা বলে যে To be installed.
06:43 Upgrade Moodle database now বোতামে ক্লিক করুন।
06:47 এই পদক্ষেপ কিছুটা সময় নিতে পারে। দয়া করে ব্রাউজার উইন্ডো রিফ্রেশ বা বন্ধ করবেন না।
06:53 আপনি সাফল্য ম্যাসেজ দেখলে Continue বোতামে ক্লিক করুন।
06:58 আমরা এখন New settings পৃষ্ঠায় রয়েছি।
07:02 আপনার সেগুলির কোনোটি পরিবর্তন করতে হবে কিনা তা দেখতে সকল settings এ যান।

আমি কোনো পরিবর্তন করতে চাই না।

07:10 যাচাই করার পর, পৃষ্ঠার নীচে Save Changes বোতামে ক্লিক করুন।
07:16 আপনি কিছু সতর্কতা ম্যাসেজ দেখতে পাবেন যা আপনি আপাতত উপেক্ষা করতে পারেন।
07:21 plugin সফলভাবে সংস্থাপন হয়েছে কিনা তা দেখতে, বাম প্যানেলে Site Administration এ ক্লিক করুন।
07:29 তারপর Plugins ট্যাবে ক্লিক করুন এবং তারপর Plugins overview তে।
07:36 এটি আপনাকে সকল plugins এর সূচী দেখাবে।
07:40 যা ডিফল্টরূপে সংস্থাপিত হয়েছে এবং যা আপনি সংস্থাপন করেছেন।
07:46 আমার সাইটে এটি দেখায় যে এই plugins গুলি সংস্থাপিত হয়েছে।
07:51 অতিরিক্তভাবে সংস্থাপিত হওয়া plugins দেখতে টেবিলের উপরে Additional plugins লিঙ্কে ক্লিক করুন।
07:59 এখানে Settings এ যাওয়ার এবং এই পৃষ্ঠা থেকে plugin আনইনস্টল করার লিঙ্ক রয়েছে।
08:05 এখন Teachers এবং administrators তাদের কোর্সে এটেডেন্স বানাতে পারে।
08:11 আবার বাম প্যানেলে Site administration এ ক্লিক করুন।
08:16 তারপর Courses এবং Manage Courses and categories এ ক্লিক করুন।
08:21 বাম দিকে Course category তে 1st year Maths এ ক্লিক করুন।
08:26 ডানদিকে Calculus course এ ক্লিক করুন।
08:30 Calculus course বিশদ বিভাগে নীচে স্ক্রোল করুন এবং Calculus course দেখতে View ট্যাবে ক্লিক করুন।
08:40 উপরের ডানদিকে গিয়ার আইকনে ক্লিক করুন এবং তারপর Turn editing on এ ক্লিক করুন।
08:47 বিষয়গুলির আগে এলাকার নীচে ডানদিকে Add an activity or resource এ ক্লিক করুন।
08:54 এটেডেন্স বানাতে Attendance ক্রিয়াকলাপে ডাবল ক্লিক করুন।
09:00 এখানে প্রদর্শিত নাম এবং বিবরণ লিখুন।
09:04 Grade বিভাগটি প্রসারিত করুন।
09:07 এই ড্রপডাউন উপস্থিতির জন্য ব্যবহৃত গ্রেডিং এর ধরণ স্থির করে।
09:12 আপনি কোর্স গ্রেডে অবদান রাখতে এটেন্ডেন্স চাইলে Maximum points ভ্যালু নির্ধারণ করুন।

ডিফল্ট হল 100.

09:21 আমি Grade হিসাবে None চয়ন করব।
09:24 অন্যান্য বিকল্পগুলি ডিফল্ট রাখুন।
09:27 নীচে স্ক্রোল করুন এবং Save and display বোতামে ক্লিক করুন।
09:31 আমরা এখন একটি নতুন পৃষ্ঠায় রয়েছি।
09:34 এখানে Status set ট্যাবে ক্লিক করুন।
09:38 attendance এর জন্য 4 টি ডিফল্ট স্টেটাস রয়েছে:

Present, Late, Excused, Absent

09:47 আপনার প্রয়োজনীয়তার উপর নির্ভর করে আপনি এগুলি মুছতে পারেন বা আরো কিছু যোগ করতে পারেন।
09:53 আপনি এগুলিকে অন্য কিছু বলতে চাইলে স্টেটাস নামও বদলাতে পারেন।
09:59 আমি Excused স্ট্যাটাস মুছে ফেলবো কারণ আমি এটি আমার ক্লাসে ব্যবহার করি না।
10:07 একটি নিশ্চিতকরণ ম্যাসেজ দেখাবে।

Continue বোতামে ক্লিক করুন।

10:13 এখন Add session ট্যাবে ক্লিক করুন।
10:16 আপনার যোগ করতে চাওয়া প্রথম সেশনের তারিখ চয়ন করুন।

আমি এটি 4 জুন 2019 হিসাবে রাখবো।

10:24 সেশনের শুরুর এবং অন্তিম সময় চয়ন করুন।
10:27 লক্ষ্য করুন time ফীল্ড 24-hour ক্লক ব্যবহার করে।

তাই 3:15pm থেকে 4:05pm ক্লাসটি 15:15 থেকে 16:05 হওয়া উচিত।

10:43 সেশনের জন্য একটি সংক্ষিপ্ত Description লিখুন।
10:46 আপনি description ফীল্ড ফাঁকা ছেড়ে দিলে, ডিফল্টরূপে description হবে Regular class session.
10:54 এটি প্রসারিত করতে Multiple sessions বিভাগে ক্লিক করুন।
10:59 আপনার ক্লাস নিয়মিত বিরতিতে মিলিত হলে আপনি একই সাথে একাধিক সেশন বানাতে পারেন।
11:06 Repeat the session above as follows চেকবাক্সে ক্লিক করুন।
11:11 আপনার ক্লাস সপ্তাহের নির্দিষ্ট দিনে মিলিত হলে সপ্তাহের দিনগুলি চয়ন করুন।

আমার ক্লাসের জন্য, আমি Monday চয়ন করব।

11:20 পরবর্তী বিকল্প হল Repeat every ড্রপডাউন।

ক্লাসটি প্রতি সপ্তাহে মিলিত হলে, 1 চয়ন করুন।

11:28 ক্লাসটি প্রথম সেশনের তারিখ থেকে 2 সপ্তাহে মিলিত হয়, 2 চয়ন করুন এবং এইভাবে।
11:35 আমি এটি 1 হিসাবে রাখবো।
11:38 এর মানে আমার ক্লাস প্রতি সোমবার বিকেল 3:15 তে 50 মিনিটের জন্য মিলিত হয়।
11:45 Repeat until হল অন্তিম সেশনের তারিখ।
11:49 আমি এটি 30th March 2020 হিসাবে রাখবো।
11:54 এরপর এটি প্রসারিত করতে Student recording বিভাগে ক্লিক করুন।
12:00 শিক্ষার্থীরা নিজের উপস্থিতি রেকর্ড করতে চাইলে এই বিভাগে ফীল্ডগুলি পূরণ করুন।
12:07 আমি এই বিভাগটি এড়িয়ে যাবো।
12:09 নীচে স্ক্রোল করুন এবং পৃষ্ঠার নীচে Add বোতামে ক্লিক করুন।
12:15 একটি নিশ্চিতকরণ ম্যাসেজ বলে যে 43 sessions were successfully generated.
12:22 আপনি আমার তুলনায় অন্য তারিখ চয়ন করলে আপনি বিভিন্ন সেশন দেখতে পাবেন।
12:28 প্রতিটি সেশনের পাশের আইকনগুলি দেখুন।
12:32 তারা শিক্ষককে এটেনডেন্স নিতে, সেশনটি এডিট করতে বা সেশনটি মুছতে দেয়।
12:39 আপনি এটেন্ডেন্স নিতে চাইলে সেই সপ্তাহের Take attendance আইকনে ক্লিক করুন।
12:46 আপনি এই কোর্সে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীর সূচী দেখতে পারেন এবং আপনি তাদের এটেন্ডেন্স চিহ্নিত করতে পারেন।
12:53 P, L এবং A হল স্ট্যাটাস যা আমরা আগে settings এ চয়ন করেছি।
12:59 সমস্ত ইউসারকে Present করার স্ট্যাটাস সেট করতে P এর ঠিক নীচে রেডিও বোতাম যাচাই করুন এবং অনুপস্থিতদের জন্য A চিহ্নিত করুন।
13:10 আপনি এটেন্ডেন্স চিহ্নিত করলে, পৃষ্ঠার নীচের অংশে Save attendance বোতামে ক্লিক করুন।
13:18 এর সাথে আমরা এই টিউটোরিয়ালের শেষে এসেছি।

সংক্ষিপ্তকরণ করি।

13:24 এখানে আমরা শিখেছি:

Plugins এবং Moodle এ একটি প্লাগইন সংস্থাপন করার পদ্ধতি।

13:32 আপনার জন্য এখানে একটি অনুশীলনী রয়েছে:
13:35 Projectes TAC Dept দ্বারা রক্ষণাবেক্ষণ করা plugin Font family সন্ধান করুন।
13:42 এর ডিফল্ট সেটিংস সহ প্লাগইন সংস্থাপন করুন।
13:46 Plugins overview বিভাগ থেকে যাচাই করুন যে প্লাগইন সংস্থাপিত হয়েছে।
13:52 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়।

এটি ডাউনলোড করে দেখুন।

14:00 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়।

আরো জানতে আমাদের লিখুন।

14:10 এই ফোরামে আপনার প্রশ্ন পোস্ট করুন।
14:14 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
14:27 এই স্ক্রিপ্টটি প্রিয়াঙ্কা দ্বারা নির্মিত।

আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta