LibreOffice-Suite-Draw/C2/Create-simple-drawings/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:02 LibreOffice Draw এ সহজ অঙ্কনসমূহ তৈরী করা সম্পর্কে এই কথ্য টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত ।
00:08 এই টিউটোরিয়ালটিতে আপনি সহজ আকৃতি অঙ্কন করতে শিখবেন ।
00:13 কিছু মৌলিক আকৃতি যেমন লাইন, তীর এবং আয়তক্ষেত্র ।
00:17 মৌলিক জ্যামিতিক আকৃতি, চিহ্ন, এবং ব্যানার-এর সাহায্যে ।
00:22 এছাড়াও কীভাবে একটি বস্তু কে নির্বাচন করতে, সরাতে এবং মুছে দিতে হয়, তা আপনি শিখবেন ।
00:27 মার্জিন সেট করার জন্য রুলার এবং বস্তুগুলি স্থাপন করতে align বা বিন্যাস টুলবার ব্যবহার করা ।
00:33 এখানে আমরা উবুন্টু লিনাক্স সংস্করণ 10.04 এবং LibreOffice সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি ।
00:44 "অবজেক্ট" শব্দটির অর্থ কোনো একটি বা একসাথে কয়েকটি আকৃতি যা ড্র-তে ব্যবহৃত হয়, যেমন লাইন, বর্গক্ষেত্র, তীর, ফ্লোচার্ট ইত্যাদি ।
00:55 এই স্লাইড-এ দেখানো সমস্ত আকৃতি-গুলিই হল অবজেক্ট ।
00:59 ফাইল "WaterCycle" যা আমরা ডেস্কটপ-এ সংরক্ষিত করেছিলাম, সেটিকে খোলা যাক ।
01:04 প্রথমে আমরা শিখবো কীভাবে একটি বস্তু নির্বাচন করতে হয় ।
01:08 মেঘ নির্বাচন করতে, শুধুমাত্র ওটিতে ক্লিক করতে হবে ।
01:13 এটি করলে, আটটি হাতল দৃশ্যমান হবে ।
01:16 নির্বাচিত বস্তুর পাশে যেসব ছোট নীল বা সবুজ বর্গক্ষেত্রগুলি দেখা যাচ্ছে, সেগুলি-ই হল হাতল ।
01:22 আপনি পরবর্তী টিউটোরিয়াল-এ হাতল এবং তাদের ব্যবহার সম্পর্কে আরো জানতে পারবেন ।
01:27 আমাদের আঁকায় আরো কিছু বস্তু যোগ করা যাক ।
01:30 মাঠ আঁকার জন্য একটি আয়তক্ষেত্র যোগ করা যাক ।
01:34 অঙ্কন টুলবার এ "Basic shapes" ক্লিক করুন এবং তারপর "Rectangle" এ ক্লিক করুন ।
01:39 এখন কার্সারটি পৃষ্ঠায় নিয়ে আসুন । আপনি একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছেন যাতে একটি বড় হাতের অক্ষরে I আছে ।
01:45 বাম মাউস বাটন টিপে ধরুন এবং টেনে এনে একটি আয়তক্ষেত্র আঁকুন ।
01:50 এখন মাউসের বোতাম ছেড়ে দিন ।
01:52 এরপর, মাঠ খেকে মেঘের দিকে জলীয় বাষ্প এর উর্ধগতি বোঝাতে কিছু তীরচিহ্ন আঁকা যাক ।
02:00 অঙ্কন টুলবার এ "লাইন" ক্লিক করুন ।
02:04 কার্সার পৃষ্ঠায় নিয়ে যান ।
02:06 আপনি বাঁকানো ড্যাস-এর সাথে একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছেন ।
02:10 মাউসের বাম বাটন টিপে ধরে উপর থেকে নীচে টানুন ।
02:15 আপনি একটি সরল রেখা অঙ্কন করেছেন ।
02:17 একটি লাইন এর দুটি হ্যান্ডল আছে ।
02:20 এখন, লাইন এ একটি তীরের মুখ যোগ করতে হবে ।
02:23 লাইন নির্বাচন করুন ।
02:25 কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং "লাইন" ক্লিক করুন ।
02:30 আপনি "লাইন" ডায়লগ বাক্স দেখতে পাচ্ছেন । এখন Arrow styles বা "তীর শৈলী" ট্যাবে ক্লিক করুন । তারপরে "Arrow styles" ড্রপ ডাউন বাটনে ক্লিক করুন ।
02:39 এইখানে উপলব্ধ তীর শৈলীগুলি প্রদর্শন করা হচ্ছে ।
02:43 "Arrow " নির্বাচন করুন ।
02:46 Ok ক্লিক করুন ।
02:48 এইটা নির্বাচিত শৈলীর তীরমুখটিকে লাইন এর উভয় প্রান্ত-এ যোগ করবে ।
02:52 কিন্তু আমাদের লাইন এর মাত্র একটি প্রান্তে তীরমুখ দরকার ।
02:57 তাই প্রথমে CTRL + জেড টিপে এই পরিবর্তনটি পূর্বাবস্থায় ফেরাতে হবে ।
03:02 আবার কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন ।
03:05 এখন "লাইন" ট্যাবে ক্লিক করুন ।
03:09 "Arrow styles" এর অধীনে এখানে, আপনি "স্টাইল" নামের ক্ষেত্র দেখতে পাবেন ।
03:14 আপনি দুটি ড্রপ ডাউন বাক্স দেখতে পাচ্ছেন - এগুলি লাইন এর এক-একটি প্রান্তের জন্য ।
03:19 বাম ড্রপ ডাউন বাক্স ক্লিক করুন এবং "Arrow " নির্বাচন করুন ।
03:23 ডান ড্রপ ডাউন বাক্স নির্বাচন করুন, "none ' .
03:26 ওকে ক্লিক করুন ।
03:28 লক্ষ্য করুন, একটি তীরমুখ লাইন-এর শীর্ষ বিন্দুতে যুক্ত হয়েছে ।
03:33 আমরা “Lines and Arrows” বিকল্পটি ব্যবহার করে তীরচিহ্ন আঁকতে পারি ।
03:38 এই তীর এর পাশে আরো দুটি তীরচিহ্ন আঁকুন ।
03:42 অঙ্কন টুলবার থেকে "Lines and Arrows” এর উপর ক্লিক করুন এবং Line Starts with Arrow নির্বাচন করুন ।
03:48 ড্র পৃষ্ঠায় কার্সার নিয়ে যান ।
03:51 বাম মাউস বোতাম ধরে রেখে উপর থেকে নীচ পর্যন্ত টেনে আনুন ।
03:56 একটি তীর আঁকার জন্য এটা একটি সহজ উপায়, তাই নয় কি ?
04:00 একই ভাবে আরো একটা তীর যোগ করুন ।
04:06 এখানে এই টিউটোরিয়াল-টি একটু থামান এবং এই অনুশীলনীটি সম্পূর্ণ করুন ।
04:09 আপনার "MyWaterCycle" ফাইল এ একটি লাইন আঁকুন ।
04:13 লাইনটি নির্বাচন করুন এবং লাইন ডায়ালগ বাক্স খুলুন ।
04:16 লাইন প্রোপার্টিস ক্ষেত্র-এর অধীনে, শৈলী, রঙ, প্রস্থ এবং লাইন এর জন্য স্বচ্ছতা পরিবর্তন করুন ।
04:24 Arrow Styles ক্ষেত্রে, তীর শৈলী পরিবর্তন করুন ।
04:28 এরপর, আমাদেরকে একটি তারা অঙ্কন করতে হবে ।
04:31 অঙ্কন টুলবারে যান এবং "তারা"-এর পাশের ছোট কালো ত্রিভুজ-এ ক্লিক করুন ।
04:37 পঞ্চমুখী তারা নির্বাচন করুন ।
04:41 এখন মেঘ-এর পাশে কার্সার নিয়ে যান ।
04:44 মাউসের বাম বাটন ধরে রেখে টানুন ।
04:48 আপনি একটি তারা অঙ্কন করেছেন ।
04:50 এখন আমাদের শিখতে হবে কিভাবে বস্তু সরানো এবং সেটিকে মুছে ফেলা যায় ।
04:54 একটি বস্তু সরানোর জন্য, সেটি নির্বাচন করে আকাঙ্ক্ষিত অবস্থান-এ টেনে আনুন।
04:59 এখনই মাউসের বোতাম ছেড়ে দিন ।
05:02 এছাড়াও আপনি কীবোর্ড-এর উপর, নীচ এবং পাশাপাশি কী-দুটি ব্যবহার করে একটি বস্তু সরাতে পারেন ।
05:08 একটি বস্তু সরানো বেশ সহজ, তাই নয় কি?
05:11 একটি বস্তু মুছে দিতে, সেটিকে নির্বাচন করুন ও তারপর কীবোর্ডের ডিলিট কী টিপুন ।
05:20 এখন আমাদের মৌলিক সহায়কগুলি সম্পর্কে জানতে হবে- রুলার এবং এলাইন বা বিন্যাস টুলবার ।
05:26 রুলার, পাতার মার্জিন নির্ধারিত করতে এবং পরিমাপের একক নির্দিষ্ট করতে ব্যবহার করা হয় ।
05:31 এলাইন টুলবার কে বস্তুর অবস্থান করতে ব্যবহার করা হয় ।
05:35 রুলার ড্র কর্মপরিসর-এর উপরে এবং বামদিকে দেখা যায় ।
05:40 পরিমাপ করার একক নির্দিষ্ট করার জন্য, উপরের রুলার-এ ডান ক্লিক করুন ।
05:45 আপনি পরিমাপ একক-গুলির একটি তালিকা দেখতে পাচ্ছেন ।
05:48 "সেনটিমিটার" ক্লিক করুন ।
05:50 এখন শীর্ষ রুলার-এর পরিমাপের একক সেনটিমিটার নির্দিষ্ট হয়েছে ।
05:55 একইভাবে, বাম রুলার-এর জন্য পরিমাপ নির্দিষ্ট করতে হবে ।
06:00 বস্তু সঠিক মাপে আঁকতে, সবসময় উভয় রুলার-এ পরিমাপের একই একক নির্দিষ্ট করুন ।
06:08 লক্ষ্য করুন । সক্রিয় রুলারটি সাদা রঙ এর হয় ।
06:12 আমরা "পৃষ্ঠা সেটআপ" এ মার্জিন-এর যে মান নির্দিষ্ট করেছি সেগুলি রুলার-এর শেষে দেখা যায় ।
06:19 চলুন দেখা যাক, কিভাবে রুলার বস্তুর পরিমাপ প্রদর্শন করে ।
06:23 মেঘ নির্বাচন করুন ।
06:25 আপনি রুলার-এর উপর দুটি ছোট শুরু এবং শেষ চিহ্ন দেখতে পাচ্ছেন ।
06:29 এগুলি মেঘ এর প্রান্তদুটি নির্দেশ করে ।
06:32 আপনি যদি এই ​​চিহ্নদুটিকে রুলার এর ওপর সরান, তাহলে আপনি দেখবেন চিত্রটি সেই অনুসারে পরিবর্তিত হচ্ছে ।
06:38 রুলার পৃষ্ঠায় একটি বস্তুর আকার দেখায় ।
06:42 এছাড়াও এটা আমাদের, পৃষ্ঠায় একটি বস্তুর উপস্থাপন করতে সক্ষম করে এবং পৃষ্ঠা সীমানা প্রদর্শন করে ।
06:49 পরবর্তী মৌলিক সহায়ক নিয়ে আলোচনা করা যাক, এলাইন টুলবার ।
06:53 আমরা “Align” ব্যবহার করে টুলবারে বস্তুটিকে বাম, ডান, উপরে, নীচে এবং কেন্দ্র-এ অবস্থিত করতে পারেন ।
07:01 "এলাইন" টুলবার সক্ষম করার জন্য , "প্রধান মেনু" তে যান এবং "View " ক্লিক করুন ।
07:11 আপনি টুলবারগুলির একটি তালিকা দেখতে পাবেন ।
07:13 ক্লিক করুন "এলাইন" ।
07:15 আপনি "এলাইন" টুলবার দেখতে পাবেন ।
07:18 এবার দেখা যাক, বিভিন্ন বিন্যাস বিকল্প ব্যবহার করলে বস্তু কিভাবে বিন্যস্ত হয় ।
07:24 মেঘ নির্বাচন করুন ।
07:26 বিন্যাস টুলবার এ left বা "বাম" ক্লিক করুন ।
07:29 মেঘ টি বামদিকে সরে গেছে ।
07:32 এখন “Centered” এবং “Centre” এই দুটি বিকল্পের মধ্যে পার্থক্য বুঝতে হবে ।
07:38 বৃত্তটিকে প্রথমে “Centre” এবং তারপর “Centered”-এ বিন্যস্ত করা যাক ।
07:43 প্রথম-এ বৃত্তটিকে ডানদিকে বিন্যস্ত করা যাক ।
07:47 বৃত্ত নির্বাচন করুন এবং বিন্যাস টুলবার-এ ডান রাইট ক্লিক করুন ।
07:52 এখন বিন্যাস টুলবার থেকে, “Centre” ক্লিক করুন ।
07:56 বৃত্তটি কেন্দ্র-এ এসে গেছে ।
07:59 “Centre” বিকল্প বস্তুটিকে পৃষ্ঠার উপরের এবং নীচের মার্জিনের ঠিক মাঝে এনে বসায় ।
08:06 এটি বস্তুকে পাতার-প্রস্থের সাপেক্ষে সরায় না ।
08:10 এখন, বিন্যাস টুলবার থেকে “Centered” নির্বাচন করুন ।
08:15 বৃত্তটি পৃষ্ঠার কেন্দ্রে এসে গেছে ।
08:18 “Centered” বিকল্প বৃত্ত কে পৃষ্ঠার কেন্দ্রে বসায় ।
08:23 এই বিকল্প উপরের এবং নীচের মার্জিন এবং পৃষ্ঠার প্রস্থের সাপেক্ষে বস্তুকে সাজায় ।
08:33 এখন এই বস্তুগুলিকে নমুনা অঙ্কন দেখে সঠিক অবস্থানে নিয়ে যেতে হবে ।
08:40 ফাইলটি বন্ধ করার আগে আপনি সেটি সংরক্ষণ করতে ভুলবেন না ।
08:43 এখানে আপনার জন্য একটি অনুশীলনী আছে ।
08:46 MyWaterCycle ফাইল এ, একটি পৃষ্ঠা যোগ করুন ।
08:50 এই দুটি আকৃতি তৈরি করুন ।
08:53 তীর কি গুলি ব্যবহার করে আকৃতি-দুটি সরান ।
08:55 আপনার আঁকা যেকোন বস্তুর নির্বাচন করুন এবং সেটি মুছে ফেলুন ।
08:59 বস্তুর আকার পরিমাপ করার জন্যে রুলার ব্যবহার করুন ।
09:04 তারপর "এলাইন" টুলবার ব্যবহার করে বস্তুটিকে পৃষ্ঠার কেন্দ্রে নিয়ে আসুন ।
09:11 এখানেই LibreOffice ড্র এর টিউটোরিয়ালটি সমাপ্ত হল ।
09:15 এই টিউটোরিয়ালটি তে আপনি শিখেছেন কিভাবে সহজে অঙ্কন করা যায় এগুলি ব্যবহার করে ।
09:19 মৌলিক আকৃতি যেমন লাইন, তীর, এবং আয়তক্ষেত্র ।
09:24 মৌলিক জ্যামিতিক আকার যেমন প্রতীক, তারা এবং ব্যানার ।
09:29 আপনি একটি বস্তু নির্বাচন করা এবং মুছে দেওয়া শিখেছেন ।
09:32 রুলার ও align টুলবার ব্যবহার করে বস্তুর অবস্থান ঠিক করা ।
09:37 নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিও-টি দেখুন ।
09:41 এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পটিকে সারসংক্ষেপে বোঝায় ।
09:44 যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন ।
09:48 কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল
09:51 এই টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে workshop সঞ্চালন করে ।
09:54 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় ।
09:58 অধিক বিবরণের জন্য, contact@spoken-tutorial.org তে ইমেল করুন ।
10:04 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ ।
10:09 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
10:17 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য । http://spoken-tutorial.org/NMEICT-Intro .
10:27 রাধা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং অন্তরা সেটিকে রেকর্ড করেছেন ।

এই টিউটোরিয়াল-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । শুভবিদায় ।

Contributors and Content Editors

Antarade, Kaushik Datta, Pratik kamble