LibreOffice-Suite-Writer/C2/Introduction-to-LibreOffice-Writer/Bengali
From Script | Spoken-Tutorial
Resources for recording Introduction to Writer
Time | Narration |
0:01 | LibreOffice Writer -এর উপর কথ্য টিউটোরিয়াল - এ আপনাদের স্বাগত জানাচ্ছি | এই টিউটোরিয়াল -এ আমরা শিখব -
Writer -এর পরিচিতি | |
0:10 | Writer -এর বিভিন্ন টুল বার | |
0:13 | কিভাবে একটি নতুন এবং একটি পুরনো ডকুমেন্ট খোলা যায় | |
0:17 | কিভাবে একটি ডকুমেন্ট সেভ করা যায় | |
0:20 | Writer-এ কিভাবে একটি ডকুমেন্ট বন্ধ করা যায় | |
0:22 | LibreOffice Writer হল LibreOffice সংকলনের ওয়ার্ড প্রসেসর অংশ | |
0:27 | এটি মাইক্রোসফট অফিস -এর মাইক্রোসফট ওয়ার্ড এর সমতুল্য | |
0:33 | এটি বিনামূল্য ও ওপেন সোর্স সফ্টওয়্যার | তাই এটি কোনো সীমাবদ্ধতা ছাড়াই বিতরণ এবং পরিবর্তন করা যায় | |
0:41 | যেহেতু এটি বিনামূল্য, তাই লাইসেন্স -এর টাকা না দিয়েই এটিকে ব্যবহার করা যায় | |
0:47 | LibreOffice সংকলন ব্যবহার করতে, আপনি অপারেটিং সিস্টেম হিসাবে Microsoft Windows 2000 বা তার উচ্চতর সংস্করণ অর্থাৎ MS Windows XP বা MS Windows '7 ব্যবহার করতে পারেন | অথবা আপনি গনুহ / লিনাক্স ব্যবহার করতে পারেন | |
1:04 | এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স ১০.০৪ এবং LibreOffice সংকলন সংস্করণ ৩.৩.৪ ব্যবহার করছি | |
1:16 | যদি আপনি LibreOffice সংকলন ইনস্টল করা না থাকে, তাহলে আপনি Synaptic Package Manager ব্যবহার করে Writer ইনস্টল করতে পারেন | |
1:24 | Synaptic Package Manager সম্পর্কে আরও তথ্যের জন্য, উবুন্টু লিনাক্স সংক্রান্ত টিউটোরিয়ালগুলি পড়ুন এবং এই ওয়েবসাইট নির্দেশাবলী অনুসরণ করে LibreOffice সংকলন ডাউনলোড করুন | |
1:37 | বিস্তারিত নির্দেশাবলী LibreOffice সংকলন-এর প্রথম টিউটোরিয়াল-এ আছে | |
1:43 | মনে রাখবেন,'Writer' ইনস্টল করার সময়, 'Complete' বিকল্পটি নির্বাচন করবেন | |
1:50 | যদি আপনার কম্পিউটার-এ আগে থেকেই LibreOffice সংকলন ইনস্টল করা থাকে, |
1:54 | তাহলে কম্পিউটার-এর স্ক্রিন-এর উপরের বাঁদিকের অংশে "Applications" বিকল্পটি ক্লিক করুন | |
2:02 | এবং তারপর প্রথমে "Office" এবং তারপর "LibreOffice" অপশনটি উপর ক্লিক করুন | |
2:08 | একটি নতুন ডায়লগ বক্স খুলে গেছে যাতে LibreOffice -এর বিভিন্ন অংশ দেখা যাচ্ছে | |
2:13 | এই সংকলন-এর word processor অংশ অর্থাৎ LibreOffice Writer ব্যবহারের জন্য "Text Document" বিকল্পটির উপর ক্লিক করুন | |
2:23 | এটি প্রধান Writer উইন্ডোতে একটি খালি ডকুমেন্ট খুলে দেয় | |
2:28 | Writer উইন্ডোর বিভিন্ন টুল বার আছে, যেমন টাইটেল বার |
2:33 | মেনু বার, স্ট্যান্ডার্ড টুলবার |
2:36 | formatting বার এবং স্ট্যাটাস বার | এগুলি-ই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এগুলি নিয়ে আমরা টিউটোরিয়াল-এও আলোচনাও করবো | |
2:47 | আসুন, Writer -এ কিভাবে একটি নতুন ডকুমেন্ট খুলতে হয়, ত়া শেখার দ্বারা টিউটোরিয়াল শুরু করা যাক | |
2:53 | আপনি টুলবার-এর "New" আইকনের উপর ক্লিক করে একটি নতুন ডকুমেন্ট খুলতে পারেন | |
3:00 | অথবা মেনু বারে "File" বিকল্প-টির উপর ক্লিক করুন | |
3:05 | এবং তারপর "New বিকল্পটির উপর এবং শেষে "Text document" বিকল্পটির বেছে নিন | |
3:12 | দেখুন, উভয় ক্ষেত্রেই Writer-এ একটি নতুন উইন্ডো খুলে যায় | |
3:17 | এখন এডিটর -এ কিছু লেখা যাক | |
3:21 | লিখুন, "RESUME" | |
3:24 | ডকুমেন্টটি লেখা শেষ হলে , আপনার ফাইল-টিকে ভবিষ্যতে ব্যবহারের জন্য সেভ বা সংরক্ষণ করা উচিত | |
3:29 | এই ফাইলটি সেভ করার জন্য মেনু বারে "File" -এর উপর ক্লিক করুন | |
3:33 | এবং তারপর "Save As" বিকল্পরের উপর ক্লিক করুন | |
3:36 | একটি ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে যেখানে "Name" ক্ষেত্র-এ আপনাকে ফাইল-এর নাম লিখতে হবে | |
3:44 | সুতরাং ফাইল-এর নাম হিসেবে "resume" লিখুন | |
3:48 | "Name" ক্ষেত্রের নীচে "Save in folder" দেখা যাচ্ছে | |
3:53 | এখানে আপনি যে ফোল্ডারে আপনার ফাইল সেভ করবেন, সেটির নাম লিখতে হবে | |
3:58 | সুতরাং "Save in folder" ক্ষেত্রের নিম্নমুখী তীর-এর উপর ক্লিক করুন এবং "ডেস্কটপ" বিকল্পটির উপর ক্লিক করুন | |
4:02 | এই তালিকার যেকোনো ফোল্ডার-এ আপনি আপনার ফাইল সেভ করতে পারেন | |
4:08 | এখন "Desktop" বিকল্পের উপর ক্লিক করুন | ফাইল ডেস্কটপে সেভ হয়ে যাবে | |
4:14 | আপনি "Browse for other folders"-এও ক্লিক করতে পারেন | |
4:18 | এবং কোন ফোল্ডারে আপনার ডকুমেন্ট রাখতে চান, ত়া বেছে নিতে পারেন | |
4:23 | এখন ডায়লগ বক্সের "File type" বিকল্পটি ক্লিক করুন | |
4:27 | এটি অনেকগুলি ফাইল টাইপ বা ফাইল এক্সটেনশন-এর একটি তালিকা দেখায় যাতে আপনি আপনার ফাইল সেভ করতে পারেন | |
4:34 | LibreOffice Writer মধ্যে ডিফল্ট ফাইল টাইপ হল "odf Text Document" যা "dot odt" এক্সটেনশান দেয় | |
4:45 | ODT হল ওপেন ডকুমেন্ট ফরম্যাট বা odf ফরম্যাট যা word ডকুমেন্ট-এর একটি বিশ্বব্যাপী স্বীকৃত ফরম্যাট | |
4:56 | এছাড়াও এটি ভারত সরকারের 'open standards in e-Governance' সংক্রান্ত নীতি দ্বারা স্বীকৃত | |
5:04 | LibreOffice Writer -এ ডকুমেন্ট -কে dot odt টেক্সট ডকুমেন্ট হিসাবে সেভ করা ছাড়াও, |
5:11 | আপনি আপনার ফাইল dot doc বা dot docx ফরম্যাট অর্থাৎ যেগুলি মাইক্রোসফট অফিস Word প্রোগ্রাম-এও খোলা যাবে, সেগুলিতেও সেভ করতে পারেন | |
5:23 | আরেকটি খুব প্রচলিত ফরম্যাট হল dot rtf, অর্থাৎ “Rich Text Format”. |
5:33 | এখন “ODF Text Document” অপশন-এ ক্লিক করুন | |
5:37 | ফাইল টাইপ দেখা যাচ্ছে, “ODF Text Document” এবং “File type” বিকল্পের পাশে বন্ধনীর মধ্যে ডট “odt” দেখা যাচ্ছে | |
5:48 | এবার “Save” বাটন-এ ক্লিক করুন | |
5:50 | Writer উইন্ডোর টাইটল বার-এ আপনার পছন্দের ফাইল-এর নাম এবং এক্সটেনশন দেখতে পাচ্ছেন | |
5:58 | আপনি এখন Writer উইন্ডোতে একটি টেক্সট ডকুমেন্ট লিখতে প্রস্তুত | |
6:03 | আগে আলোচিত ফরম্যাট-গুলি ছাড়াও, Writer -এ কোনো ডকুমেন্ট "dot HTML" ফরম্যাট বা ওয়েব পেজ ফরম্যাট-এও সেভ করা যায় | |
6:13 | ওগুলি ওই একই প্রক্রিয়ায় করা যায় | |
6:17 | তাহলে মেনু-বারের “File” অপশন-এ ক্লিক করে “Save As” অপশন-এ ক্লিক করুন | |
6:24 | এবার ”File Type” বিকল্প -ত়ে ক্লিক করুন এবং “HTML Document" বন্ধনীর মধ্যে OpenOffice dot org Writer” অপশন-এ ক্লিক করুন | |
6:35 | এই অপশন ডকুমেন্ট-এর “dot html” এক্সটেনসন দেয় | |
6:40 | “Save” বাটন-এ ক্লিক করুন | |
6:42 | এখন ডায়লগ বক্স-এর “Ask when not saving in ODF format”বিকল্পটি নির্বাচন করুন | |
6:50 | পরিশেষে “Keep Current Format বিকল্প-টিতে ক্লিক করুন | |
6:55 | দেখুন, ডকুমেন্ট-টি dot html এক্সটেনশন নিয়ে সেভ হয়ে গেছে | |
7:00 | ডকুমেন্ট-টি পিডিএফ ফর্ম্যাটে পরিবর্তন করার জন্য টুল বারের "Export Directly as PDF" অপশন-এ ক্লিক করুন | |
7:10 | পূর্বের মতই, যেখানে আপনি ফাইল-টি সেভ করতে ইচ্ছুক, সেই স্থান-টি নির্বাচন করুন | |
7:15 | অথবা, আপনি মেনু বারের "File" অপশনটির উপর ক্লিক করে এবং তারপর “Export as pdf” অপশন-এও ক্লিক করতে পারেন | |
7:24 | যে ডায়লগ বক্স প্রদর্শিত হবে, সেখানে “Export” অপশন-এ ক্লিক করুন এবং তারপর “Save” বাটন-এ ক্লিক করুন | |
7:32 | একটি পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে | |
7:35 | এবার "File" -এ এবং তারপর "Close" -এ ক্লিক করে ডকুমেন্ট-টি বন্ধ করুন | |
7:40 | এখন LibreOffice Writer -এ কিভাবে একটি বিদ্যমান ডকুমেন্ট খোলা যায়, ত়া শেখা যাক | |
7:47 | এবার “Resume.odt." ডকুমেন্ট-টি খোলা যাক | |
7:51 | উপস্থিত কোনো ডকুমেন্ট খুলতে উপরের মেনু বারের "File" মেনুতে, এবং তারপর "Open" অপশনটির উপর ক্লিক করুন | |
8:00 | পর্দায় একটি ডায়লগ বক্স দেখা যাচ্ছে | |
8:04 | এখন যে ফোল্ডার-এ আপনি ডকুমেন্ট-টি সেভ করেছেন, সেই খুঁজে নিন | |
8:08 | এখন ডায়লগ বক্স-এর উপরের বাঁদিকের অংশের ছোট পেন্সিল বাটন-এ ক্লিক করুন | |
8:14 | এখানে লেখা আছে - “Type a file Name”. |
8:16 | “Location Bar” খুলে গেছে | |
8:19 | এখানে, যে ফাইল-টি আপনি খুঁজছেন তার নাম লিখুন | |
8:24 | ফাইলের নাম হিসাবে লিখুন - "resume" | |
8:27 | এখন resume নামের ফাইলগুলির যে তালিকা দেখা যাচ্ছে, তার থেকে "resume dot odt" নির্বাচন করুন | |
8:34 | এখন “Open” বাটন-এ ক্লিক করুন | |
8:37 | resume.odt ফাইল-টি খুলে গেছে | |
8:41 | অথবা আপনি উপরের টুলবারের "Open" আইকনের উপর ক্লিক করে এবং তারপর আগের প্রক্রিয়া-টি করে একটি উপস্থিত ফাইলটি খুলতে পারতেন | |
8:52 | আপনি Writer -এ "dot doc" এবং "dot docx" এক্সটেনশন-এর ফাইল, অর্থাৎ যেগুলি মাইক্রোসফট ওয়ার্ড-এ ব্যবহৃত হয়, সেগুলিও খুলতে পারেন | |
9:03 | এরপর, আপনি দেখবেন কিভাবে একটি ফাইল পরিবর্তন করা যায় এবং একই ফাইল নাম-এ ত়া সেভ করা যায় | |
9:10 | প্রথমে "RESUME" -এর upor মাউস-এর বাঁদিকের বাটন ক্লিক করে কার্সর টানুন | |
9:17 | এতে লেখাটি নির্বাচিত এবং উজ্জ্বল হবে | এখন মাউস-এর বাম বাটন ছেড়ে দিন | |
9:24 | লেখাটি এখনও উজ্জ্বল থাকা উচিত | |
9:26 | এখন টুলবারের "Bold" আইকনের উপর ক্লিক করুন | লেখাটি বোল্ড বা গাঢ় হয়ে গেছে | |
9:33 | lলেখাটি পৃষ্টার মাঝখানে সরানোর জন্য, টুলবারের “Centered” আইকনের উপর ক্লিক করুন | |
9:41 | দেখুন, লেখাটি পৃষ্টার মাঝখানে সরে এসেছে | |
9:45 | এখন লেখাটির ফন্ট-এর সাইজ বাড়ানো যাক | |
9:48 | এরজন্য, টুলবারের "Font Size "ক্ষেত্রের নিম্নমুখী তীর-এ ক্লিক করুন | |
9:53 | ড্রপ ডাউন মেনুর ১৪-ত়ে ক্লিক করুন | |
9:57 | লেখাটির ফন্ট সাইজ বেড়ে ১৪ হয়ে গেছে | |
10:01 | এখন “Font Name” ক্ষেত্রের নিম্নমুখী তীর-এ ক্লিক করুন এবং তারপর ফন্টের নাম হিসাবে "UnDotum" নির্বাচন করুন | |
10:09 | টুলবারের "Save" আইকনে ক্লিক করুন | |
10:13 | সুতরাং ফাইলটি পরিবর্তন করার পরও একই নামে সেভ হয় | |
10:21 | ডকুমেন্ট একবার সেভ করার পর, সেটি বন্ধ করতে হতে পারে | |
10:25 | মেনু বারে "File" মেনুতে ক্লিক করে "Close" অপশনটি উপর ক্লিক করুন | ফাইল-টি বন্ধ হয়ে যাবে | |
10:33 | এখানেই LibreOffice Writer -এর এই কথ্য টিউটোরিয়াল-টি সমাপ্ত হল | এতে আমরা শিখেছি - |
10:43 | Writer -এর পরিচিতি |
Writer -এর বিভিন্ন টুলবার | |
10:45 | Writer-এ কিভাবে একটি নতুন ডকুমেন্ট এবং একটি উপস্থিত ডকুমেন্ট খোলা যায় |
Writer-এ কিভাবে একটি ডকুমেন্ট সেভ করা যায় | |
10:52 | কিভাবে Writer -এ একটি ডকুমেন্ট বন্ধ করা যায় | |
10:55 | Assignment বা অনুশীলনী
Writer -এ নতুন ডকুমেন্ট খুলুন | |
11:01 | সেটিকে “practice.odt” নামে সেভ করুন | |
11:05 | লিখুন “This is my first assignment” |
ফাইল-টি সেভ করুন | লেখাটি আন্ডারলাইন করুন | |
11:13 | ফন্ট সাইজ বাড়িয়ে ১৬ করুন |
ফাইল-টি বন্ধ করুন | |
11:18 | এই লিঙ্ক-এ উপলব্ধ ভিডিও-টি দেখুন | এটি Spoken Tutorial প্রকল্পটিকে সারসংক্ষেপে বোঝায় | |
11:24 | যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন | |
11:29 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে workshop সঞ্চালন করে | যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় | |
11:38 | এই বিষয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন | |
11:45 | স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ | |
11:48 | এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত । |
11:56 | এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য । spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
12:07 | আমি অন্তরা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং রেকর্ড করেছি ।
এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । |