Moodle-Learning-Management-System/C2/Enroll-Students-and-Communicate-in-Moodle/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodle এ Enroll Students and Communicate এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:08 এখানে আমরা শিখব: কোর্সে csv ফাইল দ্বারা আপলোড করা শিক্ষার্থীদের তালিকাভুক্ত করা।
00:18 courses এ groups বানানো, শিক্ষার্থীদের ম্যাসেজ এবং নোট পাঠানো।
00:26 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার হয়েছে: উবুন্টু লিনাক্স OS 16.04
00:33 XAMPP 5.6.30 এর মাধ্যমে Apache, MariaDB এবং PHP.
00:41 Moodle 3.3 এবং Firefox web browser.

আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।

00:51 যদিও, ইন্টারনেট এক্সপ্লোরার এড়ানো উচিত, কারণ এটি কিছু ডিসপ্লে অসঙ্গতি ঘটায়।
01:00 টিউটোরিয়ালটি অনুমান করে যে আপনার সাইট প্রশাসক আপনাকে teacher হিসাবে নিবন্ধিত করেছে

এবং যে কোনো একটি কোর্সে নিযুক্ত করেছে।

01:11 এটি অনুমান করে যে আপনি কোর্সে কিছু কোর্স ম্যাটেরিয়াল, অনুশীলনী এবং কুইজ যোগ করেছেন।
01:19 না হলে এই ওয়েবসাইটে প্রাসঙ্গিক Moodle টিউটোরিয়াল দেখুন।
01:26 শুরু করার আগে, আপনার Moodle সাইট প্রশাসককে Moodle সাইটে 5 বা 6 জন ইউসার জুড়তে বলুন।
01:36 আপনি পরে আপনার কোর্সে এই নতুন ইউসার জুড়বেন। তাই নতুন ইউসার আপনার Moodle সাইটে যোগ করা নিশ্চিত করুন।
01:47 Moodle এ শিক্ষক সিস্টেমে নতুন ইউসার জুড়তে পারবে না।

তারা শুধুমাত্র সাইট প্রশাসক দ্বারা যোগ করা ইউসার তালিকাভুক্ত করতে পারে।

01:59 ব্রাউজারে যান এবং শিক্ষক হিসাবে আপনার Moodle সাইটে লগইন করুন।
02:06 বাম ন্যাভিগেশন মেনুতে Calculus কোর্সে ক্লিক করুন।
02:11 উপরের ডানদিকে গিয়ার আইকনে ক্লিক করুন এবং তারপর More.... এ।
02:18 আমরা Course Administration পৃষ্ঠায় রয়েছি।
02:22 Users ট্যাবে ক্লিক করুন।
02:25 Users বিভাগে Enrolled users লিঙ্কে ক্লিক করুন।
02:30 এই কোর্সে 2 জন ইউসার নথিভুক্ত রয়েছে - Rebecca Raymond এবং Priya Sinha.
02:38 Rebecca Raymond এর শিক্ষকের ভূমিকা এবং Priya Sinha এর শিক্ষাথীর ভূমিকা রয়েছে।
02:44 এখন নীচের ডানদিকে Enrol users বোতামে ক্লিক করুন।
02:49 এই তালিকায় শিক্ষার্থী রয়েছে যা আমি Calculus কোর্সে তালিকাভুক্ত করতে চাই।
02:55 Assign Roles ড্রপডাউনে Student চয়ন করুন।
03:00 users এর পাশের Enrol বোতামে ক্লিক করুন যা আপনি নথিভুক্ত করতে চান।
03:06 আমি এখন আমার course কয়েকজন শিক্ষার্থী নথিভুক্ত করব।
03:11 একবার সম্পন্ন হলে নীচে ডানদিকে Finish enrolling users বোতামে ক্লিক করুন।
03:18 আমরা পৃষ্ঠার শীর্ষে Calculus কোর্সের জন্য নথিভুক্ত ইউসারের সংখ্যা দেখতে পারি।
03:25 এরপর, কোর্সে কিছু গ্রুপ বানানো শিখি।
03:30 এটি group activities এর জন্য শিক্ষার্থী নিয়োগ করতে সহায়তা করবে।
03:36 আমি 2 টি গ্রুপ বানাবো - Explorers এবং Creators.
03:42 কোর্স পৃষ্ঠায় ফিরে যেতে breadcrumb এ Calculus এ ক্লিক করুন।
03:48 আবার Course Administrator পৃষ্ঠায় যান।
03:52 Users ট্যাবে Groups লিঙ্কে ক্লিক করুন।
03:56 নীচে স্ক্রোল করুন এবং Create group বোতামে ক্লিক করুন।
04:01 Group name হিসাবে Explorers লিখুন।
04:05 এখানে অন্য কোনো বাধ্যতামূলক ফীল্ড নেই।
04:08 নীচে স্ক্রোল করুন এবং Save changes বোতামে ক্লিক করুন।
04:12 লক্ষ্য করুন Explorers এখন groups এর তালিকায় বাম পাশে দেখায়।
04:19 এর পাশে সংখ্যা শূন্য নির্দেশ করে যে এখনও সেই গ্রুপে কোন ইউসার নেই।

ইতিমধ্যে চয়নিত না থাকলে Explorers চয়ন করুন।

04:30 তারপর নীচে ডানদিকে Add/remove users বোতামে ক্লিক করুন।
04:36 আমি শিক্ষার্থীর তালিকা থেকে Susmitha এবং Sai চয়ন করব।
04:42 তারপর 2 টি কলামের মাঝে Add বোতামে ক্লিক করুন।
04:48 বাম দিকে, group Explorers এ users এর তালিকা দেখুন।
04:54 ডানদিকে, এই কোর্সে নথিভুক্ত অন্যান্য সকল শিক্ষার্থীদের তালিকা দেখুন।
05:00 এগুলি শিক্ষকের প্রয়োজন অনুসারে এই গ্রুপে যোগ করা যেতে পারে।
05:06 আমরা তালিকা থেকে ইউসার চয়ন করলে, 2 টি তালিকার মাঝে Add এবং Remove বোতাম সক্ষম হয়।
05:15 পৃষ্ঠার নীচের অংশে Back to groups বোতামে ক্লিক করুন।
05:21 টিউটোরিয়ালটি থামান এবং এই অনুশীলনী করুন। নতুন group যোগ করাকে Creators বলে।
05:28 সেই গ্রুপে 2 জন নতুন ইউসার বরাদ্দ করুন।

সম্পন্ন হলে টিউটোরিয়াল পুনরায় শুরু করুন।

05:35 এখন আপনি এইরকম স্ক্রীন দেখতে সক্ষম হবেন।
05:40 লক্ষ্য করুন Roles, Groups এবং Enrolment Methods কলামের আইকন রয়েছে।
05:48 তাদের ফাংশন বুঝতে প্রতিটি আইকনের উপর মাউস নিয়ে যান।
05:55 উল্লেখ্য যে: একজন তালিকাভুক্ত শিক্ষার্থী একাধিক গ্রুপের সাথে সম্পর্কিত হতে পারে।
06:02 এখন দেখি যে কিভাবে আমরা শিক্ষার্থীদের কাছে ম্যাসেজ পাঠাতে পারি।
06:07 বাম ন্যাভিগেশন বারের Participants লিঙ্কে ক্লিক করুন।
06:12 এটি কোর্সে তাদের নির্ধারিত ভূমিকা সহ সকল নথিভুক্ত ইউসারের তালিকা দেখাবে।
06:19 ডিফল্টরূপে, Moodle অংশগ্রহণকারী পৃষ্ঠা শুধুমাত্র 20 জন শিক্ষার্থী দেখায়।
06:25 20 এর বেশী শিক্ষার্থী থাকলে সকল শিক্ষার্থী দেখতে আপনাকে Show all এ ক্লিক করতে হবে।

এই লিঙ্ক এখন দৃশ্যমান নয় কারণ আমার 20 জনের বেশী শিক্ষার্থী নেই।

06:38 ইউসারের তালিকার উপর কিছু ফিল্টার দেখায়। ইউসারের সঠিক সেট চয়ন করতে তাদের ব্যবহার করুন।
06:46 Current role ড্রপডাউনে আমি Student চয়ন করব।
06:51 এটি শুধুমাত্র সেই ইউসারকে দেখানো তালিকা ফিল্টার করবে যাদের কাছে শিক্ষার্থীর ভূমিকা রয়েছে।
06:58 সকল শিক্ষার্থী চয়ন করতে পৃষ্ঠার নীচের অংশে Select all বোতামে ক্লিক করুন।
07:04 তারপর Send a message in With selected users ড্রপডাউন চয়ন করুন।
07:11 এটি সকল চয়নিত শিক্ষার্থীদের একটি সাধারণ ম্যাসেজ পাঠাবে।
07:16 টিউটোরিয়ালটি থামান এবং Message body তে দেখানো ম্যাসেজ লিখুন।
07:22 পাঠানোর আগে ম্যাসেজ প্রিভিউ করতে নীচে Preview বোতামে ক্লিক করুন।
07:29 প্রয়োজন হলে Update বোতামে ক্লিক করে ম্যাসেজ আপডেট করতে পারেন।
07:35 ম্যাসেজ পাঠাতে, Send message বোতামে ক্লিক করুন।
07:40 participants lists এ ফিরে যেতে আপনি একটি নিশ্চিতকরণ ম্যাসেজ এবং লিঙ্ক দেখতে পাবেন।
07:46 Back to participants list এ ক্লিক করুন।
07:50 With selected users ড্রপডাউনে ক্লিক করুন। নোট পাঠানোর বিকল্প লক্ষ্য করুন; উভয় ব্যক্তিগত এবং সাধারণ।
08:00 যে কোনো 2 জন ইউসার চয়ন করুন।
08:03 With selected users ড্রপডাউন থেকে Add a new note চয়ন করুন।
08:09 একজন ইউসারের Content টেক্সট এলাকায়, আমি দেখানো নোট লিখব।
08:15 আরেকটি ইউসারের Content টেক্সট এলাকায়, আমি এখানে দেখানো নোট লিখব।
08:22 ডান দিকে Context ড্রপডাউন দেখুন।
08:26 note এর Context নির্ধারণ করে যে কোন ইউসার নোট দেখতে পারে।
08:31 একটি personal note শুধুমাত্র একটি শিক্ষক এবং পাঠানো শিক্ষার্থীদের কাছে দৃশ্যমান।
08:38 একটি course note এই কোর্সের অন্যান্য শিক্ষকদের কাছে দৃশ্যমান হবে।
08:44 একটি site note সকল কোর্সের সকল শিক্ষকের কাছে দৃশ্যমান হবে।
08:50 অধিকাংশ প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে যোগাযোগ সংক্রান্ত নিজস্ব নিয়ম রয়েছে।
08:57 আপনি এই নির্দেশিকার উপর ভিত্তি করে Context নির্ধারণ করতে পারেন।
09:02 আমি Context হিসাবে course রাখবো।
09:06 সম্পন্ন হলে Save changes বোতাম ক্লিক করুন।
09:10 এর সাথে আমরা এই টিউটোরিয়ালের শেষে এসেছি।

সংক্ষিপ্তকরণ করি।

09:16 এখানে আমরা কোর্সে শিক্ষার্থীদের তালিকাভুক্ত করা শিখেছি।
09:22 courses এ groups বানানো, শিক্ষার্থীদের ম্যাসেজ এবং নোট পাঠানো।
09:29 এখানে একটি অনুশীলনী রয়েছে।

Calculus কোর্সে Moodle সাইট অ্যাডমিন দ্বারা আগে বানানো সকল ইউসার নথিভুক্ত করুন।

09:40 বিদ্যমান groups এ নতুন শিক্ষার্থী যোগ করুন এবং তাদের স্বাগত ম্যাসেজ পাঠান।

তারপর শিক্ষার্থীদের নোট পাঠান।

09:50 বিস্তারিত জানতে টিউটোরিয়ালের Assignment লিঙ্ক দেখুন।
09:55 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়।

এটি ডাউনলোড করে দেখুন।

10:04 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়।

আরো জানতে আমাদের লিখুন।

10:14 এই ফোরামে আপনার প্রশ্ন পোস্ট করুন।
10:19 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
10:31 এই স্ক্রিপ্টটি প্রিয়াঙ্কা দ্বারা নির্মিত।

আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।

অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta