Moodle-Learning-Management-System/C2/Blocks-in-Admin-Dashboard/Bengali
Time | Narration |
00:01 | Blocks in Admin's Dashboard এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:08 | এখানে আমরা শিখব:
blocks যোগ করা এবং মোছা এবং Front page সেট করা। |
00:18 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:
উবুন্টু লিনাক্স OS 16.04 |
00:26 | XAMPP 5.6.30 দ্বারা প্রাপ্ত Apache, MariaDB এবং PHP |
00:35 | Moodle 3.3 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার। |
00:41 | আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।
যদিও, ইন্টারনেট এক্সপ্লোরার এড়ানো উচিত, কারণ এটি কিছু ডিসপ্লে অসঙ্গতি ঘটায়। |
00:54 | এই টিউটোরিয়ালের শিক্ষার্থীদের Admin’s dashboard এর মৌলিক জ্ঞান থাকতে হবে।
না হলে এই ওয়েবসাইটে প্রাসঙ্গিক Moodle টিউটোরিয়াল দেখুন। |
01:08 | ব্রাউজারে যান এবং আপনার Moodle সাইটটি খুলুন।
XAMPP পরিষেবাটি চলছে তা নিশ্চিত করুন। |
01:17 | আপনার অ্যাডমিন ইউসারনেম এবং পাসওয়ার্ড দ্বারা লগইন করুন। |
01:22 | এখন আমরা Admin’s dashboard এ রয়েছি। |
01:26 | মনে রাখবেন: ব্লক একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা তথ্য পরিবেশন করে
এবং Moodle এ সকল পৃষ্ঠায় উপলব্ধ। |
01:38 | এখন বুঝি যে Moodle Blocks সহ কিভাবে কাজ করি। |
01:44 | ব্যবহৃত theme এর উপর ভিত্তি করে, ব্লক ডান দিকে বা উভয় দিকে থাকতে পারে। |
01:52 | ব্লক সেই তথ্য রাখে যা লোকেরা লগ ইন করলে দেখে যা আমরা দেখাতে চাই। |
01:58 | Moodle এ অনেক ধরনের ব্লক উপলব্ধ।
এবং তারা আমাদের পছন্দ অনুযায়ী সরানো বা সাজানো যেতে পারে। |
02:09 | এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে কয়েকটি ব্লক যোগ করব। |
02:14 | পৃষ্ঠার বামদিকে navigation মেনুতে ক্লিক করুন। |
02:19 | ড্যাশবোর্ডের ডানদিকে Customise this page বোতামে ক্লিক করুন। |
02:26 | লক্ষ্য করুন একটি নতুন মেনু আইটেম Add a block এখন দৃশ্যমান।
Add a block এ ক্লিক করুন। |
02:35 | একটি নতুন পপ আপ উইন্ডো খোলে।
আমরা কি ধরনের ব্লক জুড়তে চাই তা চয়ন করতে হবে। |
02:43 | উদাহরণস্বরূপ, Messages এ ক্লিক করুন।
আপনি দেখেন যে এখন Messages ব্লক ড্যাশবোর্ডে দেখায়। |
02:53 | বর্তমানে কোন ম্যাসেজ নেই। |
02:56 | ডিফল্টরূপে, সকল নতুন ব্লক একেবারে ডানদিকের কলামে জুড়ে গেছে। |
03:02 | এখন আরেকটি ব্লক যুক্ত করি।
বামদিকে Add a block মেনুতে ক্লিক করুন। |
03:09 | menu types এর তালিকা থেকে HTML চয়ন করুন।
HTML ব্লক একটি ব্লক যেখানে কেউ কাস্টম HTML লিখতে পারেন। |
03:19 | এটি ব্যবহার করে, আমরা উইজেট এম্বেড করতে পারি, যেমন Library widgets, News feeds, Twitter, Facebook ইত্যাদি। |
03:30 | লক্ষ্য করুন একটি NEW HTML BLOCK, Messages ব্লকের নীচে জোড়া হয়েছে। |
03:37 | HTML block এ gear আইকনে ক্লিক করুন।
তারপর Configure (NEW HTML BLOCK) block এ ক্লিক করুন। |
03:46 | Configure HTML ব্লকের 3 টি বিভাগ রয়েছে:
Block settings , Where this block appears এবং On this page. |
03:57 | ডিফল্টরূপে, প্রথম বিভাগটি প্রসারিত। |
04:02 | সকল বিভাগ প্রসারিত করতে Expand all এ ক্লিক করুন। |
04:07 | block শিরোনামে , Things Things লিখুন। |
04:12 | Content area তে এই admin user এর জন্য কিছু কাজ যোগ করি। |
04:19 | নিম্ন লিখুন: Create a new course Create new users Add users to the course |
04:30 | এডিটর একটি HTML এডিটর এবং এটি অন্য কোনো ওয়ার্ড প্রসেসর বা এডিটর হিসাবে ব্যবহৃত হয়। |
04:39 | Where this block appears এ বিকল্প দেখতে নীচে স্ক্রোল করুন। |
04:45 | Default region এ, Content চয়ন করুন।
Default weight এ, -10 চয়ন করুন। |
04:54 | ব্লকের ওজন যত কম হবে, সেই তত বেশী সেই অংশে দেখাবে।
-10 হল সর্বনিম্ন। |
05:03 | -10 চয়ন করে, আমি নিশ্চিত করছি যে এটি content অংশের শীর্ষে রয়েছে। |
05:12 | এই ব্লকটি Admin’s dashboard এ দেখাবে। |
05:17 | এখন On this page বিভাগটি আসে।
এটি যেখানে আপনি পৃষ্ঠার জন্য কনফিগারেশন সংজ্ঞায়িত করতে পারেন যেখানে ব্লক জোড়া হয়েছে । |
05:28 | আমাদের ক্ষেত্রে, এটি হল ড্যাশবোর্ড।
এই কনফিগারেশন উপরের বিভাগে সংজ্ঞায়িত ডিফল্ট কনফিগারেশন ওভাররাইড করবে। |
05:40 | এটি হল Where this block appears বিভাগ।
এই বিভাগে Region এ Content এবং Weight এ -10 চয়ন করি। |
05:53 | মনে রাখবেন যে ব্লকের ধরনের উপর ভিত্তি করে, কনফিগারেশন সেটিংস বদলাবে। |
06:01 | পরিবর্তনগুলি সংরক্ষণ করতে Save Changes এ ক্লিক করুন এবং ড্যাশবোর্ডে ফিরে যান। |
06:07 | Things to do শিরোনাম সহ নতুন HTML block এখন দৃশ্যমান।
content অংশে এটি শীর্ষ ব্লক। |
06:18 | Move আইকন দ্বারা এটি টেনে এনে ব্লকের স্থানও বদলানো যেতে পারে। |
06:25 | Course Overview block এর নীচে এটি ড্র্যাগ এবং ড্রপ করে Things to do ব্লক সরাই। |
06:34 | এখন দেখি যে কয়েক মিনিট আগে যা সেট করেছি এটি সেই কনফিগারেশন কিভাবে বদলায়। |
06:40 | gear আইকনে ক্লিক করুন এবং তারপর Configure Things to do block এ।
তারপর Expand All এ ক্লিক করুন। |
06:49 | On this page বিভাগ দেখতে নীচে স্ক্রোল করুন। ওজন -2 তে বদলে গেছে।
যদিও ডিফল্ট ওজন, একই থাকে। |
07:03 | ড্যাশবোর্ডে ফিরে যেতে Cancel এ ক্লিক করুন। |
07:07 | আমাদের Learning Plans block এর প্রয়োজন নেই। তাই এটি মুছে দিন।
gear আইকনে ক্লিক করুন এবং তারপর Delete Learning plans block এ। |
07:19 | পপ আপ উইন্ডোর প্রদর্শন নিশ্চিত করুন এবং এটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত করতে প্রম্প্ট দেয়।
এখানে Yes বোতামে ক্লিক করুন। |
07:29 | লক্ষ্য করুন যে Learning Plans block আর উপলব্ধ নেই।
প্রয়োজন হলে আমরা পরে এই ব্লক জুড়তে পারি। |
07:40 | এখন Moodle সংস্থাপনের এর front page কাস্টমাইজ করি। |
07:46 | বাম মেনুতে Site Administration লিঙ্কে ক্লিক করুন। |
07:51 | Front page বিভাগে Front Page সেটিংস সনাক্ত করতে নীচে স্ক্রোল করুন। এতে ক্লিক করুন। |
08:00 | Full Site Name কে Digital India Learning Management System এ বদলাই। |
08:08 | এটি সেই টেক্সট যা breadcrumbs এর উপরে প্রতিটি পৃষ্ঠার উপরে দেখায়। |
08:15 | Short name সেই টেক্সট যা পৃষ্ঠার শিরোনামে দেখায়। |
08:20 | লক্ষ্য করুন যে আমরা যে পৃষ্ঠায় রয়েছি তার নামের পরে পৃষ্ঠার শিরোনাম Digital India LMS রয়েছে। |
08:29 | Short name লোগো টেক্সট হিসাবেও ব্যবহৃত হয় যদি আমরা কোনো লোগো ইমেজ না দেই।
আমরা এটি একইভাবে ছেড়ে দেই। |
08:40 | Front page আইটেমের ড্রপডাউন দেখতে নীচে স্ক্রোল করুন।
এটি সেই আইটেমের তালিকা যা front পৃষ্ঠাতে দৃশ্যমান। |
08:50 | সকল ভিজিটর, যারা লগ ইন হোক বা না হোক, এই আইটেম দেখতে পারে। |
08:57 | অর্ডারটি কম্বিনেশন বাক্স দ্বারা নির্ধারিত হয়।
আমরা এটি একইভাবে ছেড়ে দেবো। |
09:05 | সুতরাং সকল ইউসার কোর্সের তালিকা দেখতে পাবে (যদি উপলব্ধ থাকে) এবং অন্য কিছু নয়। |
09:13 | এরপর হল Front page items when logged in.
এটি সেই আইটেমের তালিকা যা লগ ইন থাকা ইউসারকে দেখানো যেতে পারে। |
09:24 | প্রথম ড্রপ-ডাউন থেকে Enrolled courses চয়ন করি। |
09:29 | আমরা বাকি বিকল্পগুলি তাদের ডিফল্ট ভ্যালু সহ রেখে দেবো। |
09:35 | নীচে স্ক্রোল করুন এবং Save Changes এ ক্লিক করুন। |
09:40 | সংক্ষিপ্তকরণ করি। |
09:43 | এখানে আমরা শিখেছি:
Things to do নামে HTML block যোগ করা এবং এটি পৃষ্ঠায় কোথায় দেখানো উচিত তা নির্দিষ্ট করা। |
09:54 | আমরা অতিথি এবং লগ ইন ইউসারের জন্য frontpage সেট আপ করি। |
10:00 | এখানে একটি অনুশীলনী রয়েছে:
Private files block মোছা Code files লিঙ্কে প্রদত্ত নির্দেশাবলী দ্বারা একটি নতুন HTML block যোগ করা। |
10:14 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন। |
10:23 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। আরো জানতে আমাদের লিখুন। |
10:33 | এই ফোরামে আপনার প্রশ্ন পোস্ট করুন। |
10:37 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
10:51 | এই স্ক্রিপ্টটি প্রিয়াঙ্কা দ্বারা নির্মিত।
আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |