Linux-Old/C2/Ubuntu-Software-Center/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 উবুন্টু সফটওয়্যার কেন্দ্রের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:04 এই টিউটোরিয়ালে আমরা উবুন্টু সফটওয়্যার কেন্দ্রের ব্যবহার সম্পর্কে শিখব।
00:09 উবুন্টু অপারেটিং সিস্টেমে সফটওয়্যার ডাউনলোড, ইনস্টল, আপডেট ও আনইনস্টল করা।
00:16 উবুন্টু সফটওয়্যার কেন্দ্র কি?
00:18 এটি একটি টুল যা উবুন্টু অপারেটিং সিস্টেমে সফ্টওয়্যার পরিচালনার অনুমতি দেয়।
00:23 আপনি এর ব্যবহার সফটওয়্যার খোঁজা, ডাউনলোড, ইনস্টল, আপডেট বা আনইনস্টল করার জন্য করতে পারেন।
00:30 উবুন্টু সফটওয়্যার কেন্দ্র প্রতিটি সফ্টওয়্যারের জন্য মূল্যাঙ্কন এবং সমীক্ষা সূচীবদ্ধও করে।
00:36 এইভাবে এটি ব্যবহারের আগে আপনি এই সফ্টওয়্যার সম্পর্কে জানেন।
00:41 এটি সফ্টওয়্যার ইতিহাসের রেকর্ডও রাখে।
00:45 এই টিউটোরিয়ালে উবুন্টু সংস্করণ 11.10 এর উপর উবুন্টু সফটওয়্যার কেন্দ্র ব্যবহার করছি।
00:52 টিউটোরিয়ালের সাথে এগোনোর জন্য,
00:54 ইন্টারনেটের সাথে যুক্ত হওয়া আবশ্যক।
00:56 সফ্টওয়্যার ইনস্টলের জন্য আপনার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হওয়া বা অ্যাডমিনিস্ট্রেটরের অধিকার থাকা প্রয়োজন।
01:04 Launcher থেকে Ubuntu Software Center আইকনে টিপুন।
01:08 উবুন্টু সফটওয়্যার কেন্দ্র উইন্ডো প্রদর্শিত হয়।
01:12 উইন্ডোর উপরে বামদিকে All Software, Installed এবং History বাটন আছে।
01:19 Search ক্ষেত্র উপরে ডানদিকে আছে।
01:23 উবুন্টু সফটওয়্যার কেন্দ্র উইন্ডো দুটি প্যানেলে বিভাজিত।
01:28 বাম প্যানেল সফ্টওয়্যার বিভাগগুলির তালিকা প্রদর্শন করে।
01:33 ডান প্যানেল What's new এবং Top Rated প্রদর্শন করে।
01:38 What's new প্যানেল সদ্য মুক্ত করা সফ্টওয়্যার সূচীবদ্ধ করে।
01:42 Top Rated প্যানেল উচ্চ ব্যবহারকারী জায়গা পাওয়া সফ্টওয়্যার তালিকা প্রদর্শিত করে এবং সবচেয়ে অধিক ডাউনলোড করা হয়েছে।
01:51 শ্রেণীর মাধ্যমে সফ্টওয়্যারের জন্য ব্রাউজ করি।
01:55 বাম প্যানেল থেকে, ইন্টারনেটে টিপুন।
01:58 ইন্টারনেট শ্রেণীর জন্য ইন্টারনেট সফ্টওয়্যার এবং শীর্ষ মূল্যাঙ্কিত সফ্টওয়্যার তালিকা প্রদর্শিত আছে।
02:05 লক্ষ্য করুন কিছু সফ্টওয়্যারে টিক চিহ্নের সাথে একটি বৃত্ত রয়েছে।
02:10 এটি দেখায় যে এই সফ্টওয়্যার কম্পিউটারে ইতিমধ্যেই সংস্থাপন করা আছে।
02:15 ইন্টারনেট বিভাগে আরো সফ্টওয়্যার দেখতে, All আইকনে টিপুন।
02:21 All software, যা ইন্টারনেট বিভাগে উপলব্ধ, উইন্ডোতে তালিকাভুক্ত।
02:26 সফ্টওয়্যার By name, By Top Rated বা By Newest First দ্বারাও ক্রমবদ্ধ করতে পারেন।
02:32 উপরে ডানদিকে কোনায় ড্রপ ডাউন টিপুন।
02:36 তালিকা থেকে By Top Rated নির্বাচন করুন।
02:40 ইন্টারনেট সফ্টওয়্যার মূল্যাঙ্কন অনুযায়ী সাজানো আছে।
02:45 সফ্টওয়্যারের সম্পূর্ণ তালিকা দেখার জন্য, যা কম্পিউটারে সংস্থাপিত আছে।
02:50 Installed বাটনে টিপুন।
02:53 সফ্টওয়্যার শ্রেণী প্রদর্শিত হয়।
02:56 Sound এবং Video এর সামনে ছোট ত্রিকোণ বাটনে টিপুন।
03:02 Sound এবং Video এর জন্য কম্পিউটারে সংস্থাপিত সফ্টওয়্যারের সূচী প্রদর্শিত হয়।
03:08 All Software এ টিপুন এবং ড্রপ ডাউন থেকে Provided by Ubuntu চয়ন করুন।
03:14 উবুন্টু দ্বারা প্রদান করা সমস্ত সফটওয়্যার তালিকাভুক্ত আছে।
03:19 এখন, VLC media player সফ্টওয়্যার সংস্থাপন করুন।
03:24 উইন্ডোর উপরে ডানদিকে Search বাক্সে VLC লিখুন।
03:29 VLC media player প্রদর্শিত হয়।
03:33 এখন, Install এ টিপুন।
03:35 Authentication ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
03:38 আপনার সিস্টেম পাসওয়ার্ড লিখুন।
03:42 Authenticate এ টিপুন।
03:44 প্রোগ্রেস বারে দেখুন, এটি দেখায় যে VLC সংস্থাপন করা হচ্ছে।
03:50 সংস্থাপিত হওয়া প্যাকেজের আকার এবং সংখ্যা অনুযায়ী সংস্থাপন কিছু সময় নিতে পারে।
03:57 উপরের বাটন দ্বারাও অগ্রগতি চিহ্নিত হয়।
04:02 আপনি অন্যান্য অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারেন যখন সংস্থাপন করা হয়।
04:07 VLC সংস্থাপিত হওয়ার পর, এখানে VLC এর সামনে একটি ছোট টিক চিহ্ন থাকে।
04:13 ডানদিকে Remove বাটন প্রদর্শিত হয়।
04:17 আপনি যদি VLC আনইনস্টল করতে চান, শুধুমাত্র Remove বাটনে টিপুন।
04:23 একইভাবে, আপনি সমস্ত অন্যান্য সফ্টওয়্যার প্যাকেজ খুঁজে সংস্থাপিত করতে পারেন।
04:29 এখন ইতিহাস দেখুন।
04:31 এটি সংস্থাপন সহ সকল পরিবর্তন দেখার অনুমতি দেয়,
04:37 আপডেট এবং সফ্টওয়্যার অপসারণও।
04:40 History তে টিপুন। History ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
04:45 আপনি All Changes, Installations, Updates এবং Removals দ্বারা ইতিহাস যাচাই করতে পারেন।
04:51 Al Changes এ টিপুন।
04:53 সকল পরিবর্তনের তালিকা প্রদর্শিত হয়, যা হল installations, updates, এবং removals.
05:01 আপনি নিয়মিত সংস্থাপিত সফ্টওয়্যার আপডেটও করতে পারেন।
05:07 উবুন্টু এবং উবুন্টু সফটওয়্যার কেন্দ্র সম্পর্কে আরও তথ্য উবুন্টু ওয়েবসাইটে খুঁজে পেতে পারেন।
05:17 আমরা উবুন্টু সফটওয়্যার কেন্দ্রের উপর টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
05:21 এই টিউটোরিয়ালে আমরা উবুন্টু সফটওয়্যার কেন্দ্রের ব্যবহার সম্পর্কে শিখেছি।
05:26 আমরা উবুন্টু অপারেটিং সিস্টেমে সফ্টওয়্যার ডাউনলোড, সংস্থাপন, আপডেট এবং আনইনস্টল সম্পর্কেও শিখেছি।
05:36 আপনার জন্য নির্দেশিত কাজ আছে।
05:39 উবুন্টু সফটওয়্যার কেন্দ্র ব্যবহার করে Thunderbird ডাউনলোড করুন এবং সংস্থাপন করুন।
05:46 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
05:49 এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে।
05:52 আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকলে এটি ডাউনলোড করেও দেখতে পারেন।
05:57 কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল:
05:59 টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালারও আয়োজন করে।
06:02 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র (সার্টিফিকেট) ও দেওয়া হয়।
06:06 আরো বিস্তারিত জানার জন্য contact [at] spoken hyphen tutorial dot org তে লিখুন।
06:12 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প talk to a teacher প্রকল্পের অংশবিশেষ।
06:17 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত।
06:24 এই সম্বন্ধে আরও তথ্য এই ওয়েবসাইটে দেখতে পারেন।
06:28 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro.
06:35 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Nancyvarkey, PoojaMoolya, Pravin1389