Linux/C2/Installing-Software-16.04/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search


Time Narration
00:01 Ubuntu Linux 16.04 অপারেটিং সিস্টেমে Installing Software এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:10 এখানে আমরা শিখব, নিম্ন দ্বারা Ubuntu Linux 16.04 অপারেটিং সিস্টেমে সফটওয়্যার কিভাবে সংস্থাপন করে।

Terminal

00:21 Synaptic Package Manager এবং Ubuntu Software Center
00:27 টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু লিনাক্স 16.04 অপারেটিং সিস্টেম ব্যবহার করছি।
00:34 টিউটোরিয়ালে এগোতে অবশ্যই ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হবে।
00:39 সফ্টওয়্যার সংস্থাপন করতে System Administrator বা Administrator অধিকার থাকতে হবে।
00:46 স্যাইন্যাপ্টিক প্যাকেজ ম্যানেজার a p t এর জন্য একটি গ্রাফিকাল প্রোগ্রাম।
00:51 এটি apt-get command লাইন ইউটিলিটির জন্য একটি GUI.
00:57 ডিফল্টরূপে, স্যাইন্যাপ্টিক প্যাকেজ ম্যানেজার Ubuntu Linux 16.04 এ পূর্ব-সংস্থাপিত হবে না।
01:05 এখন টার্মিনালের মাধ্যমে এটি সংস্থাপন করা শিখি।
01:10 কীবোর্ডে Ctrl, Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন।
01:18 এখন টার্মিনাল লিখুন, sudo স্পেস a p t হাইফেন get স্পেস install স্পেস s y n a p এবং Tab কী টিপুন।
01:34 এটি s y n a p দিয়ে শুরু হওয়া সফ্টওয়্যারের তালিকা প্রদর্শন করবে।
01:40 এখন synaptic হিসাবে শব্দটি পূরণ করুন এবং Enter টিপুন।
01:46 আপনার administrator পাসওয়ার্ড লিখতে বলা হবে।
01:51 আপনার অ্যাডমিন পাসওয়ার্ড লিখুন।
01:54 টার্মিনালে পাসওয়ার্ড লেখার সময় এটি আমাদের কাছে দৃশ্যমান হবে না।

তাই এটি সাবধানে লিখুন।

02:02 এন্টার টিপুন।
02:04 এখন টার্মিনালে সংস্থাপিত প্যাকেজের তালিকা দেখায়।
02:09 এছাড়া ডাউনলোড করা ফাইলের আকার এবং সংস্থাপনের পর ডিস্ক স্পেস।
02:17 এটি নিশ্চিত করতে Y টিপুন।
02:19 এন্টার টিপুন।
02:22 এখন সংস্থাপন শুরু হয়। ইন্টারনেট গতির উপর নির্ভর করে, এটি কিছু সময় নেবে।
02:31 এখন আমরা সফলভাবে Synaptic Package Manager সংস্থাপন করেছি।
02:36 টার্মিনাল বন্ধ করি।
02:39 সংস্থাপন নিশ্চিত করতে, Dash home এ যান। search বারে লিখুন synaptic.
02:46 আমরা search ফলাফলে Synaptic Package Manager আইকন দেখি।
02:51 এখন Synaptic Package Manager দ্বারা সফ্টওয়্যার সংস্থাপন করা শিখি।
02:57 Synaptic Package Manager আইকনে ক্লিক করুন।
03:01 পাসওয়ার্ড জিজ্ঞাসা করে একটি প্রমাণীকরণ ডায়ালগ বাক্স দেখায়।
03:06 অ্যাডমিন পাসওয়ার্ড লিখুন এবং এন্টার টিপুন।
03:10 আমরা প্রথমবার Synaptic Package Manager ব্যবহার করলে একটি সুচনাকরণ ডায়লগ বাক্স দেখায়।
03:17 এই ডায়লগ বাক্সে Synaptic Package Manager ব্যবহারের তথ্য রয়েছে।
03:23 এই ডায়ালগ বাক্স বন্ধ করতে Close বোতামে ক্লিক করুন।
03:27 Synaptic Package Manager এ প্রক্সি এবং রিপোজিটরী কনফিগার করি।
03:33 এটি অ্যাপ্লিকেশন বা প্যাকেজ সংস্থাপনের আগে করতে হবে।
03:38 Settings এ যান এবং Preferences এ ক্লিক করুন।
03:42 Preferences উইন্ডোতে বিভিন্ন ট্যাব রয়েছে যা পর্দায় প্রদর্শিত হয়।
03:48 Proxy settings কনফিগার করতে Network এ ক্লিক করুন।
03:52 Proxy Server এ আরো দুটি বিকল্প রয়েছে - Direct Connection এবং Manual Proxy.
04:00 আমি Direct Connection ব্যবহার করব। আপনি পছন্দের বিকল্প চয়ন করতে পারেন।
04:06 উইন্ডোটি বন্ধ করতে নীচে OK বোতামে ক্লিক করুন।
04:11 আবার, Setting এ যান এবং Repositories এ ক্লিক করুন।
04:16 পর্দায় Software & Updates উইন্ডো দেখায়।
04:20 উবুন্টু সফটওয়্যার ডাউনলোড করার বিভিন্ন উত্স রয়েছে।
04:24 ড্রপ ডাউন থেকে Download এ ক্লিক করুন এবং রিপোজিটরীর তালিকা দেখতে মাউস বোতাম ধরে রাখুন।
04:31 অন্যরা সারা বিশ্বের সার্ভারের তালিকা দেখায়।
04:36 এই উইন্ডো বন্ধ করতে নীচে Cancel বোতামে ক্লিক করুন।
04:41 আমি এখানে দেখানো Server for India ব্যবহার করছি।
04:45 Software Sources উইন্ডো বন্ধ করতে Close বোতামে ক্লিক করুন।
04:50 আপনি প্রথমবার Synaptic Package Manager ব্যবহার করলে আপনাকে প্যাকেজগুলি পুনরায় লোড করতে হবে।
04:57 এটি করতে, টুলবারে Reload বোতামে ক্লিক করুন।
05:02 এটি কিছু সময় নেবে।
05:05 এখানে দেখুন। আমরা দেখি যে প্যাকেজ ইন্টারনেটের মাধ্যমে স্থানান্তরিত হচ্ছে এবং আপডেট হচ্ছে।
05:13 এখন উদাহরণ হিসাবে VLC player সংস্থাপন করব।
05:18 এখন টুলবারে উপস্থিত Search ফীল্ডে যান।
05:23 Search ডায়ালগ বাক্সে, লিখুন vlc এবং তারপরে Search বোতামে ক্লিক করুন।
05:29 এখানে আমরা তালিকাভুক্ত সকল VLC প্যাকেজ দেখতে পারি।
05:34 VLC package চয়ন করতে, চেক বাক্সে ডান ক্লিক করুন।

এবং প্রদর্শিত মেনু থেকে Mark for installation বিকল্প চয়ন করুন।

05:45 রিপোজিটরী প্যাকেজের সকল তালিকা প্রদর্শন করে একটি ডায়ালগ বাক্স দেখায়।
05:51 সকল নির্ভরশীল প্যাকেজ স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করতে Mark বোতামে ক্লিক করুন।
05:57 টুলবারে যান এবং Apply বোতামে ক্লিক করুন।
06:01 সংস্থাপিত প্যাকেজের বর্ণন সহ একটি Summary উইন্ডো দেখায়।
06:07 সংস্থাপন শুরু করতে নীচে Apply বোতামে ক্লিক করুন।
06:12 সংস্থাপন প্রক্রিয়াটি কিছু সময় নেবে।
06:16 এটি সংস্থাপন করা প্যাকেজের সংখ্যা এবং আকারের উপর নির্ভর করে।
06:21 সংস্থাপন সম্পন্ন হওয়ার সাথে সাথে Applying Changes উইন্ডো বন্ধ হবে।
06:27 Synaptic Package Manager উইন্ডো বন্ধ করুন।
06:31 এখন, যাচাই করুন যে VLC প্লেয়ার সফলভাবে সংস্থাপিত হয়েছে কিনা।
06:37 Dash home এ যান।
06:39 search বারে লিখুন vlc.
06:42 আমরা প্রদর্শিত তালিকাতে VLC আইকন দেখতে পারি। এটি খুলতে এতে ক্লিক করুন।
06:49 একইভাবে, আমরা Synaptic Package Manager দ্বারা অন্যান্য অ্যাপ্লিকেশন সংস্থাপন করতে পারি।
06:56 এরপর শিখব Ubuntu Software Center এর মাধ্যমে সফটওয়্যার সংস্থাপন করা।
07:02 Ubuntu Software Centre একটি অ্যাপ্লিকেশন যা Ubuntu Linux OS এ সফটওয়্যার পরিচালনার অনুমতি দেয়।
07:10 আপনি এটি সফটওয়্যার সন্ধান, ডাউনলোড, সংস্থাপন, আপডেট বা আনইনস্টল করতে ব্যবহার করতে পারেন।
07:17 এটি আপনাকে এটি ব্যবহার করার আগেও সফ্টওয়্যার সম্পর্কে তথ্য দেয়।
07:23 Ubuntu Software Center খুলতে, launcher এ যান।
07:27 Ubuntu Software আইকনে ক্লিক করুন।
07:31 Ubuntu Software Centre উইন্ডো দেখায়।
07:35 উপরে আমরা 3 টি ট্যাব দেখতে পারি - All, Installed এবং Updates
07:42 All ট্যাবে ক্লিক করুন।
07:44 আমরা শীর্ষে search বার দেখতে পারি।
07:47 এটি উপলব্ধ সফ্টওয়্যার সন্ধান করতে সাহায্য করবে।
07:51 এখন ইনকস্কেপ সফটওয়্যার সংস্থাপন করি।
07:55 search বারে লিখুন inkscape.
07:59 Inkscape সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দেখায়।
08:03 এখন ডান কোণে Install বোতামে ক্লিক করুন।
08:07 Authentication ডায়ালগ বাক্স দেখায়।
08:10 আপনার অ্যাডমিন পাসওয়ার্ড লিখুন। তারপর Authenticate বোতামে ক্লিক করুন।
08:16 প্রোগ্রেস বার দেখায় যে ইনক্সস্কেপ সংস্থাপিত হচ্ছে।
08:21 সংস্থাপন প্যাকেজের সংখ্যা এবং আকারের উপর ভিত্তি করে সংস্থাপন কিছু সময় নেবে।
08:28 প্রোগ্রেস উপরের Installed ট্যাবেও নির্দেশিত হয়। এতে ক্লিক করুন।
08:35 কোন সংস্থাপন সম্পন্ন করার সময় অন্যান্য অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারেন।
08:41 Inkscape শব্দে ক্লিক করুন।
08:44 এটি ইনকস্কেপ সম্পর্কে তথ্য দেখাবে।
08:48 ইনকস্কেপ সংস্থাপিত হলে, আমরা এর পাশে দুটি বোতামে Remove এবং Launch দেখতে পারি।
08:55 আপনি সফ্টওয়্যারটি আনইনস্টল করতে চাইলে শুধু Remove বোতামে ক্লিক করুন।
09:00 অ্যাপ্লিকেশন চালু করতে Launch বোতামে ক্লিক করুন। এতে ক্লিক করুন।
09:06 এটি Inkscape অ্যাপ্লিকেশন চালু করবে।
09:10 Ubuntu Software Center এ ফিরে যান।

উপরে বাম দিকে back arrow বোতামে ক্লিক করে মূল পর্দায় ফিরে আসুন।

09:18 এখন Updates ট্যাবে ক্লিক করুন।
09:21 এটি বলছে যে Software is up to date.
09:25 উপরের বামে refresh আইকনে ক্লিক করুন। এটি নতুন আপডেটের জন্য যাচাই করবে।
09:31 এখন আমরা একটি OS আপডেট পেয়েছি।
09:34 বর্ণন দেখতে এতে ক্লিক করুন। এটি বন্ধ করুন।
09:39 এই আপডেট সংস্থাপন করতে চাইলে Install বোতামে ক্লিক করুন। অন্যথায় এটি এড়িয়ে যান।
09:46 এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি। সংক্ষিপ্তকরণ করি।
09:52 এখানে আমরা নিম্ন দ্বারা Ubuntu Linux 16.04 অপারেটিং সিস্টেমে সফটওয়্যার সংস্থাপন করা শিখেছি: Terminal
10:02 Synaptic Package Manager এবং Ubuntu Software Center
10:07 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করুন এবং দেখুন।
10:15 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
10:24 বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন।
10:28 আপনার এই টিউটোরিয়ালে কোনো প্রশ্ন রয়েছে?
10:32 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
10:44 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, PoojaMoolya