LibreOffice-Suite-Base/C2/Create-a-simple-form/Bengali
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
|---|---|
| 00:00 | LibreOffice বেস -এর উপর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত | |
| 00:04 | এই টিউটোরিয়ালে, আমরা LibreOffice বেস-এ সহজ ফরম সম্পর্কে জানবো | |
| 00:09 | এখানে, আমরা শিখব - |
| 00:12 | একটি ফর্ম কি? কিভাবে উইজার্ড ব্যবহার করে একটি ফর্ম নির্মাণ করা যায় | |
| 00:17 | LibreOffice বেস ব্যবহার করে, এখন পর্যন্ত আমরা একটি ডেটাবেস তৈরি ও টেবিল তৈরি করেছি যেখানে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি | |
| 00:27 | কিন্তু, কিভাবে আমরা ডেটাবেস টেবিলের মধ্যে তথ্য ঢোকাবো ? |
| 00:33 | একটি উপায় হল টেবিলের সেলে সরাসরি তথ্য লেখা, যা আমরা শেষ টিউটোরিয়ালে করেছি | |
| 00:42 | তথ্য প্রবেশ করানোর অন্য একটি দ্রুত পদ্ধতি আছে যেটিতে ত্রুটিও খুব কম হয় | |
| 00:49 | এবং সেটি হল ফর্ম ব্যবহার করা । একটি ফর্ম হল তথ্য ঢোকানোর বা তথ্য সম্পাদনা করার জন্য একটি ফ্রন্ট এন্ড বা ইউজার ইন্টারফেস | |
| 01:00 | উদাহরণস্বরূপ, একটি সাধারণ ফর্ম একটি টেবিলের ক্ষেত্রগুলি নিয়ে গঠিত হতে পারে | |
| 01:06 | এখন পূর্ববর্তী টিউটোরিয়ালে নির্মিত লাইব্রেরী ডাটাবেস নিয়ে আলোচনা শুরু করা যাক | |
| 01:15 | সুতরাং, একটি সাধারণ ফর্ম Books টেবিলের ক্ষেত্রগুলি দ্বারা গঠিত হতে পারে | |
| 01:21 | এবং এই ফর্মকে এখন, Books টেবিলের মধ্যে তথ্য প্রবেশ করানোর জন্য ব্যবহার করা যাবে | |
| 01:27 | এখন, আসুন শেখা যাক কিভাবে একটি ফর্ম তৈরি করা যায় | |
| 01:33 | প্রথমে LibreOffice বেস প্রোগ্রাম শুরু করা যাক | |
| 01:38 | যদি বেস প্রোগ্রাম খোলা না থাকে, তাহলে নীচের অংশে বাঁদিকে উপস্থিত স্টার্ট বাটন-এ ক্লিক করুন, তারপর All programs-এর উপর ক্লিক করুন, এবার ক্লিক করুন LibreOffice Suite এবং তারপর LibreOffice বেস-এর উপর ক্লিক করুন | |
| 01:57 | এখন 'open an existing database file' বিকল্পের উপর ক্লিক করা যাক | |
| 02:04 | 'Recently Used' ড্রপ ডাউন বাক্সে, আমাদের লাইব্রেরী ডাটাবেস দেখতে পাওয়া উচিত | |
| 02:12 | এখন, এটি নির্বাচন করুন এবং Finish বোতামে ক্লিক করুন | |
| 02:17 | যদি LibreOffice বেস আগে থেকেই খোলা থাকে, |
| 02:22 | তাহলে লাইব্রেরী ডাটাবেস ফাইল Library.odb খুলতে, উপরের ফাইল মেনুতে ক্লিক করুন এবং তারপর ওপেন ক্লিক করুন | |
| 02:36 | অথবা ফাইল মেনুর মধ্যে Recent Documents-এর উপর ক্লিক করুন এবং নির্বাচন করুন Library.odb |
| 02:48 | এখন আমরা লাইব্রেরী ডাটাবেস-এ আছি | |
| 02:52 | বাম প্যানেলের ডাটাবেস তালিকায় Forms আইকনের উপর ক্লিক করুন | |
| 03:01 | উল্লেখ্য, দুটি উপায়ে একটি নতুন ফর্ম তৈরি করা যায় : Design ভিউতে ফরম তৈরি করা এবং উইজার্ড ব্যবহার করে ফর্ম নির্মাণ করা | |
| 03:12 | এখন দ্বিতীয় বিকল্পের উপর ক্লিক করা যাক: Use Wizard to create form |
| 03:19 | এখন আমরা একটি নতুন উইন্ডো দেখতে পাচ্ছি যা LibreOffice Writer উইন্ডোর অনুরূপ | |
| 03:26 | এবং এর উপরে আমরা একটি পপআপ উইন্ডো দেখতে পাচ্ছি, যাতে লেখা 'Form Wizard'. |
| 03:33 | এই উইজার্ড-এর মাধ্যমে আসুন আমাদের প্রথম ফর্ম তৈরি করা যাক যেটি Books টেবিলের উপর ভিত্তি করে হবে | |
| 03:40 | এটি করার জন্য ৮-টি ধাপ বামপাশে দেখা যাচ্ছে | |
| 03:46 | আমরা এখন প্রথম ধাপে আছি – ‘ক্ষেত্র নির্বাচন’ | |
| 03:53 | ডান পাশ থেকে, Tables or Queries নামক ড্রপ ডাউন থেকে Tables:Books নির্বাচন করুন | |
| 04:03 | এর নীচে, আমরা বামপাশে, উপলব্ধ ক্ষেত্রগুলির একটি তালিকা দেখতে পাচ্ছি | |
| 04:09 | ডানপাশে, আমরা ফর্ম-এ উপস্থিত ক্ষেত্রগুলি দেখতে পাচ্ছি | |
| 04:14 | আমরা শুধুমাত্র সেই ক্ষেত্রগুলিকে এখানে সরিয়ে নিয়ে যাবো, যেগুলি আমাদের ফর্ম-এ প্রয়োজন হবে | |
| 04:21 | এখন, জোড়া তীর চিহ্ন বাটনে ক্লিক করুন | |
| 04:27 | লক্ষ্য করুন, বামদিক থেকে সব ক্ষেত্রগুলি ডানদিকে সরে গেছে | |
| 04:35 | যেহেতু আমরা BookId ক্ষেত্রটিকে, নিজের নম্বর নিজেই তৈরী করতে নির্দেশ দিয়েছি, তাই এটা ফর্মে প্রয়োজন হবে না | |
| 04:46 | সুতরাং এই ক্ষেত্রটিকে বামদিকে ফিরিয়ে আনা যাক | |
| 04:51 | ডান দিকের BookId-এর উপর ক্লিক করুন এবং যে বাটনে একটি 'Less than' বা ক্ষুদ্রতর চিহ্ন রয়েছে, সেটি ক্লিক করুন | |
| 05:02 | ঠিক আছে, এবার পরবর্তী ধাপে যেতে, নীচে উপস্থিত Next বাটনে ক্লিক করুন | |
| 05:10 | দ্বিতীয় ধাপ | যেহেতু আমরা একটি সহজ ফর্ম তৈরি করছি, এখন এই ধাপটি উপেক্ষা করা যাক এবং শুধুমাত্র Next বাটনে ক্লিক করুন | |
| 05:21 | আমরা এখন পঞ্চম ধাপে আছি : 'নিয়ন্ত্রক-গুলি সাজানো' | |
| 05:26 | পটভূমি তে, আমরা Books টেবিল দেখতে পাচ্ছি | |
| 05:35 | 'Arrangement of the Main form' লেবেলের নীচের চারটি আইকনের উপর ক্লিক করুন | |
| 05:44 | ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি, পটভূমি উইন্ডোতে লেবেলগুলির এবং শিরোনাম, লেখক ইত্যাদির টেক্সট বাক্সগুলির বিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে । |
| 05:57 | প্রথম বিন্যাস অর্থাত 'Columnar – Labels left' বা 'স্তম্ভাকার - লেবেল বামে' ব্যবহার করা যাক এবং প্রথম আইকনের উপর ক্লিক করুন | |
| 06:08 | এখানে লেবেলগুলি বামদিকে এবং টেক্সট বাক্সগুলি ডানদিকে আছে, যেমন একটি সাধারণ কাগজ ফর্মে থাকে | |
| 06:17 | এখন আমাদের পরবর্তী ধাপে যেতে Next বাটন ক্লিক করুন | |
| 06:22 | আমরা এখন ষষ্ঠ ধাপে আছি : 'সেট ডাটা এন্ট্রি' | |
| 06:29 | আমরা এখনকার জন্য এই ধাপটি ছেড়ে দিচ্ছি এবং পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছি | |
| 06:34 | সপ্তম ধাপ : 'স্টাইল বা শৈলী প্রয়োগ' | |
| 06:36 | লক্ষ্য করুন, আমরা যখন তালিকা বাক্সের এক একটি রঙের উপর ক্লিক করছি, উইন্ডোর পটভূমির রঙ সেই অনুযায়ী হয়ে যাচ্ছে | |
| 06:45 | বরফ নীল নির্বাচন করতে সেটিকে ক্লিক করা যাক | |
| 06:50 | এখন, সর্বশেষ ধাপে যাওয়া যাক | |
| 06:53 | অষ্টম ধাপ | আমাদের ফর্মের একটি নামকরণ করা যাক | |
| 06:59 | আপনি আপনার পছন্দ অনুযায়ী নামকরণ করতে পারেন | |
| 07:03 | এখনকার জন্য, ‘Name of the form’ লেবেলের নীচে উপস্থিত টেক্সট বাক্সতে একটি বর্ণনামূলক নাম লিখুন 'Books Data Entry Form' . |
| 07:16 | এখন, ফর্ম নির্মাণের পরে আমরা কি করব ? |
| 07:21 | আসুন, ফর্মটি নিয়ে কিছু কাজ করা যাক | |
| 07:24 | অর্থাত আমরা ফর্মটিকে তথ্য ঢোকানোর জন্য ব্যবহার শুরু করবো | |
| 07:29 | ফরম-এর নকশা পরিবর্তন করতে, আপনি 'Modify the form' নির্বাচন করতে পারেন, এটি আমরা পরে দেখবো | |
| 07:37 | এখনকার মতো ফর্ম তৈরী হয়ে গেছে | এবার নিচের finish বাটন-এ ক্লিক করুন | |
| 07:11 | এখন আমরা আমাদের প্রথম সরলতম ফর্ম তৈরী করে ফেলেছি যার উইন্ডোর শিরোনাম 'Books Data Entry Form' . |
| 07:54 | লক্ষ্য করুন, টেক্সট বাক্সগুলির মান রয়েছে , যেমন An autobiography, 'জওহরলাল নেহেরু' ইত্যাদি | |
| 08:05 | এই মানগুলি কোথা থেকে এলো ? |
| 08:08 | আমরা বেস টিউটোরিয়ালের পূর্ববর্তী অংশে এই মানগুলিকেই Books টেবিলের মধ্যে সরাসরি লিখেছিলাম | |
| 08:17 | এখন এই ফর্মটি তথ্য ঢোকানোর জন্য প্রস্তুত | |
| 08:22 | ট্যাব কি ক্লিক করে প্রতিটি মানে যেতে পারেন | |
| 08:27 | লক্ষ্য করুন, ফর্মটি এখন দ্বিতীয় বই-এর তথ্য দেখাচ্ছে এবং বর্তমানে শিরোনাম হল 'Conquest of self' . |
| 08:37 | প্রতিটি বই এর তথ্যে বা যেগুলিকে অন্যভাবে 'রেকর্ড' বলা হয়ে থাকে, সেগুলিতে যেতে আমরা ডানমুখী কালো ত্রিভূজ আইকনের উপর ক্লিক করতে পারি, যেটিকে নীচে Forms Navigation টুলবারে দেখা যাচ্ছে | |
| 08:54 | লক্ষ্য করুন, এখানে পাঁচটি রেকর্ড-এর মধ্যে তৃতীয়টি প্রদর্শিত হচ্ছে | |
| 09:01 | লক্ষ্য করুন, যখন এই কালো তীর আইকনের উপর কার্সার আনা হয়, তখন বেস টুল টিপস দেখায় | |
| 09:09 | প্রথম রেকর্ড, পূর্ববর্তী রেকর্ড, পরবর্তী রেকর্ড এবং সর্বশেষ রেকর্ড | |
| 09:16 | এছাড়াও আমরা রেকর্ডগুলির মধ্যে চলাচল করতে এগুলিকে ব্যবহার করতে পারি | |
| 09:21 | এখানেই LibreOffice-এ সহজ ফরম-এর উপর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল | |
| 09:28 | সারসংক্ষেপে আমরা শিখেছি: একটা ফর্ম কি ? উইজার্ড ব্যবহার করে কিভাবে একটি ফর্ম নির্মাণ করা যায় | |
| 09:35 | স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত | |
| 09:47 | এই প্রকল্প http://spoken-tutorial.org. দ্বারা পরিচালিত হয় | |
| 09:52 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য | |
| 09:56 | আমি অন্তরা টিউটোরিয়াল-টি অনুবাদ এবং রেকর্ড করেছি | |
| 10:05 | এই টিউটোরিয়াল-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ | শুভবিদায় | |