LibreOffice-Suite-Writer/C2/Viewing-and-printing-a-text-document/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search

Resources for recording Viewing and Printing Text Document

Time Narration
00:00 LibreOffice Writer -এ ডকুমেন্ট ছাপা এবং দেখা সংক্রান্ত টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত জানাচ্ছি |
00:06 এতে আমরা শিখব -
00:10 ডকুমেন্ট view বা দেখা
00:12 ডকুমেন্ট ছাপা
00:13 এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স১০.০৪ এবং LibreOffice সংকলন -এর সংস্করণ ৩.৩.৪ ব্যবহার করছি |
00:24 আসুন, প্রথমে LibreOffice Writer -এ ডকুমেন্ট দেখার বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করা যাক |
00:31 Writer -এ ডকুমেন্ট দেখার মূলত দুটি বিকল্প আছে |
00:36 সেগুলি হল “Print Layout” এবং “Web Layout” |
00:39 ছাপার পর ডকুমেন্ট-টি কেমন দেখাবে, ত়া "Print Layout" বিকল্প দেখায় |
00:45 ওএব ব্রাউজার-এ ডকুমেন্ট-টি কেমন দেখাবে ত়া “Web Layout”-এ দেখা যায় |
00:50 HTML ডকুমেন্ট তৈরী এবং ডকুমেন্ট পরিবর্তনের সময় ফুল স্ক্রিন মোডে দেখতে চাইলে এই লেআউট ব্যবহার করা হয়.
01:00 “Print Layout” -এ যেতে, “View” বিকল্পে গিয়ে “Print Layout” বিকল্পে ক্লিক করুন |
01:08 “Web Layout” -এ যেতে, মেনু বারের “View” বিকল্পে গিয়ে “Web Layout” বিকল্পে ক্লিক করুন |
01:19 এছাড়াও, একটি ডকুমেন্ট full screen মোড-এ দেখা যায় |
01:26 মেনু বারের “View” বিকল্পে ক্লিক করুন | এবার “Full Screen” বিকল্পে ক্লিক করুন |
01:32 full screen মোড, ডকুমেন্ট পরিবর্তন এবং সেটিকে প্রজেক্টর-এ প্রজেক্ট করার জন্য উপযোগী |
01:39 ফুল স্ক্রিন মোড থেকে বেরোতে, কীবোর্ড-এর "Escape” কী টিপুন |
01:44 দেখুন, ডকুমেন্ট-টি আর ফুল স্ক্রিন মোড-এ নেই |
01:49 এখন View মেনুর “Print Layout” বিকল্পে ক্লিক করুন |
01:53 পরবর্তী আলোচনার আগে, ডকুমেন্ট-এ একটি নতুন পৃষ্ঠা যুক্ত করা যাক, nsert >> Manual Break ক্লিক করুন এবং Page break বিকল্পটি বেছে নিন |
02:04 “OK”-ত়ে ক্লিক করুন |
02:06 আমরা অন্য টিউটোরিয়াল-এ এটি বিস্তারিত ভাবে শিখব |
02:11 ডকুমেন্ট দেখার অন্য একটি বিকল্প হল “Zoom” |
02:17 মেনু বারের “View” বিকল্পে ক্লিক করুন এবং তারপর “Zoom”-এ ক্লিক করুন |
02:22 দেখুন, একটি “Zoom and View Layout” ডায়লগ বক্স খুলে গেছে |
02:27 এতে Zoom factor” এবং “View layout” শিরোনামদুটি আছে |
02:34 "Zoom factor" বর্তমান ডকুমেন্ট এবং আপনি এরপরে এই ধরনের যে সমস্ত ডকুমেন্ট খুলবেন, সেগুলির জুম ফ্যাক্টর নির্দিষ্ট করে |
02:43 আমরা এর প্রয়োজনীয় বিকল্পগুলি একের পর এক আলোচনা করবো |
02:48 "Optimal " বিকল্পটি ক্লিক করলে আপনি ডকুমেন্ট-টি সবচেয়ে সুবিধাজনক-ভাবে দেখতে পারবেন |
02:55 "Fit width and height" ভিউ পৃষ্ঠার প্রস্থ ও উচ্চতা অনুসারে ডকুমেন্টটি দেখায় | তাই , এটি একটি সময়ে একটি পৃষ্ঠা প্রদর্শন করে |
03:05 এটি ডকুমেন্ট-এর একাধিক পৃষ্ঠা দেখা এবং পরিবর্তন করার কাজ অনেক সহজ করে তোলে |
03:11 পরবর্তী বিকল্প হল Fit to Width | এটি স্ক্রিন-এর প্রস্থ অনুযাই পৃষ্ঠা-টি দেখায় |
03:17 ১০০ শতাংশ ভিউ পৃষ্ঠাটিকে সেটির প্রকৃত সাইজ-এ দেখায় |
03:23 সবথেকে গুরুত্বপূর্ণ বিকল্প হল “Variable” |
03:28 যে জুম ফ্যাক্টর-এ আপনি ডকুমেন্ট দেখতে চান, সেটি এই variable বা পরিবর্তনশীল ক্ষেত্রে লিখতে পারেন |
03:35 উদাহরণস্বরূপ, varaible" ক্ষেত্রের "75%" " লিখুন এবং তারপর "OK" বাটনে ক্লিক করুন |
03:43 এইভাবে, আপনি ডকুমেন্ট দেখা ও সেটি পরিবর্তন করার সুবিধা অনুযায় জুম ফ্যাক্টর নির্দিষ্ট করতে পারেন |
03:51 ডায়লগ বক্সে আরেকটি বৈশিষ্ট দেখা যাচ্ছে - "View layout" |
03:56 “View layout” বিকল্পটি টেক্সট ডকুমেন্ট-এর জন্য লাগে |
03:59 একটি ডকুমেন্টকে বিভিন্ন লেআউটে দেখার জন্য জুম্ ফ্যাক্টর কমাতে এটি ব্যবহার করা হয়.
04:07 এর বিভিন্ন বিকল্প অর্থাৎ Automatic এবং Single page পৃষ্ঠ গুলিকে যথাক্রমে পাশাপাশি এবং নীচে নীচে দেখায়।
04:18 উদাহরণস্বরূপ যদি আপনি জুম্ ফ্যাক্টরে Fit width and height বিকল্প এবং View layout এ Single page বিকল্প নির্বাচন করেন তাহলে পৃষ্ঠাগুলিকে নীচে নীচে দেখা যাবে।
04:36 “Automatic” বিকল্পে ক্লিক করুন, এবার “OK” বাটনে ক্লিক করুন |
04:42 দেখুন, এখন পৃষ্ঠা-গুলি পাশাপাশি দেখা যাচ্ছে |
04:48 Writer স্টেটাস বারের তিনটি কন্ট্রোল দ্বারা ডকুমেন্টের জুম্ এবং ভিউ লেআউট পরিবর্তন করা যায়.
04:56 View Layout এর বাম থেকে ডান দিকে পর পর আইকনগুলি হল Single column mode, view mode যাতে পৃষ্ঠাগুলিকে পাশাপাশি এবং book mode যাতে খোলা বইয়ের মত দুটি পৃষ্ঠাকে একসাথে দেখা যায়.
05:11 Zoom slider ডানদিকে টেনে একটি পৃষ্ঠাকে আরো ভালোভাবে কিংবা বামদিকে টেনে একসঙ্গে আরো বেশী সংখ্যক পৃষ্ঠা দেখা যায়.
05:20 LibreOffice Writer -এ "printing" সম্পর্কে শেখার আগে, "Page preview" সম্পর্কে কিছু শেখা যাক |
05:28 "File" এর ওপর ক্লিক করুন এবং "Page Preview" ক্লিক করুন |
05:32 যখন আপনি ডকুমেন্টটি page preview মোডে দেখবেন, তখন "Page Preview" বার প্রদর্শিত হবে |
05:38 ডকুমেন্ট-টি ছাপার পর কেমন দেখাবে, এটি প্রকৃতপক্ষে সেটি-ই দেখায় |
05:44 আপনি resume.odt ফাইলের প্রিভিউ দেখতে পাচ্ছেন |
05:50 প্রিভিউ পৃষ্ঠার টুল বারে আরো অনেক বিকল্প আছে |
05:55 এখানে “Zoom In”, “Zoom Out”, “Next page”, “Previous page” এবং “Print” করার বিকল্পগুলি আছে |
06:03 LibreOffice Writer -এ ডকুমেন্ট দেখা এবং সেইসাথে পেজ প্রিভিউ শেখার পরে, এখন জানা যাক LibreOffice Writer -এ কিভাবে একটি "Printer" কাজ করে |
06:15 সহজ ভাষায় একটি প্রিন্টার হল একটি আউটপুট ডিভাইস যা একটি ডকুমেন্ট ছাপত়ে ব্যবহৃত হয় |
06:21 আমরা এখন দেখব কিভাবে Print -এর বিভিন্ন বিকল্পগুলি ব্যবহার করা যায় |
06:26 "Tools" ক্লিক করুন - তারপর "Options" ক্লিক করুন |
06:32 "LibreOffice Writer" -এর পাশের তীর-এ ক্লিক করুন এবং শেষে "Print" ক্লিক করুন |
06:38 একটি ডায়লগ বক্স দেখা যাচ্ছে যেখানে আপনি বিকল্পগুলি নির্বাচন করতে পারেন |
06:43 তাই ডিফল্ট সেটিং রাখুন এবং তারপর "OK" বাটনে ক্লিক করুন |
06:49 এখন, সম্পূর্ণ ডকুমেন্ট ছাপত়ে টুল বারের উপর "Print File Directly " আইকনে ক্লিক করুন |
06:56 এটিকে Quick প্রিন্টিং বলা হয় |
07:00 আপনি "Print" বিকল্পটি ব্যবহার করে ডিফল্ট সেটিং পরিবর্তন করে ডকুমেন্ট ছাপা আরও নিয়ন্ত্রণ করতে পারেন |
07:07 মেনু বারে "File" মেনুতে ক্লিক করুন এবং তারপর "Print" ক্লিক করুন |
07:13 স্ক্রিন-এ "Print" ডায়লগ বক্স দেখা যাচ্ছে |
07:17 এখানে General ট্যাবের "Generic Printer" বিকল্পটি নির্বাচন করুন |
07:22 "All pages" বিকল্পটি ডকুমেন্টের সব পৃষ্ঠা ছাপার জন্য ব্যবহার করা হয় |
07:28 আপনি যদি পরপর কযেকটি পৃষ্ঠা ছাপতে চান, তাহলে "Pages" বিকল্পটি নির্বাচন করুন এবং পৃষ্ঠাগুলির ব্যাপ্তি লিখুন | যেমন-আমরা এখানে "1-3" টাইপ করলাম | এটি ডকুমেন্টের প্রথম তিনটি পৃষ্টা ছাপবে |
07:44 আপনি যদি ডকুমেন্টের একাধিক কপি ছাপতে চান তাহলে, “Number of copies” -ত়ে সংখ্যাটি লিখুন | আসুন এখানে "2" লেখা যাক |
07:54 এখন ডায়লগ বক্সের "Options" ট্যাবে ক্লিক করুন |
08:00 স্ক্রিন-এ অনেকগুলি বিকল্প দেখা যাচ্ছে যার মধ্যে থেকে যেকোনোটিতে ক্লিক করে আপনি ছাপতে পারেন |
08:07 একটি check box দেখা যাচ্ছে - “ Print in reverse page order” |
08:12 এই বিকল্পটি বড় আউটপুট সংগ্রহ সহজ করে তোলে |
08:16 তাহলে, এর পাশের check box -এ ক্লিক করুন |
08:19 আপনি pdf ডকুমেন্ট-টিও ছাপতে পারেন |
08:26 আমরা ইতিমধ্যেই দেখেছি কিভাবে একটি “dot odt” ডকুমেন্ট-কে “dot pdf” ফাইল-এ পরিবর্তন করা যায় |
08:34 যেহেতু আমরা ইতিমধ্যেই "PDF" ফাইলটি ডেস্কটপে সেভ করেছি, আমরা এখন পিডিএফ ফাইল উপর ডবল ক্লিক করব |
08:41 এখন "File" বিকল্পটি ক্লিক করে "Print" ক্লিক করুন |
08:47 ডিফল্ট সেটিং রেখে “Print Preview” বাটনে ক্লিক করুন |
08:52 আপনি স্ক্রিন-এ ফাইলটির প্রিভিউ দেখতে পাচ্ছেন |
08:56 এখন ছাপার জন্য প্রিভিউ পেজ-এর “Print this document” আইকন-এ ক্লিক করুন |
09:04 এখানেই LibreOffice Writer -এর এই কথ্য টিউটোরিয়াল-টি সমাপ্ত হল |
09:09 এতে আমরা শিখেছি -
09:11 ডকুমেন্ট দেখা |
09:13 ডকুমেন্ট ছাপা |
09:16 Assignment বা অনুশীলনী
09:18 Writer-এ “ThisWriter is LibreOffice Writer” লিখুন |
09:23 "Full Screen” বিকল্প ব্যবহার করে ডকুমেন্টটি সম্পূর্ণ স্ক্রিন জুড়ে দেখুন |
09:29 zoom বিকল্প ব্যবহার করে ডকুমেন্ট-টি “optimal” এবং “Variable” ভিউ-ত়ে দেখুন | “variable” এ মান ৫০ শতাংশ করে দিয়ে ডকুমেন্ট-টি দেখুন |
09:41 ডকুমেন্ট-টির “Page preview” দেখুন এবং পৃষ্ঠাত়ে বর্ডার দিয়ে ডকুমেন্ট-টি দুই কপি প্রিন্ট করুন |
9:49 এই লিঙ্ক-এ উপলব্ধ ভিডিও-টি দেখুন |
9:52 এটি Spoken Tutorial প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায় |
9:56 যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন |
10:00 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে workshop সঞ্চালন করে |
10:06 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় |
10:09 এই বিষয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন |
10:16 স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ |
10:20 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
10:28 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য ।
10:31 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:39 আমি অন্তরা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং রেকর্ড করেছি ।
10:43 এই টিউটোরিয়াল-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ ।

Contributors and Content Editors

Kaushik Datta