LibreOffice-Impress-on-BOSS-Linux/C2/Printing-a-Presentation-Document/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search

Resources for recording Printing a Presentation


Visual Cues Narration
00.00 LibreOffice Impress -এ ছাপা সংক্রান্ত টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি |
00.06 এই টিউটোরিয়ালে আমরা ছাপার বিভিন্ন বিকল্প সম্পর্কে শিখব যেমন -
00.11 Slides Handouts বা বিলিপত্র, Notes and Outline
00.16 আপনি অপারেটিং সিস্টেম হিসাবে GNU/Linux এবং LibreOffice সংকলন সংস্করণ ৩.৩.৪ ব্যবহার করবেন |
00.25 কখনো আপনার প্রেসেন্টেশন-টি পৃষ্ঠায় ছাপার প্রয়োজন হতে পারে |
00:29 উদাহরণস্বরূপ, আপনি শ্রোতাদের পরে দেখার জন্য প্রেসেন্টেশন-এর প্রতিলিপি দিতে চাইতে পারেন |
00.35 তাহলে প্রথমে, প্রেসেন্টেশন Sample Impress এর উপর ডবল-ক্লিক করে সেটি খুলুন |
00.41 আপনার স্লাইড-গুলি ছাপতে , File এবং Print-এ ক্লিক করুন | অথবা আপনি CTRL এবং P কী-দুটি একসাথে টিপতে পারেন |
00.50 General এবং Options ট্যাবের বিকল্পগুলি সম্বন্ধে জানতে,
00.55 LibreOffice Writer -সংক্রান্ত টিউটোরিয়াল-গুলির Viewing and printing Documents টিউটোরিয়ালটি দেখুন |
01:02 Print-এর, General ট্যাবে, Document ক্ষেত্রে, আমরা কিছু বিকল্প দেখতে পাচ্ছি যেগুলি শুধুমাত্র Impress-এই থাকে |
01:09 এই বিকল্পগুলির দ্বারা আমরা আমাদের স্লাইড-গুলি পছন্দমত বিন্যাসে ছাপতে পারি |
01:15 Slides Handouts Notes and Outline | এখন Slides বিকল্পটি নির্বাচন করুন |
01:22 এখন LibreOffice Impress ট্যাবে ক্লিক করুন |
01:26 এখানে আপনি নির্বাচন করতে পরতে পারেন, স্লাইড-এর কোন অংশটি আপনি ছাপতে চান, ছাপার রং এবং সাইজ |
01:34 Content-এ, slide name, date and time এবং Hidden pages নির্বাচন করুন |
01:41 লেখা থেকেই বোঝা যাচ্ছে, এগুলি স্লাইড-এর নাম, তারিখ ও সময় এবং কোনো লোকানো পৃষ্ঠা থাকলে সেটি ছাপবে |
01:49 Color-এ, Gray scale নির্বাচন করুন |
01:53 লেখা থেকে বোঝা যাচ্ছে, অন্যান্য বিকল্পগুলি স্লাইড -গুলিকে, তাদের নিজস্ব রং অথবা সাদা-কালো ত়ে ছাপবে |
02:00 সাইজ -এ Fit to printable Page নির্বাচন করুন | Libre Office impress ট্যাবের বাকি বিকল্পগুলি সম্পর্কে আপনি নিজে জানতে চেষ্টা করুন |
02:10 Page Layout ট্যাবের বিভিন্ন বিকল্পগুলি আপনি কী উদ্দেশ্যে ছাপছেন, সেই অনুযাই ব্যবহার করতে পারেন |
02:18 ধরুন, আপনি একটি পৃষ্ঠায় একাধিক স্লাইড ছাপতে চান |
02:23 সেজন্য, Pages per sheet নির্বাচন করুন | সাধারনতঃ, একটি পৃষ্ঠায় একটি স্লাইড ছাপা হয় |
02:29 এটি পৃষ্টার একটি ছোট প্রিভিউ |
02:33 ড্রপ-ডাউন তীর-এ ক্লিক করুন এবং আপনি প্রতি ছাপা পৃষ্ঠায় যেকটি পৃষ্ঠা ছাপতে চান, সেটি নির্বাচন করুন |
02:39 যদি আমরা ২ নির্বাচন করি, তাহলে প্রিভিউ-ত়ে ২-টি পৃষ্ঠা দেখত়ে পাচ্ছি | যদি আমরা ৬ নির্বাচন করি, তাহলে প্রিভিউতে আমরা ৬ টি পৃষ্ঠা দেখতে পাব |
02:48 Draw a border around each page বিকল্পে টিক করলে, ছাপার সময় প্রত্যেক পৃষ্ঠার চারদিকে একটি কালো সীমানা থাকবে |
02:56 এতে পৃষ্ঠাটি দেখতে আরো আকর্ষনীয় লাগে |
02:59 পরবর্তী বিকল্প, Brochure, সহজে বাঁধানোর জন্য স্লাইডগুলিকে ইস্তাহার হিসাবে ছাপতে সাহায্য করে |
03:06 যাইহোক, এখানে আমরা ওই বিকল্পটি নির্বাচন করবো না | আপনি নিজে পরে এই বিকল্পটি নিয়ে অনুসন্ধান করবেন |
03:14 অনুগ্রহ করে নিশ্চিত করবেন যে অপশন ট্যাবের অধীন সব চেক বক্সগুলি অনির্বাচিত আছে |
03:19 এই চেক বক্সগুলির কিছু বিশেষ উদ্দেশ্য আছে, যেগুলি আমরা এই টিউটোরিয়াল-এ আলোচনা করবো না |
03:25 এখন Print বাটনে ক্লিক করুন |
03:28 যদি প্রিন্টার সঠিকভাবে যুক্ত থাকে, তাহলে এতক্ষণে ছাপা শুরু হওয়া উচিত |
03:36 এরপর Handouts বিকল্প নিয়ে আলোচনা করা যাক | ফাইল এবং প্রিন্ট ক্লিক করুন |
03:41 প্রিন্ট এর, General ট্যাবে, Document ক্ষেত্রে Handout নির্বাচন করুন |
03:47 স্বাভাবিকভাবে, একটি পৃষ্ঠায় চারটি স্লাইড এবং পরপর বাম থেকে ডানদিকে ও তারপর নীচে - এই ক্রমানুসারে স্লাইডগুলি ছাপা হয় | এই প্রেসেন্টেশনের জন্য এগুলি অপরিবর্তিত রাখুন |
03:58 ILibreOffice Impress ট্যাবে, দেখুন Size বিকল্পটি নিস্ক্রিয় করা আছে |
04:05 এর কারণ হল, ছাপার সাইজ, স্লাইডের সংখ্যা এবং একটি পৃষ্ঠায় কতগুলি স্লাইড থাকবে, তার উপর নির্ভর করে |
04:12 এখন Print বাটনে ক্লিক করুন |
04:15 প্রিন্টার সঠিকভাবে যুক্ত থাকলে, ছাপা শুরু হয়ে যাওয়া উচিত |
04:20 এবার প্রথম স্লাইডে যান এবং Notes ট্যাব-এ ক্লিক করুন |
04:25 এখানে আমরা নোট বা টিকা হিসাবে লিখব - “This is a sample note”.
04:30 স্লাইড-এ আপনি যে টিকা লিখেছেন, সেটি ছাপতে, File এবং তারপর প্রিন্ট-এ ক্লিক করুন |
04:35 Print এর, General ট্যাবে, Document ক্ষেত্রে Notes নির্বাচন করুন |
04:42 বামদিকের প্রিভিউ পৃষ্ঠাটি লক্ষ্য করুন | স্লাইডের নীচে আপনার লেখা টিকা দেখা যাচ্ছে |
04:48 এখন LibreOffice Impress ট্যাব-এ ক্লিক করুন |
04:52 লক্ষ্য করুন যখন আমরা টিকা ছাপছি, তখন Size বিকল্পটি আর উপলব্ধ নেই |
04:57 এখন Print বাটনে ক্লিক করুন | প্রিন্টার সঠিকভাবে সংযুক্ত থাকলে, এতক্ষণে ছাপা শুরু হয়ে যাওয়া উচিত |
05:05 অবশেষে, উপস্থাপনার সময় তথ্য দ্রুত দেখার জন্য স্লাইড-গুলির আউটলাইন ছাপতে, প্রথমে ফাইল এবং তারপর প্রিন্ট করুন |
05:13 IGeneral ট্যাব-এ, Print-এর মধ্যে, Document ক্ষেত্রে Outline বিকল্পটি নির্বাচন করুন |
05:19 বামদিকের প্রিভিউ পৃষ্ঠাটি লক্ষ্য করুন | এখানে স্লাইড-গুলির আউটলাইন বা সেগুলির শিরোনাম ও সাব - পয়েন্ট-গুলি দেখা যাচ্ছে |
05:28 এখন LibreOffice Impress ট্যাব-এ ক্লিক করুন |
05:32 আবার লক্ষ্য করুন, যখন আমরা Outline ছাপছি তখন সাইজ বিকল্পটি উপলব্ধ নেই |
05:38 এবার Print বাটনে ক্লিক করুন | যদি প্রিন্টার সঠিকভাবে যুক্ত থাকে, তাহলে এখন ছাপা শুরু হয়ে যাওয়া উচিত |
05:47 এখানেই এই টিউটোরিয়াল-টির সমাপ্তি হল, এতে আমরা শিখেছি -
05:52 Slides, Handouts, Notes এবং Outline
05:57 অনুশীলনী-টি নিজে চেষ্টা করুন | একটি নতুন প্রেসেন্টেশন তৈরী করুন |
06:02 শুধুমাত্র দ্বিতীয় স্লাইডটি ছাপুন | প্রথম চারটি স্লাইড handout হিসাবে ছাপুন |
06:10 এই লিঙ্ক-এ উপলব্ধ ভিডিও-টি দেখুন | এটি Spoken Tutorial প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায় |
06:16 যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন |
06:21 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল, কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে শিক্ষাশিবির সঞ্চালন করে |
06:27 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেয় |
06:31 এই বিষয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন |
06:38 স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
06:50 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য । http://spoken-tutorial.org/NMEICT-Intro.
07:01 আমি অন্তরা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং রেকর্ড করেছি ।

এই টিউটোরিয়াল-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ ।

Contributors and Content Editors

Kaushik Datta