Moodle-Learning-Management-System/C2/Categories-in-Moodle/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodle এ Categories এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এখানে আমরা শিখব:

Course category

categories এবং subcategories বানানো। categories এ কর্ম সঞ্চালন করা।

00:20 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করবো:

উবুন্টু লিনাক্স OS 16.04

XAMPP 5.6.30 দ্বারা প্রাপ্ত Apache, MariaDB এবং PHP

Moodle 3.3 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার।

00:43 আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।
00:47 যদিও, ইন্টারনেট এক্সপ্লোরার এড়ানো উচিত, কারণ এটি কিছু ডিসপ্লে অসঙ্গতি ঘটায়।
00:55 এই টিউটোরিয়ালের শিক্ষার্থীদের তাদের সিস্টেমে Moodle 3.3 সংস্থাপিত থাকা উচিত।
01:02 না হলে এই ওয়েবসাইটে প্রাসঙ্গিক Moodle টিউটোরিয়াল দেখুন।
01:09 ব্রাউজারে যান এবং আপনার Moodle হোমপেজ খুলুন। XAMPP পরিষেবা চলছে তা নিশ্চিত করুন।
01:18 আপনার অ্যাডমিন ইউসারনেম এবং পাসওয়ার্ডের সহ লগইন করুন।
01:23 এখন আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে রয়েছি।
01:26 বামদিকে, Site Administration এ ক্লিক করুন।
01:31 Courses ট্যাবে ক্লিক করুন এবং তারপর Manage courses and categories এ।
01:38 আমরা Course and category management শিরোনাম সহ একটি পৃষ্ঠায় যাই।

Course categories তা বুঝি।

01:50 Course categories সাইট ইউসারের জন্য Moodle কোর্স সংগঠিত করতে সাহায্য করে।
01:57 নতুন Moodle সাইটের জন্য ডিফল্ট বিভাগ হল Miscellaneous.
02:03 ডিফল্টরূপে যে কোনো নতুন কোর্স এই Miscellaneous শ্রেণীতে বরাদ্দ করা হবে।
02:09 যদিও, শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য তাদের কোর্স খুঁজে পাওয়া কঠিন হবে।
02:16 কোর্সগুলি সনাক্ত করা সহজতর করতে, তাদের বিভাগে বরাদ্দ করা উচিত।
02:23 বেশিরভাগ প্রতিষ্ঠান ক্যাম্পাস বা ডিপার্টমেন্ট দ্বারা কোর্স সংগঠিত করে।
02:30 অধিক স্বচ্ছতার জন্য বর্ণনামূলক নাম থাকা ভালো।
02:35 আমরা এগিয়ে যাবো এবং ডিপার্টমেন্ট দ্বারা কোর্স সংগঠিত করব।

উদাহরণস্বরূপ: Maths বিভাগে সকল maths এর কোর্স থাকবে।

02:47 Moodle সাইটে ফিরে আসি।
02:51 প্রথমে আমরা Course and category management পৃষ্ঠা লেআউট বুঝবো।
02:57 বামদিকে, Navigation ব্লক রয়েছে এবং ডানদিকে, Content অঞ্চল রয়েছে।
03:05 content অঞ্চল দুটি কলামে বিভক্ত:

বাম কলাম course categories দেখায়।

ডান কলাম নির্বাচিত category সকল কোর্স দেখায়।

03:20 ডিফল্টরূপে, এটি Miscellaneous বিভাগের কোর্স দেখাচ্ছে।
03:26 এই ভিউ ডানদিকে স্থিত মেনু থেকে বদলানো যেতে পারে।
03:32 বিকল্প দেখতে নীচের অ্যারোতে ক্লিক করুন।
03:36 Course categories এ ক্লিক করুন। এই শুধুমাত্র Course categories প্রদর্শন করতে ভিউ বদলায়।
03:45 আবার অ্যারোতে ক্লিক করুন এবং শুধুমাত্র courses দেখতে ভিউ বদলান।

Courses এ ক্লিক করুন।

03:54 লক্ষ্য করুন যে এখন একটি নতুন ড্রপডাউন বাক্স দেখাচ্ছে। এটি category ড্রপডাউন।
04:02 এখানে আমরা category চয়ন করতে পারি যার জন্য আমরা courses দেখতে চাই।

বর্তমানে, এটি শুধুমাত্র Miscellaneous category রয়েছে।

04:13 এখন ভিউকে আবার Course categories and courses এ বদলাই।
04:19 এখন একটি category জুড়তে Create new category লিঙ্কে ক্লিক করব।
04:26 Parent category ড্রপডাউন বাক্সে ক্লিক করুন এবং Top চয়ন করুন। Category name এ Mathematics লিখুন।
04:36 Category ID number একটি ঐচ্ছিক ফীল্ড। এটি অ্যাডমিন ইউসারের অফলাইন কোর্স সহ কোর্স সনাক্ত করার জন্য।
04:47 আপনার কলেজ categories এর জন্য আইডি ব্যবহার করলে এখানে সেই category ID ব্যবহার করতে পারেন। এই ফীল্ড অন্যান্য Moodle ইউসারের কাছে দৃশ্যমান নয়।
04:58 এখনকার জন্য, আমি Category ID খালি ছেড়ে দেবো।
05:03 Description টেক্সট বাক্সে, আমি লিখব- All mathematics courses will be listed under this category.
05:12 তারপর Create Category বোতামে ক্লিক করুন।
05:17 এখন আমরা Course categories and courses ভিউতে রয়েছি।
05:22 এখানে আমরা 2 টি বিভাগ দেখি: Miscellaneous এবং Mathematics.
05:29 এই বিভাগগুলি আরো সংগঠিত করি। 1st year Maths courses এবং 2nd year Maths courses আলাদা করি।
05:40 এর জন্য, আমরা Mathematics category তে 1st Year Maths নামে একটি subcategory বানাবো।
05:49 তালিকাভুক্ত শ্রেণীর উপরে Create New Category লিঙ্কে ক্লিক করুন।
05:56 category এর মত subcategory বানানো একই।
06:02 parent category হিসাবে Top চয়ন করবেন না।
06:06 এর বদলে, category চয়ন করুন যাতে এই subcategory অন্তর্গত হওয়া উচিত।
06:12 তাই, আমরা category name এ 1st Year Maths লিখব।
06:18 এরপর, আমরা Description লিখব এবং Create Category বোতামে ক্লিক করব।
06:26 লক্ষ্য করুন বামদিকে categories একটি tree বিন্যাসে রয়েছে।
06:32 একটি category যাতে subcategories রয়েছে তা প্রসারিত এবং সংকুচিত করার টগল আইকন রয়েছে।
06:41 ডানদিকে category এর 3 টি আইকন লক্ষ্য করুন।
06:46 তারা কি তা দেখতে সেই আইকনের উপরে যান।
06:50 Eye হল category লুকানোর জন্য।
06:53 একই জিনিস ইঙ্গিত করতে একটি লুকানো category এর eye ক্রস থাকবে।
07:00 অ্যারো হল category কে উপরে বা নীচের সরাতে।

এতে একটি সেটিংস গিয়ার আইকন রয়েছে যা একটি মেনু; যা ডাউন অ্যারো দ্বারা দেখানো হয়।

07:12 Miscellaneous বিভাগের জন্য settings gear আইকনে ক্লিক করুন। এতে বিভাগের সাথে সম্পর্কিত Edit, Create new subcategory, Delete ইত্যাদি বিকল্প রয়েছে।
07:28 এই মেনুটি বন্ধ করতে পৃষ্ঠার অন্য কোথাও ক্লিক করুন।
07:32 ভালো দৃশ্যতার জন্য বামদিকে ন্যাভিগেশন মেনুটি সরিয়ে দেই।
07:39 এরপর Mathematics category এর জন্য settings gear আইকনে ক্লিক করুন।
07:45 লক্ষ্য করুন এখানে subcategories বাছাই সম্পর্কিত 4 টি অতিরিক্ত সাব মেনু রয়েছে।
07:54 সকল categories এ থাকা subcategories এর এই মেনু আইটেম থাকবে।
08:01 gear icon ডানদিকে থাকা নম্বর সেই category এর কোর্সের সংখ্যা নির্দেশ করে।
08:09 categories এর তালিকার নীচে সাজানোর বিকল্প রয়েছে।
08:14 শেষে, একটি subcategory এর parent category বদলানোর বিকল্প রয়েছে।
08:21 এই বিকল্প ব্যবহার করতে, যে subcategory সরাতে চান তার পাশে চেকবাক্সটি চেক করুন।
08:29 তারপর নতুন parent category চয়ন করুন এবং Move এ ক্লিক করুন। আমরা এখন এই বিকল্প ব্যবহার করব না।
08:38 এটি আমাদের টিউটোরিয়াল শেষে নিয়ে আসে। সংক্ষিপ্তকরণ করি।
08:44 এখানে আমরা শিখেছি:

Course category

categories এবং subcategories বানানো।

categories এ কর্ম সঞ্চালন করা।

08:57 এখানে একটি অনুশীলনী রয়েছে:

Mathematics এ নতুন subcategory 2nd Year Maths যোগ করুন।

Miscellaneous category মুছে দিন।

09:10 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন।
09:19 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। আরো জানতে আমাদের লিখুন।
09:29 এই ফোরামে আপনার প্রশ্ন পোস্ট করুন।
09:34 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।

এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।

09:48 এই স্ক্রিপ্টটি প্রিয়াঙ্কা দ্বারা নির্মিত। আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।
09:58 অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta