Linux/C2/Ubuntu-Desktop-16.04/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Ubuntu Linux Desktop 16.04 এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:09 এখানে আমরা gnome পরিবেশে Ubuntu Linux Desktop সম্পর্কে শিখব।
00:17 এবং Ubuntu Desktop এ কিছু সাধারণ অ্যাপ্লিকেশন।
00:22 টিউটোরিয়ালটি রেকর্ড করতে Ubuntu Linux 16.04 OS ব্যবহার করছি।
00:29 Ubuntu desktop এই রকম দেখায়।
00:33 আপনি পর্দার বামদিকে লঞ্চার দেখতে পাবেন।
00:37 কিভাবে আমরা লঞ্চার লুকোতে পারি?
00:40 এটি করতে, বামদিকে লঞ্চারে যান।

System Settings আইকনে ক্লিক করুন।

00:47 System Settings উইন্ডোতে, Appearance এ ক্লিক করুন।
00:51 Appearance উইন্ডোতে, Behavior ট্যাবে ক্লিক করুন।
00:56 এখানে, Auto-hide the Launcher কে ON করুন।
01:01 এখন, লঞ্চার লুকোবে।
01:04 লঞ্চার লুকোলে যেমনকি এখানে দেখানো হয়েছে, এটি আবার দৃশ্যমান করতে পারি।
01:10 এটি করতে, কার্সারটি পর্দার একেবারে বামে সরান।
01:15 লঞ্চার দৃশ্যমান হবে।
01:18 কার্সারটি সরান এবং লঞ্চার আবার লুকোবে।
01:23 Appearance উইন্ডোতে ফিরে যান এবং Auto-hide the Launcher কে OFF করুন।
01:30 উইন্ডোর উপরের বাম দিকে ছোট X আইকনে ক্লিক করে উইন্ডোটি বন্ধ করুন।
01:37 লক্ষ্য করুন, ডিফল্টরূপে লঞ্চারে কিছু আইকন রয়েছে।
01:42 লঞ্চারের উপরে, আপনি Dash home আইকন দেখতে পারেন।
01:47 Dash home একটি ইন্টারফেস যা স্ক্রীনে থাকা Ubuntu Linux এ সকল অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে দেয়।
01:55 Dash home খুলতে, এতে ক্লিক করুন।
01:59 শীর্ষে আপনি search বার ফীল্ড দেখেন।
02:04 এখন, কিভাবে আমরা একটি বিশেষ অ্যাপ্লিকেশন খুঁজবো? যেই অ্যাপ্লিকেশন খুঁজতে চান তা লিখুন এবং আপনি অবিলম্বে সেটি খুঁজে পাবেন। এটি এতটাই সহজ!
02:16 এখন Calculator অ্যাপ্লিকেশন খোঁজার চেষ্টা করি।
02:20 তাই search বারে লিখুন C a l c.
02:26 c a l c নাম থাকা সকল অ্যাপ্লিকেশন তালিকাভুক্ত হবে।
02:32 এখানে দেখুন - LibreOffice Calc এবং Calculator উভয় তালিকাভুক্ত।
02:37 Calculator আইকনে ক্লিক করুন। Calculator অ্যাপ্লিকেশন এখন পর্দায় খোলে।
02:45 Calculator গাণিতিক, বৈজ্ঞানিক বা আর্থিক হিসাব সঞ্চালন করতে সহায়তা করে।
02:52 এখন কিছু সহজ হিসাব চেষ্টা করি।
02:55 লিখুন 5 এস্টেরিক্স 8 এবং সমান চিহ্নে ক্লিক করুন।
03:02 সমান চিহ্নতে ক্লিক করার বদলে আপনি কীবোর্ডে Enter কীও টিপতে পারেন।
03:09 উত্তর ক্যালকুলেটরে প্রদর্শিত হয়।
03:13 একইভাবে, আমরা Calculator অ্যাপ্লিকেশন দ্বারা সকল ধরণের গণনা করতে পারি।
03:20 এখন উইন্ডোর উপরে বামদিকে থাকা ছোট X আইকনে ক্লিক করে ক্যালকুলেটর থেকে প্রস্থান করুন।
03:28 এখন Ubuntu Linux OS এ অন্য কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন সম্পর্কে শিখি।
03:34 এরজন্য, আমরা Dash home এ ফিরে যাবো।
03:38 Search বারে, gedit লিখুন। gedit, Ubuntu Linux OS এ ডিফল্ট টেক্সট এডিটর।
03:48 নীচে Text Editor আইকন দেখায়। এটি খুলতে এতে ক্লিক করুন।
03:55 স্ক্রীনে এখন আপনি যা দেখেন, সেটি হল gedit Text Editor উইন্ডো।
04:00 আমি এখানে কিছু টেক্সট লিখি।

উদাহরণস্বরূপ, লিখি Hello World.

04:07 ফাইলটি সংরক্ষণ করতে কীবোর্ডে Ctrl এবং S কী টিপুন।
04:14 অন্যথায়, আমরা File এবং তারপর Save এ ক্লিক করতে পারি।
04:20 এখন Save as নামে একটি ডায়লগ বাক্স খোলে। এটি একটি ফাইলের নাম এবং যেখানে ফাইল সংরক্ষণ করবে তা জিজ্ঞাসা করে।
04:31 তাই নাম হিসাবে Hello.txt লিখি।
04:36 .txt টেক্সট ফাইলের ডিফল্ট এক্সটেনশন।
04:41 স্থানের জন্য, Desktop চয়ন করি এবং নীচে Save বোতামে ক্লিক করুন।
04:49 এখন উইন্ডোর উপরে বামদিকে ছোট X আইকনে ক্লিক করে এই gedit উইন্ডো বন্ধ করুন।
04:57 ডেস্কটপে, আমরা Hello.txt ফাইল দেখি। এর মানে আমাদের টেক্সট ফাইল সফলভাবে সংরক্ষিত হয়েছে।
05:05 এতে ডাবল ক্লিক করে ফাইলটি খুলি।
05:09 দেখুন, আমাদের লিখিত টেক্সট সহ টেক্সট ফাইল খুলেছে।
05:14 ইন্টারনেটে gedit Text Editor সম্পর্কে অনেক তথ্য রয়েছে।
05:19 এই বিষয়ে এই ওয়েবসাইটে কিছু স্পোকেন টিউটোরিয়াল রয়েছে।
05:25 এই টেক্সট এডিটর বন্ধ করি এবং অন্য অ্যাপ্লিকেশন দেখি যেমন Terminal.
05:32 আবার Dash home এ যাই। এখন search বার ফীল্ডে terminal শব্দ লিখুন।
05:41 নীচে দেখানো Terminal আইকনে ক্লিক করুন।
05:45 পর্দায় টার্মিনাল উইন্ডো খোলে। মনে রাখবেন: টার্মিনাল খোলার শর্টকাট হল Ctrl + Alt + T কী।
05:55 টার্মিনালকে command লাইনও বলা হয়। কারণ আপনি এখানে থেকে কম্পিউটার কমান্ড করতে পারেন।
06:02 প্রকৃতপক্ষে এটি GUI এর চেয়ে অধিক শক্তিশালী।
06:06 Terminal উইন্ডোতে ফিরে আসি।
06:09 টার্মিনালের অনুভূতি পেতে একটি সহজ কমান্ড লিখি। লিখুন Ls এবং এন্টার টিপুন।
06:18 আপনি বর্তমান ডিরেক্টরীতে সকল ফাইল এবং ফোল্ডারের তালিকা দেখতে পারেন।
06:23 এখানে, এটি Home ফোল্ডার থেকে ফাইল এবং ফোল্ডার দেখাচ্ছে।
06:28 Home ফোল্ডার কি তা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখবো।
06:33 এখন আমরা আর টার্মিনাল নিয়ে দেখবো না।
06:37 উইন্ডোর উপরে বাম দিকে ছোট X আইকনে ক্লিক করে টার্মিনাল বন্ধ করুন।
06:43 টার্মিনাল কমান্ড এই ওয়েবসাইটে লিনাক্স স্পোকেন টিউটোরিয়াল শৃঙ্খলায় ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে।
06:49 এখন অন্য অ্যাপ্লিকেশনে আসি যেমন Firefox Web Browser.
06:55 আবার, Dash home খুলুন। search বারে Firefox লিখুন।
07:01 Firefox Web Browser আইকনে ক্লিক করুন।
07:05 Firefox Web Browser বিশ্বব্যাপী ওয়েব অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়। এখন আমরা দেখি যে Firefox Browser উইন্ডো খোলা রয়েছে।
07:15 এখন স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান। এরজন্য, অ্যাড্রেস বারে ক্লিক করুন বা কীবোর্ডে F6 টিপুন।
07:24 এখন spoken-tutorial.org লিখুন এবং এন্টার টিপুন।
07:31 আপনার ইন্টারনেট সংযোগ থাকলে Firefox প্রদত্ত ওয়েবসাইটের সাথে যুক্ত হবে।
07:37 Spoken Tutorial Homepage ব্রাউজারে খোলে।
07:41 এটি এখন বন্ধ করি এবং পরবর্তী অ্যাপ্লিকেশনে যাই।
07:47 আবার Dash home এ যান এবং search বারে লিখুন office.
07:53 আপনি বিভিন্ন LibreOffice কম্পোনেন্ট দেখতে পারেন Calc, Impress, Writer এবং Draw
08:01 LibreOffice, Ubuntu Linux OS এ ডিফল্ট অফিস অ্যাপ্লিকেশন।
08:07 এই সকল কম্পোনেন্ট সম্পর্কে টিউটোরিয়াল Spoken Tutorial ওয়েবসাইটে উপলব্ধ।
08:13 এখন Video বিকল্প অন্বেষণ করি।
08:17 Search বারে video লিখুন।
08:20 প্রদর্শিত তালিকাতে, Videos নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে।
08:25 Videos, ভিডিও এবং গান চালাতে ব্যবহৃত হয়। ডিফল্টরূপে, এটি শুধুমাত্র ওপেন ফরম্যাট ভিডিও ফাইল চালায়।
08:34 তাই আমি পেন ড্রাইভ থেকে একটি স্যাম্পল ফাইল চালাই।
08:38 এখন আমি মেশিনে usb স্লটে আমার পেন ড্রাইভ লাগাই। পেন ড্রাইভ ফোল্ডার নিজে থেকে খোলে।
08:47 এটি না খুললে, আমরা লঞ্চার থেকে এটি অ্যাক্সেস করতে পারি।
08:52 লঞ্চারে পেন ড্রাইভ আইকনটি খুঁজুন।
08:56 এতে ক্লিক করলে, এটি পেন-ড্রাইভে থাকা ফাইল এবং ফোল্ডার দেখায়।
09:02 এখন আমি big buck bunny.ogv মুভি ফাইল চয়ন করবো।
09:08 এখানে এটি আমার ফাইল। এটি খুলতে, এতে ডবল ক্লিক করবো।
09:14 এটি ডিফল্টরূপে, Videos এ খোলে।
09:17 এখন মুভিটি বন্ধ করি।
09:20 এখন ডেস্কটপে যেতে Ctrl, Windows এবং D কী টিপুন।
09:26 এখন এই ডেস্কটপে অন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখি।
09:31 লঞ্চারে উপস্থিত ফোল্ডার আইকন লক্ষ্য করুন। এতে ক্লিক করুন।
09:37 Home ফোল্ডার খোলে।
09:39 Ubuntu Linux এ প্রতিটি ইউসারের অনন্য Home ফোল্ডার রয়েছে।.
09:44 আমরা বলতে পারি Home ফোল্ডার হল আমাদের বাড়ি, যেখানে আমরা ফাইল এবং ফোল্ডার সংরক্ষণ করতে পারি।

আমাদের অনুমতি ছাড়া, অন্যরা তাদের দেখতে পারবে না।

09:56 ফাইলের অনুমতি সম্পর্কে আরো তথ্য Linux স্পোকেন টিউটোরিয়ালের শৃঙ্খলায় উপলব্ধ।
10:03 এখন ফিরে আসি।

Home ফোল্ডারে, আমরা অন্যান্য ফোল্ডার দেখি যেমন Desktop, Documents, Downloads ইত্যাদি।

10:14 Linux সবকিছুই একটি ফাইল। Desktop ফোল্ডারে ডবল ক্লিক করে এটি খুলুন।
10:21 এখানে, আমরা hello.txt ফাইলটি দেখি যা টেক্সট এডিটর থেকে সংরক্ষণ করেছি।
10:28 তাই এই ফোল্ডার এবং ডেস্কটপ একই।
10:32 এখন এই ফোল্ডারটি বন্ধ করি। এই টিউটোরিয়ালে এতটাই। সংক্ষিপ্তকরণ করি।
10:39 এখানে আমরা Ubuntu Desktop, লঞ্চার এবং এতে উপলন্ধ কিছু আইকন সম্পর্কে শিখেছি।
10:49 কিছু সাধারণ অ্যাপ্লিকেশন যেমন Calculator, Text Editor, Terminal, Firefox Web Browser, Videos এবং LibreOffice Suite কম্পোনেন্ট এবং Home ফোল্ডার।
11:04 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করুন এবং দেখুন।
11:12 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন।
11:25 আপনার এই টিউটোরিয়ালে কোনো প্রশ্ন রয়েছে? অনুগ্রহ করে আমাদের সাইটে যান।
11:30 যেখানে আপনার প্রশ্ন রয়েছে সেই মিনিট এবং সেকেন্ড চয়ন করুন। সংক্ষেপে আপনার প্রশ্ন ব্যাখ্যা করুন। আমাদের দল থেকে কেউ তাদের উত্তর দেবে।
11:40 স্পোকেন টিউটোরিয়াল ফোরাম এই টিউটোরিয়ালের নির্দিষ্ট প্রশ্নের জন্য। তাদের সাথে সম্পর্কহীন এবং সাধারণ প্রশ্ন পোস্ট করবেন না।
11:50 এটি প্রশ্নগুচ্ছ কমাতে সাহায্য করবে। কম গুচ্ছ সহ, আমরা এই আলোচনা নির্দেশমূলক উপাদান হিসাবে ব্যবহার করতে পারি।
11:59 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
12:11 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta