Linux/C3/More-on-grep-command/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | more on grep এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:05 | এই টিউটোরিয়ালে শিখব: |
00:07 | আরো কিছু grep কমান্ড, |
00:10 | কিছু উদাহরণ দ্বারা। |
00:13 | এখানে ব্যবহার করছি: |
00:16 | উবুন্টু লিনাক্স সংস্করণ 12.04 OS |
00:20 | এবং GNU bash সংস্করণ 4.2.24. |
00:24 | অনুশীলনের জন্য GNU Bash 4 বা তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়। |
00:31 | দরকারী তথ্য রূপে |
00:33 | লিনাক্স টার্মিনাল সম্পর্কে জানা উচিত। |
00:36 | grep সম্পর্কেও জানতে হবে। |
00:39 | প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। |
00:45 | আমরা একাধিক প্যাটার্নও মেলাতে পারি। |
00:49 | তারপর হাইফেন e বিকল্প ব্যবহার করতে হবে। |
00:53 | আমি একই ফাইল grepdemo.txt ব্যবহার করব। |
00:58 | ধরুন আমরা যারা সিভিল বা ইলেকট্রনিক্সে আছে তাদের তথ্য খুঁজতে চাই। |
01:05 | আমাদের টার্মিনালে লিখতে হবে: |
01:07 | grep স্পেস হাইফেন e স্পেস ডাবল উদ্ধৃতিতে electronics উদ্ধৃতির পর স্পেস হাইফেন e স্পেস ডাবল উদ্ধৃতিতে civil উদ্ধৃতির পর স্পেস grepdemo ডট txt. |
01:24 | Enter টিপুন। আউটপুট দেখায়। |
01:28 | ধরুন আপনি তাদের দেখতে চান যার শিরোনাম chaudhury |
01:33 | সমস্যা হল বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে তাদের শিরোনাম বলে। |
01:38 | সুতরাং সমাধান কি ? |
01:42 | এই ক্ষেত্রে আমরা হাইফেন i এর সাথে হাইফেন e বিকল্প ব্যবহার করতে পারি। |
01:48 | লিখুন:
grep স্পেস হাইফেন ie স্পেস ডাবল উদ্ধৃতিতে chaudhury উদ্ধৃতির পর স্পেস হাইফেন ie স্পেস ডাবল উদ্ধৃতিতে chowdhari উদ্ধৃতির পর স্পেস grepdemo ডট txt |
02:12 | Enter টিপুন। |
02:14 | আউটপুট দেখায়। |
02:16 | কিন্তু আপনি নাম লিখতে পারেন এমনি অন্য অনেক উপায় হতে পারে। |
02:23 | আমরা কটি হাইফেন e বিকল্প দিতে পারি। |
02:26 | অবশ্যই একটি ভাল উপায় হওয়া প্রয়োজন এবং সেটি হল নিয়মিত এক্সপ্রেশনের মাধ্যমে। |
02:33 | একটি নিয়মিত এক্সপ্রেশন টেক্সটের স্ট্রিং মেলাতে একটি সংক্ষিপ্ত এবং নমনীয় উপায় প্রদান করে। |
02:41 | যেমন বিশেষ অক্ষর, শব্দ বা অক্ষরের প্যাটার্ন। |
02:47 | এখানে অনেকগুলি নিয়মিত এক্সপ্রেশন ক্যারেক্টার রয়েছে। |
02:52 | এগুলি এক এক করে দেখি। |
02:55 | ক্যারেক্টার ক্লাস। |
02:57 | এটি একজোড়া বর্গাকার বন্ধনীর মধ্যে অক্ষরের একটি গ্রুপ উল্লেখ করতে পারে। |
03:03 | এই অক্ষরের গ্রুপের শুধুমাত্র একটি মিলেছে। |
03:08 | উদাহরণস্বরূপ [abc] এর মানে হল নিয়মিত এক্সপ্রেশন a বা b বা c এর সাথে মেলে। |
03:18 | chaudhury মেলাতে প্রম্পটে লিখতে হবে: |
03:23 | grep স্পেস হাইফেন i স্পেস ডাবল উদ্ধৃতিতে ch ওপেনিং বর্গাকার বন্ধনী ao ক্লোসিং বর্গাকার বন্ধনী ওপেনিং বর্গাকার বন্ধনী uw ক্লোসিং বর্গাকার বন্ধনী dh ওপেনিং বর্গাকার বন্ধনী ua ক্লোসিং বর্গাকার বন্ধনী r ওপেনিং বর্গাকার বন্ধনী yi ক্লোসিং বর্গাকার বন্ধনী ডাবল উদ্ধৃতির পর স্পেস grepdemo ডট txt |
03:54 | Enter টিপুন। |
03:56 | আউটপুট দেখায়। |
03:59 | এটি এখনও choudhuree এর ডাবল e এর সাথে মেলে না। |
04:03 | একটি দীর্ঘ রেঞ্জ উল্লেখ করতে চাইলে লিখুন: |
04:08 | প্রথম অক্ষর ড্যাশ রেঞ্জের অন্তিম অক্ষর। |
04:13 | ধরুন যে কোনো অক্ষর মেলাতে আমরা [0-9] লিখতে পারি। |
04:20 | এই অক্ষরের গ্রুপের একটি মিলবে। |
04:24 | এস্টেরিস্ক: এস্টেরিস্ক 0 বা তাত্ক্ষণিক পূর্ববর্তী ক্যারেক্টারের অধিক সংঘটন বোঝায়। |
04:33 | উদাহরণস্বরূপ ab*,, a, ab, abb, abbb ইত্যাদির সাথে মিলতে পারে। |
04:44 | তাই Mira নামে শিক্ষার্থীর সাথে মেলাতে |
04:48 | প্রম্পটে লিখুন: |
04:51 | grep স্পেস হাইফেন i স্পেস ডাবল উদ্ধৃতিতে m ওপেনিং বর্গাকার বন্ধনী ei ক্লোসিং বর্গাকার বন্ধনী এস্টেরিস্ক raa এস্টেরিস্ক উদ্ধৃতির পর স্পেস grepdemo ডট txt |
05:12 | Enter টিপুন। |
05:14 | আউটপুট দেখায়। |
05:16 | ডট রেগুলার এক্সপ্রেশন যে কোনো একটি অক্ষরের সাথে মেলে। |
05:21 | ধরুন আমরা একটি শব্দ খুঁজতে চাই যা 4 অক্ষর দীর্ঘ এবং M দ্বারা শুরু হয়। |
05:29 | আমরা কেবল লিখব: |
05:31 | grep স্পেস ডাবল উদ্ধৃতিতে M ডট ডট ডট স্পেস উদ্ধৃতির পর স্পেস grepdemo ডট txt |
05:44 | Enter টিপুন। |
05:46 | আউটপুট দেখায়। |
05:48 | এখানে উদ্ধৃতির মধ্যে স্পেস দরকারী কারণ এটি 5 অথবা একাধিক অক্ষরের শব্দের সাথে মেলে। |
05:56 | আমরা লাইনের কোথায় আমাদের প্যাটার্ন খুঁজতে চাই তা নির্দিষ্ট করতে পারি। |
06:01 | এটি লাইনের শুরুতে হতে পারে। |
06:04 | এর জন্য caret চিহ্ন রয়েছে। |
06:07 | এখন আমরা যদি রোল নম্বর A এর সাথে শুরু হওয়া প্রবিষ্টি প্রাপ্ত করতে চাই। |
06:14 | আমরা জানি যে রোল হল ফাইলের মধ্যে প্রথম ফীল্ড। |
06:19 | আমরা প্রম্পটে লিখি: grep ডাবল উদ্ধৃতিতে caret চিহ্ন A উদ্ধৃতির পর grepdemo ডট txt. |
06:29 | Enter টিপুন। |
06:32 | আউটপুট দেখায়। |
06:35 | একইভাবে ফাইলের শেষে একটি প্যাটার্ন মেলাতে, ডলার চিহ্ন রয়েছে। |
06:41 | 7000 থেকে 8999 এর মধ্যে ছাত্রবৃত্তি খুঁজতে লিখব: |
06:50 | grep স্পেস ডাবল উদ্ধৃতিতে ওপেনিং বর্গাকার বন্ধনী 78 ক্লোসিং বর্গাকার বন্ধনী ডট ডট ডট dollar চিহ্ন উদ্ধৃতির পর স্পেস grepdemo ডট txt |
07:06 | Enter টিপুন। |
07:08 | আউটপুট দেখায়। |
07:11 | আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
07:13 | সংক্ষিপ্তকরণ করি। |
07:16 | এই টিউটোরিয়ালে শিখেছি, |
07:18 | একাধিক প্যাটার্ন মেলানো। |
07:20 | পৃথক বানান থাকা শব্দ যাচাই করা। |
07:24 | ক্যারেক্টার ক্লাস। এস্টেরিস্ক ব্যবহার করা। |
07:28 | ডট ব্যবহার করে যে কোনো একটি অক্ষর মেলানো। |
07:32 | ফাইলের শুরুতে একটি প্যাটার্ন মেলানো। |
07:35 | ফাইলের শেষে একটি প্যাটার্ন মেলানো। |
07:40 | এখন,
5 অক্ষর দীর্ঘ এবং Y দ্বারা শুরু হওয়া প্রবিষ্টি তালিকাভুক্ত করুন। |
07:48 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। |
07:51 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
07:54 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
07:59 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। |
08:05 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
08:08 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
08:15 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
08:20 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
08:26 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
08:32 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। |
08:36 | অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |